লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
আইজ রাতের একটা সিস্টেম হয়া গেল। ঘরের সিংক ভর্তি বাসন-কোসন। ধুইবার মন চায় না। ভাবতাছিলাম, শ্রীবাস্তবরে কমু তুই পরোটা বানা,আমি মুরগী বানাই। হেই একটু আগে রাজী হইছে। তয় ওর ঘরে করতে হবে। কারণ আমার ঘরে আটা-উটা নাই।
ভালই হইলো, রাইতে ল্যাবে আইসা আরেক দফা সামহোয়্যারবাজি করন যাবে।
মন্তব্য
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন