কারফিউলিপি ২

জিকো এর ছবি
লিখেছেন জিকো (তারিখ: শুক্র, ২৪/০৮/২০০৭ - ১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
হবার কথা দিনলিপি। কিংবা রাতলিপি। কিন্তু নগর-মগজ-দিনরাতের সব অনুভূতি আজ কারফিউয়ের দখলে।

২.
কারফিউলিপি শুরু করেছিলাম গতরাতে, ব্যক্তিগত ব্লগে। শুভাকাঙ্ক্ষী-পরিজনের অনুরোধ, যেন আর না লিখি এখন। সমস্যা হতে পারে, যেহেতু ঢাকায় থাকি, যেহেতু ঢাবি ছাত্র, যেহেতু জরুরি অবস্থা, যেহেতু কারফিউ। যেহেতু যেহেতু যেহেতু। মাথাজুড়ে যেহেতুদের ভনভন। সেল্‌ফ সেন্সরশিপ।

৩.
২৩ আগস্ট ২০০৭। রাত দশটা। বিবিসি'র খবর শুনলাম। শাহবাগের বাসা থেকে ছাত্রদের বের করে নির্মমভাবে পিটিয়েছে সেনাসদস্যরা। খবর শুনে ক্ষুব্ধ, মর্মাহত। ভী ষ ণ।

৪.
রাত সোয়া এগারোটা। আব্বু ঢাকায় ফিরছে। গ্রামের বাড়ি থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোন, আসতে সমস্যা হচ্ছে। সতর্ক করা হলো, 'অবসরপ্রাপ্ত ঢাবি শিক্ষক'-এর পরিচয় যেন না দেন তিনি। এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের ওপর ক্ষেপে আছে উর্দি। পরিচয়পত্র দেখালে আরও হিতে বিপরীত।

৫.
রাত ১২টা। নেট ছিল না সন্ধ্যা পর্যন্ত। এখন আবার মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ। পূর্বঘোষণা ছাড়াই। উড়ো খবর শুনছি, বিটিটিবি ল্যান্ডফোনের আইএসডি ইনকামিং নাকি বন্ধ।

৬.
বিডিনিউজের স্ক্রল খবর, মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষককে আটক করেছে যৌথবাহিনী। কোন দু'জন?

প্রাসঙ্গিক ব্লগপোস্ট
# কারফিউ প্রথম দিন - তৃতীয় বিশ্বের চোখে
# কারফিউ দ্বিতীয় দিন - তৃতীয় বিশ্বের চোখে
# খালি কলা গাছ - শহীদুল আলম, দৃক


মন্তব্য

হযবরল এর ছবি

উড়ো খবর নয় আসলেই বন্ধ। আমি চেষ্টা করেছি ল্যান্ড এবং সেল ফোন দুটোতেই।

আনোয়ার হোসেন এবং হারুন-উর-রশিদ ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি সকাল থেকে টানা দুই ঘন্টা চেষ্টা করেও ল্যান্ডফোন, সিটিসেল বা গ্রামীনের কোনটাতেই ঢুকতে পারিনি।

সুবিনয় মুস্তফী এর ছবি

একটু আগে কপালগুনেই বাসায় ফোনের লাইন পাইলাম - ল্যান্ডলাইন। রাত ৩টার বেশি বাজে ঢাকায়, বুড়া বাপ-মা ঘুমাইতেছিলো। ফোন গেছে তাতেই আশ্বস্ত হইলাম আপাতত, কেমন আছে না আছে তা আর বেশি জিজ্ঞেস করি নাই।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

জিকো, বড় মন খারাপ। নিজস্ব উপায়ে সংবাদ সংগ্রহ করে আমাদের একটু আপডেট দেবেন।
বিডি নিউজ ২৪ ও বিবিসি ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

হ্যাঁ,যারা ঢাকা আছেন তারা দয়া করে আপডেট জানাবেন । সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি আপনারাই মোকাবেলা করছেন ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

লাইন পাইতেছি না কারকে দুপুর থিকা। ল্যান্ড ফোনেই পাইতেছি না..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।