প্রিয় ইসরায়েলের জন্য কয়েকটা লাইন

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: সোম, ১৯/১১/২০১২ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

হে ইসরায়েল,
হে পৃথিবীর জারজ সন্তান
তোমায় বলছি শোন-
বুঝেছ কিসের ব্যথা দিয়ে গেলে পিতাকে
শিশুর রক্তে ভিজে যায় হাত
শরীর ফুঁড়ে বেরিয়ে আসে হৃপিণ্ড।
তোমার একেকটা বুলেট
একেকটা মর্টার
একেটা ক্ষেপণাস্ত্র
একেকটা মৃত্যুর গান হয়ে ঝড়ে পড়ে প্যালেষ্টাইনের বাতাসে।

হে ইসরায়েল,
তোমার জন্মান্ধ চোখ জুড়ে রক্ত
শিশু, কিশোর আর যুবকের রক্ত
মুখ-নখ-ঠোঁট আর কন্ঠনালী কি একবার দেখেছ আয়নায়?
এখনো কি গড়িয়ে পড়ছে না মা আর ভগ্নির রক্ত?
এত মৃত্যু আর রক্তের বিছানায়
কি করে ঘুমাও তুমি, হে ইসরায়েল?

আমি তো জেনেছিই এতদিনে
জেনেছ তুমি
মেশিনগানের বাঁধানো বুলেটে জড়িয়ে থাকে ভালবাসা
বন্দুকের নলের ভিতর ঘুরে ফেরে শুভদৃষ্টি
শুধুমাত্র লাল রংই হতে পারে এই পৃথিবীর
বুলেট আর কান্নার শব্দে
কি বা এমন পাথর্ক্য?
তবুও তুমি কি জান
শিশুর নিথর দেহ তুলে ধরতে কতটুকু শক্তি প্রয়োজন পিতার
মায়ের বুকের কোন অংশে থাকে মৃত শিশু
অথবা যে শিশু হামাগুড়ি দেয় রক্ত-মাটি আর পিতামাতার শরীরে
আর কতটুকু করলে মুছে যাবে মর্ত্যে আগমনজনিত অপরাধ?
জান কি? না। এতদিনে জেনেছি আমি। জান না।
কেননা তোমার কোন মা নেই
কেননা তোমার কোন বাবা নেই
কেননা তুমি, তোমার মাতাপিতাহীন এক পৃথিবীর
শুধুই একমাত্র জারজ সন্তান।


মন্তব্য

ঘাসফড়িং এর ছবি

চলুক কোলাকুলি

স্বপ্নহারা এর ছবি

চলুক
মন খারাপ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মেঘা এর ছবি

চলুক মন খারাপ মন খারাপ

কিছু টাইপো আছে। ঠিক করে দিয়েন সময় পেলে ভাইয়া।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

ত্রিমাত্রিক কবি এর ছবি

মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রামগরুড় এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে। চলুক

অমি_বন্যা

অতিথি লেখক এর ছবি

মন খারাপ

ফারাসাত

গরীব মানুষ এর ছবি

ভালো হয়েছে ইরু!

মাথা নষ্ট ম্যান এর ছবি

রক্ত গরম
খাড়া পশম,
সইতে না পাই-
চলেন যাই।

সে তো ইসরাইল,
কতইবা মাইল।

চাই না আর শিশুর লাশ,
ইসরাইলকে দেব বাঁশ!

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
মন খারাপ

তামান্না ঝুমু এর ছবি

কী দোষ থাকতে পারে কোনো ভৌগলিক ভূখণ্ডের? ভাল মন্দ সবকিছু ত মানুষই ঘটিয়ে থাকে। কবিতার কথাগুলি ইসরাইলের উদ্দেশ্যে না হয়ে, যে সকল পিশাচ ইসরাইলী এই সব পৌশাচিক কাণ্ড করছে তাদের উদ্দেশ্য হলে ভাল ও যুক্তিযুক্ত হত না!
তামান্না ঝুমু

হিমু এর ছবি

আপনি মনে হয় রাষ্ট্র আর ভূখণ্ডের মধ্যে তফাত বোঝেন না।

savage_mountain এর ছবি

আমরা অনেকেই দেশ, রাষ্ট্র ও সরকার এর মধ্যে পার্থক্য বুঝিনা।

হিমু এর ছবি

কোনো সন্দেহ নাই। প্রচুর কাঠবলদ আছে যারা মনে করে যুদ্ধের দায় রাষ্ট্রের না, সরকারের।

অর্ফিউস এর ছবি

পার্থক্য বোঝার তো দরকার নেই কোন কিছুর।সোজা কথায় কবিতার ভাষা ভাল লাগল না।বিশেষ করে সচলায়তন একটা মুক্ত চিন্তার ব্লগ হলেই শুনেছি, সেখানে জারজ সন্তান জাতীয় গালিটা শুধুই ব্যক্তিগত বিদ্বেষ কেই বাড়িয়ে দেবে। ইসরায়েল মোটেই ভাল কাজ করছে না।আন্তর্জাতিক সীমানা মেনে না চলে যদি শুধু পশ্চিম তীর আর গাজায় ইহুদী বসতি স্থাপন করতেই থাকে, সেখানে শান্তি সুদুরপরাহত। তবে এই ব্যক্তিগত আক্রোশটা পাঁড় ইসলামী সাইট সদালাপের কথা মনে করিয়ে দেয়।

সাবেকা  এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।