ঘূর্ণিঝড় ‘সিডর’ আক্রান্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদ বিরান ভুমিতে পরিনত হয়েছে। বরগুনা, পটুয়াখালী, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, চাঁদপুর এখন যেন ভয়াল মৃত্যুপুরী। আজকের পত্রিকা অনুসারে মৃতের সংখ্যা ২৬০৮। আজ তিন দিন পড়েও প্রতি মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে লাশ উদ্ধার হচ্ছে। বেসরকারি ভাবে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে। লাখ লাখ দুর্গত অসহায় মানুষ এখন জীবন বাঁচাতেই লড়ছে।
অবর্ণনীয় এক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বিস্তীর্ণ উপকুলীয় অঞ্চল। দুর্যোগে বিপর্যস্ত লক্ষাধিক মানুষ এখন আশ্রয়হীন। খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ এক মুঠো খাবার জন্য বুভুক্ষু। সবখানে খাবার পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। সহায়-সম্বলহীন মানুষের ঘরের কোন কিছুই আজ আর অবশিষ্ঠ নেই। অসহায় শিশুরা রয়েছে চরম ঝুঁকির মধ্যে। চারিদিকে মহামারি ছরিয়ে পড়েছে। দেখা দিয়েছে ডায়রিয়া, পানিবাহিত রোগ ও আমাশয়ের প্রাদুর্ভাব। খোলা আকাশের নিচে বিপর্যস্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে। লজ্জা নিবারণের এক টুকরো বস্ত্র কোন রকম গায়ে জরিয়ে খোলা আকাশের নিচে শীতার্ত মানুষরা ঠাণ্ডায় কাপছে । স্বজনের লাশ দাফনের জন্য সাদা একটুকরা কাফনের কাপড়ও তাদের নেই। উপকূলীয় জনপদে চারদিকে শুধু হাহাকার আর শোকের মাতম। স্বজনহারা, আশ্রয়হীন ক্ষুধার্ত মানুষের গগনবিদারী করুণ আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ বিপর্যস্ত মানুষের পাশে এসে দাড়ান। দেশের এ মহা বিপদে নিয়ে এগিয়ে আসুন। নিচে আপনাদের জণ্য আর্থিক সাহায্য পাঠানোর কিছু লিংক দিলাম। প্রবাসী এবং দেশের সব মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য যে যা পারেন তাই নিয়ে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনার দেওয়া সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছে অগণিত দুর্গত মানুষ।
বাংলাদেশ থেকে সাহায্য করতে চাইলে
প্রধান উপদেষ্টা ত্রান ও কল্যান তহবিল
Chief Adviser’s Relief & Welfare Fund
Current Account No. 33004093
Sonali Bank, Prime Minister’s Office Branch
Tejgaon, Dhaka
জাতীয় ত্রাণ কমিটি
সঞ্চয়ী হিসাব নং: জাতীয় ত্রাণ কমিটি, নং-১১-৯৭৬৫,
উত্তরা ব্যাংক লিমিটেড,
সাতমসজিদ রোড শাখা,
ধানমন্ডি,
ঢাকা।
বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি
Bangladesh Red Crescent Society
A/C No. 01-1336274-01
Standard Chartered Bank
Dhaka Bangladesh
SWIFT Code: SCBLBDDX
প্রবাসীদের জন্য অনলাইনে ক্রেডিট কার্ডে আর্থিক সাহায্য পাঠাতে চাইলে
The International Federation of Red Cross and Red Crescent Societies
World Vision Bangladesh Cyclone Relief
Support Save the Children's Response to the Cyclone in Bangladesh
The Mahmood Memorial Fund
Association for Bangladeshi Students
Virginia Tech
Blacksburg, Virginia 24061
অন্যান্য সরকারী ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা
Ministry of Food and Disaster Management, Government of the People's Republic of Bangladesh
The UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA)
মন্তব্য
নতুন মন্তব্য করুন