বাবার শব্দাভিধান

অদৃশ্য মানব এর ছবি
লিখেছেন অদৃশ্য মানব [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৮/০৩/২০১০ - ৬:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার বাবাকে নিয়ে হচ্ছে ম্যালা যন্ত্রণা। কথা একবার শুরু করলে থামাতে চান না। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকেন। আর তার কথা শুনতে চাচ্ছিনা বা ভালো লাগছে না এরকম আভাস পেলে তিনি ক্ষেপে গিয়ে আরো বকবক করেন। আর তাই তার কথা শুরু হলে আমি হু হা করতে থাকি নিয়মিত বিরতিতে। ভাগ্যিস স্কুলের স্যারদের মত পরীক্ষা করেন না "কি বলছিলাম বল তো" বলে।

তবে এই কথা বলার সমস্যার চেয়ে বড় সমস্যা হল তার উচ্চারনে সমস্যা, আর অনেক ক্ষেত্রেই তার নিজস্ব শব্দের ব্যবহার। কয়েকটা উদাহরন দেই।

তিনি নটরডেম উচ্চারন করতে পারেন না (বা করেন না)। বলেন নটরড্রাম। কলেজে পড়াকালীন দুইবছর খুব ভয়ে ভয়ে কাটিয়েছি তিনি যেন আগ বাড়িয়ে বাইরের কাউকে বলতে না যান তার ছেলে কোথায় পড়ে।

এ তো গেল নটরডেম। ভিকারুন্নেসার ক্ষেত্রেও তার সমস্যা। ভিকাররুন্নেসাকে তিনি বলেন "ব্যাকারুন্নেসা"। তার ধারনা, যেহেতু স্কুলের নাম, আর বাংলাতে ব্যাকারণ নামে একটা শব্দ আছে (যেটা আবার স্কুলে পড়ানো হয়) সেহেতু দুইয়ে দুইয়ে চার, স্কুলের নাম ব্যাকারুন্নেসা। আমার বোনের বান্ধবীদের কেউ কেউ ছিল ভিকারুন্নেসার। তাদের কেউ বাসায় এলে আমি আর আমার বোন তটস্থ থাকতাম সারাক্ষণ...কখন বাবা কুশল বিনিময় শুরু করে, আর কখন স্কুলের কথা এসে পড়ে। বাবাকে শোধরানোর অনেক চেষ্টা করেছি সবাই মিলে। কিন্তু তার ধারণা, ব্যাকারুন্নেসায় যেহেতু ব্যাকারন আছে, সেহেতু এটাই সঠিক।

আচ্ছা, এবার স্কুল থেকে বাইরে আসি। সচলে অনেক নিত্যনতুন শব্দের প্রচলন আছে। বাংলা-ইংলিশ মিলিয়ে। যেমন কমেন্টানো, এডানো ইত্যাদি। কিন্তু বাবার মুখে এরকম শব্দ সেই নব্বইয়ের দশক থেকে শুনে আসছি। এবং তিনি নির্বিকার মুখে সবসময় সবজায়গায় এশব্দগুলো ব্যবহার করেন। যেমনঃ টর্চারিত। অত্যাচারিতও না, টর্চার করাও না। টর্চারিত।

আরো আছে। তিনি 'অতিরিক্ত' শব্দটি কখনও ব্যবহার করেন না। বলেন অত্যাক্তরিক্ত (পরে আমরা সন্ধি বিচ্ছেদ করেছি অত্যাধিক অতিরিক্ত---বিশেষনের বিশেষন)

সময় সময় তিনি বাঘকে ভাগ আর গানকে ঘানও বলে থাকেন।

সময় সময় একই শব্দের বাংলা -ইংলিশ দুটোরই যুগপৎ ব্যবহার করে থাকেন। যেমনঃ "শুধু চেষ্টা করলেই হবে না, ট্রাইও করতে হবে" অথবা "কিছু কিছু ক্ষেত্রে কোন ভবিষ্যতবাণী কাজে লাগে না---যেমন খেলা, গেম, স্পোর্টস ইত্যাদি"

এই আরকি।


মন্তব্য

কাকুল কায়েশ এর ছবি

হাহাহাহা, বেশ মজা পেলাম।

মাত্র দুদিন আগেই একটা কমেন্টে বলেছিলাম, আমার এক নটরডেমিয়ান বন্ধু খোদ নটরডেমকে কখনোই নটরডেম বলতে পারে নাই, আজীবন বলে আসল নটরড্রাম।

কিছু কিছু ক্ষেত্রে কোন ভবিষ্যতবাণী কাজে লাগে না---যেমন খেলা, গেম, স্পোর্টস ইত্যাদি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

আপনার বাবাকে আমার অসীম শ্রদ্ধা জানাইয়েন।

====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

ধুসর গোধূলি এর ছবি

- গাজী আজমল স্যারকে জীবনেও শুনি নাই ঠিকমতো কলেজের নামটা উচ্চারণ করতে। তিনি বলতেন, "নরডাম"। এইটা আবার গ্রুপ ফোরের আমার স্কুলের এক বন্ধু কপি করে বলতো। একদিন মেজাজ ছিলো খারাপ। ক্লাসের ব্রেকে বসে বসে ফিজিক্সের ল্যাব রিপোর্ট লিখতেছিলাম, অলরেডি দুইবার না কয়বার মেকাপ খাইছি এইটায়। এই শালা কানের কাছে আইসা নরডাম, নরডাম করতাছে। দিছি ঠাস কইরা একটা কানসা পাতালি। হালায় গালি পাড়তে পাড়তে গেছেগা এরপর!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কাকুল কায়েশ এর ছবি

হাহাহা, কিন্তু আজমল স্যারের এই ব্যাপারটা কখনো খেয়াল করি নাই তো! চোখ টিপি

====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

অদৃশ্য মানব এর ছবি

আসলে আপনার সেই কমেন্ট দেখেই বাবার কথা মনে পড়লো হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

শেখ নজরুল এর ছবি

মজা পেয়েছি। তবে আমার মনে হয় না, আপনার বাবা সত্যি সত্যি ঐ উচ্চারণগুলো পারেন না।

শেখ নজরুল

শেখ নজরুল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
খুবই মজা পেলাম আপনার বাবার কান্ডকারখানায়। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অদৃশ্য মানব এর ছবি

হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

তিথীডোর এর ছবি

লম্বা বিরতির পর দৃশ্যমান হলেন!

উচ্চারণগুলো মজার, কিন্তু ঠিক বিশ্বাস হলো না... ইয়ে, মানে...

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অদৃশ্য মানব এর ছবি

বিশ্বাস করানোর একটাই উপায়---বাবার সাথে একদিন কথা বলিয়ে দেয়া।
কবে আসবেন বলুন হাসি
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো

তাসরিভা সিকান্দার  এর ছবি

আপনার বাবার কথা বলার সমস্যা আপনাকে লেখার একটা টপিক দিয়ে দিল......
মজা না?

অম্লান অভি এর ছবি

ধাচটা ভালো লাগল। যদিও আপনার বাবার কথা লিখেছেন কথা মত। তবে মীর ফোয়ার ধাচ আছে। (মীর ফোয়ারা না বুঝলে আবার কি বুঝেন কে জানে, নরডাম যদি হয়ে যায়। তাই বলি, মীর ফোয়ারা ধাচ মানে মিরাক্কেল ধাচ)

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

বাউলিয়ানা এর ছবি

মজা তো !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।