যে পৃথিবী না-মানুষের
সেই পৃথিবীতে বাঁচি দিন শেষে।
প্রতি সন্ধ্যেবেলা শকুন ঘোরে হাওয়ায়
আধুনিক গেরস্তের ঘরে ঢুকে খেয়ে যায় হৃদয়-
কিছুই হয়নি ভেবে নির্লিপ্ততা গ্রাস করে
ধারহীন নেইলকাটারে নখ কাটি-
ইউটিউব খেতে থাকি চা-সিগ্রেটের সাথে।
প্রতি সন্ধ্যেবেলা-
একটা মানুষ একটু একটু করে মরে যায়।
মন্তব্য
কেউ মনের কথাগুলো বলেছে বলে মনে হল।
ভালো লাগলো।
স্বয়ম
অদ্ভুত! খুব ভালো লিখেছেন ভাইয়া।
বিশেষ করে শেষ দুটি লাইন--
-এস এম নিয়াজ মাওলা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বাহ। শেষ দুই লাইন খুব ভালো লাগল।
নতুন মন্তব্য করুন