একটা পুরানো লিখা। সকাল ৬.৩০ কর্মক্ষেত্রে এসে ব্লগে ঢুকেই যখন দেখি শুভ'র মান ভেঙ্গেছে। বাড়ী বদলেছে। লগইন করা আছে একদল বন্ধু, তখন একটা পোস্ট মারতে কার না শখ হয়।
ছন্দোবদ্ধ কাব্যের শানিত ভঙ্গিমায়
বুকের পালংকে তীব্র সুখের র্নিলিপ্ততায়
কবিতার জন্ম হয় না।
কবিতার জন্য চাই আলোক সংবেদী জীবানুমুক্ত পরিবেশ
হাতের চেটোয় ক্লোরোফিল কলম নিয়ে
র্সূয স্নান করিয়ে নিতে হবে বারবার
শেষ খবর পর্যন্ত মারা গিয়েছে ৮৬ জন। এরকম দুই এবং তিন ডিজিটের গণমৃত্যু আমাদের দেশে নতুন না। তবুও খারাপ লাগে। শুধু বৃষ্টির জলেই মানুষ ভেসে যায় এখনো এই দেশে।
ভালোবাসা এবং মায়া, দুটো শব্দে বিস্তর তফাৎ। ভালোবাসা'র উপজাত হিসেবে মায়া তৈরি হওয়া আমাদের জীবনের বহুলঘটিত বিষয়। মায়ার উপজাত হিসেবে ও ভালবাসা হয়। তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন।
১।
আমি বাজেট বিশেষ বুঝি না। গতকাল আধোঘুমে বাজেটের পাই গ্রাফ দেখলাম। ঝাপসা অক্ষর কিছু বুঝলাম না। এইবার প্রতিরক্ষায় কত বরাদ্দ হয়েছে, এবং অন্যান্য বছরের সাথে প্রতিরক্ষায় কত বেশী সেটার কোন তুলনামূলক আলোচনা কোথাও পেলে এখানে একটা আলতো লিংক রেখে যাবেন।
২।
আমরা যে সৈন্য ভাড়া দিই জাতিসংঘরে সেই বাবদ আয় কত?
সেই আয় কি কর দেওয়া হচ্ছে ?
সামারের তুরুমতাজ গবেষণা এখন আমার নার্ভের উপর চাপ ফেলবে মনে হচ্ছে। ক্লান্তবোধ করবার সময় পাচ্ছিনা। তার চেয়ে বেশী চেপে বসেছে,অসহায়ত্ব। গবেষণার একাকীত্ব এবং টুঁটি চেপে ধরা অসহায়ত্ব। বিনিয়োগকারীদের ধৈর্য্যের পরীক্ষা নেবার সুযো
সামহোয়্যারে আমজনতা উত্তুঙ্গে দেখলাম। বাপ-মা,খালা-খালু কেউ বাদ নাই। গাইলাইতাছে সমানে। ইসলাম মোটামুটি একটা ফুটন্ত কড়াই হয়া গ্যাছে, কেউ মুহাম্মদ একটু ত্যাড়া কইরা উচ্চারণ করলে ফাঁসি হইয়া যাইবো সেইরম সিচ্যু।