কবিতা : বৃষ্টি চাই না

জিকো এর ছবি
লিখেছেন জিকো (তারিখ: শুক্র, ০৬/০৭/২০০৭ - ৮:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা শুধু সুখই খুঁজি
তাই ঝমঝম বৃষ্টি চাই না

বৃষ্টি নামলে আকাশ কালো
ধুলোর নৃত্য যায় পালিয়ে

ধুলোর নিচে যত্নে মোড়া
ব্যক্তিগত দুঃখ স্মৃতি

বৃষ্টি চাই না এই বরষায়
পারলে তুমি < সূর্য > দিও

- ইশতিয়াক জিকো / ৬ জুলাই ২০০৭
_________________________
নোট: কবিতায় স্বাধীন চলকের স্বাদ নিন। শেষ লাইনে < সূর্য > শব্দ পাল্টে বিষটি, বজ্র, ধুলো অথবা যা ভাল্লাগে, মর্জিমতো বসিয়ে দিন।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

সূর্যই সই...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

চাওয়ার দেখি শেষ নাই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শ্যাজা এর ছবি

তোমার ফোন নম্বর আগেরটাই আছে তো?


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

জিকো এর ছবি

হ্যাঁ। পেয়েছি এসএমএস। দেখা করবো।

অপালা এর ছবি

যা পাই তাই সই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১১১১

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।