বছর দুয়েক আগেও আঁকাআঁকির এই মাধ্যমটা অজানা ছিলো আমার কাছে। প্রিয় বান্ধবীর বিয়েতে ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে ওর কাঁচের দরজায় আঁকতে আমার হাতে তুলে দেয়া হলো আউটলাইনার। সেইই প্রথমবার। তবে মেহেদি দিয়ে হাত পাকানো আছে বলেই হয়তোবা খুব একটা সমস্যা হয়নি। সেদিন থেকে আগ্রহের সূচনা। এরপর অন্তর্জাল ভিত্তিক পড়াশোনা চললো কিছুদিন এ নিয়ে। কিছুদিন পর সাহস করে কিনে ফেললাম দশ রঙের ভারতীয় হবি আইডিয়াজ এর কাঁচে ব্যবহারোপযোগী জলরং!
এবারে বিতরণ করি কিছু জ্ঞান: গ্লাস পেইন্ট বা কাঁচরং সাধারণত স্বচ্ছ ও ঘন দুজাতের হয়ে থাকে, সাদা বা কালো রঙ দুটো ছাড়া; এ দুটো সবসময়েই ঘন। শিশুদের ব্যাবহারোপযোগী হলো জলরং, যেখানে পেশাদারেরা ব্যাবহার করে তেলরং। [আমি জলরং কিনেছিলাম কারণ সেটা সহজলভ্য ছিলো আর আমি যে আসলে থোতো সেটাতো সর্বজনবিদিত! ] তেলরংটা বেশী টেকসই জলরং এর চেয়ে, তবে এর গন্ধ মারাত্মক! তাই সাধারণত তেলরং নিয়ে কাজ করার সময় বাতাস চলাচলের সুব্যবস্থা রাখাটা প্রয়োজন। সাদা স্পিরিট তেলরং এর থিনার হিসেবে কাজ করে, তাই আবার সেই বাতাসের চলাচলের জন্যে অবারিত দ্বার রাখার সদুপদেশটার দরকার পরে। তবে সবচেয়ে ভালো হয় আবহাওয়া ভালো হলে বাইরে কাজ করা।
কাচরং গুলো সাধারণ রঙের মতো না। এরা স্বভাবে আমার মতোই দুষ্ট এবং দু'দন্ডও শান্ত হয়ে একজায়গায় থাকতে চায় না। তাই এদের শাসন করার জন্যে ব্যাবহার করা হয় আউটলাইনার। কালো, লাল, সোনালী, রুপালী আর সীসা রঙের আউটলাইনার পাওয়া যায় বাজারে। সুন্দর চিকন-চাকন ফিগারের, ফয়েল টিউবে, সূক্ষ্ণ নিবের আউটলাইনার অনেকটা মেহেদির টিউবের মতোই সহজে ব্যাবহারযোগ্য।
আউটলাইনার দিয়ে ইচ্ছেমতো উড়াধুড়া কিছু আঁক কষেই কিছু রঙ নিয়ে ঝাঁপিয়ে পড়া যায়না। এর জন্যে অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে কয়েকঘন্টা। আউটলাইনার শুকিয়ে খটখটা না হওয়া পর্যন্ত কাঁচরং ব্যবহার -উহু, নট অ্যালাউড!
এখন চলেন খানিকখন ভাবি ক্যাম্নে এই সব আঁকিবুঁকি এই নশ্বর জীবনে অবিনশ্বর করে রাখা যায়!
পদ্ধতি ১: লিড স্ট্রিপ: তবে সমিস্যা এখানেও আছে, সীসা যে বিষাক্ত তা আমরা সকলেই জানি তাই ডিজাইনের পরতে পরতে সীসা বসানোর সময় ভুলেও যদি কিছুটা মুখে যায় তবে আপনাকে পটল ক্ষেতে গিয়ে ব্যাবহারিক করতে হলেও হতে পারে!
পদ্ধতি ২: বেকিং: কাঁচের জিনিসখান ঠান্ডা ওভেনে ঢুকান, ১৫০ ডিগ্রিতে তাপমাত্রা সেট করে বেক করুন ৪০ মিনিট, তৈরী হয়ে গেলো চরম স্বাদের থুড়ি গরমাগরম কাঁচ চিত্র! ডু ট্রাই ইট অ্যাট হোম! ইট ওয়ার্কস!
পদ্ধতি ৩: সবচেয়ে সহজ। কাজ শেষে সাতদিনের জন্যে নিজে রেস্টান, কাঁচটারেও রেস্টাতে দিন। সাতদিন শেষে আপনি ফিট, আপনার কাঁচচিত্রও হিট!
এইবার কিছু সতর্কতা:
১) রঙ গুলা ঝাঁকাবেন না, এইগুলা হরলিক্স কিংবা বোর্নভিটা না, একবার বুদবুদ উঠলে সেগুলা সরাতে জীবন বের হয়ে যাবে। মেশানোর জন্যে ঝাঁকাতে পারেন, তবে সাবধানে।
২) এইগুলা খাবার জিনিস না, তাই বাচ্চাকাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন।
৩) রঙ মেশামেশি জায়েজ, তবে তেলরং-এর সাথে জলরং না।
৪) বোতলের মুখ আটকে রাখবেন সাবধানে নাহলে রঙ শুকিয়ে বা উড়ে যেতে পারে, তখন বলবেন না যে আমি আগে সাবধান করিনাই!
৫) কাঁচ নিয়ে কাজ করার সময় সাবধান- হাতটা আপনার, কাটলে ব্যথাটাও আপনিই পাবেন!
এইবার ফেরত আসি আমার পুরান প্যাচালে। বান্ধবীর বিয়ের কিছুদিন বাদেই ছিলো সুরঞ্জনার জন্মদিন, তাই সর্বপ্রথম গিনিপিগ বানালাম ওকেই। বংশাল থেকে আয়না কিনে, বাঁধিয়ে আনলাম ওর জন্যে! তাতে বসালাম রঙ, প্রথম গ্লাস পেইন্ট প্রচেষ্টা!
প্রথম প্রচেষ্টা: সুরঞ্জনার জন্যে!
এরপরে আর থামাথামি নেই। প্রথমে ৫ মিলিমিটারের কিছু কাঁচ কিনলাম ত্রিভুজাকৃতির। তাতে রঙের ঘষাঘষি চললো কিছুদিন।
by দুষ্ট বালিকা!, on Flickr">
শুরু হলো রঙ নিয়ে খেলা!
তারপরে বুঝলাম ৫ মিলিমিটারের চেয়ে ২/৩ মিলিমিটার কাজ করাটা সহজ আর তাতে খরচও হয় কম! এরপরে বন্ধু রাব্বি এনে দিলো কিছু চিমনি, সেগুলো নিয়েও মাতামাতি কম হলোনা!
by দুষ্ট বালিকা!, on Flickr">
ত্যাড়া ছবি!
by দুষ্ট বালিকা!, on Flickr">
দুষ্টুমী!
মুস্তাফিজ ভাই আর রীতা ভাবীর পুত্র আমার প্রিয় ভাগ্নে মাতিসের জন্যে আঁকলাম একদিন...
পোট্রেট প্রচেষ্টা!
* যেহেতু সবকিছুতেই আমার মাতব্বরি করার স্বভাব তাই কাঁচরঙ্গেই বা তার থেকে পিছপা হই কেন? এজন্যে শুধু রঙ না রঙের সাথে আমি মেশাই ঝলমলে গ্লিটারস আর এর উপরে জুড়ে দেই চুমকি!
আপাতত এখানেই শেষ করি, পরে আবার নাহয় এই নিয়ে আরও হাদুমপাদুম করা যাবে। পাঠকদের চা-নাস্তা খাওয়াতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি! ধন্যবাদ, আবার আসবেন!
মন্তব্য
সাদালিলি আর সাত রঙা আলো' জটিলস্ লাগলো। (গুড়)
তারাপ কোয়াস
তারাপ কোয়াস [ ভাই আপ্নের নামের মানে কী? :-s]
[ বাজার থেইকা ধইন্না আইনা পয়লাবারের মতো বিলাইলাম! ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নামের কোন অর্থ নাই হে ভগিনী, আসল নামের পারমুটেশন মাত্র
[এই প্রবাসে ধইন্না অত্যাধিক চড়া দাম, ফ্রি পাইতে মনডা ভইরা গেল
তারাপ কোয়াস
হাহাহাহাহা! মনে হয়েছিলো বটে! কিন্তু ছুটু মানুষতো, তাই সাহস করে কইতারিনাই!
আহারে! আগে কইবেন না? এই ন্যান আরো কয়েক কেজি! ...
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপু, তোমার এই আঁকিবুকিগুলো আগেই দেখেছি মুগ্দ্ধ হয়ে!
মজার ব্যাপার হলো, একটু আগে নিজেও একটা চিমনিতে রঙ ছিটিয়েছি.. এক্কেবারেই মামুলি যদিও
কিপিটাপ!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
[আজকে ধনে পাতা দিয়ে ভাসায় ফেলাবো! ]
কোনওকিছুই মামুলি না! এটা মনে রাখলেই চলবে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপ্নের আঁকে (গুড়)
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
উররেবাস! আমার পেত্থম গুড়!
আইজকা পিঠা হপেই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দাওয়াত দেয়ার জন্য ধন্যবাদ। তবে মন খারাপ হয়ে গেল ...খাদক কে দাওয়াত দিয়ে যদি খাবার দেয়া না হয়।সে যাই হোক গরিবের ঘরে আমার মত হাতির পাড়াতে যদি গরিবের মন প্রসন্ন হয় তাই বা কম কি ...? খাওয়াতে না হয় পেট পূজা হতো...কিন্তু চিত্তের জন্য দেখা আর বিনোদন এর ও দরকার, দেখে আর পড়ে না হয় কিছু টা ঘাটতি পুরন করা হলো। সে যাই হোক প্রশংসা বেশি করা ঠিক হবে না । তাহলে আবার মাথা বিগ্রে যেতে পারে।সুন্দর হয়েছে। আরো ভাল কাজ আশা করছি। কাজ গুলো আগেও দেখেছি।তবে সব গুলো নয়। ভাল থাকুন।।
আহারে! আপ্নের খিদা পাইসে আগে কইবেন না? এই ন্যান । এটা স্বাস্থ্যের জন্যে ভালো। [হাতি কী খায় জানিনা... তাই এটাই দিলাম! ]
জ্বেনা জনাব। আমার মাথা বিগড়ায় না! ধন্যবাদ। সামনে আরও কিছু করার ইচ্ছা আছে...
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সে যাই হোক ।।।ধইন্যা পাতার দাম প্রবাসে বেশি।।।এমন ফিরি দিলে কে না করে।শুঞ্ছিলাম যে বাংগালি ফিরিতে বলে আল্কাত্রাও খায়।।।তো এটা তো আর আল্কাত্রা না খাবার জিনিসই।।।
এহহে! দ্যাশে যে খুব কম দাম তা কিন্তু না, কিন্তু একজনরে দিলে আরেকজনরে না দিয়া ক্যাম্নে থাকি?
লন আপ্নেও লন!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সে যাই হোক ।।।ধইন্যা পাতার দাম প্রবাসে বেশি।।।এমন ফিরি দিলে কে না করে।শুঞ্ছিলাম যে বাংগালি ফিরিতে বলে আল্কাত্রাও খায়।।।তো এটা তো আর আল্কাত্রা না খাবার জিনিসই।।।
ওয়াও!!!
চিমনিগুলা অমানুষিক!
ছাবি ভাই আসেন বাত্তি জ্বালাই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অ মানিক, কী বাত্তি জ্বালাইলি?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ক্যান ফিলিপ্স! জানোনা? মাছের রাজা ইলিশ, আর বাত্তির রাজা ফিলিপ্স?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমাদের এক বন্ধু আছে দেবু, ওর বাবা পুলিশ ছিলেন, স্কুলে থাকতে ওরে খেপাইতে আমরা বলতাম, মাছের রাজা ইলিশ, দেবুর বাপ পুলিশ !
কাজ ভালো হয়েছে, মুগ্ধিত ! ভবিষ্যত আলোকিত, ফিলিপস বাতির মতো।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
এখনও থলেতে আছে অনেক বান্ডিল ...
ভাইরে বাংলাদেশের যে অবস্থা, টানা কয়েকঘন্টা বিদ্যুত থাকেনা... আমাদের আবার আলোকিত ভবিষ্যত!
আমিতো রাস্তায় ডাঙ্গুলি পেটানো গেছো মেয়ে ছিলাম ছোটবেলায়। আমাদের সামনের এক বাসার হেল্পিং হ্যান্ড ছিলো মানিক। ওকে দেখলেই সুর করে বলতাম, "ও মানিক, কী বাত্তি লাগাইলা!" আর ও একগাল হেসে বিকট জোরে বলতো, "ক্যান?" তারপরেই কথাবার্তা আউলায় ফেলতো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমাদের একজন স্যার ছিলেন আবদুল মানিক, স্যার একটু ঘাড়ত্যারা টাইপের ছিলেন, তারে দেখলেই আমরা কইতাম, ও মানিক, কী বাত্তি লাগাইলি ! এজন্য অনেকের ব্যাপক উত্তম মধ্যম খাওয়ার ইতিহাসও আছে !
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
হাহাহাহাহা! ইশকুল, না কলেজের? লেখেন না মিয়া...বিস্তারিত!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কলেজে উত্তম মধ্যম দেয় নাকি !
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
আজকাল দেয় দেখি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সাত রঙা আলো দেখেতো তাব্দা খাইয়া গেলাম... (গুড়) নেন
এহহে! খাওয়ার কথা কইলেন ক্যান সাফি ভাই। এম্নিতে জ্বর সবকিছুই তিতা লাগে! দেখি দেখি আপ্নের আনা গুড় কত মিষ্টি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
প্রতিভা দেখে মুগ্ধ ছিলাম আগেই এখন মুগ্ধতর...
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হাহাহা! তাসনীম ভাই, সত্যি কথা, এগুলা তেমন কঠিন না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খুব সুন্দর।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
না-দেখা দৃশ্যের ভেতর আসলেই সব সুন্দর!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অসাধারণ।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
জ়িএমটির বন্ধুতালিকা থেকে আপনাকে খুঁজে বের করে আপনার শিল্পকর্মগুলোর ফেইসবুকের আল্বামগুলো দেখি প্রায়ই। আমি চারুকারু প্রতিভা প্রদর্শনে গড়ে ১০ এ ১ পেয়ে আসছি ছোটবেলা থেকেই। আমি বুঝি না, মানুষ কিভাবে এগুলো আঁকে?
রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
ইশকুল কলেজের চিরায়ত আঁকাআঁকিতে খুব যে অসাধারণ প্রতিভা দেখিয়ে এসেছি, তা কিন্তু না! আস্তে ধীরে নিজের শখে যা কিছু করা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আইলা!
খানকতক দেন তো দেখি এদিকে... আমার ঘরটা সাজাই...
জ্বেনা! দূরে যান মিয়া! সুজন্দা ফটু দিসেনা, ঐটা দিয়া সাজান। আম্রাতো ছুডু মানুষ! আমাগোরে কেউ আঁকে না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এট্টা বেচারা মানুষরে এমন বুইলতে পাল্লেন?
আপ্নে আর বেচারা নাই! প্রাতঃস্মরণীয় হয়ে গেছেন! :| এখন আপনার থেকে বজায় রাখতে হবে ডিস্ট্যান্স! ডিস্ট্যান্স! :|
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অমানুষিক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
খাইসেরে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লোডশেডিং কন্ট্রোল করতে না পারলে সরকারের উচিত আপনার কাছ থেকে সাতরঙা আলোর চিমনি কিনে বিতরণ করা।
সজল
দিতাম না সরকাররে, হ্যারা কিনে না, হ্যারা ছিনায় লয়া যায়!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধুর, আপ্নে ব্যবসা বুঝেননা। সরকারের কাছে রদ্দি জিনিস বেচে কতজন বড়লোক হয়ে গেল, আর আপ্নে এই ভালো জিনিস বিকি করতে পারবেননা!
সজল
আমি আসলেই ভালো ব্যবসায়ী না! আজাইরাই এতোদিন বিবিএ পড়সি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমারটা কো?
আমারে না দিলে কেমনে বুঝুম যে এগুলা ফটোশপে করেনা নাই!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যান! ফটোশপেই করসি! আপ্নারে দিমু ক্যান? আপ্নে তো আজকাল চিন্তেই চান না! :| বদ লুক!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই গুন কৈ রাখেন আপা?
(ফাটাফাটি হইছে)
রামুদা, এক্কেবারে মারবো কিন্তু!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বুঝিনা, মানুষের এত গুণ থাকে কিভাবে?
একেবারে মুগ্ধ!
বিদেশে বিভিন্ন গীর্জাতে যে কালারফুল টিন্ড গ্লাস ব্যবহার করা হয় এগুলো কি এভাবেই তৈরি হয়?
হাহাহা! অনেক ধন্যবাদ!
স্টেইন্ড গ্লাস কনসেপ্ট কিন্তু একেবারেই আলাদা! গ্লাস পেইন্ট এ সাদা কাঁচের উপরে ছবি আঁকা হয় আর স্টেইন্ড গ্লাসে কাঁচ তৈরীর সময়েই বিভিন্ন ধাতব লবন মিশিয়ে নানারকম নকশার বিন্যাস ঘটানো হয়!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তাই নাকি? আর ওগুলোকে স্টেইন্ড গ্লাস বলে?
যাক ভীষণ ভাল লাগল।
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুর্দান্ত! চার্চের গ্লাস প্যানেল টাইপের একটা ব্যাপার আছে।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
সংদা। বসুন্ধরা সিটির ছাদের স্টেইন্ড গ্লাস দেখে আঁকার ইচ্ছাটা আরও মাথাচারা দিয়েছিলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এইটাতে পাঁচতারা দেওয়ার জন্য লগইন করলাম। তোমার কাছ থেকে শেখা লাগবে কাঁচের কাজ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
থেঙ্কু থেঙ্কু ভিরু! এইগুলা সহজ জিনিস, তুমি চেষ্টা করো, দেখবা আমার চেয়েও ভালো পারতেসো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুষ্ট বালিকা কেমন করে এতো গুনের হয়! মুগ্ধতার আবেশ কাটছে না!
আহা! সবসময় কি সার্থক নামকরণ হয় নাকি? হাহাহা! জাস্ট কিডিং!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অসাধারণ!!! সবগুলাই খুব ভালো লাগছে, "সাতরাঙ্গা আলো" এর জন্যে আলাদাভাবে (গুড়) দিলাম।
প্রতিচ্ছবি
আজকে আমার অনেক গুলা গুড়! পিঠা পিঠা পিঠা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সিরাম .... (আমাট্টা কই? চেগুয়েভারার ছবিঅলা?)
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আপ্নেট্টা কই মানে? লাখ খানেক এদিক ওদিক করেন মিয়া, পায়া যাইবেন!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এইসব পসা পোস্ট আমি দেখি না। আই হেইট ইউ! (হিংসায় দাঁত কিড়মিড় ইমো)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দ্যা ফিলিং ইজ মিউচুয়াল! আই হেইট ইউ টু, থ্রি, ফোর!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হ! মি ফাইভ, সিক্স, সেভেন টু হান্ড্রেড!
আচ্ছা, ফটো ফ্রেমের ছবি দিলে না? আর আমার 'রঙের খেলা' কবে পাচ্ছি?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ফ্রেমের মাঝে আমার ছবি ছিলো, তাই দেইনাই!
ঢাকায় আসো, তারপরে?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাই দি ওয়ে, আমার ত্রিভুজাকাঙ্কীয় আর চিমনির জন্যে আবারো অনেক ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ইয়ে মানে, দিলে কী দিতে হয়?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
(গুড়) ??
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আবারও
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাহ্ চমতকার! একদম ভিন্ন এমটা মাধ্যমে আঁকাআঁকি।
আরও কতো মাধ্যম আছে জানলে অবাকই হয়ে যাবেন! মানুষের ক্রিয়েটিভিটির শেষ নাই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তোমার দেখি ম্যালা গুণ!
ওমা তাই নাকি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি আর বেশি কিছু না বলে পান্থ'র কথাটার পুনরাবৃত্তি করলাম
কপি ক্যাট পিপিদা! এতো বয়েসেও? (
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মন্তব্য বুঝলাম না নাকি বোঝাতে পারলাম না তাই বুঝতে পারলাম না।
বুঝেন নাই!
বলসি নিজে কিছু কইলেন না ক্যান!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বলতে গেলে মন্তব্য আবার এডিট করতে হতো। তবে যা বলতে চেয়েছিলাম তা হলো সাদা লিলি'রটা (ফ্রেম ছাড়া) দারুণ হয়েছে।
হুম! এই ফ্রেমটা খুলে ফেল্বো। কাগজ ছাড়া করাবো আবার!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কাচটাতো মনে হল লাগিয়েছেই উলটো করে?
আচ্ছা পেছনে কী আরেকটা কাচ দিয়ে বাঁধান তোমার ফ্রেমগুলো? আর আমার ফ্রেমটা এখানে করতে পারবে না মনে হচ্ছে আমার, খোঁজ নেইনি অবশ্য, মনে হয় তোমাকেই আবার দেব বাঁধিয়ে দিতে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কাঁচ উলটো করেই লাগিয়েছে।
নাহ! আমি কাঁচ দেইনা! আমি ও.এইচ.পি এর ট্রান্সপারেন্ট শিট দেই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পতা মন্তব্য! পতা পতা পতা! বপ!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার একটা পিচ্চি বান্ধবী ছিল, মানে তার বয়স তখন এক-দুই, আমার বারো-তেরো। সে এরকম কথায় কথায় বপ দিয়ে দিত, আপনাকে দেখে তার ঠোঁট ফুলানো চেহারাটা মনে পরে গেল।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
আমিওতো থোতো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হে দুষ্টু আম্মা, তুমি খাও কী?
ছবিগুলা যদিও আগে দেখেছি। তবুও লেখাটার জন্য একটা "হাঁচ ভুট" দিলাম।
কাকস্য পরিবেদনা
ও আব্বা ভাই! আজকাল আমি শুধুই ওষুধ খাই!
"হাঁচ ভুট!" ওহ কী অছাম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তোর এই পাগলামির ছবি আগেই দেখেছি। দেখতে দেখতে কয়েকটা নতুনও দেখে ফেললাম যেগুলো আগে দেখা হয়নি। বারবার দেখতে ভালই লাগে। আমার সবচাইতে পছন্দ হচ্ছে সাতরঙা আলো। কাঁচরঙ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। লেখাটার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকিস আর নতুন নতুন পাগলামো করতে থাকিস।
--------------------------------------------------------
--------------------------------------------------------
হ! আমার সবটাই পাগলামী!
তোরেও
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার আঁকা দেখছি, আর মুগ্ধই হচ্ছি!!!
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
*****************************************************
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মুগ্ধ! এবং মুগ্ধ!
আর লেখাও অত্যন্ত উপাদেয় হয়েছে!
