ঝুম বৃষ্টি দরকার!
মিনমিনে-ফ্যাতফ্যাতে-ইলশে গুড়ি না,
কোনও কিছুকে তোয়াক্কা করেনা যে বৃষ্টি,
সেরকমটাই চাই!
এর কম কিছু না,
বরং পারলে আরও বেশি,
একটা ব্যক্তিগত কালবোশেখী চাই,
তছনছ চাই একটা,
তুমুল ধ্বংসযজ্ঞ!
একটু নাহয় বেহিসেবী হই,
গাছের সবক'টা আম নাহয় নাই বা পাকলো।
হাতের পাঁচটা আঙ্গুল সমান কি হয় কখনও?
নাহয় একটু উশৃংখল আমি,
একটু খেপাটে,
কান্ডজ্ঞানেরও নাহয় একটু বেশিই অভাব রইলো আমার,
তাতে কি মানুষ হওয়া আটকায়?
আসুক,
তীব্রতর বেগে,
ঘাতে প্রতিঘাতে নিশ্চিহ্ন হোক জমে থাকা জঞ্জাল,
আসুক,
ক্ষীণকায় তরঙ্গিনী কাঁপুক মাতাল উচ্ছ্বাসে...
এমন একটা বৃষ্টি আসেনা কেন?
মন্তব্য
১ম, ২য় এবং ৪র্থ প্যারা খুবই ভালো হয়েছে, ৩য় প্যারাটা একটু হালকা হয়ে গেছে। দেখেন, নতুন করে লেখা যায় কিনা।
(পরামর্শ দিলাম বলে কিছু মনে করবেন না, মনে হল তাই বললাম )
পিপিদা, পরামর্শ দিলেন বলে কিছু মনে করবো কেনু কেনু কেনু?
ভালো লাগলো, ভালো লেগেছে বলে...এর অর্ধেক লিখে বহুদিন ফেলে রেখেছিলাম...আজ হঠাৎই ইচ্ছে হলো বলে খুব দ্রুত শেষ প্যারা লিখে আর কিছু শব্দ বদলে পোস্ট করে ফেললাম... এই মুহূর্তে কোনও বাক্য আসছেনা, বদলাতে পারলে মন্তব্যেই দিয়ে দিব...
অনেক ধন্যবাদ পিপিদা...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বৃষ্টি হচ্ছে এবং আরো হবে, বালিকে! এখনো অনেক বৃষ্টি বাকি...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সমস্যা হলো যে যখন চাই তখন হয়না আর আচমকাই একদিনে ভিজিয়ে দেয় প্রবল ছাঁটে... খুবই আনফেয়ার!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কেন! শাওয়ারে পানি পড়ে না?!
লেখা ভাল হয়েছে। দুষ্ট বালিকা নাম বদলে দুঃখী বালিকা করে ফেলেন।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বদ অনুজীবী, বৃষ্টি কি শুধু গোসল করার জন্য? দেখতে ভাল্লাগেনা?
ধনে পাতা ভাইয়া...
আমার দুঃখ কোথায়? চারিদিকেতো শুধু আনন্দ!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কী অশ্লীষ! গোসল করা দেখতে ভাল লাগে কিনা জনসম্মুখে জিজ্ঞাসা করার তীব্ব নিন্দে জানালুম...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
রতনদা, তুমি লুক্ষ্রাপ!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আসুক,
তীব্রতর বেগে,
ঘাতে প্রতিঘাতে নিশ্চিহ্ন হোক জমে থাকা জঞ্জাল,
আসুক,
ক্ষীণকায় তরঙ্গিনী কাঁপুক মাতাল উচ্ছ্বাসে...
এমন একটা বৃষ্টি আসেনা কেন? .... খুব সুন্দর...!
অনেক ধন্যবাদ আপ্নাকে...নামটা লিখলেন না যে?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাংলায় খুব হিমষিম খাচ্ছি...:)[Orko]
ব্যাপার্না! কিছুদিন পরেই অভ্যস্ততা এসে যাবে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বৃষ্টি ভালু পাই; অনেক ভালু পাই। সে কারণে এই শব্দবৃষ্টি-ও ভালু পেলাম।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
বলতে পারেন বৃষ্টি এলে আমাকে ভুতে পায়... প্রতিদিন বৃষ্টি হলে প্রতিদিনই ভেজা চাই!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দেশের বৃষ্টির মত প্রাণ ঠান্ডা করে দেওয়া বৃষ্টি এখানে পাই না। পাই শুধু হাড় কাঁপিয়ে দেওয়া বৃষ্টি। এখন আবার পড়ছে হালার্পুত বরফ। সে না-পাওয়া বৃষ্টির কথা মনে পড়িয়ে দেবার জন্য কষে মাইনাস।
কৌস্তুভ
এটা ঠিক না! এক্কেবারেই ঠিক না! আমারও তো বৃষ্টির জন্যেই মন খ্রাপ! এইজন্যে এইরাম প্যান প্যানানী, এর মধ্যে আপনি বকা দ্যান! কেমন লাগে?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
১,২ আর ৪ নং স্তবক, লা-জাওয়াব!
লজ্জা লজ্জা [পেলুম!]...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বেশ হয়েছে। বিশেষত,
লাইনটা চমৎকার লাগলো।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
হা হা হা! রাহিন, এই লাইনটা মাথায় নিয়ে কমেন্ট লিখতে এসে দেখি আপনিও সেটার কথাই বলেছেন!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অলেখকের ২০-২২ লাইনের মাঝে একটা লাইন ভাল্লাগসে! খ্রাপ কী!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধনেপাতা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কি মাইয়াটারে কবিতায় পাইলোরে
লেখাটি ভালো লাগলো আপু
নাহয় একটু উশৃংখল আমি,
একটু খেপাটে,
কান্ডজ্ঞানেরও নাহয় একটু বেশিই অভাব রইলো আমার,
তাতে কি মানুষ হওয়া আটকায়?
হুম...
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
মউ, লজ্জা দেওনের চেষ্টা করলি নাকি? লাভ হইলোনা!
ধন্যবাদ বইনডি!
হুমমম...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খুব ভাল লাগলো।
এইরকম ধুম ধাড়াক্কা কবিতা আমি ব্যাপক ভালু পাই।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অনেক ধন্যবাদ কনফুদা...কবিতা বললে লজ্জা পাবো, ধারে কাছ দিয়েও যায় নাই হয়তো, তবে আমার মনের ভাবটুকু প্রকাশ করতে পেরেছে এটুকুই যা স্বস্তি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খাইছে, কবিতা দেখি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও ডরাইসি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বটে! হৃদয়াবেগটা বুঝতে পারছি, কিন্তু কবিতায় তার সত্যিকার ঝাঁঝটা আসে নি।
আরেট্টু পেকটিশ দরকার! কবিতা বড় ইয়ে টাইপ।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমি হইলাম আব্জাব লেখিকা... গল্প কবিতা আমার জিনিস না! একজনের সাথে গল্প করতে করতে হঠাৎ মাথায় আসছিলো বলে ধুম করে লিখে ফেলা... এটাকে কবিতা বলাটাই অনেক বেশি হয়ে যায়!
ধন্যবাদ ভাইয়া...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
"জাগো" সিনেমার ওই গানটার কথা মনে পড়লো। "ঝুম ঝুম ঝুম বৃষ্টি, কী অনাসৃষ্টি।" আর মনে পড়লো বিন্দুর কথা। ধন্যবাদ
অপ্রঃ বদলুক না জানে কোনহাঙ্কার! :|
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ক্যান, খ্রাপ কী কইছে ?
কিস্যু না!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বিন্দু.........পুরাই একটা অনাসৃষ্টি, একটা বিশৃংখলা
যাউকগা, পড়ে ভাল লাগল, যদিও আমি কবিতা কম বুঝি
"অকুতোভয় বিপ্লবী"
হাহাহাহাহা...বুঝেন না, তাও কন ভালাইসে! আপ্নের কপালে মাইর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আম্মো বৃষ্টি ভালু পাই,
বৃষ্টি চাই ।
ভালু লাগছে ।
@প্রহরী ভাই , বিন্দুর কথা এত ঘন ঘন মনে পড়ে কেন?!!
বোহেমিয়ান
থাঙ্কু বাপ্পি!
অপ্র বদলুক হয়ে গেছে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বনইডি, বৃষ্টি তো ব্যাপক ভুগাই, অফিসে যাওয়া-আসার পথে!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
তাও বড় ভালো লাগে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
Lina Fardows
ও মাঘ তুমি না সুন্দর ভাই,
এক ঝুড়ি বৃষ্টি দাও ভিজ্জা বাড়ী যাই।
আমিও একটা ঝুম বৃষ্টি চাই।
অফটপিক- দুষ্ট বালিকা, সেদিন মনের মাঝে বৃষ্টি হচ্ছিল, তাই কিছুই ভাল লাগছিল না , তাই তেমন কথা বলিনি, রাগ করনি নিশ্চই । ঝুম বৃষ্টির মত অঝরে ঝরে সব ধুয়ে মুছে দিও।
Lina Fardows
মন্তব্যের জন্যে ধন্যবাদ আপু...
দেখে মনে হচ্ছিলো যে তোমার মন খারাপ... কিছু মনে করবো কেনগো?
ভালো থেকো! খুব ভালো!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুইবার কেন আসে?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই একটা লাইনের জন্যই বিশ কোটি তারা। আর বাকিগুলার জন্য যা আসবে, সেইগুলা গুনে আর কী করবেন?!
কালবোশেখী মোবারক!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অনেক অনেক অনেক ধন্যবাদ দাদাভাই...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একটা ব্যক্তিগত কালবোশেখী চাই,
তছনছ চাই একটা,
তুমুল ধ্বংসযজ্ঞ!
এমনই এক কালবোশেখী তছনছ করে দিক তোমার চারিপাশের অন্ধকারাচ্ছন্নতা, কপটতা আর বিষন্নতা সহ যাবতীয় অকল্যানকর সব কিছু ।
ভাল থেকে আপি , সবসময় ।
ধন্যবাদ তক্কেত ভাইয়া...
তুমিও ভালো থেকো সবসময়...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরে:! এইটা মিস করেছিলাm৷ বেশ ভাল তো৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
দমুদি, তুমি বড্ড সুইট, আব্জাবগুলোকে সবসময় ভালো বলো!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মন্তব্য দুইবার আসে কেনু কেনু কেনু?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কি পড়লাম রে এইটা ? চোখে ভুল দেখছি নাতো ? আমিতো জানতাম কবিতা তোর দুই চক্ষের বিষ !
--------------------------------------------------------
--------------------------------------------------------
দোশ্ত... একটা কথা আছেনা? এক্সসেপশন ডাজন্ট প্রুভ দ্য রুল?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একটা ব্যক্তিগত কালবোশেখী চাই,
খুব ভালো লাগলো লাইনটা......
অজানা অতিথি, আপনাকে ধন্যবাদ!
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভালো লেগেছে...লিখুন প্রচুর! ভালো লিখুন।
-শায়ের আমান,
আমি এম্নিতেও বেশী বেশীই লিখি!
---------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বেশি এবং ভালো লিখুন সবসময়।
শায়ের আমান,
নতুন মন্তব্য করুন