১.
মনে হচ্ছে কেমন যেন একটা রুটিনের মাঝে পড়ে যাচ্ছি। সেই যা হয় আরকি! নয়টা পাঁচটার সেই এক রুটের বাসটার ভীড়ের মাঝে মানুষ না, একটা শরীর হয়ে সেঁটে থাকা। অতঃপর রিক্সা নিলে টয়েনবি সার্কেলে ঘুরপাক খেতে খেতে যখন যাই, তখন সর্বান্তকরনে একটা কথাই ভাবি, এইখানে আমি নাই, যা দেখছি তার কিছুই সত্যি নয়; কিন্তু যা ভাবি, তা ভাবতে ভালো লাগলেও বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি হয়না। কানের গান যন্ত্রে পোয়েটস অফ দ্য ফল চেঁচিয়ে যতই বলুক না কেন 'ডোন্ট ওয়াক এ্যাওয়ে' ততই তাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এগিয়ে চলি আমি আর রিক্সা মামু হাজার অফিসগামী মানুষজনের সাথে, সকালের ভীড়ে, মতিঝিলে। পিছনে পড়ে থাকে আমার সকল স্বপ্নগুলো রাস্তার কাদায়, নর্দমার নোংড়া পানিতে, লেপ্টে যায় দৌড়ে চলা মানুষের দামী বা কমদামী জুতার তলায়। আমার বিভিন্ন বয়েসের কতরকম স্বপ্ন, ট্রাফিক পুলিশ থেকে আইসক্রীমওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালা, ডাক্তার, স্থপতি ইত্যাদি হবার স্বপ্নগুলোকে চিরতার পানি দিয়ে গুলে খেয়ে আমি হাজির হই আমার ব্যাংকে।
২.
আমার অফিসটা বেশ মজার! মাত্র তিনদিন হলো আমার জয়েনিং এর, এর মাঝেই আমি সবার নাকমে দম করে ফেলেছি! সকালে কাজের বেশ চাপ থাকলেও দুপুরটা হাতে কোন কাজ থাকেনা, এই ফাঁকে গতকাল পড়ে ফেললাম 'মিসির আলি আনসলভড', আজ পড়লাম 'লিপিকা'র অনেক খানি! পড়ে সত্যি মনে হলো বোধহয় রবিদাদুর ব্লগ পড়ছি, উনি ব্লগ লিখলে মনে হয় এমনই হতো! তারপর আবার খানিকটা কাজ, এরপরে বের হয়ে বাসে দেড় ঘন্টা যানজটে থেকে বাড়ি ফেরা। যারপরনাই বিরক্তিকর! অফিসের সময়টা কাটে খুব ভালো, আমাদের অফিসটা জমজমাট জায়গা, সবার সাথে সবার সম্পর্কটা বন্ধু না, ভাই বোনের মতো, সারাক্ষণ হাসি ঠাট্টা আর খুনসুটির মাঝে আমরা কাজ করি আনন্দে। এর মাঝে যখন এক সিনিয়র 'দেশের বাড়ি কই?' জিজ্ঞেস করেন তখন ফিক করে হাসিটাও আপনা থেকেই চলে আসে! ভাবছি ইন্টার্ণ শেষ হলে এখানেই চাকরীর চেষ্টা করবো। দেখি কী হয়!
৩.
তাহলে কেমন দাড়ালো আমার দৈনন্দিন জীবন? ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে অন্তর্জালে নানান খুটখাটের পর, সাড়ে আটটার মাঝে তৈরী হয়ে বাসের জন্য দৌড়ে নিজের ছায়াকেও হারিয়ে দিতে হয়! আমার বহুকালের ব্যবহারে জীর্ন ছায়া, যা বাত্তির আলোয় ছোট-বড় হয়ে সামনে পিছনে গিয়ে কিম্ভুতকিম্ভাকার মূর্তি করে আমাকে হাসিয়েছে অনেক, তাকে গুডবাই বলে বাসভরা যাত্রীর সাথে আমি পাড়ি জমাই গন্তব্যে। আধঘন্টা পর আমার চোখ এম্নিই খুঁজে বেড়ায় জনতা ব্যাঙ্কের গোলাপী বিল্ডিং, কন্ডাকটার মামাকে এখানে নামিয়ে দেবার অনুরোধ করতে পা বাড়াই দরজার কাছে। মাড়িয়ে চলি কাদামাখা পিচের রাস্তা, নানা মানুষের ফেলে যাওয়া নানা জঞ্জাল, ধাক্কা খাই ফ্লুর ভয়ে মুখোশ পরা মানুষের সাথে, লোকাল বাসের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যাই, এক চুলের জন্য! আমার মাথার উপরে নিঃসীম নীল আকাশটা তখন রোদ উঠিয়ে দেয় কাদা শুকিয়ে আমাকে সাহায্য করতে। একটা-দুটো-তিনটা রাস্তা পার হয়ে গাড়ি-বাস-রিক্সা-সিএনজির সাথে কলিশন বাঁচিয়ে আমি আমার ব্যাঙ্কের লিফটে এসে সেধোঁই, এরপর সারাদিন কামলা খাটি! যতই ভালো লাগুকনা কেন, এই রুটিন আমার গত তিনদিনের, এই রুটিন চলবে আগামী তিনমাস, এই রুটিনের ঘূর্ণাবর্তে আমি এখন বন্দী!
***
গানের যন্ত্রে হিপ হপ আর কবিতার পাশাপাশি অবস্থান। আজ 'অমল কান্তি'র আবৃত্তি শুনে মনে হলো, তাইতো! আমিওতো রোদ্দুরই হতে চেয়েছিলাম, চান্স না পেয়ে আর শেষমেশ ঝরে যাব জেনেও হতে হলো মেঘ!
তুলে দিচ্ছি কবিতাটা...
অমলকান্তি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
_________________________অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।
রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল !
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরূলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে,
চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তা হলে'।
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি - রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
মন্তব্য
চমত্কার বর্ননা। ভালো লাগলো পড়ে। সফল হোক ইন্টার্নশিপ।
আহির ভৈরব
------------------------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
ধন্যবাদ আপনাকে, ছায়ার সাথে আমার এখন মন কষাকষি চলছে বলতে পারেন! আমার এখনকার জীবনটাতে দুদন্ড কোথাও বসার সময়টুকুও নাই, ছায়া আমি আবার বেজায় অলস, তাই তাকে জীবনের দৌড়ে ত্যাগ করতেই হলো!
ভালো থাকবেন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খুব, খুব ভালো লাগলো পড়তে।
প্রথম প্যারাতেই মন ছুঁয়ে গেছে আর কবিতাটার কথা নূতন করে বলার কিছু নেই -অসাধারণ লাগে যতোবার পড়ি না কেনো।
আপু ধন্যবাদ! লেখার কিছু পাইনা, আবার নীড়পাতায় নিজের নাম দেখার ইচ্ছেটাও ষোলআনা! তাই যাপিত জীবনের সাথে কিছু ভাবের কথা মিশালাম...
কবিতাটা আসলেই সুন্দর! বড় ভালো লাগে, যতবারই পড়িনা কেন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নির্মম বাস্তবতা ...
রুটিনে পড়তেই হবে, মাফ নাই
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
দুঃখজনক হলেও কথা সত্য!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
রুটিন আমারো ভাল লাগেনা। মনেহয় জেলখানায় ভরে দেওয়া হয়েছে আমাকে। কিন্তু করার কিছু নাই... জীবনটাই এমন আমাদের ...
অনেকেই তো দেখি ইন্টার্নশীপ করেই চাকরি পেয়ে যায় যে প্রতিষ্ঠানের সাথে ইন্টার্নশীপ করছিল সেখানেই। তুইও পেয়ে যাবি চিন্তা করিস না। আর বাস থেকে নামার সময় একটু খেয়াল করে নামিস। একদম বড় রাস্তার মধ্যে নামার দরকার নাই।
--------------------------------------------------------
--------------------------------------------------------
ভালো না লাগার কাজগুলো করতে করতে আমি মোটামুটি বিরক্ত, আর ভাল্লাগেনারে, কবে যে রুটিন ভাংতে পারবো!
আজকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন বস, আমি এখানে চাকরী চাই কিনা, এই বিষয়ে তোর সাথে পরে কথা কমুনে।
বাস থেকে তাও নামা যায়, রাস্তা পার হতেই আত্মা উড়ে যায় মাঝে মাঝে!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ইন্টার্নশিপ চাকুরিতে পরিনত হউক। আমিন
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আপনার জন্য মাশ্রুম ভাজার কখনও অভাব না হউক! আমিন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই শহরটায় এখনো এত কিছু বাকি আছে নাকি? বিস্মিত!
______________________________________________
to be or not to be - that was never a question (jean-luc godard)
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কী বলেন ভাই! চারিদিকে তাকায় দেখেন দুনিয়াজুড়া পচুর গিয়ানজাম, তাও দুনিয়াডাতে দেখার জিনিসের অভাব নাই! কিসুনা পাইলে গিয়ানজামটাই দেখেন, ঢাকার গিয়ানজামও খুবই ইন্ঠারেষ্ঠিং!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ফারহানা সিমলা
আপনার লেখা পড়ে কেনো জানি মনের অজান্তেই চোখ ভিজে গেলো। জীবনের বাস্তবতাই বোধকরি এমন......
ফারহানা সিমলা
আমি চেষ্টা করেও বোধহয় বিষন্নতার সুরটা কাটিয়ে উঠতে পারিনা! কোনও না কোন ভাবে স্মৃতিকাতরতা আর বিষন্নতা এমবেড হয়ে যায় ব্লগরব্লগরের ফাঁকে! বাস্তবতা যাই হোক, আপনাকে দুঃখ দিয়ে আমি যারপরনাই দুঃখিত!
--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ফারহানা সিমলা
আপনি দুঃখিত জেনে সুঃখিত হলাম...
ফারহানা সিমলা
... কারও ছোট্ট মন্তব্য্ও মাঝে মাঝে ভালোলাগার একটা রেশ রেখে যায়!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাল লাগল আপনার ভাবনা গুলো।
অফিসও কিন্তু চমৎকার স্থান হয়ে উঠতে পারে, যেখানে আসতে আপনার ইচ্ছে হবে। মনেই হবে না কোন রুটিনের ঘূর্ণাবর্তে আটকে আছেন। প্রার্থানা করি আপনার আফিস জীবন সুন্দর হোক।
ধন্যবাদ!
তাতো জানিই! আমি অফিস উপভোগ করছি খুবই! সমস্যা শুধু রাস্তার পার করা সময়টুকু নিয়ে! বাসভর্তি মানুষের ঘামের উগ্র গন্ধে সৈয়দবংশীয় নাকের অধিকারী আমাকে ব্যাপক যন্ত্রণা পোহাতে হচ্ছে! ওড়নায় বডি স্প্রে দিয়ে নাকের কাছে ধরে রাখি, কী জ্বালাতন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোন ব্যাংক?
একখান পেরাইভেট ব্যাঙ্ক!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মতিঝিল যাওয়া হয় প্রায়শই।ব্যাংকের নাম জানলে খুঁজে বের করে চমকে দিতাম।
চমকে যদি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়? এই ভয়েই বললাম না!
--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
রাকিব সুলতানঃ
চমতকার গানের পছন্দ।
এবড়ো খেবড়ো কিন্তু উপাদেয় এবং সুস্বাদু লেখা।
হাহাহা! ধন্যবাদ! তাহলে এই এবরো খেবরো রঙই থাক বরং!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চমৎকার লেখার সাথে অপূর্ব কবিতা মিলে মিশে ভাল লাগলো পড়তে। এইরকম হাজার স্বপ্ন পায়ে মাড়িয়ে আরও কত শত পথ আমাদের পাড়ি দিতে হয়। সচলে আমার উপস্থিতি নেই বললেই চলে, আগে লিখতাম,তারপর একদিন ,মনে হলো হয় আমিই লিখতে পারছি না,নয় সচলে এত ভাল ভাল ব্লগারের পোস্টের ভীড়ে আমার পোস্ট চ্যাপ্টা হয়ে যাচ্ছে,পোস্ট করলেও সে লেথা আসছে না নীড়পাতায়। এও কি একরকমের স্বপ্নভঙ্গের কষ্ট নয়! ভীষণ কষ্ট পেয়ে লেখালিখিই বন্ধ করে দিই।
ভাল থাকুন আপনি।
মেঘ ৬১৩ (অতিথি লেখক)
মেঘের কথকতা
মেঘ, আমার খুব প্রিয় একজন ব্লগারের নামও মেঘ! আপনাকে ধন্যবাদ। কিন্তু এরকম না ভাবলে হয়না? কাউকে হারাতে যে আমার ভীষণ কষ্ট হয়! লেখালেখি ছাড়বেন না, পিলিজ!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ইন্টার্নশিপের শুরুর সময়টা ভালোই লাগে। কিন্তু রিপোর্ট লেখার সময় কান্না আসে। ইন্টার্নিজীবন সুখের হউক। আমিন!
............................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ঠ্যাং খান, পান্থদা! সুপারভাইজার এখনই আমাকে প্রোপজাল জমা দিতে বলেছেন, যন্ত্রণার সময় সন্নিকট!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কী অসাধারণ এই অভিব্যক্তি!
জীবনের দায়ভার স্বীকার করে নিয়ে জীবনাবদ্ধ হয়ে থাকার যন্ত্রণা আর সুখ দুই-ই ভীষন জীবন্ত হয়ে উঠে এল----
বিশ লক্ষ তারা-----!!!!
থায়েক বাই! তোমার দেয়া তারাগুলো দিয়ে আমার দেয়ালগুলো সাজাই, রাতে আর তাই ভয় থাকেনা দুঃস্বপ্নের!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চাকরি বাকরি শুরু করার টাইম চলে আসছে। ভাবতেই কান্না পায় ...
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
সুরঞ্জনা কি তোমারে লিপিকা কিনতে বাধ্য করতে পেরেছিলো?
কাঁদো হয়রানাবীর, কাঁদো!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সবাইকে কিনে টিনে দিলো, আমাকে দিলে আর বাধ্য করা লাগতো না, সুর সুর করে নিয়ে আসতাম বাসায় ...
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আমি কাউরে দেইনাই...ঐদিন আমার পাত্তি ছিলোনা... এর পরের দিন কিনে দিবো ভাইয়া, রেগো না!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বোরিং রুটিনবাঁধা দিনের ঝরঝরা বর্ণনা, ভালো লাগলো।
ইন্টার্নশিপ চাকরিতে পরিণত হোক, আমিন।
ধন্যবাদ সমুদ্র! আশা তাইই করছি, যদিও অন্যের টাকা গুনতে মোটেও ভালো লাগেনা! :|
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কবিতাটা আমার খুব পছন্দের।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমারও! ভালো থাকুন!
--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চাকরির ভয়েই ব্যাচেলর করে মাস্টার্স করছি, তাও শেষের পথে...এখন ভাবছি পি এইচ ডি করব কিনা
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমিতো ভাবছি এমন কাউরে পাওয়া যায় কিনা জমিদার টাইপ, যে আমারে বলবে 'এই মেয়ে এত পড়াশোনা করে কী করবে? এসো আমরা রান্নাবাটি খেলি'!
--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পড়াশুনার সময় চাকরি করসি। এখন পড়াশুনা শেষ। এখন আর চাকরি করতেও ভাল্লাগেনা।হইলো কিসু?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হ! আমিও ক্লাসের ফাঁকে ফাঁকে বহুত কামলা খাটছি! এখন ক্লাস করতে মঞ্চায়!
--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আবৃত্তিটা কার কন্ঠে জানতে ইচ্ছে হচ্ছে। পড়তে ভালো লাগছে - যাপনের ক্লান্তি।
শিমুল মুস্তাফা। অবশ্য আরো নিশ্চয়ই অনেকে আবৃত্তি করেছে।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আর কার কার আছে?
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার কাছে শিমুল মুস্তাফারটা আছে! কবিতাটা বড়ই সৌন্দর্য!
ধন্যবাদ! ভালো থাকুন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সবাই দেখি গ্পের ফাঁক দিয়া কবিতা লেখে...
আমি লিখিনাই! আমি বেগুন! আমি খালি কন্ট্রোল সি + কন্ট্রোল ভি মারসি!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পছন্দের পোস্টে রাখলাম কবিতাটার কারণে- এটার ফুল ভার্সন খুঁজতেসিলাম...
লেখা নিয়ে আর কিছু বলবো না- বিষণ্ণ লেখায় আপনার হাত ভালু...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
বিষন্নতা একজন দুষ্ট লুক! আমার পিছু ছাড়েনা!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খালি আজেবাজে কতা। বেতন পাইবা কবে, তাই কও। আইয়া পড়ুমনি...
বাঘাদা, আপ্নের জইন্যে বেতনের পয়োজন নাই! যখন খুশি আইসা পইড়েন!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখাটা খুব ভালো হইসে। আগের লেখাগুলো থেকে একেবারেই আলাদা।
মাত্র তো তিন দিন! এভাবেই কাটবে তিন সপ্তাহ, তিন মাস, তিন বছর, তিন যুগ (ভাগ্য ভালো, তিন শতাব্দী পর্যন্ত বাঁচবা না)
আলাদা! কিরাম?
তিন যুগই বাঁচবোনা! ইনশাল্লাহ!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি হতে চেয়েছি প্যারিস হিলটনের বর!
প্রথম অফিসে গিয়ে মনে হয়েছিলো এ বুঝি জেলখানা! যে আমি ২০ মিনিটের বেশি কখনও এক যায়গায় বসিনি (ক্লাসের মধ্যে কয়েকবার জায়গা চেঞ্জ করতাম,গল্পের বই পড়ি শুয়ে), সেই আমাকে আটটা-ছটা বসে থাকতে হবে নিজের স্টেশনে! রীতিমত কান্না পেত তখন।
লেখা ভালো হয়েছে!
এরকম আরও চাই।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
জানতাম তোমার দুষ্ট চিন্তাই থাকবে! তুমি লুক্টা খ্রাপ!
আমার নিজের স্টেশন এখনও দেয়া হয়নি, আজ একজনের ইন্টার্ণ শেষ হলো, তারটা এখন আমি পাবো! তাই এখন ভালো আছি, ঘুরে ঘুরে কাজ করি! পিসি গুতাই আর আড্ডা মারি! বিন্দাস!
থেঙ্কুস! এইসবই লিপিকা পড়ার ফল! আশা করতেই পারো যে এই জাতীয় আরও আসবে!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
@স্পর্শ: মনে পড়ে সেই দিনগুলা বন্ধু... সারাদিন ঐ একটা টেবিলে বন্দী... মাঝে দুইবার কফি ব্রেক (১১ টা আর ৪ টায়) আর দুপুরের লাঞ্চ... কী যে যন্ত্রণা ছিল...
@বালিকা: লেখা অনেক ভালো হইসে... অনেক গোছানো হইসে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বদ লোক! তুমিতো সেই চেয়ারে বসেই সারা দুনিয়াটা ঘুরে বেড়াও, শুধু শুধু ভাব নিওনা! (
ধন্যবাদ তানিম, কষ্ট করে পড়ার জন্য! আর মন্তব্য করার জন্য!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো লেগেছে লেখাটা।
ছাত্রত্বের বিশৃঙ্খল স্বাধীনতা থেকে চাকরিজীবনের রুটিনে এই ট্রানজিশনটা সবসময়ই ভয়াবহ কিছু বিষণ্ণতা তৈরী করে। এই আবেগী সময়টা কিন্তু আরও কিছু ভালো লেখা লিখে ফেলার জন্য খুব ভালো সময়।
ধন্যবাদ ধর্মপুত্র! আমাদের জন্যে ছাত্রত্বও কিছু বেড়াজালে কাটানো সময়ই ছিলো!
আশা করি মান রাখতে পারবো!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বা: !
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ভালো লাগলো দমুদি!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো লাগলো... কবিতাটা আমার খুব প্রিয়। যদিও আমি শিমুল মোস্তফার আবৃত্তি পছন্দ করি না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
স্বাগতম নজু ভাই।
কবিতাটা আসলেও সুন্দর, আপনার কথাও মানি, কিন্তু আর কার আবৃত্তিতে পাব এটা?
[আমি অনুমতির তোয়াক্কা না করেই আপনাদের পরিচিত ডাকনামগুলো ব্যবহার করে চলছি! আমি একটি খ্রাপ রকমের ব্যাদ্দপ! :| ]
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার ডাকনাম কিন্তু নজু না... জটিল একটা ডাকনাম আছে আমার... কোনোদিন দেখা হইলে কমুনে...
আর আবৃত্তি কার পাবেন তা আমি জানি না। আমি নিজে আবৃত্তি জিনিসটা খুব একটা পছন্দ করি না। আবৃত্তিকাররা সব কবিতারে একইরকম আবেগ দিয়া ভারী গলায় কী যেন বলার চেষ্টা করে, আমি আমোদ পাই না।
বেঁচে থাকাদের মধ্যে নূর ভাইয়ের আবৃত্তি ভালো লাগে, আর কামরুল হাসান মঞ্জুরে সম্ভবত সহ্য করতে পারি। শিমুল মোস্তফা একেবারেই না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মানে সবাই ডাক ঐ অর্থে আরকি! হয়তোবা দেখা হবে, জলদিই!
আসলে সবার আবেগের বহিঃপ্রকাশে রকমফেরের কারণেই এমনটা হয় বোধহয়।
ন্যাকামী একটু বিরক্তিকর, সত্যিই! আমি যে দলে ছিলাম তার এক সিনিয়র সদস্য নিয়ে আমি খুব দুষ্টামী করতাম। উনাকে আবেগ দিয়ে অভিনয় করে দেখিয়েছিলাম, 'দাদা, আপনি কি রিক্সাওয়ালাকে কিভাবে ডাকেন? - "এই রিক্সা, যাবে? যাবে মোর সাথে? আমাদের মিরপুরের বাসায়!" ' উনি রাগে একমিনিট কথা বলতে পারেন নাই!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনে কোন্দল করতেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইয়ে মানে, দল করতাম স্বরবৃত্ত, রবিশংকর মৈত্রীর, এখন ভেঙ্গে গেছে! [আর কোন্দলের প্রতি চিরকালিন দুর্বলতা আমার, সুযোগ পাইলেই করি! ]
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঐটায় আহকামুল্লা ছিলো?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আকাম উল্লাহর কথা জিগান
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইয়ে মানে, এই মহামানব কে?
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তাইলে তো আপনের আবৃত্তি শুন্তে হয় এক্দিন... দেখি মৈত্রী সাহেব কী শিখাইছে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শিখিয়েছিলেনতো অনেক কিছুই, কিন্তু দুষ্ট বালিকার মন পাওয়া এতোও সহজ না! তাই মনোযোগের ঘাটতিও ছিলো প্রচুর!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার লেখা পড়ে আমার নিজের রাস্তা পার হবার অনেকগুলা কাহিনী মনে পড়ল
আপনার ইন্টার্ন জীবন সুখের হউক
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হাহাহা! শুনি, একটা দুটো!
ধনে পাতা রাখেন এক বস্তা!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে অন্তর্জালে নানান খুটখাটের পর,
এই কম্বিনেশনটা হেভভী হয়েছে। এটা আমার খুব পছন্দের কবিতা। চোখ বন্ধ করে আবৃত্তি করতে পারি।
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
থেঙ্কুস তাতাপু!
তাহলে তোমার মুখে শুনতে চাইলেও কি মাইর খাবার সম্ভাবনা আছে?
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখার সাথে কবিতার ফিউশনটা কী যে ভালো লাগলো.....
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
অনেক বস্তা ধনে পাতা ভাইয়া!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাষাটা সুন্দর লাগলো।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
...
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ও আমার বোন।
অসাধারন লিখেছে।
অসাধারন।
শুধু কথা বলা বন্ধ হওয়াই যে বাকরুদ্ধ হওয়া না; সেটি বোধহয় আবারও খোঁচা দিয়ে জানিয়ে গেলো আমার মোটা মাথার অবহেলিত বাম পাশটা।
পাগলি, তুই পাগলামির বাইরেও কিছু জানিস? ভাবতাম এসব তোর হেয়ালিপনা, খামখেয়ালি, পরক্ষনেই ভুলে যাওয়া। এখন তো দেখি এসব তুই সজ্ঞানে করিস।
খুব ভালো হয়েছে। আমি তোর লেখনির ধারে বিক্ষত।
অসাধারন।
ভালো থাক।
পায়েস ভাইয়া!
তুমি আমারে সিভিয়ার লজ্জায় ফেলে দিলা, জানি বোন বলে তোমার উচ্ছাসটা অনেক বেশি, আর ভাইয়ের প্রশংসায় আমি আপ্লুত! আরেকটা ব্যাপার বোধহয় আমাকে দেখে কারও মনে হয়না আমি গম্ভীর হতে পারি! তোমার দোষ নাই!
ব্লগিং আসলে আমার সারাবেলার না বলা কথাগুলোর যোগফল! খেয়াল বা বদখেয়ালও বলতে পারো, মানুষকে জ্বালাতে আমার ব্যাপক লাগে!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বর্ণনা ভাল হয়েছে বালিকা।
লিপিকার 'গলি' পড়েছ বলে মনে হচ্ছে।
লিখতে থাকো।
পেচছিতো বটেই, নাহলে বিশেষনের এই চ্রমার ব্যাবহারটা শিখতে সময় লাগতো আরও! মেয়ে তোকে ধন্যবাদ!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওরে দুষ্ট, পড়ার সুযোগ পাই নাই তোমার লেখাটা, খুব সাবলীল ভাবে সুন্দর করে লেখা একটি সাধারন দিনের বর্ননা। খুব ভালো লাগল। সেপ্টেম্বর মাসটা আমার খুব খারাপ যাইতেছে, ভোর ৫টায় উঠে দৌড় দেই নিউ জার্সির পথে, একটা এক্সটার্ন্সিপ করার জন্যে। তারপর সেখান থেকে বিকাল ৪ টায় বের হয়ে ছুটে আসতে হয় ডেলাওয়ারে, রাস্তা বেশি না, ৪৫ মাইল, কিন্তু বিকাল ৪ টায় এত ট্রাফিক থাকে যে কি বলব, তার মধ্যে দিয়ে পাগলের মত গাড়ি চালিয়ে ফিরে এসে কাজ করি ৫টা থেকে ৮ টা, কাজ শেষে বাসায় ফিরে খাই দিনের প্রথম ১ থাল ভাত। কাজেই তোমার লেখাটা খুব ছুয়ে গেল আমাকে। কোন ভাবে এই মাসটা পার হলেই বাচি, এই দৌড়া দৌড়ির শেষ হবে। শান্তি করে দৈনিক লিখতে পারব, পরতেও পারব লেখাগুলো।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ভাইজান! আমার দৌড়াদৌড়ির তো মোটে ইশটার্ট হইলো বলতে পারো! শুরুতেই আমি বিরক্ত...পরে যে কী হবে!
ধন্যবাদ বলার দরকার পরেনা ভাইকে, তাই বললাম না...
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন