লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৮:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:
শুভ সকাল।
ঘরে ইন্টারনেট নাই। সচলায়তন ফ্লাড করতে হবে মাথায় এই গুরু দায়িত্ব নিয়া এই সক্কালে চইলা আসলাম ল্যাব। সকালে খাইছি গরু ভূনা দিয়া টরটিয়া, লগে সুজি বিস্কিট। দ্বিতীয় জিনিসটা আমার আবিষ্কার। সুজি বানায়া খুব বেশী রকম ড্রাই করবার পর,ফ্রিজে ঢাকনা ছাড়া রাখলে শক্ত বিস্কিট বিস্কিট একটা ভাব আসবে।
এখন রং চা বানাইছি মাইক্রোওয়েভে একটা ক্যানেল টার্কিশ গোল্ড দিয়া খামু।
মন্তব্য
অজ্ঞাতবাস
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন