মিচ এলবম-এর সাথে মরির দেখা হয়নি ১৬ বছরেরও বেশি সময়। হয়তোবা তাদের দেখাও হতো না আর। মরি মারা যেতেন, যেভাবে সবাই চলে যায়, সেভাবেই তাঁর সৎকার হতো, পত্রিকার পাতায় শোকবার্তায় তাঁর নাম দেখে মিচ দুঃখ পেতেন, স্ত্রীকে ডেকে হয়তোবা ছবিটা দেখিয়ে বলতেন তার প্রিয় শিক্ষকের কথা। এরকম কিছুই হবার কথা ছিল হয়তো, কিন্তু হলো না। টিভি চ্যানেল পাল্টাতে গিয়ে এক রাতে টেড কপোলের 'নাইটলাইন' শো-এ মরি শোয়ার্টজ-এর নাম শুনে একই সাথে সব স্মৃতি হুড়মুড়িয়ে মনে পড়ে গেল মিচের। এই গল্পের শুরু তখনই। মিচ এলবম লিখেছেন তার ৭৮ বছর বয়েসী সমাজবিজ্ঞান শিক্ষক মরি শোয়ার্টজকে নিয়ে এই 'Tuesdays with Morrie' বইটিতে তার অভিজ্ঞতাগুলো।
মরি তাঁর মৃত্যুর ঘণ্টাধ্বনি শুনতে পান ১৯৯৪ এর গ্রীষ্মে। একজন উচ্ছল মানুষ মরি যেই বুধবারে গীর্জার 'ড্যান্স ফ্রী' অনুষ্ঠানে নাচতে পারলেন না, তখনই তিনি বুঝলেন তাঁর কিছু একটা খারাপ অসুখ হয়েছে। তারপরে আস্তে ধীরে তাঁর শরীরের অবস্থার অবনতি হলে, তাঁর চিকিৎসক জানালেন, তাঁর যে রোগটা হয়েছে সেটার নাম সংক্ষেপে ALS [amyotrophic lateral sclerosis] বা Lou Gehrig's disease। স্নায়ুতন্ত্রের এই কঠিন রোগে একটা একটা করে মানুষের সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এএলএস হলো একটা জ্বালানো মোমবাতির মতো, এটা আস্তে আস্তে শরীরের সব স্নায়ুগুলোকে গলিয়ে শরীরটাকে এক দলা গলিত মোমের মতো পদার্থে পরিণত করে। সাধারণত শুরু হয় পা থেকে, এবং আস্তে ধীরে পুরো শরীরটাকে ছিবড়ে বানিয়ে দেয়। শেষমেশ বেঁচে থাকা মানুষটি হয়তোবা নিঃশ্বাস নিবে গলায় ফুটো করে ঢোকানো নল দিয়ে, যখন তার সজীব সত্তাটা হাসফাস করবে অথর্ব শরীরটার ভিতরে, যেটা হয়তোবা শুধু চোখ নাচাতে আর জিভ নাড়াতে পারে। মরি প্রথমে ভয় পেলেও মেনে নিয়েছিলেন ভাগ্যকে। কিন্তু আশা ছাড়েননি। যতদিন পেরেছেন শিক্ষকতা করে গেছেন Brandeis বিশ্ববিদ্যালয়ে। করে গেছেন স্বাভাবিক সব কাজই। চিকিৎসক সময় দিয়েছিলেন দুই বছর। মরি কাজে লাগিয়েছিলেন পুরো সময়টাকেই, প্রমাণ করেছেন 'মৃতপ্রায়' শব্দটা 'বাতিল' বা 'অকেজো'-এর সমার্থক নয়। মরি জীবিতাবস্থাতেই তাঁর শেষকৃত্য করেন তাঁর প্রিয় আত্মীয় বন্ধুদের সাথে, কারণ তাঁর কাছে মনে হয়েছে তিনি যখন বেঁচে আছেন তখনই সবাই বলে যাক তাঁকে কতটুকু ভালবাসে তাঁর বন্ধুরা। তাঁর শেষ কাজ ছিল মিচ-এর সাথে তাঁর এই শেষ প্রজেক্ট, যার ফল এই বইটি। পুরো বইটি জুড়ে মিচ প্রতি চ্যাপ্টারের শেষে ১৯৭৬ সালে মরির সাথে তাঁর নিজের শিক্ষাজীবনের কেটে যাওয়া সময়গুলোকে নিয়ে লিখেছেন। ১৯৯৫ এর মরি আর ১৯৭৬ এর মরি। বইটির প্রতিটি পাতায় একজন অদ্ভুত মানুষ ফুটে উঠেছে, যে বাঁচতে জানতো, চারপাশের মানুষকে নিয়ে, সাদাকালো চারপাশটাকে রঙিন করে নেবার ক্ষমতা ছিল মরির। তাঁর চারপাশের মানুষগুলোর জীবনে আক্ষরিক অর্থেই মরি ঘুরিয়েছেন 'জাদুর ছড়ি'। মিচের ভাই পিটার, যে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন থেকে, আত্মীয়-বন্ধুদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল, তাকেও মরি শিখিয়ে দেন যে জীবন পরাজিত হবার জন্যে নয়, জীবনে সবাই জয়ী হতে পারে, নিজের ভাবনাটাকেই পাল্টে ফেলে। এরকম জাদুর ছড়িওয়ালা মানুষ খুব অল্পই আসে পৃথিবীতে, তাই বা কেন হয়?
কিছু কিছু অংশ পড়ে আমি চোখের পানি আটকাতে পারিনি, ভেবেছি, আমার নিজের যদি এমন একজন শিক্ষক থাকতেন তাহলে হয়তোবা আমি কখনও তাঁর সাথে যোগাযোগ ছিন্ন করতাম না। মরি কেমন পড়াতেন তা ব্যাখ্যা করার কিছু নেই, কিন্তু একজন শিক্ষক তাঁর ছাত্রের কাছে কতটুকু হতে পারে, তা এই বইয়ের প্রতিটা পাতায় পাওয়া যায়। আমি হয়তোবা বইয়ের রিভিউ ভালো লিখতে পারছিনা, কিন্তু একজন পাঠক হিসেবে আমি এই বইটা পড়ে শিখেছি অনেক কিছু। মানুষের জীবনে কিছু বই থাকে, যা তার জীবনের মোড়গুলো পাল্টে দিতে পারে। আমার জীবনে এই সত্য কাহিনীটার গুরুত্ব ততখানিই। আগেই বলে দিচ্ছি, এখানে বইটার যেটুকু আমি তুলে ধরেছি সেটুকু কিছুই নয়। আর আমার ক্ষুদ্র মস্তিষ্ক বলে যে, এই বইটা অন্তত প্রত্যেক শিক্ষার্থীর একবার পড়ে দেখা উচিত। 'Tuesdays with Morrie' আমার সবচে' প্রিয় বইগুলোর একটা। এর ট্যাগলাইনঃ 'An old man, an young man and life's greatest lesson' কথাটা আসলেই সত্যি। শুধু মনে হয়, যদি একবার মরির সাথে আমার দেখা হতো!
আমি মূলত গল্পের বইয়ের পাঠক, ভাবগম্ভীর বইপত্র আমার খুব একটা পড়া হয়ে ওঠে না। পড়তে ভালো লাগে বলে যখন তখন বই নিয়ে বসে যেতে পারি, তা বাসেই হোক বা ক্লাসে! ব্যাগে সর্বক্ষণ একটা গল্পের বই আমার থাকবেই। তবু কখনও ভাবিনি, কোনও বই নিয়ে সেটার রিভিউ লিখব। সচলে লিখিনা বেশ কিছুদিন। আর চারপাশের মানুষজনের লেখা পড়ে নিজের আবজাবগুলো আজকাল আর ফোল্ডার থেকেই নামাই না। তাই যখন খুব লিখতে ইচ্ছা করলো তখন ভাবলাম আমার প্রিয় বইগুলোর একটাকে নিয়েই নাহয় লিখি। তাই আজ এই পোস্ট। বইটা নিয়ে বলতে গেলে আসলে প্রতি পাতা থেকেই কিছু না কিছু বলতে হয়... আমি সেই দিকে গেলাম না... ঢাকায় এই বইটা আমি একবার দেখেছি "ওয়ার্ডস 'এন' পেজেস" এ। আর কোথাও দেখিনি। হয়তো এখন 'ফ্রেন্ডস'-এ খুঁজলে বা আজিজ-এ পাওয়া যেতে পারে। আমার কাছে এক কপি আছে, তবে অনেক হাত ঘুরে সেটার অবস্থা বেহাল। নেটে পাওয়া যায়, আগ্রহীরা বইটা পাবেন এখানে।
মন্তব্য
আমার বর্ননায় বুঝা গেলো খুবী হৃদয়ছোঁয়া একটা বই। চেষ্টা করবো পড়ার। ধন্যবাদ শেয়ার করার জন্য। এক সময় আমিও অনেক বই পড়তাম এখন অফিসের কারণে সময় করে উঠতে পারি না।
দলছুট
====================
বন্ধু হবো, যদি হাত বাড়াও।
চেষ্টা করে দেখুন একবার, ছাড়তে পারবেন না, এরপরে এটা আপনার প্রিয় একটা বই হবে যেটা কচছুদিন পর পর একটা হলেও পাতা পড়তে মন চাইবে আপনার... আমারতো এমনটাই হলো...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বইটা পড়িনি। চমৎকার লাগলো লেখাটা। কমপ্যাক্ট একটা রিভিউ। ঠিক যতটুকু পড়লে বইটা সম্পর্কে একটা আগ্রহ তৈরী হয়, ঠিক ততটা।
ইচ্ছে হলে বইটা বা এর অংশবিশেষ অনুবাদের কথা ভাবতে পারেন।
ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি যখন চেষ্টা করে দেখতে পারেন। আশা আছে যে অবশ্যই ভালো লাগবে। এটা ভালো লাগার মতোই একটা বই... অনেক ধন্যবাদ... প্রথম রিভিউ হিসেবে প্রশংসাটুকু খুব ভালো লাগলো।
চেষ্টা কর দেখব। আর করলেতো দেখবেনই। ধন্যবাদ আবারও।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো রিভিউ ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
অনেক ধন্যবাদ...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তুমুল রিভিউ, বালিকা।
আসলে বলা ভাল--'দূর্দান্ত' পেরিয়ে আরো পঞ্চাশ মাইল এগিয়ে যাওয়া এই লেখা---!!!
বইটা আমার পড়া হয়নি।
আর পড়া হবে বলেও মনে হচ্ছে না--কারণ তোমার রিভিউটা এত ভালো হয়েছে যে, যদি পড়তে গিয়ে কোন রকম আশা ভঙ্গ হয়??
ভাল থাকো, আরো ভাল লেখো---
শুভেচ্ছা
ইশশিরে...কখুব খুব খুব ভাল্লাগলো ভাইয়া...
এই মারাত্মক ভুলটা করোনা দয়া করে... সময় পেলে অন্তত আমার অনুরোধটায় কান দিয়ে বইটা পড়ে দেখো। মরি কে একটু জেনে দেখো, এরকম অসাধারণ একজন মানুষ সম্পর্কে জানা প্রয়োজন সবারই। দয়া করে পড়ে দেখো ভাইয়া...
আবারও অনেক ধন্যবাদ ভাইয়া, আমি বেশ অসুস্থ্য, শুভ কামনা চাই...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অনিকেত ভাই বোধহয় খুব সহজেই এক্সাইটেড হয়ে যান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রিয় মানুষগুলোর সামান্য কাজও আমাদের বোধহয় অনেক বেশি আন্দোলিত করে।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মিচ এ্যালবমের এই বইটি খুবই বিখ্যাত এবং ভারী সুন্দর। একই নামে একটি ছবি পরে বানানোও হয়েছিল যেখানে মরির ভূমিকায় অভিনয় করেছিলেন পরলোকগত জ্যাক লেমন আর মিচের ভূমিকায় ছিলেন হ্যাংক আজারিয়া। ছবিটিও দারুন। চোখে পানি আসতে বাধ্য। লিংক জানা থাকলে দিতাম।
হুমমম, কথা সত্য! বইটি অসম্ভব হৃদয়গ্রাহী! উইকিতেই আছে। সিনেমাটি দেখা হয়নি। কেন জানি ইচ্ছেও করেনি। মরি নাহয় থাক আমার কল্পনায়। পড়েছেন বইটি?
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চমৎকার রিভিউ। পরিমিতিবোধের প্রশংসা করতেই হয়। পড়ার জন্য ভীষণ আগ্রহ হচ্ছে। আশা করি দুই একেই ধরতে পারব বইটা (পিডিএফ)।
বইটার খোঁজ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
তুমিও নাও বস্তা কয়েক ধনে পাতা! দয়া করে পড়ে দেখো... তোমাকেও ধন্যবাদ... বইটা পড়ে জানাবে কেমন লাগলো।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার ন্যাচারাল রিভিউটা পড়ে ভালো লাগলো।
বইটা নামিয়ে রাখলাম, পড়ে নেবো সময় পেলে। থ্যাংকু।
"Life happens while we are busy planning it"
আপনাকে ধন্যবাদ... পড়বেন, ঠিকাছে?
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ডেঙ্গু নিয়ে লিখতেছ বালিকা, কাহিনী কী? জ্বরের ঘোরে লেখলা নাকি, তোমার লেখাতো জ্বরের ঘোরে আরো ভালো হয়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ভাইয়া, ডেঙ্গু আর প্যারাটাইফয়েড খুব জোর চেষ্টা চালাচ্ছে আমাকে বিছানায় ফেলে রাখার। কিন্তু কতই বা ভালো লাগে? তাই উঠে পড়েছি...
জ্বর থাকলে বোধহয় আমার দুঃখ দুঃখ লেখা ভালো হয়। দেখি লেখে দেখবোনে...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পোস্ট পড়ে ভালো লেগেছে। ভুমিকা, সারসংক্ষেপ, পাঠানুভুতি, কিছু ব্যক্তিগত কথা। এভাবে আগিয়েছে পোস্টটা।
তবে বইটা পড়ার আগে আমি জানতে চাইব বইটা থেকে কি পাওয়া যাবে আসলে। যেমন আন্দাজ করছি, একটা ইন্সপিরেশনাল মেসেজ থাকবে বইটাতে। আর কি কি বিষয় আপনাকে আন্দোলিত করেছে সেটা নিয়ে আলোচনা করলে মজা লাগত। তাছাড়া কি কি বিষয় ভালো লাগেনি সেটা নিয়েও বলতে পারতেন।
সব মিলিয়ে পোস্টটাকে আমার কাছে ভালো একটা সারসংক্ষেপ মনে হয়েছে, "রিভিউ" নয়।
বাই দ্যা ওয়ে, "মরির সাথে সময়গুলো..." কিভাবে "Tuesdays With Morri" র অনুবাদ হল বুঝি নাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ।
আচ্ছা। কিন্তু আমাকে কি আন্দোলিত করেছে তার বোধহয় ছোট একটা অংশ লিখেছি। আর সবচেয়ে বড় কথা হলো একটা বই যখন আমার ভালো লাগে তখন সেই বইয়ের প্রতি বোধহয় একটা পক্ষপাত চলে আসে আমার, তাই কোন অংশটা পড়লে ভালো লাগবে তা বিবেচনা করতে পারিনা। আর তার চেয়েও বড় কথা বইটা অন্তর্জালে পাওয়াইতো যায়। সময় থাকলে একদিন চেষ্টা করে দেখুন। ভালো লাগতেও পারে। আর এর বেশি লিখতে ইচ্ছাও করেনি। আমি শুধু পাঠকের একটু আগ্রহ জাগিয়ে তুলতে চেয়েছিলাম। আর কিছু খারাপ লাগলে তুলে ধরতাম অবশ্যই, কিন্তু এই বইটার সব কিছুই আমাকে মুগ্ধ করেছে।
এটা সারসংক্ষেপ কি? তাও বোধহয় নয়। কারণ আমি বইটা নিয়ে খুব বেশি কিছু লিখিনি। আর রিভিউ তো এটাকে বলা যায়না, কারন আমি বইটা কোন প্রকাশনীর, দাম কত, কবে বেরিয়েছে, কি ধরনের বই এসব তথ্য দেইনি, তাই রিভিউ বলাটা উচিত হয়নি। আমারই ভুল। ক্ষমা করবেন। এছাড়াও বইটার থিম আর থিসিস নিয়ে লিখিনি কিছু, বইটার বর্ণনা কিছুটা দিলেও, এর লেখনভঙ্গী, Exposition, Argument, এর interest, accuracy, objectivity, importance, thoroughness, and usefulness to its intended audience নিয়েও কিছু লিখা হয়নি। তো এটা রিভিউ না, কোনও দিক দিয়েই না। ক্ষমাপ্রার্থী, তবে প্রথমবার বলে ভুলগুলো হলো। পরেরবারে শুধরে নিব।
বইয়ের নাম Tuesdays With Morrie আর আমার লেখার নাম আমার পার করা সময়গুলো, যা মরির কথা ভেবে বা বইটা পড়ে আমার সময় কাটানো!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ।
আচ্ছা। কিন্তু আমাকে কি আন্দোলিত করেছে তার বোধহয় ছোট একটা অংশ লিখেছি। আর সবচেয়ে বড় কথা হলো একটা বই যখন আমার ভালো লাগে তখন সেই বইয়ের প্রতি বোধহয় একটা পক্ষপাত চলে আসে আমার, তাই কোন অংশটা পড়লে ভালো লাগবে তা বিবেচনা করতে পারিনা। আর তার চেয়েও বড় কথা বইটা অন্তর্জালে পাওয়াইতো যায়। সময় থাকলে একদিন চেষ্টা করে দেখুন। ভালো লাগতেও পারে। আর এর বেশি লিখতে ইচ্ছাও করেনি। আমি শুধু পাঠকের একটু আগ্রহ জাগিয়ে তুলতে চেয়েছিলাম। আর কিছু খারাপ লাগলে তুলে ধরতাম অবশ্যই, কিন্তু এই বইটার সব কিছুই আমাকে মুগ্ধ করেছে।
এটা সারসংক্ষেপ কি? তাও বোধহয় নয়। কারণ আমি বইটা নিয়ে খুব বেশি কিছু লিখিনি। আর রিভিউ তো এটাকে বলা যায়না, কারন আমি বইটা কোন প্রকাশনীর, দাম কত, কবে বেরিয়েছে, কি ধরনের বই এসব তথ্য দেইনি, তাই রিভিউ বলাটা উচিত হয়নি। আমারই ভুল। ক্ষমা করবেন। এছাড়াও বইটার থিম আর থিসিস নিয়ে লিখিনি কিছু, বইটার বর্ণনা কিছুটা দিলেও, এর লেখনভঙ্গী, Exposition, Argument, এর interest, accuracy, objectivity, importance, thoroughness, and usefulness to its intended audience নিয়েও কিছু লিখা হয়নি। তো এটা রিভিউ না, কোনও দিক দিয়েই না। ক্ষমাপ্রার্থী, তবে প্রথমবার বলে ভুলগুলো হলো। পরেরবারে শুধরে নিব।
বইয়ের নাম Tuesdays With Morrie আর আমার লেখার নাম আমার পার করা সময়গুলো, যা মরির কথা ভেবে বা বইটা পড়ে আমার সময় কাটানো!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুষ্টু বালিকা তোমার রিভিউ পরে ভালো লাগলো, বইটা পরবো।
------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ধন্যবাদ, পড়ে দেখবেন আপু।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ম্যালাদিন আগে দেশ পত্রিকায় বইটি নিয়ে দারুণ এক রিভিউ পড়েছিলাম। অনেক হৃদয়গ্রাহী ছিল রিভিউটি। তখন বইটি আজিজে খুঁজছিলাম, পাইনি। তোমার লেখা পড়ে বইটির কথা আবার মনে পড়ে গেল। কালকে সন্ধ্যায় আজিজে যাবো, তখন আবার খুঁজবো।
..............................................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
আর আমি বইটা পেয়েছি হঠাৎই, হাতে সময় ছিল, পড়ে তব্দা খেয়ে বসে ছিলাম। না পেলে ভাইয়া ই বুকটা নামিয়ে প্রিন্ট করে ফেলো।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বালিকা, লেখাটা খুব ভালো লাগলো। পরিমিত রিভিউ। বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সব ঘটনা বলে দেয় না। বইয়ের প্রতি আবেগ প্রকাশ পায়, তবে তা পক্ষপাত মনে হয় না। পাঁচিয়ে গেলাম।
অনেক ধন্যবাদ ভাইয়া, সময় পেলে বইটাও পড়ে দেখো।
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখাটা ভালো হয়েছে।
আপনার কিচিরমিচির টাইপ লেখা ছেড়ে আপনি যে লাইন করে সুন্দর লেখা লিখে চলছেন, সেজন্য সাধুবাদ।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ধন্যবাদ। কিচিরমিচির ধরণের লেখা লিখতে কিন্তু অনেক মজা ...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ। কিচিরমিচির ধরণের লেখা লিখতে কিন্তু অনেক মজা ...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাল লাগছে খুব...মাথায় থাকবে। সারাক্ষণ ইংরেজির উপর থাকি তাই এখন আর ইংরেজি বই পড়তে ভাল লাগেনা...যদিনা অসাধারণ কিছু হয়।
পারলে অনুবাদ করে পোস্টান...তাইলে পড়া হবে...
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
ধন্যবাদ। চেষ্টা থাকবে। অতটা সাহস এখনও করে উঠতে পারিনি। আমারও মাথায় থাকবে...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখাটা ভাল লেগেছে। শেষের দুইটা প্যারা এই লেখাটার সবচেয়ে দূর্বল অংশ।
ধন্যবাদ।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ।
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সামনের মাসে শিক্ষক দিবস, এই লেখাটা সেটাই মনে করিয়ে দিলো। ছোটবেলার এক শিক্ষকের কথাও মনে পড়লো, যার প্রভাব আমার ওপর সবচেয়ে বেশি, যে আমাকে লেখাপড়া শেখানোর পাশাপাশি শিখিয়েছিলো নিজের ভেতরে কিভাবে নিজের আলাদা একটা জগত তৈরি করে ওখানে ডুব দিতে হয়, জীবনের আনন্দ খুঁজে নেয়ার জন্য... বার্ট্রান্ড রাসেল-এর নিজের ভেতর নিজস্ব জগত তৈরি করা নিয়ে বিখ্যাত সেই উক্তিটা জানার পর আমি বুঝতে পেরেছিলাম আমার শিক্ষক সেই ছোট্টবেলায় আসলে আমাকে কি শিখিয়েছিলেন...। হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
অনেক দুঃখবোধন-দুঃখবিলাস হইছে, আর পারতাম না, মন ভাল রাখতে চাই সবসময়, তাই এই সব মন খারাপ করা বই পড়ার কোন মানে হয় না... সচলে আমি তাই শুধুই পাঠক, বেশি সিরিয়াস পোস্টগুলোও তাই আমি সহজে নিতে পারি না, এখন আবার দেখি দুষ্ট বালিকাও সিরিয়াস টপিক পোস্টানো শুরু করছে!!! কোথায় যেন শুনেছিলাম... "জীবনটাকে এত সিরিয়াসলি নেবার কিছু নেই, শেষ পর্যন্ত কেউই বেঁচে থাকবে না"... লেখা বরাবরের মতো ভালূ
ধন্যবাদ ভাইয়া, তবে আমি গম্ভীর হয়ে যাচ্ছিনা মোটেই। ইন্টারভিউ বোর্ডে গিয়েও ফ্যাক ফ্যাক করে হাসি, আর আমি হবো গম্ভীর? সেদিন বোধহয় সূর্য উঠবেইনা...
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধনে পাতা!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধনে পাতা!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আচ্ছা, বইটা পড়ে দেখি কেমন লাগে...
পড়ে দেখো কিন্তু।
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বইটা সুন্দর, সেই সাথে রিভিউটাও বেশ ভালো লাগলো।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
পড়েছো?... ভালো লাগলো... অনেক ধন্যবাদ!
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার সুন্দর,আগ্রহ জাগানিয়া রিভিউ পড়ে বইটা পড়েছি।
এই ধরণের বই আমি সাধারণত পড়ি না । (রিভিউ পড়ে নামিয়েছিলাম প্রথম দিন ই, পড়েছি মাত্র এক সপ্তাহ হবে )
তবে বইটা যথেষ্ঠ ভাল মানের ।
প্রতি মঙ্গল বার গিয়ে সব কাজ ছেড়ে গল্প শোনা । ব্যাপারটা কেমন যেন বিশ্বাস যোগ্য মনে হয় নি ।
তবে মরির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
বোহেমিয়ান
ধন্যবাদ বাপ্পি, তবে ভাই মজার ব্যাপার হলো বইটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। আর ব্যাপারটা হতো জানিস, বাস্তব মাঝে মাঝে কল্পনার চেয়েও অদ্ভুত হয়! এটাকে নাহয় সেই কেইস ই ধরে নে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন