স্পর্শকাতর বিষয়গুলোতে!

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অফিস থেকে ফিরতে ফিরতে আজকেও অনেক দেরি হলো। রাত বাজে প্রায় আটটা। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটার লম্বা সময়টা কংক্রীটের সেই খাঁচাটায় কাটিয়ে যখন বাইরের রোদ ঝলমলে আকাশের নিচে দাঁড়াই, তখন আপনা থেকেই ভালো লাগার পারদটা বেড়ে যায় কয়েক দাগ। বাতাসের সাথেও তখন কথা বলতে ইচ্ছা করে, আজকাল বাক্সে বন্দী আমার যে ওদের সাথে দেখা হয় খুব কম! তবে আজকের কথা আলাদা। সকালে অফিসে একটা ভাউচারে সই করতে গিয়ে হঠাৎ তারিখটা আমার মাথায় হাতুড়ির বাড়ি দিলো। কী সব্বোনাশ! আজ ২১ তারিখ, মানে কাল ২২ আর কালকেইতো ঐ ঢেঙ্গা স্পর্শ-র জন্মদিন! ভেবেই মেজাজ খারাপ হয়ে গেলো। সুরঞ্জনা আর আমি কতোকিছু ভেবে রেখেছিলাম ব্যাটাকে আশ্চর্য করে দেবার জন্য, কিচ্ছুই করা হলো না! পুরোটার জন্যে দায়ী আমার আজাইরা মুড! আমি আমার ভাবের জ্বালায় আজকাল কিছুই করতে পারছি না! যখন তখন মন খারাপ, ধ্যাত! মন খারাপের কাঁথা পুড়ি! যাই হোক! শেষমেষ যখন সময়টা চলেই আসলো, যখন একটা ব্লগ লেখা ছাড়া আমার আর কিছুই করার নাই, তখন ভাবলাম, না হয় এই কাজটাই একটু ভালোভাবে, একটু অন্যভাবে করি! তাই বাসায় ফিরেই ছক কাটতে বসলাম, কী করা যায়! সমস্যা সময় নিয়ে। হাতে সময় আছে মাত্র ঘণ্টা দুয়েক! এর মাঝে যা করার করতে হবে! প্রথমেই ফোন দিলাম সুরঞ্জনাকে, পাজিটা আমাকে কোনও নয়া আইডিয়াই দিতে চায় না! ওর কথা একটাই, "দিশাপু তুমিই করো!" কী আচানক! তারপরে ফোন দিলাম স্পর্শ-র দুই বোনকে। অসম্ভব মায়াময় দুইটা ছোট বোন আছে স্পর্শ-র। দুইজনকে মোটামুটি ঝাড়ির উপরে রাখলাম কয়েক মিনিট! ওরাও প্রতিশ্রুতি দিলো যে ওদের দাদার জন্য সাধ্যমতো করবে দু'জনেই! কিন্তু বিদ্যুত বিভ্রাট কি কাউকে ছেড়ে কথা কয়? গেলো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যখন দেড় ঘণ্টার অন্ধকার বজ্জাতি করলো আমাদের সাথে! তারপরেও দু'বোন আর মা কম কষ্ট করেনি তাদের প্রিয় মানুষটার জন্যে! যদিও লাভ হলো না কিছু! শালার বিদ্যুৎ! মিশন ফেইলড! মনের সুখে খানিক ঝাড়াঝাড়ি করার পরে যোগাড় করলাম স্পর্শের প্রিয় বন্ধুদের তালিকা আর চেষ্টা করলাম তাদের সাথে যোগাযোগের। কয়েকজনকে পাওয়াও গেলো! তাদের থেকে প্রিয় বন্ধু তানভীরের জন্য জড়ো করলাম কিছু শুভকামনা আর তাদের মহামূল্যবান বাণী! ভিরুর কাজ একটাই, বলতে হবে কে কী বলেছে!
  1. "ভালোবাসি! ভালোবাসি!! ভালোবাসি!!!"
  2. "আমার কিছু জোনাকি উজ্জ্বল++ বন্ধু আছে, তুমি তাদের একজন। ভালো থেকো, ভালো করো, তোমার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে :)"
  3. "ভীরু কাপুরুষ! জুলেখার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইলো!"
  4. "বাঁচাওওওওও!!!!! [আই মিস ইউ বেইবি!]"
  5. "খাওয়াটা মিস হলো, এনিওয়ে, ভেরি হ্যাপী বার্থডে!"
  6. "ঐখানে যে আশায় গেছিস, আশা করি তোর সেই আশাটা পূর্ণ হবে!"
  7. "কেকটা মিস করলাম, যাই হোক, নেক্সট টাইম সিঙ্গাপুরেই গিয়ে করবোনে..."
  8. "হালুম... এইবার না খাওয়ায় বেঁচে গেলি! যাইহোক, আমার বার্থডে গিফটটা কিন্তু এখনও পাইনাই!"
  9. "শুভ জন্মদিন, প্রিয় বন্ধু! তোমার কি মনে আছে সেইসব সময়ের কথা যখন আমরা বাসার সামনে ক্রিকেট খেলতাম? তোমাকে অনেক মনে পড়ে বন্ধু! ভালো থেকো!"

খুব অল্প সময় ধরেই চিনি স্পর্শকে। সময়ের স্বল্পতা যদিও কখনও বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায় না, তবুও অবাক লাগে, এটা ভেবে যে একই গন্ডীর ভিতরেই ছিলাম আমরা, তারপরেও এতোদিন সময় লাগলো পরিচিত হতে! আর যখনই বা বন্ধুত্বটা ঘন হতে শুরু করলো, তখনই সময় হলো তার চলে যাবার! মন খারাপ প্রায় আব্বু হয়ে যাওয়া স্পর্শের কেশাগ্রও আমরা কখনও স্পর্শ করতে পারবো না এমনই তাঁর লেখার ধার! ছেঁড়া পাতার এই মানুষটা দুই হাতে এতোদিন যা লিখেছে, তা অতিক্রম করার জন্যে যদি দুই হাতের সাথে আমরা আমাদের পা দুটোও যোগ করি, তবুও মনে হয় না খুব বেশি লাভ হবে! আজ শেষমেষ যখন বসলাম এই অস্তবেলার দিনলিপি লিখতে, তখন আমাদের স্পর্শ আসলেও ফরেনারই হয়ে গেছে আমাদের স্পর্শকাতর করে রেখে! চেয়েছিলাম স্পর্শের জন্মদিনের এই ব্লগে ওর সবগুলো লেখার লিঙ্ক যোগ করবো। কিন্তু এই চ্রম খ্রাপ লুক্টা 'লিখতে পারি না' জাতীয় ভ্যানতাড়া কষেও কম কিন্তু লিখেনাই! সব লেখা লিঙ্কাইতে গেলে এই পোস্ট 'হাতি' না, একটা 'ডাইনোসর' পোস্ট হয়ে যাবে! আর ১০৩ জ্বর নিয়ে এই পোস্ট লিখতেই আমার জীবন বের হয়ে গেলো বলে! আর না বাবা! এবার না হয় ক্ষ্যান্ত দেই! ও আচ্ছা! ভুলেই তো গেছিলাম! "শুভ জন্মদিন, ভিরু! তোমাকে দিলাম একগুচ্ছ তারার ফুল!"


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন, স্পর্শ!

স্পর্শ এর ছবি

ধন্যবাদ পাঠক ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

যুধিষ্ঠির এর ছবি

অক্টোবর মাসে দেখি ম্যালা বিখ্যাত লোকের জন্ম হয়েছে! চোখ টিপি দুনিয়ার তুলারা এক হও!

শুভ জন্মদিন স্পর্শ।

স্পর্শ এর ছবি

নোবেল প্রাইজ কি আর সাধে দেয় এই মাসে। দেঁতো হাসি

ধন্যবাদ যুধিষ্টির ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ।

কী পরিমাণ ভালবাসা নিয়ে যে দুষ্ট বালিকা আর অতন্দ্র প্রহরি আপনার জন্যে একটা কিছু করতে চেষ্টা করেছে...
নানা কারণে বেচারারা মনের মত করে কিছু করতে পারে নি।

কিন্তু ওদের ভালবাসাটা নিশ্চয়ই টের পেয়েছেন। হাসি

আপনার মঙ্গল কামনা করি।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ সুর!

যা করতে চেয়েছিলাম তাতো তুই জানিস, আফসুস! হয়ে উঠলো না! তাও আজ রাত পর্যন্ত সময়তো আছেই। দেখি পারি কিনা!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ল্যাবে স্পেশাল দৌড়ের উপর ছিলাম জন্মদিন টন্মদিন সব সুপারভাইজার সাহেবের জন্য কোডিং করে করে কাটলো! তার উপর বিদেশ বিভুই। সারাদিন শেষে এই রাত দশটার সময় এখন একটু শান্তিতে সচলে বসতে পারলাম। দুষ্টবালিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হাসি
এখানে একা পড়ে আছিতো। আমার জন্য এ অনেক কিছু। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন, স্পর্শ!

স্পর্শ এর ছবি

হাসি ধন্যবাদ ছায়ামুর্তি!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

দুষ্ট বালিকা এর ছবি

ছায়ামূর্তি আর সচল জাহিদ, ধন্যবাদ আপনাদেরকে!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

তোমারে বেশি ধন্যবাদ। খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রেশনুভা এর ছবি

জন্মদিনে অনেক শুভ কামনা রইল।
আর তারার ফুল দিয়ে শেষ করার জন্য বালিকা আপুরে অনেক ধইন্যা পাতা। আমার প্রিয় গল্পগুলোর মধ্যে একটা।

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ রেশনুভাই! এই ব্যাটার অনেকগুলা লেখাই আমার প্রিয়তে আছে, লুক্টা খ্রাপ, এতো ভালো লেখে ক্যান?

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

রেশনুভা ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। তারার ফুল আমারো খুব প্রিয় একটা গল্প। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাইফ তাহসিন এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ, আশাকরি খুব ভালো একটা দিন বয়ে নিয়ে আসবে সকলের শুভাকাংখা। আর বালিকারে উত্তম জাঝা! ঝাক্কাস পোস্টের জন্যে।

আর মডু দাদা দের ধন্যবাদ জন্মদিনের পোস্ট কান্চিতে হারিয়ে যেতে নে দেবার জন্যে। সবাই ভালো থাকবেন

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

সাইব্বাই, অনেক অনেক ধনে পাতা...

বিঃদ্রঃ ডাগদর সাহেব, জ্বর কমতেসেনা কেনু কেনু কেনু?

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ধন্যবাদ সাইফ ভাই। বালিকার এই ঋণ কেমনে যে শোধকরবো। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- আমার ভিক্ষা কল্যান সমিতিরে লাটে উঠায়ে দিয়া ব্যাটা যে ছালা নিয়া কই ভাগলো! হাতে কানা থালা নিয়া আমি খালি তারে খুঁইজা বেড়াই।

জন্মদিনে শুভকামান পার্টনার।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

কী সর্ব্বোনাশ! আপনার আর কয়টা সমিতি আছে?... অ্যাঁ

ধন্যবাদ!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

এই দেশে কিন্তু ভিক্ষা সমিতি ভালো চলতো চোখ টিপি চারিদিকে ললনা রা ঘুরে। দেঁতো হাসি
অনেক ধন্যবাদ গোধুলি ভাই।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ হাসি

স্পর্শ এর ছবি

ধনবাদ ভ্রম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মৃত্তিকা এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ!!!

স্পর্শ এর ছবি

মৃত্তিকা আপনাকে ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ!

স্পর্শ এর ছবি

হাসি
অনিকেত দা। আপনাকে মেইল করতে পারি। কথা আছে...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন হে!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দুষ্ট বালিকা এর ছবি

ভ্রম, মৃত্তিকাপু, থায়েক বাই, আর হাসান মোরশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ধন্যবাদ হাসান মোর্শেদ ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রানা মেহের এর ছবি

স্পর্শ
আরেকবার ছবি তুললে একটু হাসবেন কষ্ট করে চোখ টিপি

শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দুষ্ট বালিকা এর ছবি

রানা মেহের, স্পর্শের হাসি দেখার দুর্লভ সৌভাগ্য আমাদের মাত্র দুয়েকবার হয়েছে! আর ওর ছবি তুলতে গেলেই সে কেমন যেন শক্ত হয়ে যায়! সমস্যাটা ঠিক কোথায় আমরা এখনও ধরতে পারিনাই! চিন্তিত

একটা ছবি দিতে চাইসিলাম ওর হাসির... কিন্তু লাজুক লতাটি রাজী হলোনা!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ধন্যবাদ রানাপু

আসলে হয়েছে কি, আমার আবার শ্বদন্ত আছে। সেই দুইটা ঢাকতেই দাত খুলে হাসতে পারিনা। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পরী [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন

স্পর্শ এর ছবি

ধন্যবাদ পরী। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হাসি

বালিকা, পোড়ার দেশটা আর তার একশটা দৃশ্য-অদৃশ্য বাঁধনের কথা মনে করিয়ে দিলে হে। ১০৩-৪ জ্বর নিয়েও এতটা করেছ দেখে লজ্জা আর মায়া মিশ্রিত খুশি-খুশি লাগছে। তুমি, প্রহরী আর সুরঞ্জনার সাথে বড্ডো দেরীতে পরিচয় হলো। তোমাদের সবার জন্য একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা। কাছেই থেকো...

আমি এখন বসে বসে মেসেজ গুলো কে কোনটা দিলো তাই বের করার চেষ্টা করি। আইডিয়া আর সেটা বাস্তবায়নের পরিশ্রম দেখে আমি নিজেই বিহ্বল হয়ে পড়ছি। আবারো অসংখ্য ধন্যবাদ। হাসি

সব শেষে একটি দুঃখের কথা। বুড়া হয়ে যাচ্ছি। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মামুন হক এর ছবি

ছেঁড়া পাতার এই মানুষটা দুই হাতে এতোদিন যা লিখেছে, তা অতিক্রম করার জন্যে যদি দুই হাতের সাথে আমরা আমাদের পা দুটোও যোগ করি, তবুও মনে হয় না খুব বেশি লাভ হবে!

---একমত!
স্পর্শ আমার প্রিয় লেখকদের একজন। পরম সৌভাগ্য যে দেশে গিয়ে ওর সাক্ষাৎ পেয়েছি কয়েকবার। আবারও দেখা হবে ভাইডি। সিংগাপুরের বালিকাদের জানিয়ে দেব তোমার বিশেষ দিনটির কথা হাসি

শুভ জন্মদিন !!!

স্পর্শ এর ছবি

ধন্যবাদ মামুন ভাই। হাসি
মিয়া তাড়াতাড়ি একবার সিঙ্গাপুর আসেন তো। একটু লাইন ঘাট ধরিয়ে দিয়ে যান। বালিকাদের সাথে লিঙ্ক করতে পারছিনা। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনন্দ [অতিথি] এর ছবি

আমার জন্মদিনের আয়োজনে কেউ যদি এত ব্যাকুল হতো, তবে সত্যিই আপ্লুত হতাম। লেখা পড়ে বুঝলাম, তুমি আর আমি, আমি আর তুমি একই দলের লোক। Organizers! হাসি :)

জলদি ভাল হও তো...

স্পর্শ এর ছবি

ভাই আনন্দ অনেক ধন্যবাদ। দুষ্ট বালিকা আজকে আমার সাদামাটা জন্মদিনটাকে কেমন অসাধারণ করে দিলো। আপনিও তেমন জেনে ভালো লাগছে। আপনাদের মতো লোক দেশে আরো থাকলে সবাই সুখী হতো। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্পর্শ এর ছবি

ধন্যবাদ খেকশিয়াল ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

বর্ষা এর ছবি

প্রিয় লেখক আর অনেক প্রিয় প্রিয় ছোট ভাই স্পর্শকে জন্মদিন শুভেচ্ছা !

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

স্পর্শ এর ছবি

বর্ষাপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

হিমু এর ছবি

শুক্না কাঁথার শুভেচ্ছা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্পর্শ এর ছবি

আহ কাঁথা পেলাম অবশেষে। হাসি
থ্যাঙ্কু হিমু ভাই!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

বালিকা তোমার দ্রুত সুস্থতা চাইছি। পোস্টগুলো পড়ি,এত ভাল লেখা, কিন্তু সহসা কোনরকম মন্তব্যই করে উঠতে পারিনা।

স্পর্শকে শুভেচ্ছা।

মধুবন্তী (মেঘ)
[অতিথি লেখক]

স্পর্শ এর ছবি

মেঘ আপনাকে অনেক ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় স্পর্শ! প্রবাসে প্রথম জন্মদিন কেমন কাটছে? ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনার গান শোনা হল না, এই আফসোস অনির্দিষ্ট কালের জন্য থেকে গেল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্পর্শ এর ছবি

এইতো কাটছে। বন্ধুদের মিস করছি। অবশ্য ফেসবুক আর সচলায়তনের কল্যানে সেই মিস করার দুঃখ তেমন দানা বাঁধতে পারছে না।

ধন্যবাদ আপনাকে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ!

স্পর্শ এর ছবি

থ্যাঙ্কু অনিন্দিতা। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন !!

-------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুজন চৌধুরী এর ছবি
স্পর্শ এর ছবি

সুজন দা আমার একটা ফটো লিখে দেন...। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নির্জন স্বাক্ষর এর ছবি

শুভ জন্মদিন ! ! হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ ভাই হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্পর্শ এর ছবি

ধন্যবাদ নিবিড়। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনকে শুভেচ্ছা স্পর্শ!!

বালিকাকে অনেক ধন্যবাদ একটি সুন্দর লেখার জন্য হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

স্পর্শ এর ছবি

হাসি
কল্পনা আপু অনেকদিন পরে দেখলাম আপনাকে। মাঝে কোথায় হারিয়েছিলেন?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নুরুজ্জামান মানিক এর ছবি

স্পর্শের জন্মদিনে পারিজাত শুভেচ্ছা ।
বালিকার লেখা চমৎকার হয়েছে চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্পর্শ এর ছবি

ধন্যবাদ মানিক ভাই। বালিকা সুন্দর... তার লেখাও সুন্দর। দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ঝিনুক [অতিথি] এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভকামনা!! হাসি

স্পর্শ এর ছবি

ধন্যবাদ ঝিনুক হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

মুলোদা আর ধর্মপুত্র... আপনাদের দু'জনকেই অনেক ধন্যবাদ!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ মিয়া! ভালো থেকো সবসময়!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

স্পর্শ এর ছবি

পান্থ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুর্দান্ত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্পর্শ এর ছবি

ধন্যবাদ সঙ্গীত ভাই। তোমার বেহালা না শুনেই দেশছেড়ে আসলাম। সেই দুঃখটা রয়ে গেছে মনে। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

তবে কি বেহালা শুনে দেশ ছাড়ার ইচ্ছে ছিল !!! অ্যাঁ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ভূঁতের বাচ্চা এর ছবি

জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা !
--------------------------------------------------------

--------------------------------------------------------

স্পর্শ এর ছবি

ধন্যবাদ ভাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

হে, দুষ্টু বালিকা আমি কিন্তু জানি! চোখ টিপি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

দুষ্ট বালিকা এর ছবি

হয়রানাবীর, কি জানো? রহস্য? কেনু কেনু কেনু?

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রায়হান আবীর এর ছবি

জোরে বলবো? সবাই যদি শুনে ফেলে? দেঁতো হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

দুষ্ট বালিকা এর ছবি

বালক! কী কহিতে চাও তুমি?... ইয়ে, মানে... ... নাহয় খোমাখাতায় গিয়ে জোরে একখান হাঁক মারো! ... ইয়ে, মানে...

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ওহে হয়রান আবীর, আমাকে 'শুভ জন্মদিন' না বলে এইসব কি বলতেছো?? >খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

চশমাওয়ালি এর ছবি

আপনাকে জন্মদিনের শুভেচ্ছা স্পর্শ।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

স্পর্শ এর ছবি

ধন্যবাদ চশমাওয়ালি। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন স্পর্শ৷ খুব খুউব ভাল থাকুন, আনন্দে থাকুন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ দয়মন্তী, আপনিও অনেক ভালো থাকুন। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দময়ন্তী এর ছবি

'দয়মন্তী' ? ওঁয়া ওঁয়া
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

স্পর্শ এর ছবি

খাইসে! আমি তো শুরু থেকে 'দয়মন্তী'ই পড়ছি!! ইয়ে, মানে... এখন দেখি 'দময়ন্তী' । ইয়ে, মানে...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

দমুদিদি, স্পর্শের আজ মাথাপাগল অবস্থা! ওরে সাধারন ক্ষমা করে দ্যান! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

তথাস্তু৷ বাড্ডেবয় বলে কথা৷ দেঁতো হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

স্পর্শ তো তাও কাছাকাছি গেছে, আমি শুরুতে পড়তাম "দন্তময়ী" আর ভাবতাম এই নিকের কাহিনীটা কি দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! ভালো নিক ভেবেছিলেন কিংকুদা! খাইছে

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রণদীপম বসু এর ছবি

আমি এখনো বুঝতে পারি না, স্পর্শটা মুখ টিপে টিপে গালে টোল ফেলে কেন হাসতো ?

স্পর্শ এখন স্পর্শের বাইরে, অনেক দূরে ! যাক্, সচল তো আছে ! যাবে কই !

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা স্পর্শ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।

আর বালিকাটা সত্যি দুষ্টু। এতো সুন্দর লেখা কেমনে যে লিখে ! অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ রনদীপম ভাই। হাসি
গালে টোল ফেলেও তো কোনও লাভ হলো না। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

থাক! অনেক হয়েছে! আমি এবারে বলেই দিলামঃ

সোহাগঃ "ভালোবাসি! ভালোবাসি!! ভালোবাসি!!!"

সৌরভঃ "আমার কিছু জোনাকি উজ্জ্বল++ বন্ধু আছে, তুমি তাদের একজন। ভালো থেকো, ভালো করো, তোমার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে :)"

তারানাঃ "ভীরু কাপুরুষ! জুলেখার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইলো!"

আদিবঃ "বাঁচাওওওওও!!!!! [আই মিস ইউ বেইবি!]"

মঞ্জুরঃ "খাওয়াটা মিস হলো, এনিওয়ে, ভেরি হ্যাপী বার্থডে!"

"ঐখানে যে আশায় গেছিস, আশা করি এই বছর তোর সেই আশাটা পূর্ণ হবে!"

রাজুঃ "কেকটা মিস করলাম, যাই হোক, নেক্সট টাইম সিঙ্গাপুরেই গিয়ে করবোনে..."

শুভ্রঃ "হালুম... এইবার না খাওয়ায় বেঁচে গেলি! যাইহোক, আমার বার্থডে গিফটটা কিন্তু এখনও পাইনাই!"

সজীবঃ "শুভ জন্মদিন, প্রিয় বন্ধু! তোমার কি মনে আছে সেইসব সময়ের কথা যখন আমরা বাসার সামনে ক্রিকেট খেলতাম? তোমাকে অনেক মনে পড়ে বন্ধু! ভালো থেকো!"

আশিক, যশোরঃ " শুভ জন্মদিন বন্ধু!" [এই এসএমএসটা পোস্ট লেখার পরে পেয়েছি মন খারাপ ]

যোগাযোগ করার চেষ্টা করেছি সিয়াম, সৌরভ, সজীব, সুমন, সঞ্জীব, সাদাত, সোহাগ [কত্তগুলা "স" ইয়ে, মানে... ] মঞ্জুর, আদিব, তারানা, তানিম, রাজু, পলাশ এদের সাথে!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

এই না হলে দুষ্টবালিকা!! 103 জ্বর নিয়েও এতকিছু করলে, জ্বর না থাকলে কি করতে সেটা ভাবছি। আর এই আইডিয়াটা সত্যিই দারুণ লেগেছে। সুপার্ব। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! বলেছিনা, চমকে দিতে আমার ভীষণ ভালো লাগে! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, স্পর্শ!

(দেরী হয়ে গেলো মন খারাপ )

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।