১.
নাগরিক ব্যস্ততায় আমাদের বিশ্বাসগুলো এমন, প্লট করে পাই সাইন কার্ভ, এই হারায়, আবার ফিরে আসে, হারানোর জন্য; অনন্তকালের খেলা। ধন্যবাদ পাওয়ার প্রত্যাশাহীন জীবনকে যাপন করে যায় কোনো রিকশাচালক, পরিচয় বিখণ্ড যার, এখন সামসু, যদি এ আচরণ ইনটিগ্রেট করে ছড়ানো যেত সীমানাজুড়ে, ভাবি, বেশ হতো। কে জানে, হয়তো হতো না, সামসুরা বরাবর সীমানায় থাকে, সীমানায় পোতা সুখের পতাকাবিম্ব, তারপর আমরা ঠিক কেন্দ্রে ফিরে যাই, অন্ধকার আর অবিশ্বাসের সুবাস নিতে।
২.
টুশকি সুস্থ হচ্ছে, একটু একটু করে।
৩.
স্ক্যাটারিং তত্ত্ব নিয়ে লিখা গবেষণাপত্র প্রায় শেষের দিকে।
৪.
জীবনানন্দকে মনে পড়ছে। হুমায়ুন আজাদকেও। ভীষণ।
- ইশতিয়াক জিকো / ১৩ জুলাই ২০০৭
মন্তব্য
কিছু লিখলাম না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
পড়লাম।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
স্ক্যাটারিং তত্ত্ব? কার তত্ত্ব? কিসের তত্ত্ব? কিসের গবেষণাপত্র?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
গবেষণাপত্র বলাটা নাকউঁচু শোনায়। গবেষণার আঙ্গিকে কাজ শেখা। অ্যাকাডেমিক প্রজেক্ট পেপার মানানসই। কোয়ান্টাম মেকানিক্স, পার্টিকেল ফিজিক্সের একটা তত্ত্ব; আমি শুধু এর গাণিতিক মডেল নিয়ে খুচিয়েছি। পেপার এখনও ড্রাফট পর্যায়ে। দেখতে পারেন প্রাথমিক খসড়া।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
জিকো, বেড়াল বিষয়ে আরো মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল জীবনানন্দ দাশের। বেড়ালের মৃত্যু বা কী যেন নাম কবিতাটার। একটা মরণাপন্ন বেড়াল... আবছা আবছা মনে পড়ছে... ভালবেসে আস্তে আস্তে মৃত্যুর দিকে তরিয়ে দেয়ার কেউ ছিল না... এরকম।
চমৎকার দিনলিপি! সাজানো, গোছানো, অদ্ভুত একটা আকর্ষণ আছে কোথায় যেনো!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন