বিদেশ বিভূঁইয়ে শুটকি মাছের ভর্তা আর পাকা আতাফলের জন্য মাঝে মাঝে মন হুশ করে ভেসে ওঠে সব সচেতন প্রোপাগান্ডা'র মুখোশ ফেলে। মন খারাপ হয়, সে খারাপ আবার কেটে ও যায়। কিন্তু গত তিনদিন ধরে যা হচ্ছে, যতই শুনছি কষ্ট হচ্ছে। কাদির কল্লোলের রিপোর্ট শুনবার পর আজকে ভীষণ অসহায় বোধ করলাম।
কার্জন হলের করিডরে ঠিক আমার পেছনে থাকা মেয়েটাকে পুলিশ পেটে লাথি দিয়ে ফেলে দিলো,হাত ভাঙ্গা একটা ছেলে খুব করুণ আকুতি নিয়ে চেয়ে আছে, আমি পুলিশের লাঠির ঠিক এক হাত দূরে প্রাণপণে ছুটছি , জুলোজি ডিপার্মেণ্ট এর পেছনে লুকোবো বলে। তখন যে অসহায়ত্ব গ্রাস করেছিলো, ঠিক সেটাই এখন হচ্ছে।
আমি চোখ বন্ধ করে অনুভব করছি হল থেকে ভীত-সন্ত্রস্ত ছেলে-মেয়েদের আতংক। কারণ পুলিশ কিংবা সেপাই,যখন মারে তখন এরা বন্য জানোয়ারের চেয়েও অধম হয়ে যায়।
নিজেদের দেশ রক্ষার জন্য যে বাহিনী সেটাই এখন দেশের ভেতর শোধন প্রক্রিয়ায় নেমেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম থেকেই সরব, ভাষা থেকে শুরু করে ভাতের অধিকার সব ক্ষেত্রেই, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিদ্যাপীঠ, দেশের প্রয়োজনে ক্লাসরুম ছেড়ে রাজপথে নেমেছে। চেষ্টা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবল ভাঙবার, এই দেশের মনোবল ভাঙবার, আমাদের অহংকার চূর্ণ করবার।
এই ক্রান্তিলগ্নে শুধু চাই, এ মনের সব সাহস হোক দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের, ঝড়ো কাকের অসহায়ত্ব হোক আমার এবং আমাদের; তবু ও ওরা মাথা উঁচু করে থাকুক।
মন্তব্য
সে আগুন ছড়িয়ে পড়ুক সবখানে ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু ব্লগ লেখা ছাড়া আর কীই বা করতে পারি?
হাত কামড়াইতাছি বইসা বইসা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
.........
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নিজেকে খুব অসহায় মনে হচ্ছে!
অন্য কথা বলি- এই যে ভাই চান্দের গাড়ির ড্রাইভার,ভালো আছেন? এখন আমিও আপনাদের পাড়ায়!
নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...
আশা করি সেনাদের হাতে মার খাননি@ আপন
কানের পাশ দিয়ে গুলি চলে যাচ্ছে!
পরিস্থিতি যেদিকে - জানি না কী হয়।
নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...
হেলমেট পইরা ফালান। @তারিক ভাই।
হযু, ছাত্রদের এই পরিস্থিতি আমরা কলমবাজেরা বুঝবো না, তারা শুধুই ভাঙচুরকারী, ৭১ এ যেমন মুক্তিযোদ্ধারা ছিল গন্ডগোলকারী।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন