জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবারই কোনও ইচ্ছা কখনও আমার ছিল না। সারাজীবন ডাক্তার হবার স্বপ্ন দেখেছি, উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্টের কারণে সে স্বপ্ন যখন চুরমার হয়ে গেল তখন বাবার জোরাজুরিতে পরীক্ষা দিতে গেলাম জাবিতে। ঢাবির পরীক্ষার আরও পরে ছিল। আমার ইচ্ছা ছিল বিজ্ঞানের কোনও বিষয়ে পড়ার, ফার্মাসী/বায়োকেমিস্ট্রি ছিল প্রথম পছন্দ। বিবিএর কথা মাথাতেও আনিনাই কখনও। ফর্ম পূরণ করে ভেবেছিলাম পরীক্ষাটা বাং করব। কিন্তু বিধিবাম। ঐদিন বাবা-মা-ভাই-বোন এর ইচ্ছা হল জাবিতে বনভোজনে যাবার! তাই দিবনা দিবনা করেও বিবিএ এর ভর্তি পরীক্ষাটা দিতে হল। পছন্দের দুটো বিষয়ে চান্স পাবার পরও মেধাতালিকায় থাকার কারণে ভর্তি হলাম বিবিএ তে। শুরু থেকেই এতগুলো অনিচ্ছাজনিত কারণ থাকায় আমার যে জাবিতে বিবিএ পড়া পছন্দ হবে না তাতো জানা কথা। পরে জেদ করে ঢাবির পরীক্ষাটাও দিলাম না। শেষমেষ একদিন ক্লাস শুরু হয়েই গেল।
ডিপার্টমেন্টের ছাদ থেকে...
ডিপার্টমেন্টের ছাদ থেকে...ক্যাফের দিকে...
তখনও নিজেকে বড় বড় মনে হওয়াটা শুরু হয়নাই। ক্লাস করে মেহের চত্বর এ বসা হত বন্ধুরা কয়েকজন মিলে মাঝে মধ্যে, চা খেয়েই যে যার পথে চলে যেতাম, আড্ডাবাজী রপ্ত করতে সময় লেগেছিল বেশ কিছুদিন!
মেহের চত্বরের আরেক নাম অসলা- ওয়ান সাইডেড লাভার'স এসোসিয়েশনের সংক্ষিপ্ত রূপ! রাস্তার ডিভাইডারে বসেই চায়ের কাপে তুমুল তর্ক করতে বেশ লাগত, এখনও লাগে।
অসলাতে চটপটির গাড়ি -'খাইলেই চাটভেন, না খাইলে পচতাইভেন!' এই চটপটি মামারা তাদের চটপটিতে কিযে মিশায় আল্লাহ মালুম! এই পর্যন্ত দুই প্লেটের নিচে খেয়ে উঠতে পারিনি, আর সবচেয়ে বেশি কতপ্লেট খেয়েছি সেই হিসেব নাহয় না-ই দেই!
আড্ডাবাজ বলে আমার নাম থাকলেও জাবিতে যতটা আড্ডা দিয়েছি আমি আমার সমগ্র বিশ্ববিদ্যালয় জীবনে, তার চেয়ে বেশি বোধহয় বুয়েট/নর্থসাউথ/ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরিটা করেছি বেশি।
রাস্তায় বসে চা খেলেও ভাত জাতীয় কোনও খাবার বাসার বাইরে খাওয়ার অভিজ্ঞতা আমার আগে হয়নি কখনও। ক্যাফেটেরিয়ায় প্রথম যেদিন দুপুরের খাবার খেলাম, সেদিন শুধু খাবারটাই বিস্বাদ লাগেনি, অভক্তিতে নাড়ীও প্রায় উলটে এসেছিল! ধীরে ধীরে অবশ্য সবই সহ্য হয়ে গেছে!
এই ক্যাফে আমার স্মৃতির অনেকাংশ জুড়ে আছে নানা কারণে। প্রথমবর্ষে থাকতে ঝুম বৃষ্টিতে পুরো ব্যাচ একসাথে ভিজেছিলাম এই ক্যাফের সামনেই। সেই আনন্দময় হই-হুল্লোড়ের স্মৃতি ভোলা অসম্ভব!
ক্যাফের পরে আমার অভিজ্ঞতায় যোগ হল বটতলা। এবারে সত্যিই রাস্তার পাশের টঙ্গে খেলাম বলা চলে। মাছির বিরক্তিকর ভ্যানভ্যানানী আর একটু(!) অপরিচ্ছন্নতা মেনে নিতে পারলে এখানকার রান্না ক্যাফের চাইতে হাজার গুনে ভাল। এখানে পাওয়া ভর্তাগুলো অনায়াসে নীরব হোটেলের ভর্তার সাথে পাল্লা দিতে পারে।
যাচ্ছি যখন বটতলা...
