১.
দিনকয়েক আগে সকালে অফিসে যাচ্ছি। পল্টনের জ্যামে রিকসা অনেকক্ষণ আটকে আছে। এদিক সেদিক দেখছি। একটা সিটিবাসের গায়ে মোজোর নিচের বিজ্ঞাপনটা দেখলাম। মোজো এক ধরনের কোমল পানীয়। ঈদে গরু-ছাগল সাইজ করার জন্য এরা আপনাকে কসাই সরবরাহ করবে। এজন্য আপনাকে সহজ একটা কুইজে অংশগ্রহন করতে হবে মুঠোফোনে বার্তা পাঠিয়ে। সৌভাগ্যবান হলে আপনিও পেয়ে যেতে পারেন শত শত কসাইয়ের একজনকে। মোজো এই অফারটার নাম দিয়ে "কোপা শামসু" অফার। কোপা শামসু অফার গায়ে লাগিয়ে নিয়ে নিয়ে সিটিবাসগুলো শহরময় ঘুরে বেড়াচ্ছে। খুব ভাল!
২.
সাইফুর'স একটা কোচিং সেন্টারের নাম। এরা আইএলটিএস,আইবিএ,জিম্যাট, বিসিএস,ও লেভেল, এ লেভেল প্রভৃতি নানান ধরনের কোচিং করায়। ঈদুল আযহা উপলক্ষ্যে এরা আরেক ধরনের সেবা(?) খুলে বসেছে। কোরবানী নিয়ে কোন প্রশ্ন থাকলে এরা আপনাকে উত্তর দেবে। রীতিমত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লিখেছে-
"কোরবানী নিয়ে যে কোন প্রশ্ন থাকলে নিঃসংকোচে ফোন করুন..........। "
মনে হচ্ছে দিন দিন বুড়া হয়ে যাচ্ছি। কারন দিন-দুনিয়ার এইসব দেখে বলতে ইচ্ছে হয় "কালে কালে আর কত দেখব?"
মন্তব্য
হুমম।
কায়েস, সত্যিই কি বুড়ো হয়ে যাচ্ছেন ? আমি তো এসব দেখে রীতিমতো মজা পাই খুব ! ফুল্লতায় চনমন করে ওঠে মনটা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তাইলে বুধয় আমি বুড়া হয়ে গেছি। আফসুস বিয়া না করেই বুড়া হইতে হইল?
......................................................
পতিত হাওয়া
কায়েস ভাই, মোজোর কার্টুন দএখে পুরাই হা হা প গে, শিবিরের বানানো নাকি, যেভাবে ধরে জবাই করতেছে, যেন ভায়রা ভাই
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
- মজো'র বিজ্ঞাপনের কসাই ভাইয়ের পেটটা দেইখাই হাসি উঠতাছে ঠেইলা।
সাইফুর'সের ব্যাপারটা একটু চিন্তা করলাম, যারা স্যুটেড বুটেড হয়ে আংরেজী কোর্সগুলোর ক্লাস নেয় তারাই মাথায় জরির টুপি লাগিয়ে টেবিলে বসে বসে ফোনে কুরবানীর ফজিলত বয়ান কর্তেছে। বেশ দারুণ একটা সীন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনি যে কেন কার্টুনিস্ট হইলেননা সেজন্য আফসোস হচ্ছে.. এই যে একটা খবরকে কী সুন্দর সীনে রূপান্তরিত করলেন, এখন দরকার এটাকে দৃশ্যমান করা-- কার্টুন দিয়ে যেটা সহজেই করা যায়। ট্রাই করেন, দেখেন হয় কিনা
- আমার কার্টুনের দৌড় ইন্টারের জীববিজ্ঞান পরীক্ষার সাথে সাথেই খতম। সেই আমলে অনেক কষ্টে একটা গরু আঁকার টেষ্টা করছিলাম। আঁকার পরে উৎসাহ নিয়া বন্ধুগোরে দেখাইছি পরে বন্ধুরা কয় "ভালো কইরা অনেক্ষণ চায়া থাকলে ব্যাঙ আঁকছোস বুঝা যায়, কিন্তু এ্যামনে চাইর ঠ্যাঙ চাইর দিকে দিয়া লেডায়া রৈছে ক্যান তোর ব্যাঙে?"
এই অবস্থায় কার্টুন আঁকাটা কী ঠিক হবে পিপিদা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ!
আপনাকে দিয়া হবে।
হা হা হা ..
ধূগোদা, আপ্নে এতো মজার কথা কন কেম্নে ? হাস্তে হাস্তে ফাইট্টা গেলাম।
নীল ভুত।
ভাইরে, আপনি যে কেমনে এইসব ভাবেন আবার কেমনে এইসব লিখেন, আল্লাহ্ মালুম।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
সাইফুরগো প্রাংক কইরা বাইনা ফালান না একটা কার্টুন। গরুর ছবি আঁকতে গিয়া ব্যাঙ বানাইছেন তো কি হৈছে? সচলের ব্যানার বানানি নিয়ে আপনার ক্যারিকেচার তো দেখছি। পারবেন। ধইরাই দ্যাখেন।
......................................................
পতিত হাওয়া
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য কিন্তু শৈল্পিক হওয়া নয়। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে কোন অফারের বক্তব্যকে ভোক্তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরা। এ ক্ষেত্রে বিজ্ঞাপন নির্মাতাদের চেষ্টা থাকে এই বিষয়টাকে কতো সুন্দর ও আকর্ষনীয়ভাবে মানুষের কাছে পৌছানো যায়। (কোম্পানিগুলো যে ভোক্তাশ্রেনীর কথা মাথায় রেখে অফার ছাড়ে সেই ভোক্তাদের মার্কেটিং এর ভাষায় বলে টারগেট কাস্টমার বা টারগেট গ্রুপ। অন্যদিকে, এ্যাড এজেন্সিগুলো যাদের কথা মাথায় রেখে এ্যাড তৈরী করে তাদেরকে বলা হয় টারগেট অডিয়েন্স। সাধারনত, কোম্পানিগুলো বিজ্ঞাপনপ্রস্তুতকারীকে তার উদ্দেশ্য বা অফার সম্পর্কে সাম্যক জ্ঞাত করে তোলেন যাতে টারগেট কাস্টমারেরা অফারটা বুঝতে পারে।)
মোজোর বিজ্ঞাপনের ব্যাপারে বিষয়ের উপস্থাপনের ব্যপারে আমার দ্বিমত রয়েছে। মোজোর টারগেট অডিয়েন্সের কী এই ধরনের শব্দাংশের সাথে আদৌ নিবিঢ় কোন সম্পর্ক আছে?? কিন্তু নিশ্চিতভাবেই এই বিজ্ঞাপনটি এবং এর অফারটি অন্য অনেক ব্র্যান্ডের চেয়ে আলাদা এবং সেইসুত্রে টারগেট অডিয়েন্সের মনযোগ আকর্ষনের জন্য যথেষ্ট।
সাইফুর'স এর বিজ্ঞপনের ব্যপারে আলাদা করে কিছু বলার নেই। এই প্রতিষ্ঠানটির একটি আলাদা ভোক্তা শ্রেনী রয়েছে, তাছাড়া তাদের ব্র্যান্ড ভাবমুর্তি (ইমেজ) কিন্তু এই সংক্রান্ত বিষয়ের সাথে খাপ খেয়ে যায়। সুতরাং, হতে পারে- তারা এই শ্রেনীর কথা মাথায় রেখেই বিজ্ঞাপন্টি তৈরী করা হয়েছে।
মনজুর এলাহী
ইমরুল কায়েস
আপনি বুড়ো নন রীতিমতো বৃদ্ধ হয়ে যাচ্ছেন
এরকম জিনিস দেখে আপনার মজা লাগলোনা?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
......................................................
পতিত হাওয়া
কোপা শামসু অফার পুরাপুরি মারাত্মক!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
http://gorurhat.com/
এটা না দেখেই এতো কথা??
শুনলাম এইটা কোন অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর প্রজেক্ট!!
---------------------
আমার ফ্লিকার
আত্মজৈবনিক ব্যাপার নাই তো এর মধ্যে ?
হাঃ হাঃ হাঃ
আমাদের দোস্ত রাজিনের কাজিন মানে রাজিনদের গরু এই কোপা শামসু অফার পেয়েছে। রাজিন মোজো কসাইদের ছবি ফেইসবুকে আপলোড করেছে।
ইমরুল তোর জন্য মানসিকভাবে বৃদ্ধ মাইয়া এখন কই পাওয়া যাবে ভাবতাসি
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
নতুন মন্তব্য করুন