পরিস্থিতি-৯

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
আইজ রাতের একটা সিস্টেম হয়া গেল। ঘরের সিংক ভর্তি বাসন-কোসন। ধুইবার মন চায় না। ভাবতাছিলাম, শ্রীবাস্তবরে কমু তুই পরোটা বানা,আমি মুরগী বানাই। হেই একটু আগে রাজী হইছে। তয় ওর ঘরে করতে হবে। কারণ আমার ঘরে আটা-উটা নাই। ভালই হইলো, রাইতে ল্যাবে আইসা আরেক দফা সামহোয়্যারবাজি করন যাবে।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।