অবশেষে আমিও সচল হলাম

ইরতেজা এর ছবি
লিখেছেন ইরতেজা (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ৭:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoনিবন্ধিত হয়েছিলাম একদম প্রথম দিকে। মাঝে মাঝেই উঁকি মেরে যাই। আপনাদের লেখা নীরবে পড়ে যাই। ভাবছি অনেক হয়েছে মৌনতা। এবার একটু আমিও সরব হই। নিজেই লিখা শুরু করে দিলাম।

মেঘে মেঘে অনেক বেলা গেল ব্লগাইতে ব্লগাইতে তিনটে বছর হয়ে গেল। অনেকেই হয়ত আমায় অল্প বিস্তর চিনেন। লিখতে শুরু করছি। আপনাদের সহযোগিতা কাম্য।

সবাইকে ধন্যবাদ।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আরে,ইরতেজা তো সচলায়তনের শুরু থেকেই । কেবল লেখা হয়নি এতোদিন,তাইনা? এতোদিনের বকেয়া এখন মিটানো হোক নিয়মিত লেখালেখিতে ।
হেডিংটা যে একটু সংশোধন করতে হয় ।

ও হ্যাঁ,লেখালেখিতে ইরতেজাকে স্বাগতম
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইরতেজা এর ছবি

হাসান মোরশেদ ভাই অনেক অনেক ধন্যবাদ ।

জি ভাই লেখা হয়নি। সুদে আসলে বকেয়া মেটানোর আশা রাখি।

_____________________________
টুইটার

বিপ্লব রহমান এর ছবি

স্বাগতম।.. সুদে আসলে লেখালেখির বকেয়া মেটানোর আশা পূর্ণ হোক।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ইরতেজা এর ছবি

বিপ্লব রহমান ভাই, অরকুটে একবার আপনার প্রফাইল দেখে ছিলাম।

আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগল।

ধন্যবাদ

_____________________________
টুইটার

অমিত আহমেদ এর ছবি

ইরতেজা আপনাকে নতুন করে স্বাগতম।
কিবোর্ডে ঝড় তুলে এবার পাঠকদের পাওনা শোধ করুন।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ইরতেজা এর ছবি

অমিত আহমেদ সাহেব শুকরিয়া। কিবোর্ডে খালি ঝড় নয় দরকার হলে সুনামি তুলে ফেলব। হে হে হে।

ভালো থাকবেন অমিত ভাই

_____________________________
টুইটার

ধ্রুব হাসান এর ছবি

স্বাগতম ইরতেজা

ইরতেজা এর ছবি

ধ্রুব হাসান ভাই ধন্যবাদ

_____________________________
টুইটার

অতিথি লেখক এর ছবি

কনগ্রাচুলেশনস্!!

--বাপ্পী

ইরতেজা এর ছবি

বাপ্পী সাহেব শুকরিয়া

_____________________________
টুইটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সংশয়ে ছিলাম, আপনি সচলে আছেন কি নেই। এবার নিয়মিত লিখুন!

ইরতেজা এর ছবি

আনোয়ার সাদাত শিমুল বস কেমন আছেন?

অনেক অনেক ধন্যবাদ

_____________________________
টুইটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নামের শেষে ওটা কী লিখলেন আবার!
আপনার সম্ভবত 'হলাম' লিখতে সমস্যা হচ্ছে।
-হলাম - লিখে দিলাম, আপনি কপি পেস্ট করে শিরোনাম ঠিক করে নিতে পারেন।

ইরতেজা এর ছবি

শিমুল ভাই আমার এতক্ষণে নজর পড়ল। এখুনি সংশোধন করছি। আপনাকে আর ধন্যবাদ দিচ্ছি না। বার বার ধন্যবাদ দিলে দূরত্ব বাড়ে।

_____________________________
টুইটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিকাছে!

জ্বিনের বাদশা এর ছবি

স্বাগতম! ... সুদাসলে লিখে যান হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিপ্রতীপ এর ছবি

অচল ইরতি ভাইকে সচল হওয়ায় ধন্যবাদ চোখ টিপি
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

তীরন্দাজ এর ছবি

স্বাগতম!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ইরতেজা এর ছবি

জ্বিনের বাদশা জনাব, শুকরিয়া

স্নেহের বিপ্র,অচল ভাইকে ঠেলে ঠেলে সচল করার জন্য তুই অনেকটা দায়ি। ( তোকে ধন্যবাদ দিলে তুই কষ্ট পাবি নাই দিলাম না।)

_____________________________
টুইটার

ইরতেজা এর ছবি

শ্রদ্ধেয় তীরন্দাজ মহাশয়, থাঙ্কু

_____________________________
টুইটার

কনফুসিয়াস এর ছবি

পুনরায় স্বাগতম।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইরতেজা এর ছবি

Good Afternoon কনফুসিয়াস ভাই । সেদিন আপনাকে ফোন করেছিলাম। কেমন আছেন দাদা? অনেক অনেক ধন্যবাদ

_____________________________
টুইটার

টুটুল এর ছবি

ইরতেজা আপনাকে নতুন করে স্বাগতম।
শুরু হোক লেখা চলা...
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

ইরতেজা এর ছবি

কৃতজ্ঞতা

_____________________________
টুইটার

তারেক এর ছবি

আরে ইরতেজা ভাই তো শুরু থেকেই সচল।
চিনেছেন আমাকে? ছক্কার গুটিওয়ালা তারেক... হাহাহাহা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ইরতেজা এর ছবি

তারেক,আমি সচলের সবার নিক নেইম দিয়ে বেরাই। আমাদের এখানে অনেক তারেক আছেন আমি এখানে সবার কিছু না কিছু নাম দিয়েছি। আমাদের বাকি দুই তারেক ভাই শুনলে আমার উপর ঝাঁপিয়ে পড়বে।

তোমার নাম কি দিয়েছি সেটা তুমি কীভাবে জানলে বল ত? তোমার জিগরী দোস্ত সামী আকামটা করছে মনে হয়?

যাই হোক , ছক্কার গুটিওয়ালা তারেক...কি খবর?

_____________________________
টুইটার

তারেক এর ছবি

আপনে মিয়া ছদ্মনামে শার্লক হোমস্। (তাজ্জব ইমোটিকন হইব এখানে)

যাই হোক, বাচ্চা হাতি সামীর কাছ থেইকা কৈফিয়ত আদায় কইরা নিবেন ক্যান সে এই কথাটা আমার কাছে ফাঁস করছে:D
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ইরতেজা এর ছবি

তারেক তথাস্তু।

ছক্কার গুটিওয়ালা তারেক নামটি অন্তত কলেজিয়েটের ভুঁড়িওয়ালা সামি থেকে ভালো। কি বল? হা হা হা

_____________________________
টুইটার

আরিফ জেবতিক এর ছবি

স্বাগতম ইরতেজা ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

ইরতেজা এর ছবি

আরিফ জেবতিক ভাই কেমন আছেন?

অনেক দিন বাঁচবেন আপনি। একটু আগেই মাহবুব সুমন ভাইয়ের সাথে ইয়াহু ম্যাসেঞ্জার আপনাকে নিয়ে কথা বলছিলাম।

_____________________________
টুইটার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরে ইরতেজা যে! অবাক কান্ড সেই শুরু থেকে যোগ দিয়েও এত দেরী করে শুরু?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইরতেজা এর ছবি

একটা মেইল করছি। দেখ একটু

_____________________________
টুইটার

অছ্যুৎ বলাই এর ছবি

ওয়েলকাম! ওয়েলকাম!!
সুন্দর হোক আপনার সচল পদচারণা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইরতেজা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ

_____________________________
টুইটার

পুতুল এর ছবি

স্বাগতম এরতেজা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ইরতেজা এর ছবি

পুতুল তুমি কি সামহোয়ারের পুতুল ? ভালো লাগল তোমাকে দেখে।

_____________________________
টুইটার

নজমুল আলবাব এর ছবি

শুভেচ্ছা স্বাগতম
ইরতেজা ভাইয়ের আগমন...

ভুল সময়ের মর্মাহত বাউল

ইরতেজা এর ছবি

নজমুল আলবাব ভাই থেকে আমি সুন্দর করে কথা বলা শিখেছি ।

আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব...

_____________________________
টুইটার

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শেখ জলিল এর ছবি

সুস্বাগতম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শ্যাজা এর ছবি

সুস্বাগতম...


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

ইরতেজা এর ছবি

অলৌকিক হাসান , সুমন চৌধুরী , শ্যাজা , শেখ জলিল….আপনাদের অনেক ধন্যবাদ।

_____________________________
টুইটার

আহমেদুর রশীদ এর ছবি

স্বাগতম
ইউনিকোডের ঝামেলা এড়িয়ে আমিও সচল হলাম আজ

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।