ইন্টারনেটে লিখতে পারি, কিন্তু কেন লিখবো? পক্ষে-বিপক্ষে যুক্তির ড্রিবলিং শেষে যখন এ প্রশ্নের কোনো উত্তর মনে ধরে, তখন তৎপর হই লিখার, ব্লগে নিয়মিত হবার।
ছক কাটি, ভাবি, এবার ব্লগাবো নিয়মিত। ডেল কার্নেগীয় পদ্ধতি: ব্লগালে এক পয়েন্ট দিই নিজেকে। সপ্তাহ শেষে তিন পয়েন্ট পেলে সার্থক।
১ শনিবার, আগের সপ্তাহে শেখা বিষয় উগড়ে দেয়া।
১ রোববার, সাম্প্রতিক ভালোলাগা সাইট পরিচিতি।
০ সোমবার, ব্লগহীন দিবস। বইপাঠে মনোনিবেশ।
১ মঙ্গলবার, মিডিয়াতে আসা চলমান ঘটনা নিয়ে প্রতিক্রিয়া। মূলতঃ মিডিয়াকে বাঁশ।
০ বুধবার, সিনেমা দেখা শেষে ব্যক্তিগত নোট। সিনেমাভাষা চর্চানো।
১ বৃহস্পতিবার, একটা করে নতুন আইডিয়া, সিনেমাযোগ্য।
০ শুক্রবারটা বিশ্রাম, অফলাইন জীবন।
ফুরুৎ করে সপ্তাহ চলে যায়। আমি শূন্য পয়েন্ট নিয়ে খুশি থাকি। ইস্নিপসে হাল না ছাড়ার গান আপলোড করি।
এবং চতুর্থ সপ্তাহে পরিকল্পনার ছক পাল্টাই। দিন নয়, এবার সপ্তাহের হিসাব। মাস শেষে তিন পয়েন্ট পেলে মাস সার্থক।
প্রথম মাসে এক পয়েন্ট।
পরের মাসে তাও হয় না।
মাসিক সার্থকতা-কে তিন থেকে দুই পয়েন্টে নামাই।
সঙ্গে ব্যর্থতার নতুন সংজ্ঞা।
বছর যায়,পয়েন্টলেস থাকে জীবন।
অনেকদিন পর লগইন করে বিরক্ত হই।
নতুন একটা ব্লগ খুলে পুরোনো লেখাগুলো হিঁচড়ে নিয়ে আসি সেখানে।
সমস্যাটা সামহোয়্যারইন, ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস বা সচলায়তন ডট কম স্ল্যাশ নেক্সট-এর নয়। না লেখার গুণটা আমার পারিবারিক কিংবা ব্যক্তিগত। বিশ্বাস করুন, চাইলেই পাঠককে রোজ বিনোদিত করতে পারি, আর বেশি বেশি মন্তব্য পাওয়ার কৌশলগুলো খাটাতে পারি, কিন্তু কেন খাটাবো? রোজনামচা, মিডিয়াবাহিত খবর আর ব্যক্তিগত দর্শন কপচে ফেনাতে পারি ব্লগপাতা, কিন্তু কেন করবো?
উত্তরটা জানা আছে?
মন্তব্য
কৌশলগুলো আমাদের বলে দ্যান। আমরা খাটাই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
২ টা ঝরাপাতা রে আর বাকিগুলা আমারে কন
দৃশা
কইয়া দেন। দিতে দিতে যেই কয়টা পোস্ট পাই....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
- কৌশল গুলো খাটাবেন না এইজন্য যে উপরের তিনজন ওতপেতে আছে সেগুলোর জন্য।
তার চাইতে জিকো যেমন, তেমনই বাজি করে যান। আর আমরা পড়ে যাই 'জিকোবাজি'র নিত্যনতুন উপকরণ সমূহ!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কেন ব্লগাবেন? উত্তর সহজ।
আপনি যে প্রথমে দিন ধরে পরিকল্পনা করেছিলেন, সেটা যে সম্ভব আপনি ছাড়া মানে পারিবারিক বা ব্যক্তিগত কু-গুণ ছাড়া অন্য মানুষের পক্ষে তার একটা প্রমাণ দিতে তো হবে। না হলে আমরা মানবো কেন?
সুতরাং প্রথম এক সপ্তাহ ঐ ছকের মত করে দেখান।
তারপর, থামেন, মাসের ছকে যাওয়ার দরকার নাই। কারণ যে সপ্তাহের ছকের মত বেশি লিখতে পারবে সে মাসের ছকে যেতে পারবে তা আমরা বুঝি।
সুতরাং তখন মাসের ছকে না গিয়েও যে সম্ভব তা আবার সপ্তাহের ছক মেনে লিখে প্রমাণ করে দিন।
এইভাবে আপনাকে প্রতি সপ্তাহে চালাতে হবে বছর না ঘুরা পর্যন্ত। কারণ যে যুক্তিতে মাসটা কাবার করলেন সেই কারণেই আপনার প্রমাণ করা দরকার যে বছরের ছকে না গিয়েও সম্ভব।
এক বছর পুরা সপ্তাহের ছকে ব্লগিং করার পর আমরা যাচাই করে দেখবো কেন আপনি ব্লগিং করলেন। যদি আমরা সাধারণ একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি কেন এক বছর আপনি ব্লগালেন তবে আপনাকে আমরা একটা সন্তোষজনক উত্তর অবশ্যই দিতে পারবো কেন আপনি ব্লগাবেন।
তার আগ পর্যন্ত সপ্তাহের ছকে ব্লগাতে থাকুন।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন