ব্লগ যদি ডিম হয়, আমি হবো হাঁস, মিলেমিশে করবো ব্যান্ডউইথ নাশ।
ডিম যদি ব্লগ হয়, পাতিহাঁস আমি, নেটে জল ঘোলা হবে করে বাঁদরামি।
যদি আমি হাঁস হই, ব্লগ হতো ডিম, খুব করে মাখতাম হেনোলাক্স ক্রিম।
আমি যদি ডিম পাড়ি, হাঁস করে ব্লগ, নির্ঘাৎ অজ্ঞান হতো বুলডগ।
ছন্দ-ছড়ার দোহাই দিয়ে খুব তো হেনোলাক্সের বিজ্ঞাপন ফাঁদলেন! কী বললেন? এটা পোস্টমডার্ন, পোমো সাহিত্য? আমাকে শেখাচ্ছেন ওসব? কিছু না হলে শেষে পোমো লেবেল লাগিয়ে দেন, আর ভাবেন উতরে গেলেন খুব। দুয়েক বছর সোসাইটি করে, পাঁচদশটা সিনেমা দেখে একটা চিত্রনাট্য লিখেন, গল্পের থাকে না মাথামুন্ডু, তখন বলে বেড়ান ওটা এক্সপেরিমেন্টাল, নিরীক্ষা! একচোট দেরিদাপল্টুদা শুনিয়ে দেন। আপনাদের এসব কীর্তি দেখে মাজা ব্যাথা করে।
আর আর, আপনাদের শিল্পচর্চার ধরনটা চেনা আছে। দুটো পয়সার গন্ধ পেলেই কমার্শিয়াল ব্র্যান্ড ঢোকান। আপনার প্রথম শর্ট ফিল্মটা দেখেছি তো,প্রথম শটে কী করলেন? মাটিতে পত্রিকা ফেললেন তিনটা, তার সবগুলোই শালা প্রথম আলো। লাভ হলো কার? লুৎফুর রহমান আর মতিউরের।
এবার পোমো ছড়াটা নিয়ে হেনোলাক্স মালিকের কাছে যান। বলুন গে, হাবিবকে সুর যোজন করতে। খুব খাবে তখন লোকে।
খাওয়াতেই তো চান, নাকি?
মন্তব্য
হা হা হা।
হুমো কবি, পোমো সাহিত্য,
বাজার ভালো নিমাই-নৃত্য।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ছন্দে লেখা অংশ মজা লাগলো। গদ্য অংশটা বুঝলাম না, মাথার ওপর দিয়ে চলে গেলো। লেখকের দোষ না। দোষ আমার কি না তা-এ ঠিক বুঝতে পারা গেলো না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খেতেও চাই
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অর্থনীতির সব সমীকরণ এইখানে উল্টায়ে গেছে।
অন্যরা না খাইলে নিজের ভুরিভোজন হয় না।
খাইতে থাক, অন্যরা বেশি বেশি খাইতে থাক।
আমরা দু-এক মুঠো মাঝে সাঝে পাইলেই চলে।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন