অনেক অনেক দিন আগের কথা, তখন ঢাকার রাস্তায় যানজট এই এতটাই ছিলো, তবে এখনকার মতো বিদ্যুত বাবাজীর বেড়াতে যাবার শখ আহ্লাদ এরকম মাত্রা ছাড়ানো ছিলোনা! সেই সময়ের এক মনোরম সন্ধ্যায় গ্রম গ্রম পিঁয়াজুতে আয়েশ করে কামড় বসানো মাত্র বেজে উঠেছিলো বেরসিক দূরালাপনিটা। অপর প্রান্তে আমার বোন দোলার কাঁদো কাঁদো স্বর! দোলা কইলো তাড়াতাড়ি খোখায় যাও, তোমারে একখান লিঙ্ক দিসি। বাধ্য বইনের মতো গেলাম। দেখি সচলায়তন নামের এক সাইটের লিঙ্ক। তানিমের কল্যাণে মাঝে মাঝে এই ব্লগের জিনিস্পাতি পড়া ছিলো, ঐরাম কিছু হবে ভেবে ক্লিকাইলাম।
পরের দৃশ্যে আমি চেয়ারের পাশে মেঝেতে তাব্দা খায়া বইসা আছি। এইরকম "গিরা হুয়া হরকতের" কারণ আর কিছুনা, দ্রোহী নামের এক দুষ্ট ব্লগারের বিয়ার ব্লগ! আস্তাগফিরুল্লাহ! নাউজুবিল্লাহ মিন জালেক! এইসব কী? তাব্দাভাব কাটানোর আগে আবারও দোলার ফোন! এইবার শুনি তার হেঁচকি উঠতেসে! তারপরে শুরু হইলো হাসি। ফোনের মাঝে পারলে আমরা গড়াগড়ি দেই! সেইদিন থেকে আমার প্রিয় ব্লগার দ্রোহীদা। এরপরে পানি আরও গড়ালো, এবার ছোটবড় নানা আকারের আব্জাব নিয়ে সচলায়তনে আমিও আসলাম, নিষ্ঠার সাথে অন্যদের ব্লগে উঁকিঝুঁকিও মারা শুরু হলো, তখন আবার দ্রোহীদারে পাওয়া, সহব্লগার হিসেবে, তার মন্তব্যের সুরে হাসি থামানো দায় হয়ে যেত মাঝে মাঝেই। তখনও পর্যন্ত সেইই বিয়ের ব্লগ ছাড়া বিভিন্ন পোস্টে তার মন্তব্যেরই শুধু পাঠক আমি। এরপরে খোমাখাতায় চাল্বাহাদুর ঢালী সাহেবের খোমা দেখে ঘাবড়ে গেলেও যোগাইলাম তারে, তারপরে নানা জায়গায় মন্তব্য-প্রতিমন্তব্যের ভীরে মানুষটার একটু একটু ঝলক দেখা শুরু হলো। ব্লগার দ্রোহী আমার কাছে হলেন রক্ত মাংসের মানুষ।
চিন পরিচয় বেড়ে যাবার পরেও পছন্দের তালিকাভুক্ত* মানুষটা এখন শুধু আমার না, আমার কাজিনকূলের প্রিয় ব্লগার! আমার অন্যতম প্রিয় ব্লগার, বাপের বয়েসী[!] দ্রোহীকে তার জন্মদিনে হিমুদার বানানো শুকনা কাঁথার "সেইরাম" শুভেচ্ছা! হেফি বাড্ডে আব্বা!
[বুনোপুর কলমে দ্রোহীদা!]
[*সাধারণত দূর থেকে পছন্দ করা মানুষজনকে কাছ থেকে দেখলে ভালু পাইনা কখনই!]
মন্তব্য
হ্যাপ্পি বাড্ডে মেম্বর।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ধন্যবাদ শুভাবিষদা।
হেফি বাড্ডে, দ্রোহী আব্বা!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আম্মাগো। ধন্যবাদ জানবেন। বান্ধবীরা ভালো তো?
হ্যাপী বাড্ডে মদনমোহন!
"মদনমোহন" শব্দটার দু ধরণের অর্থ হয়। প্রথম অর্থটি লর্ড কৃষ্ণ, অন্যটি উত্তরবঙ্গের প্রচলিত ভাষায় "মফিজ"। যেহেতু আমার নাম মদনমোহন না, এবং আমি লর্ড কৃষ্ণ'র মত মামীর সাথে কিছু করিনি তাই ধরে নিচ্ছি আমাকে আপনি "মফিজ" বলেছেন।
জন্মদিন উইশ করার জন্য ধন্যবাদ জানবেন।
শুভ জন্মদিন দ্রোহীদা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই।
শুভ জন্মদিন দ্রোহী। দুষ্টবালিকা লিংকগুলোর জন্য ধন্যবাদ।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ধন্যবাদ।
মাইনষে আঙ্গুল চুষে মুখে, আর উনিতে দেখি চুষে নাকে ... !!! কি তাজ্জিব, কি তাজ্জিব !!!!
হেভভি বাড্ডে ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ফুটা বেশি বড় হয়ে গেলে এমনই হয় গুরু।
ধন্যবাদ জানবেন।
শুভ জন্মদিন দ্রোহী।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই।
শুভ জন্মদিন দ্রোহীদা।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথীডোর।
শুভ জন্মদিন দ্রোহীদা
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ হে "ছবি শিকারী"।
শুভ জন্মদিন!
ধন্যবাদ প্রিয় "বেক্কল ছড়াকার"।
শুভ জন্মদিন দ্রোহী'দা
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ বেহালাবাদক।
শুভ জন্মদিন প্রিয়তম।
ধন্যবাদ প্রিয়তমা।
শুভ জন্মদিন ,দ্রোহীদা।
তার্কিক
ধন্যবাদ তার্কিক।
শুভ জন্মদিন দ্রোহীদা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
এই যে! এইত্তো নিবিড় আমার পুস্টে কমেন্টাইসে! মারহাবা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ নিবিড়।
শুভ জন্মদিন দ্রোহীদা
ধন্যবাদ সিমন।
[মিজান! পিষে ফ্যালো!]
শুভ জন্মদিন দাদু!!!!!!
জইন
বুড়া হয়ে গেছি। চোখে ভালো দেখতে পাই না। এইটা আমার নাতি নাকি নাতনি?
ধন্যবাদ।
পরিশেষে, ধন্যবাদ জানাই আমার দুই মেয়ে দুষ্ট বালিকা ও বুনোহাস কে। আমাকে চমৎকার একটি উপহার দেবার জন্য।
হেপি বাড্ডে, মেম্বর আংকেল।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দ্রোহীদা আমারও প্রিয় একজন ব্লগার। জন্মদিনে অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
জব্বর ভালৈছে আব্বার জন্মদিনে বালিকার উপঢৌকন!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
জন্মদিনে অনেক অভিনন্দন দ্রোহী'দাকে।
শুভ জন্মদিন।
বুনোর কলম তো দারুণ কথা কয়!
শুভ জন্মদিন!
দ্রোহীকে 'মেম্বর' বলার শানে নযুল কেউ জানালে বাধিত থাকব।
-লাবণ্য-
- মেম্বর আমার লাগে ভায়রা, আপনের লাগে আব্বা। তাইলে আমি আপনের কী লাগি?
নিজের বিয়ার কোনো সাজসরঞ্জামই দেখলাম না, আর এতো বুইড়া হয়া গেলাম? কোন্দিক দিয়া!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইয়ে মানে ধুগো...
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাসী জন্মদিনের শুভেচ্ছা প্রিয় নানাভাইয়া
আমি অনেকদিন পড়ে দেখলাম এই পোষ্টখানি । কিন্তু সেইটা কি আমার দোষ
সাবরিনা সুলতানা
হাহাহাহাহা! নাহ! আপনার না! সব দোষ আব্বাভাইএর!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন