আমার বাবাকে নিয়ে হচ্ছে ম্যালা যন্ত্রণা। কথা একবার শুরু করলে থামাতে চান না। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকেন। আর তার কথা শুনতে চাচ্ছিনা বা ভালো লাগছে না এরকম আভাস পেলে তিনি ক্ষেপে গিয়ে আরো বকবক করেন। আর তাই তার কথা শুরু হলে আমি হু হা করতে থাকি নিয়মিত বিরতিতে। ভাগ্যিস স্কুলের স্যারদের মত পরীক্ষা করেন না "কি বলছিলাম বল তো" বলে।
তবে এই কথা বলার সমস্যার চেয়ে বড় সমস্যা হল তার উচ্চারন...
(ইহা একটি হিন্দি সিনেমা বিষয়ক ভালোচনা(ভালো+আলোচনা)। হিন্দি সিনেমা নিয়ে যাদের এলার্জি আছে, তারা সপাং করে এই পোস্টের উপর অথবা নিচের পোস্টে টিপি দ্যান)
হিন্দি সিনেমা দেখা যেমন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, হিন্দি সিনেমা না দেখাও তেমনি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, জীবনের কোন না কোন এক সময়ে আমি দুই দলেরই সচল (একটিভ) সদস...
ছোট্টবেলা পেরিয়ে এসেছি সেই কবে। তবু যার বই পড়তে বসলে হারানো কৈশোরে হারিয়ে যাই এক ঝটকায়, তিনি মুহম্মদ জাফর ইকবাল।
বাংলাদেশে একবার বিখ্যাত হতে পারলে আমজনতাকে যাচ্ছেতাই মানের জিনিস গছিয়ে দেয়ার প্রবনতা প্রায় সবার মধ্যেই বিদ্যমান। একমাত্র মুহম্মদ জাফর ইকবালকেই এখনও পর্যন্ত মাথা ঠিক রাখতে দেখেছি (অবশ্যই ব্যক্তিগত মতামত)।
এ...
১
পৃথিবীতে যে ভালোবাসা বলে কিছু নেই, সেটা আবিস্কার করেছি সেই নার্সারিতে থাকার সময়ই। কিন্ডারগার্টেনে পড়ি, ছেলে-মেয়ে একসাথে। ক্লাসের পড়াশোনা শেষ হলে টিচার নাচ-গান-ছড়ার আয়োজন করেন। একটা মেয়ে প্রতিদিনই হয় নাচ, নাইলে গান, নাইলে ছড়া কিছু না কিছু করবেই। তো প্রতিদিন ঐ মেয়ের সাংস্কৃতিক প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম (বলতেই হবে, ছোটবেলা থেকেই আমি সমঝদার ছিলাম)।
২-১ মাসের মধ্যেই আমি ব...
এতগুলান আইইউটিয়ান থাকতে পরিবর্তনশীলের জন্মদিনে সব এমন চুপচাপ ক্যান খোদা মালুম----নাকি তুরাগ নদীর তীরে আজ কোন মজমা হচ্ছে??
কাহিনী যাহাই হউক না কেন, সচলের পাতা ১০ বার পুনরায় টাটকা (রিফ্রেশ) করেও যখন পরিবর্তনশীলের জর্মোদিন বিষয়ক কোন লিখা দেইখতে পারলুম না, তখন আমিই চিন্তা করিলাম...তবে ফাঁকা মাঠে আমিই গোল দিই না কেন?
যার লেখার ক্ষমতা নিয়া কারো মনে কোন সন্দেহ নাই--- কিন্তু যিনি প্রায় প...
দুনিয়া কত এগিয়ে যাচ্ছে...৭ বছর একই স্কুলে একই ক্লাসে পড়া তানিম আজ সিনেমার ডিরেক্টর। তার নির্দেশনায় অভিনয় করে যাচ্ছে জয়া আহসান, হুমায়ুন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, শহিদুজ্জামান সেলিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদের মত স্বনামধন্য অভিনেতারা।
বাকী কাউরে নিয়া তেমুন আফসুস নাই...কিন্তু স্বপ্নের নায়িকা জয়া আহসান তানিমের কথায় নাচছে, গাইছে, হাসছে কল্পনা করলেই মেজাজ চ্র...
আমার এক বন্ধু আছে, নাম সুমন। সারাদিন মেয়েদের পিছনে ফ্যা ফ্যা করে ঘুরে। পাত্তা টাত্তা খুব একটা পায় না (অবশ্য আমিও যে খুব একটা পাই, তা না...অবশ্য সেটা ভিন্ন কথা...ব্লগ তো আমি লিখছি...সুমন তো না )। সে যা হোক। সুমনের কথায় ফিরে আসি। ওর বাসায় ইন্টারনেট নেই, ফোনও নেই (সেই সময় মোবাইল কেজিদরে বিক্রি শুরু হয়নি)। তো সে আমাদের বাসায় আসতো...কিচ্ছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে কম্পিউটারের রুমে ঢ...
সামারের ছুটি চলছে। ক্লাশ নেই। কাজ কামও কিছু করি না। ঘুম থেকে উঠতে ইচ্ছা করলে উঠি, না উঠতে ইচ্ছা করলে উঠি না। খেতে ইচ্ছা করলে খাই, না করলে খাই না। আগে ৮ ঘন্টা ঘুমাতাম, ১৬ ঘন্টা সজাগ থাকতাম, এখন ১৬ ঘন্টা ঘুমাই, ৮ ঘন্টা সজাগ থাকি।
সজাগ থাকার সময়টা ইন্টারনেটে কাটাই, মাঝে মাঝে মুভি দেখতে যাই, ঘুরতে যাই, সময় সময় রান্নাও করি...আবার সময় সময় রান্না ভালো হয়নি বলে বাইরে খেতে ও যাই।
যাহোক, এককাল...
নাহ, কোন নির্দিষ্ট বাংলা সিনেমা দেখে এই লেখা লিখতে বসিনি। যখনই কোন ভালো মুভি দেখি (ইংরেজি কিংবা হিন্দি) তখনই এই চিন্তাটা আরো একবার আমার মাথায় এসে গিজগিজ করতে থাকে।
কোন একটা জাতির সংস্কৃতির পরিচয় নাকি পাওয়া যায় তার শিল্প, সাহিত্য, চলচ্চিত্র ইত্যাদি দেখে। আমার মতে, বাংলাদেশের শিল্প ও সাহিত্য বেশ উচুমানের। বাংলাদেশের নাটকও ফেলে দেয়ার মত কিছু নয়, বিশেষ করে মঞ্চ নাটকের মান তো খুব, খ...