বটতলা...
লেকভিউ টং!
বটের তলার দোকানগুলো...
বটতলার উলটা পাশের লেক।
খাওয়ার কাহিনী বাদ দিয়ে এবারে চলেন ঘোরাঘুরি ইশটার্ট মারি, বিভাগ থেকে বিশমাইল পর্যন্ত ছোট্ট একটু সফরে যাই! প্রান্তিকে পরে আরেকদিন যাব।
বিভাগ থেকে বের হয়ে ডিপার্টমেন্টের রাস্তার মোড়ে এই গাছটা আমার ভালো লাগে খুব!
আরেকটু হাটতেই, শহিদ মিনারের সামনের তেমাথা।
এবারে, শহিদ মিনার। গত ২০০৭ সালে এর উদ্বোধনী ২১শে ফেব্রুয়ারীর রাতে শহিদ মিনারে ফুল দেবার জন্য জাবিতে ছিলাম।
আরেক পাশ থেকে শহিদ মিনার।
মনে হয় মে ফ্লাওয়ার ফুল। পিপিদা সঠিক বলতে পারবেন।
মোড় ঘুরে, সেন্ট্রাল লাইব্রেরীর সামনের পুকুর।
তারপরে সেন্ট্রাল লাইব্রেরীর সামনের 'সংসপ্তক' ভাস্কর্য।
আবার সোজাপথে ফিরি, এটা ট্রান্সপোর্টে যাবার রাস্তা।
ট্রান্সপোর্টে যাবার পথে লেক। এখানেই অতিথি পাখি আসে শীতের সময়।
আরেক দিক দিয়ে সেই একই লেক।
ট্রান্সপোর্টের মামুন মামার সিঙ্গারা। পার পিস দুই টাকা! জাবির বাসে ঢাকা ফিরলে অবশ্যম্ভাবী ঘটনা ছিল এক ঠোঙ্গা সিঙ্গারা নিয়ে বাসে উঠা!
এবারে বিশমাইল, জাবির শেষমাথা...
বিশমাইলের পথে...
বিশমাইল যাচ্ছিতো যাচ্ছিইই...
বিশমাইল পৌছালাম। লেকের পাশেই একটু বসি।
আমাদের রিক্সাওয়ালা মামু।
জাবির একমাত্র মহিষের গাড়ি! এটাকে বিভিন্ন গান বা অ্যাডে ব্যবহার করা হয়।
শেষে একটা প্রিয় স্মৃতিময় ছবি। এই ছবি সেদিনের, যেদিন প্রথম জাবিতে রাত কাটাই আমি। এই রাতটা অনেক কারণে আমার মনে থাকবে চিরজীবন। ঐদিন মোটামোটি দুই একজন বাদে বাকি সবাইই রাত কাটিয়েছিলাম জাবিতে। আমরা মেয়েরা সবাই ছিলাম আমাদের এক বান্ধবী, যার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাসায়। রাতে বটতলায় খেয়ে সবাই মিলে রাস্তায় হেটেছিলাম রাত সাড়ে বারোটা পর্যন্ত। অবশ্য আঙ্কেল ছিলেন সাথে। কয়েকজনের হাতে গিটার ছিল। সেরাতে রাস্তাজুড়ে হেটেছি, গান গেয়েছি, নেচেছি। এটা মোবাইলে তোলা জাবির রাতের রাস্তা। এরকম একটা রাত আমার জীবনে হয়ত আর কখনও আসবেনা!
কখনও ভাবিনি ক্লাস শেষ হয়ে গেলে দুঃখ হবে, জাহাঙ্গীরনগরে ফেরার জন্য মন কেম করবে কখনও ভাবিনি। বিভাগের নানা সমস্যায় বিশ্ববিদ্যালয় জীবনটা মধুময় নাহলেও গত পরশু যখন বোর্ড ভাইভা দিলাম তখন কেন যেন একটা গভীর কষ্ট হল, এক নিমিষে ভালমন্দে মেশানো অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল। বুক চিড়ে একটা দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে এল, 'আগে কি সুন্দর দিন কাটাইতাম!'
ঘুমঘুম ভাব নিয়ে লেখা এই পোস্টে বানানে বা বাক্যগঠনে বেশকিছু ভুল থাকতে পারে। আশা করি পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ছবির অনেকগুলোই মোবাইলে তোলা, সেগুলোর কোয়ালিটি তেমন ভাল নয় বলে দুঃখিত, বেশিরভাগ ছবিই আমার তোলা, আর যেগুলো বন্ধুদের তোলা সেগুলো ব্যবহারের অনুমতি আছে আমার।
[জাবির আরও কিছু ছবি নিয়ে আরেকটা সামনে কখনও আরেকটা পোস্ট দিব আশা করি।]
মন্তব্য
বাংলাদেশে পড়ার পাঠ চুকিয়েছি '৯৮ সনে। বিশ্ববিদ্যালয় ছিলো সুদূর প্রতীচ্যে তবে এই লেখাটি দেখে বেশ আনমনা হয়ে পড়লাম। মনটা একই সঙ্গে ভাল এবং খারাপ হয়ে গেল।
নতুন জীবনের জন্য শুভকামনা।
===
চিন্তিত (sajjadfx@জিমেইল.কম)
ধন্যবাদ! আমার নিজেরো কেমন যেন লাগছে! কখনও জাবির স্মৃতি মনে করে খারাপ লাগবে এটা ভাবিইনি!
আবারও অনেক ধন্যবাদ! আজ প্রথমবারের মত চাকরীর জন্য সিভি দিলাম, এখন পেটের ভিতর প্রজাপতি উড়ছে!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ! আমার নিজেরো কেমন যেন লাগছে! কখনও জাবির স্মৃতি মনে করে খারাপ লাগবে এটা ভাবিইনি!
আবারও অনেক ধন্যবাদ! আজ প্রথমবারের মত চাকরীর জন্য সিভি দিলাম, এখন পেটের ভিতর প্রজাপতি উড়ছে!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাহাঙ্গীরনগরে দু'একবার গিয়েছিলাম। কিন্তু ক্যাম্পাস কখনো সেভাবে দেখা হয় নি।
রিক্সাওয়ালা মামু দেখি হেভি রসিক...ফুল দিয়ে সাজানো রিকশা
সিঙ্গারার প্লেটেও ফুল
ওমা! একী কান্ড? কেন দেখেন নি ঘুরে? উচিত কাজ করেন নি! পারলে দেখে আসবেন সময় করে, পিলিজ!
হুমমম! মোটামোটি সব রিক্সাওয়ালা মামুই ফুল দিয়ে রিক্সা সাজায়!
আরে ওটা তো আমাদের সাজানো!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওমা! একী কান্ড? কেন দেখেন নি ঘুরে? উচিত কাজ করেন নি! পারলে দেখে আসবেন সময় করে, পিলিজ!
হুমমম! মোটামোটি সব রিক্সাওয়ালা মামুই ফুল দিয়ে রিক্সা সাজায়!
আরে ওটা তো আমাদের সাজানো!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনি বনভোজন করতে গিয়ে পরীক্ষা দিতে গিয়েই বিবিএতে টিকে গেলেন!
পড়াশোনা করে পরীক্ষা দিলে না জানি কি হত!
এরপরের পরিকল্পনা কি? জাবিতে কি এমবিএ আছে? নাকি ঢাবি? না প্রাইভেট ইউনি? না বিদেশ? না বিয়ে?
ছবিগুলো চমৎকার লাগলো!
অতিথি লেখক হিসবে থাকার সময় আমিও জাবিকে নিয়ে হাল্কা পাতলা লিখেছিলাম...পড়তে পারেন এখানে
পোস্টে পাঁচতারা
---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
একা একা লাগে
এখন দুঃখ হয় ভাইজান, মনে হয় না টিকলেই ভাল হত! বায়ো/ফার্মাসীতে মনের আনন্দে পড়তাম, স্টাডী ট্যুর, সার্ক ট্যুরে যাইতাম, আমাগো পঁচা বদখত ডিপার্টমেন্ট কোথাও যাইতে দেয়না!
পরিকল্পনা আছে অনেক। কিজানি কতটুকু সে অনুযায়ী চলতে পারব! এমবিএ আছে তবে ওখানে করার কোনও ইচ্ছা নাই! ঢাবি এবং আইবিএ তে চেষ্টা করব, বৃথা জানি, তাও করতে দোষ কি? প্রাইভেটে বাসা থেকে পড়তে দিবেনা! বিদেশে যাবার ইচ্ছা ছিল, কিন্তু আম্মু বিয়ে না করে যেতে দিবেনা বিষয়ক বাগড়া দিচ্ছে!
আর আপাতত বিয়ে নিয়ে তেমন কিছু ভাবছিনা!
অনেক ধন্যবাদ!
লিঙ্কের জন্য আরও ধন্যবাদ!
ভাল থাকবেন, সবসময়...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবিতে কখনো যাওয়া হয়নাই, শুনেছি দারুন সুন্দর নাকি ক্যাম্পাসটা। ওখানেতো মনে হয় শীতকালে অতিথি পাখিরাও আসে। ছবিগুলো দেখে খুব ভালো লাগল। তবে একটা ব্যাপার সিঙ্গারার সাথে ফুল! জাবিতে কি মানুষ সিঙ্গারার সাথে ফুলও খায় নাকি! আরো ছবি দাও... পরবর্তি পোস্টের অপেক্ষায়...
ভাই, তুই ঢাকায় আসলে ঘুরায় দেখাব সব... হাহাহাহাহা... সিঙ্গারার সাথে ফুলতো আমরা রেখেছি, দুষ্টুমী করে! ইনশাল্লাহ দিব...
ভাল থাকিস!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সিঙ্গারা মামা দেখছি বেশ রোমান্টিক!
জাবিতে ভর্তি ফর্ম কিনেছিলাম। পরীক্ষাটা দেয়ার দরকার পড়েনি। তয় একদিন গেছিলাম পাখি দেখতে। জাবিকে সেদিন ভালোই লেগেছিল!
হাহাহাহাহা! ফুলটা প্লেটে রেখেছি আমি, মামা নয়!
হুমমম! আমার জাবি বড়ই সৌন্দর্য!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পিপিদা'র মত ভালো ফুল না চিনেই বলছি, এটা মে ফ্লাওয়ার নয়। মে ফ্লাওয়ারের গাছের উচ্চতা এক/ দেড় ফুট হয়। আর ফুলটা হয় লাল বলের মত অনেকটা কদম ফুলের মত তবে সাইজে বড়।
জাবিতে গিয়েছি কয়েকবার, তবে কখনো সিঙ্গারার সাথে ফুল খাওয়া হয়নি।
লেখা ভালো হয়েছে।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
আপনি সঠিক। এটি [url=http://en.wikipedia.org/wiki/Cassia_(legume)/]ক্যাসিয়া[/url], মে ফ্লাওয়ার নয়। ফুলের ছবি বড় করে দেখতে পেলে বোঝা যেত Cassia Nodosa নাকি Cassia Javanica।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
Cassia Nodosa হবে। পাতার মাথা ওভাল শেপ। ফুল ফোঁটার সময় হালকা গোলাপী আর ঝরে যাওয়ার আগে রং গাঢ় হয়।
...........................
Every Picture Tells a Story
...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অনেক ধন্যবাদ, রুনাপু! আমার লেখায় দু'একটা ভুল না থাকলে সেটাকেকি আমার লেখা বলা যায়!
হিহিহি! ফুল যোগ করেছি আমি, নামকরণে সার্থকতা প্রমান করতে হবেনা?
ধন্যবাদ আবারও!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবির ক্যাম্পাসে গিয়ে ঘুরেফিরে দেখার ইচ্ছে বহুদিনের। তোমার ছবিগুলো দেখে সে ইচ্ছেটা সামান্য হলেও যে মিটেছে সেটা বলা যাবে। তবে সেখানে গিয়ে নিজ চোখে পুরো ক্যাম্পাসটা দেখার ইচ্ছে যেন আরো ভালভাবে মাথাচাড়া দিয়ে উঠল। ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ আর লেখাটার জন্য তো বটেই।
--------------------------------------------------------
--------------------------------------------------------
বাচ্চা ভুত, দয়া করে একদিন তাহলে ঘুরেই যেও ক্যাম্পাসটা!
তোমাকেও ধন্যবাদ। ভাল থেক।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো লাগল লেখা এবং ছবি, অনেকবার গেছি জাবি, উল্টা পাশে বি এল আর আই তে আমার মেজ চাচা থাকেন, সিনিয়ার সাইন্টিফিক অফিসার, কাজেই উনার বাসায় গেলেই বিকালে আড্ডা জমত চাচার সাথে, আর বিশ মাইল গেটের দোকানের চা আমার দুর্দান্ত লেগেছিল।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বাহ! খুব ভাল লাগল শুনে!
ভাল থাকুন ভাইয়া। সামারাকে আমার আদর পৌছে দিয়েন।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সুন্দর ক্যাম্পাস। আমি কয়েকবার গিয়েছি। রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলো অসম্ভব সুন্দর। সবটাই যেন প্রকৃতি দিয়ে ঘেরা। মানুষগুলোও বোধহয় তাই কাদামাটির মতো। ঢাকার বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমার কাছে শহরের ভেতর এক চরম বিস্ময়। যতোবার ফুলার রোড যাই, দোয়েল চত্বর যাই, বকুল তলা যাই কিংবা অযথাই টিএসসি এর বাদাম গাছের নিচে দাঁড়ায় মনটা ভালো হয়ে যায়।
লেখা পড়তে বসে এইসবই মনে হচ্ছিলো। অনেক ভালো!!
..........................
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
সুন্দর লেচছেন ভাইয়া... অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য... ভাল থাকুন...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবি তে বড় বোন পড়তো, সেই সুবাদে আমাদেরো ঘন ঘন বনভোজন হতো সেখানে। তখন লাল ইটের রাস্তা ছিল, এখন কি নেই? ছবিগুলো দেখে অনেক গল্প মনে পড়লো।
কিছু গল্প আমাদেরকেও বলুন আপুনি, পিলিজ...
ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন, সবসময়!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কিছু গল্প আমাদেরকেও বলুন আপুনি, পিলিজ...
ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন, সবসময়!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবি যাইনি কখনও। ইচ্ছা ছিলো, হয়ে উঠে নাই। ভালো লাগলো এই ছবি-ব্লগ। পাঁচিয়ে গেলাম। ক্যাম্পাসের প্রতি আবেগ ফুটে উঠছিলো লেখায়। ছবিগুলো সাজানোও ছিলো দারুণ। শেষ দিকে একেকটা ছবি দেখে... নাহ, আসলেই সুন্দর জায়গা।
ভাইয়া, যাওয়া উচিত ছিল, এত কাছে এত সুন্দর একটা জায়গা! দেশে আসলে ঘুরে যেও। পিলিজ!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাইয়া, যাওয়া উচিত ছিল, এত কাছে এত সুন্দর একটা জায়গা! দেশে আসলে ঘুরে যেও। পিলিজ!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাহাঙ্গীরনগরের মূল সৌন্দর্যটা হল এর অন্তর্গত বিষাদ। আপনি এর দিকে ভাল করে তাকান, দেখবেন সে যেন তাকিয়ে থাকে আপনার দিকে। বিষন্ন এক মুখ। এই মুখ মানুষকে নিঃস্ব করে দেয়।
দিনের পর দিন, রাতের পর রাতে, এর সাড়ে সাতশ একরের ভেতর আমি সবকিছু হারিয়ে ফেলেছি।
আমি যে সময়টাতে ছিলাম, এবং সক্রিয়ভাবে অংশ নিয়েছি:
১. জাহানারা ইমাম হল (৩নং মহিলা হল) এবং প্রীতিলতা হল (৪নং মহিলা হল) নামকরণ আন্দোলন
২. কল্পনা অপহরণবিরোধী আন্দোলন
৩. প্রথম শিবির দখল এবং তাড়ানো
৪. দ্বিতীয় শিবির দখল এবং তাড়ানো
৫. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা
৬. আমদু হাজি বিরোধী বৃহত্ আন্দোলন (ফল, গাবতলিতে একটি বড় ট্রাকস্ট্যান্ড হয়েছে)
৭. ধর্যণবিরোধী মহাআন্দোলন (প্রথম পর্ব)
৮. ফি বৃদ্ধি বিরোধী বৃহত্ আন্দোলন
এসব করতে করতেই একদিন শেষদিন এল ...
এন্ডনোট: বোট্যানিক্যাল গার্ডেনের ছবি কোথায়? কোথায় সেই অশেষ সৌন্দর্যে ভরা পাখপাখালি?
আপনে কি ইকোনমিক্সের মাহফুজ ভাই?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ছাত্রজীবনের প্রথম পর্বে ভগবতী'র ইমমিসারাইজিং গ্রোথ নিয়ে মেতে ছিলাম বটে, কিন্তু আপনি ঠাহর করলেন কি করে প্রিয় অনুজ?
২৪তম ব্যাচ এবং এমএইচ যদি মিলে তাইলে আপ্নারে চিনি......
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ব্যাচ এবং হল কোনটাই মিলেনি। অতপর অ্যানোনিমাস ...
ছবিগুলো খুব সুন্দর !
জাবিতে গেছি বহুবার। বন্ধুদের সাথে আড্ডা দিতে, ডেটিং-এ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ! তাই, বাহ ভালতো...
ভাল থাকুন...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবিতে ঘুরতে গিয়েছি। কাজিনরা পড়ত ওখানে। এখন ছেলেকে শীতের অতিথি পাখি দেখানোর বাহানায় যাই। জাবিতে দেখি গাছে ফুল তো আছেই রিক্সায় আর সিঙ্গারাতেও ফুল। আচ্ছা এই ফুলে কি পুষ্টি আছে?
হে হে হে জাষ্ট কিডিং।
ছবিগুলো সুন্দর। আরও দেখতে পাব আশায় রইলাম।
নৈশী।
বাহ! ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া খুবই ভাল... এরকম জায়গায় যাওয়া উচিত মাঝে মাঝে, চোখের আরাম এবং মনের শান্তির জন্য!
ধন্যবাদ...সামনেই আরও ছবি আসবে ইনশাল্লাহ!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো লাগলো লেখা আর ছবি। অনেকদিন জাহাঙ্গীর নগরে যাই না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ ভাইয়া। দেখা হবে কখনও জাবিতে আশা করি।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এইরকম একটা ক্যাম্পাসে মানুষ পড়াশুনা করে কেমনে?! এইটা তো পাগল করা জায়গা!! একবার বা দুইবার গেছি, প্রথমবার কি কারণে মনে নাই, পরেরবার একটা নাটক লেখা কেন্দ্র করে যাওয়া হয়।
অতি সুন্দর এই ক্যাম্পাসের অতি সুন্দর একটা ডকুর জন্য ধন্যবাদ।
পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ! হুমমম... জাবি অতি সুন্দর জায়গা, কিন্তু ক্লাসের চাপে ঘুরাঘুরির কোনও সময় পেতাম না আমরা, সকাল ৯.৩০ থেকে টানা ক্লাস চলত বিকেল পাঁচটা পর্যন্ত। দুপুরে লাঞ্চের সময় চড়া রোদ মাথায় নিয়ে কে'বা ঘুরবে বলুন? আর পাঁচটার পরে কি আর শক্তি থাকে? আমরা বেচারা বাচ্চাগুলো তাই এই চারটা বছর শুধু বিভাগের ঘানিই টেনে গিয়েছি। জাহাঙ্গীরনগর, তার দূরত্ব+পঁচা-বদ বিভাগ এই দুইয়ে মিলে আমাদের কাছে তার মাদকতা/আবেদন হারিয়েছিল পুরোপুরিই! তাই যখন গতকাল মন কেমন করতে শুরু করল, তখন যারপরনাই অবাক হলাম!
আবারও ধন্যবাদ! ভাল থাকুন, সবসময়!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখাটা নস্টালজিক করে দিলো। ছাত্র হয়ে জাহাঙ্গীরনগরে ছিলাম ৫ বছর, গত ৮ বছর ধরে আছি ভালবাসায়। এখনও প্রায় প্রতিমাসে যাই, সর্বশেষ গত পরশু। এখনও ভাবলে অবাক হই, সেই ছাত্রবেলায় এতটা বুদ্ধিমান ছিলাম! ক্যাম্পাস জীবনের সামান্য সময়ই ক্লাশ-পড়াশোনা-পরীক্ষায় নষ্ট করেছি। নিতান্ত দু'চারটা টিউটোরিয়াল মাঝেমধ্যে আর ফাইনাল পরীক্ষা ছাড়া পুরাটা সময় আড্ডা-গান আর মিছিলে-মিছিলে... এতটা বড় হয়ে ওঠা, প্রাণময় হয়ে ওঠা ...
ধন্যবাদ জাহাঙ্গীরনগরকে নিয়ে লেখা আর ছবির জন্য।
হোই ব্যাটা লগইন করতে কষ্ট লাগে?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হাহাহাহাহা... আমাদের আবার ক্লাস করতেই হত...এইজন্যে...তেমন ভাবে সময়টাকে উপভোগ করা হয়ে উঠেনি... আফসোস!...
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এতো সুন্দর একটা ক্যাম্পাস; ঘ্যাম রোমান্টিক!
হুমমম... কথা সইত্য!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার দেওয়া ছবি দেখে বিপদে পড়লাম। চটপটি খাইতে মঞ্চায়...
কি আছে জীবনে? ধাবায় গিয়া খাইয়া ফেলাও ভাই!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
যদিও বেশ কয়েকবার জাহাঙ্গীরনগর গিয়েছি, কিন্তু শেষ কবে মনে করতে পারছি না...। এমন সুন্দর ক্যাম্পাসে পড়াশোনা করাই কঠিন হতো আমার জন্য, চান্স পাইনি ভাল হয়েছে।
ঢাবিতে পড়াশোনা করার সময় ক্যাম্পাসের প্রতি মায়া ততটা না থাকলেও ক্লাশগুলো শেষ হয়ে যাবার পর খুব মন খারাপ হয়েছিল। এখনো লাইব্রেরির সামনে বসে আডডা না দিলে মনে হয় কি যেন করা হয়নি..., টিএসসি'র লনে বসে গান গাওয়ার নামে চিৎকার-চেঁচামেচি, হাকিম চত্বরের সামনে বসে 'পরী-দর্শন', বটতলার ঘাসে বসে চা, শ্যাডো, মলচত্বর... সবই মিস করি। বন্ধুদের ফোন করে যখন আসতে বলি তখন তারা উপলক্ষ জানতে চায়, আমি বলি, 'কোন উপলক্ষ নেই, এজন্যই আয়, ঘোরাঘুরি আর আড্ডা দেয়াটাই উপলক্ষ'। 'ক্যাম্পাসে আমার শেষদিন' (একাডেমিক শেষ দিন বাদে) বলে কিছু নেই, কারণ এটা যেনো শুধু ক্যাম্পাস না, মাই সেকেন্ড হোম!
"এবারে বিশমাইল, জাবির শেষমাথা..." -এই ছবিটার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর আমরা সারাদিন ক্লাসই করে গেলাম... মনের সাধ মিটায় কখনও ক্যাম্পাস ঘোরা হইলোনা!
হুমমম! এখন একটু যে জাবির জন্য মন কেমন করছেনা এটা বললে মিথ্যে বলা হবে!
আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
ভাল থাকুন সবসময়!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আফামণি , ল্যাখা এতু কম কেনো ?? ক্যাবল ছবির লগে ল্যাখা থাকলে মন্টা ভালা হয়...
ভালো লেগেছে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধন্যবাদ! লেখা কম কই?... আমারতো মনে হ্যেছে বেশি লিখে ফেলেছি!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কখনো যাওয়া হয়নি, এবারো হয়তো যাওয়া হবে না, কিন্তু ছবিগুলো দেখে যাওয়ার ইচ্ছে হচ্ছে প্রচন্ড। এভাবেই আমাদের ক্যাম্পাস আমাদের জীবনের একটা অংশ দখল করে থাকবে সারা জীবন।
ছবি ও লেখায়
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
অনেক ধন্যবাদ! হুমমম, আসলেই ক্যাম্পাস জীবনের একটা বড় অংশ দখল করে থাকবেই!
কেন যাওয়া হবেনা?... কয়েকজন মিলে চলে আসুন যেকোন দিন। ঢাকা থেকে খুব একটা বেশি দূরে না... আমার ধানমন্ডির বাসা থেকে ঢাবি যেতে যত সময় লাগে এখান থেকে জাবি যেতেও সময় প্রায় সেরকই লাগে, এক ক্ষেত্রে পার হতে হয় যানজট আরেক ক্ষেত্রে দূরত্ব!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দেরিতে আসায় সবাই সব কমেন্ট করে ফেলসে দেখা যায়
তারপরেও বলি, লেখা আর ছবি, সবই খুউব ভাল্লাগসে।
আমারও কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি। এক বন্ধু ছিল যে বহুবার বলে বলে ক্লান্ত হয়ে বলাই বাদ দিসিলো। এখন মনে হচ্ছে অলসতা করে না যাওয়াটা কতো বড়ো বোকামি হইসিলো। তবে বালিকার ফোটুগুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটালাম।
বালিকা যদি ক্যাম্পাস ঘুরায়া দেখানোর দাওয়াত দেয়, তাইলে কবুল করতে পারি
তোমারেতো তাড়াতাড়ি আসতে মানা করিনাই...
ধইন্যাপাতা অনেক আঁটি থাকলো তোমার জন্য।
তোমারেযে দুষ্ট লোক বলি, সে কি আর সাধে? গেলেই পারতা... এত সুন্দর জায়গা!
কেন দিবনা?এই মুহুর্তে ইন্টার্ণ নিয়ে দৌড়ের উপরে আছি, পেয়ে নেই একবার, তারপরে জাবি যাওয়া যাবে।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঠিকাছে, অপেক্ষায় থাকলাম
ইশ! জাহাঙ্গীরনগরে একটা বান্ধবী থাকতো! তাইলে প্রত্যেকদিন যাইতাম
ছবিগুলা খুব ভাল্লাগলো আপামণি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ ভাইজান। কিন্তু প্রতিদিন যাইতে বোধহয় ভাল্লাগতো না, এখন যেমন আমার ভাল লাগেনা!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জা বি তে আমার এক প্রেমিকা আছিলো কোনো এককালে, প্রেমিকা এখন কন্যা হইয়া সুদূরে পলাইছে -:(
আহারে নীল মানব!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তেমন কিছু বলার নাই। কিছু প্রশ্ন ছাড়া।
১. কত তম ব্যাচ।
২. কোন হল?
আমি ২৫ তম ব্যাচ। মীর মশাররফ হোসেন হল।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আচ্ছা ভাইয়া,
১। আমি ৩৪তম ব্যাচ,
২। নওয়াব ফয়জুন্নেসা হল, এই একটা হলেই রাত কাটানো হয়নি কখনও!
আপনি যান জাবিতে, এখনও?
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
শেষ গিয়েছি ২০ ফেব্রুয়ারী ২০০৩। তারপর প্রবাস....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আজকালকার ছেলেরা বিশ্ববি্দ্যালয়ের প্রথম দিনেই টাই পড়ে? নাহ, বংগবাসী আসলেই অনেক সুশীল এখন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দেইখা আমার কান্দা আহে....আমার টাই কো...আমার টাই কো...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি এখনো টাই বান্তে পারিনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমিও না। দেশ থিকা একটা বাইন্ধা নিয়া আইছিলাম। আর খুলি নাই
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমার বৌ বান্তে জানে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দরকার পড়লে ইউটিউবে সার্চ দিবেন - tie a tie - কিওয়ার্ড দিয়া । আমি এইভাবেই কাজ চালাই ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
পোলাপাইন মাইনষের টাই বান্তে জানাই উচিত না...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সুমন ভাই... হাহাহাহাহা!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাইরে, বিবিএর পোলাপাইনের জীবনে টাই একটা বিশাল পেইন! যখন তখন তাদের ফরমাল সেজে এখানে সেখানে যাওয়া দরকার পরে। আমাদের কিছু ফ্যাকাল্টী এমনকি ক্লাসে ফরমাল হয়ে আসতে বলতেন।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খুব সুন্দর কিছু ছবি দেখলাম। আমি জীবনেও জাবি যাইনি...
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
আহা! কেন যান নাই? শিগগিরই চলে আসুন!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ব্লগে আর ছবিতে
প্রথমদিন ক্লাসের ছবি দেখে একটা কথা মনে পরে গেল, আমাদের ওরিয়েন্টেশনের দিন গিয়ে দেখি পুরা দেড়শ জনের ক্লাসে আমার মত খান দু-তিন বেকুব ছাড়া আর বাকীরা সবাই সাজুগুজু করে গেছে আর সেইখানে আমার সেই পুরাতন জিন্স আর হাটু সমান লম্বা গেঞ্জী। আমাকে দেখে পোলাপাইন কয়েকজন এমন অবাক চোখে তাকাইছিল যে এখনো ভুলতে পারি নাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ইশশিরে!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জাবি ক্যাম্পাসের আমি বড় রকমের ভক্ত; জাবি’তে ঢুকলেই একটা বিশ্ব...বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ভাব আসে। ছবিগুলো ভাল, তবে আমার মনে হয়,জাবি না গেলে শুধু ছবি দেখে ক্যাম্পাসের মাজেজা বোঝা সম্ভব না।
আর শেষ ক্লাসের কথা কী বলব??
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আপনার কথা সত্য! শুধু ছবিতে জাবি কে চেনা সম্ভব না! জাবির একটা আলাদা গন্ধ আছে, একটা আলাদা রঙ... যেমন প্রতিটা জায়গার থাকে একটা নিজস্বতা, ছবিতে কিইবা চেনা যাবে বলেন? তাও মাত্র এইক'টা ছবি!
হায় শেষ ক্লাস!
ধন্যবাদ মন্তব্যের জন্য!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভয়ঙ্কর সুন্দর!
পোষ্টে
ওরে আপ্নেরে থেঙ্কু রে...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনি আসলেই খারাপলোক......আমার মনটা খারাপ কইরা দিছেন......আহা কতোস্মৃতি জাবিকে নিয়ে......
১. ক্রিকেট "হোমো" কাপ (বেশীরভাগ বিবিএ-র ভাইয়েরা খেলতেন, আর আমি ভালু দর্শক)। এখন হয় কিনা জানিনা।
২. আমি আবার পুলা ভালো, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে বন্ধুরে সহযোগিতা করতাম তার প্রেম-প্রীতি- ভালবাসার...আর কন্যা থাকত জাহানারা ইমাম হলে।
৩. পাহাড়ী ছেলেদের ক্রিকেট-ম্যাচ ২০ মাইলের দিকে....
৪. ক্যাফেটরিয়া, ট্রান্সপোর্ট, প্রান্তিক, ডেইরিফার্ম...আহা কত আড্ডা...
৫. আমি আবার ঢাবির.....ছাএজীবনে কাটাইছি মিছিল, মিটিং, মধুদার দোকান, হাকিম চত্বর, ডাকসু ভবন...........অবশ্যই কলাভবনের সামনে আমতলায় আড্ডা। আহা কত মধুর সেই জীবন ১৯৯৭-২০০৩.
অনেক দুঃখিত ভাইজান... ইচ্ছা করে করিনাই, সত্যি!
১। হয় এখনও... বদ ছেলেগুলা বলেছিল আমরা চীয়ার লীডার হলে মন লাগায় খেলবে... শখ দেখে আর বাঁচিনা!
২। সহযোগীতা কেমনে করতেন? লাভ লেনে পাহাড়া দিতেন নাকি মিয়া?
৩। এটা দেখা হয়নি কখনও! :9
৪। হুমমম! চায়ের কাপে ঝড়!
৫। বাপ্রে! সিনিয়র ভাই... সেলাম...
অনেক ধন্যবাদ! ভাল থাকবেন!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি অনেক দুঃখিত সময়মত সবার মন্তব্যের জবাব না দিতে পারার জন্য। আসলে গত কিছু দিন পুরোপুরি দৌড়ের উপরে আছি। আশা করি কেউ কিছু মনে করবেন না। পিলিজ!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি অনেক দুঃখিত সময়মত সবার মন্তব্যের জবাব না দিতে পারার জন্য। আসলে গত কিছু দিন পুরোপুরি দৌড়ের উপরে আছি। আশা করি কেউ কিছু মনে করবেন না। পিলিজ!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন