সাইবার আইন

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি
লিখেছেন ঈপ্সিত আর চম্পাকলি [অতিথি] (তারিখ: শনি, ০৮/১২/২০১২ - ১২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিব ঠাকুরের শ্বশুরবাড়ি,
সাইবার আইন করল জারি।
কেউ যদি দেয় শেয়ার করে,
ফেসবুকেতে বা টুইটারে -
যেসব কথা বলতে মানা,
শাসকদলের কেচ্ছা নানা,
রানীর কাছে খবর ছোটে,
কমিশনার লাফিয়ে ওঠে।
রাত দুপুরে ঢোকায় জেলে,
ছেষট্টিবার কানটা মলে।
সেই দেশেরই অন্য পারে,
আরব সাগর পারাবারে,
বালের শোকে শহর কানা;
“এ আর এমন কি ঘটনা?”
এই কথা টা ফেসবুকেতে,
এক বালিকা যেই না লেখে -
আরেক বালক করল লাইক,
অমনি তাদের রাজার পাইক
চুলটি ধরে জেলে ঢোকায়;
ছেষট্টিবার সেলাম ঠোকায়।
এই কথাটা শুনতে পেয়ে,
ইউএস মামা আসল ধেয়ে,
“ভাগ্নে একি কান্ড বটে?
বিশ্ব জুড়ে নিন্দা রটে।
হিউম্যানিটি রাইট নিয়ে,
ছিনিমিনি খেলছ কি এ?”
ভাগ্নে বলে “শুনছো মামা,
এই তো তোমার ধরছি ধামা,
নিন্দা বাণে বিদ্ধ বড়,
আমার আইন সিদ্ধ কর।“
মামার সাথে তাই তো সবাই,
মিটিং করতে চলল দুবাই।
স্বাধীন জনমতের ফলে,
দেশে দেশে আগুন জ্বলে।
কচি জনগণের তরে,
একুশ দফা আইন করে।
থাকবে ভালো বিশ্ববাসী,
গুগল সার্চে চালাও কাঁচি।
ট্যাক্সো বসাও টুইটারেতে!
ইউটিউবের দুই পারে তে।
চলবে কড়া নজরদারি,
আজকে থেকে হুকুমজারি।
গনতন্ত্রের দাদা দিদি,
অটোক্র্যাটিক, ভীষন জেদী,
মৌলবাদী, নরম পন্থি,
একসাথে সব বাঁধল গ্রন্থি।
লিখল আইন নতুন ধারা,
সাইবার আইন হচ্ছে কড়া!
ভাগ্নে বলে পাগড়ি নেড়ে,
মামা তোমার বুদ্ধি বেড়ে।।


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

একটু আগেই হাড্ডি খিজিরের ছড়ায় আপনার মন্তব্য দেখেই মনে হচ্ছিল কিছু পেতে যাচ্ছি। দারুণ হয়েছে ছড়া। গল্পের পাশাপাশি ছড়াও চলুক। চলুক


_____________________
Give Her Freedom!

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

সুজন চৌধুরী এর ছবি

বাহ!
ভাগ্নে বলে পাগড়ি নেড়ে,
মামা তোমার বুদ্ধি বেড়ে।।
দারুণ!!!!!! ঈপ্সিত আর চম্পাকলি!!!!!!!

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

দীপ্ত এর ছবি

দারুণ, অসাধারণ। কি যে খাটে এই কবিতাটা সব যুগে, সব কালেই। কারণ জনগণের কণ্ঠরোধের চেষ্টা তো আর নতুন কিছু না।
দুজনে মিলেই ছন্দে জোড়া দিলেন নাকি?

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

ছন্দটা একজনের। এডিটিং আর যতিচিহ্নের দায়িত্ত্বে আরেকজন ছিল। হাসি

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

অবনীল এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

ত্রিমাত্রিক কবি এর ছবি

উত্তম জাঝা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

অনেক ধন্যবাদ কবি!

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

সাফিনাজ আরজু এর ছবি

গুল্লি গুল্লি
আরে জটিল !!!

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

বিধুভূষণ ভট্টাচার্য  এর ছবি

দুর্দান্ত লিখেছেন।

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

খুব ভালো লাগল প্রশংসা শুনে বিধুভূষণ দাদা।

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

অতিথি লেখক এর ছবি

ইউএস মামা আসল ধেয়ে,

অনেকদিনপর এই রকম একটা কবিতা/ছড়া পড়লাম।

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

কৌস্তুভ এর ছবি

দুর্দান্ত। শেয়ার দিলাম। কিন্তু পড়ে হাসতে গিয়ে দুঃখ হল মন খারাপ

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

হ্যাঁ, দুঃখেরই কবিতা আসলে।

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

অতিথি লেখক এর ছবি

কবিতা না ছড়া কি বলবো বুঝতে পারছি না, তবে গাঁথুনি যথেষ্ট ভালো হইছে।
অপ্রস্তুত লেনিন।

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

কবিতা একে বলা চলে না। ছড়াই বেশ মানানসই জঁর।

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

তারেক অণু এর ছবি

মৌলবাদী, নরম পন্থি,
একসাথে সব বাঁধল গ্রন্থি।
গুল্লি

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আরিব্বাহ!
ছড়াও তো দুর্দান্ত লিখেন! চলুক
এটাও কি দুজনে মিলে নাকি? হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

নাঃ, এটা এক হাতে লেখা। হাসি

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

সত্যপীর এর ছবি

হাত্তালি!

..................................................................
#Banshibir.

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

অতিথি লেখক এর ছবি

একি শুরু হলো? শুধু অসাধারণ বলবো?

স্বয়ম

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

ভালো লেগেছে? আরো ছড়া লেখার ইচ্ছে রইল। হাসি
এখন একটা গোয়েন্দা গল্প লেখা ধরেছি কর্তা-গিন্নী।

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

মন মাঝি এর ছবি

হা হা হা - ফাটাফাটি!
গুল্লি

****************************************

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

হাড্ডি খিজিরকে ট্রিবিউট দিতেই হয় এই ছড়া লেখার ভূতটাকে নাচানোর জন্য। হাসি

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

রু এর ছবি

বাহ! বাহ! দারুণ লাগলো।

নিলয় নন্দী এর ছবি

কি চমৎকার !
গল্পের পাশাপাশি ছড়া লেখাটাও চালিয়ে যান।
হাততালি হাততালি হাততালি

কড়িকাঠুরে এর ছবি

গুল্লি ফাটাফাটি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।