পরিস্থিতি-১২

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১০:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:
আটলান্টা থেইকা ইলিশ মাছ কিনছিলাম। ডিপ থেইকা বাইরা কইরা রাখছি। দুপুরে ইলিশ খামু। ঝোল-ঝোল না কি ভাজা কোনটা এইটা নিয়া একটু দোটানায় আছি। এই নিয়া একটা জরিপ করলে মন্দ হইতো না। আজকাল জরিপের বাতিক বাড়ছে। সব জায়গায় দেহি জরিপ। কেন অমুকে তমুক কালারের আন্ডি পরছে এইটাও আজকাল জরিপের বিষয়, সুতরাং ঝোল-ঝোল না কি ভাজা এইটা হইতে দোষ কি। যাই হোক আপনারা যে যার মতামত দিয়া যান। গেস্ট দেখতাছি দুইজন। উনারা কেম্নে ভোট দিবে এডমিন। কোনো ধরণের টেলিপ্যাথি বা ভেন্ট্রিলোকুইজমের ব্যবস্থা করা যায় কি না দেখেন গো এডমিন কাকা।

মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।