এবং
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দারুণ সব কাজ। মুগ্ধতা আগেই ছিলো, আপাতত পাঁচ তারা দিতে আসলাম।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভাইয়া!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বেশ সুন্দর। ইউরোপের ক্যাথেড্রালগুলোর কাঁচ-ছবিগুলো ছবিগুলো আমাকে মোহিত করে। এখানে দেখুন।
ধন্যবাদ দুর্দান্তদা! দেখলাম! সামনা সামনি কোনওদিন দেখার আশা রাখি!
লিঙ্কটার জন্যে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপ্নে আছেন কোথায়, আমাকে একটা দেন বাড়িতে ঝুলিয়ে রাখবো~
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ইয়ে মানে! মাফ করা যায় না?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাহ! চমৎকার তো!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হিংসায় বুক চাপড়ানোর ইমো হবে।
--------------------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
হেল্প করবো চাপড়ানোয়?
আরে মিয়া এইসব তো সোজা কাম, মাইনষে আজকাল দেখি পানিতেও ছবি আঁকে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পেতিভাবান মেয়ে... একটু পেতিভা আমাকেও দাউ... আম্মো এম্মে কাতে আকবো...
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
পেতিভা দিয়া কিছু হয়না বুকা মেয়ে...রূপ বাড়াইতে পারলে ভালু, যা গিয়া কায়া ইস্কিন কিলিনিকে হত্যে দিয়া পইড়া থাক!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পাশবিক!
"চেরি ফুল" আর "সাতরঙ্গা আলো" বেশিই সুন্দর!
তুমি পশু! আমি মানুথ!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পড়তে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয়ে গ্যালো, ইনফেলারের কয়েকটা পাফ নিয়ে কোনমতে প্রাণটা রক্ষা করলাম। মানুষের প্রতিভা, হিংসা আর সাডেন অ্যাজমা অ্যাটাক এর মধ্যকার সম্পর্ক নিয়ে একটু বিশদভাবে পড়ালেখা করতে হবে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ওডিন্দা, তুমি চুপ থাকো! একটা কথাও বল্বানা! তুমি আমারে পেতিভা নিয়া খোটা দাও? তুমি? তুমি? অফ অল দ্যা পিপল? তোমার লেখা শেয়ার দিতে দিতে আমার হাতের আঙ্গুল ক্ষয়ে গেলো আর তুমি কও পেতিভার কথা! ছোঃ!
বিনা খরচে আমার হাতের ক্ষয়ে যাওয়া হাড্ডির চিকিচ্ছা করবা কিনা কও! (
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মুগ্ধ!
--------------------------------
কুটুমবাড়ি
[কুটুমবাড়ি পসা রেস্টুর্যান্ট! খবরের কাগজের সাথে লুভ দেখানো অ্যাড দেয়, পরে খাইতে দেয়না! ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
[আমি সত্যিই জান্তাম না এই নামে রেস্টুরেন্ট আছে। এই নিক নেয়ার পরে জানসি। ]
কুটুমবাড়ি
আপনি লুক খারাপ না এইটা মিয়া ক্যাম্নে বুঝবাম? প্রমান কই?
[ ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
প্রমাণ মেমোরি স্টিকে রাখছি, সময় হলে বাইর করবাম।
কুটুমবাড়ি
না বাইর করলে মেমোরি স্টিকের দরকার কী? যান এভারেস্টেই ফেলায় থুয়ে আসেন!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
গান ধরেছেন পান্থ কানাই,
বেভুল আমি পথ জানা নাই,
ও মন রে...
কোন বা পথে এভারেস্টে যাই
কুটুমবাড়ি
ফাটাফাটি!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
[আহারে বেচারা ঝাউবন! ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাহ বাহ!!
দিন দিন তোমার প্রতিভার শুধু উন্মেষই ঘটছে...
তালে আমার জন্মদিন যে ঘুরে এই আগামী মাসে ফের চলে এলো, সে কারণে মনে আনন্দও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে !! :D
সব গুলো অসাধারণ হয়েছে।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
এহহে! আনন্দ যে জিনিস ভালু না এতোদিনেও তোর এই জ্ঞান হলোনা? অ্যালাস সুর, ইউ আর আনডান!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ইশকুলের গ্রামার বইয়ের কথা মনে পড়ে গেল!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মনে পড়ে গেলো বলেইতো ইশকুল নিয়ে লিখতে বসলাম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বিষাক্ত ব্যাপার।
একটা থেকে আরেকটা বিষাক্ত
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ক্যান রানা ভাই ক্যান! এই ভাবে আমাদের ছেড়ে চলে গেলা ক্যান!
[একেতো সেই কবে গেসো, গেসো তো গেসো এমনভাবে গেসো যে আর ডিড নট কাম ব্যাক, আর এখন আবার দুঃখু দাও? ছিঃ তুমি পসা! ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সিম্পলি সুপার্ব!
জিনিসটা সম্পর্কে জানতাম না কিছুই। প্রথম জানা এবং প্রথম দেখার আনন্দে প্রস্তরীভূত হয়ে গেছি।
আচ্ছা একটা জিনিস বল তো দেখি---গির্জায়-টির্জায় যে নানান রঙের কাজ দেখি (যেমন সিস্টিন চ্যাপেলের দেয়ালে) সেইগুলোও কি এই একই জিনিস?
নাগো ভাইয়া... সেগুলো স্টেইন্ড গ্লাস... একেবারেই আলাদা জিনিস...দুর্দান্তদার লিঙ্কটা দেখতে পারো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমিও একটা চাই! মানুষ যে ক্যাম্নে এইগুলা করে?
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
টিউলিপ, আমি এগুলো এখনও কোনও দোকানে দেইনি, তাই কিছু নিতে চাইলে আমার সাথে মেইলে যোগাযোগ করুন। saikaডটshahrinঅ্যাটজিমেইলডটকম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খুবই সুন্দর! হিংসা টিংসা আর কর্ল্লাম না, এই বয়সে হিংসা দ্বেষ ত্যাগ করে পরপারের চিন্তায় মন দেয়ার চেষ্টা কর্ত্তেসি কি না
এহহেরে স্নিপু, বেচারা পরকালের জন্যে আমার তো এখন 10শন হওয়া ইশটার্ট করলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তোমার দেখি ম্যালা গুণ!
কপিরাইট পান্থ
...........................
Every Picture Tells a Story
হাহাহাহাহা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরেকবার ফুস্কি মারতে আইহা তো আমি পুরা মাইন্কা। উপ্রে থেইকা নিম্নে ইস্ক্রলাইয়া লাম্তে লাম্তে এতডি বুটেরডাইল (হলুদ ইমো), আর ধইন্নাপাতা দেইখা ঘুংনি খাওয়ার জন্য মন্ডা আঁই-ঢাই-ঘাই দিবার লাগ্ছে। এহন মনেরে করি কি? বালিকা আফার এত গুনগান সবাই করতাছে, এই আফা কি ঘুঙনিও বানাইবার ফারে নিহি?
হাহাহাহাহা দুর্দান্তদা, ঘুগ্নী বানাতে পারবোনা কেন? ঘুগ্নী বানানোতো বেদম সহজ!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অশেষ মুগ্ধতা, বালিকা।
ধন্যবাদ ভাইয়া!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এ আর এমন কী!!! আমা(দে)র দিশা'ই পারে
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ, সেইই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
খাইছে... এতো মন্তব্যর পরে আর কী মন্তব্য করবো!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
করবেন না? আমি কি আপ্নের কেউ না? (
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুষ্টু মানুষগুলা ক্যান যে এই ভঙ্গুর জিনিস লইয়া খেলানেলা করে বুঝিনা ! আঁকবো লোহার মধ্যে, আঁকে পাতলা কাঁচের মধ্যে !
এই কথাটা কইবার জন্যে ওমা, নামতে নামতে নামতে নামতে মন্তব্যের আর শেষ নেই ! এক্কেরে পাতালে আসতে হইলো !
ধুর, আর মন্তব্যই করমু না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা, এতো ছিরকেট খেলে আর মন্তব্য করার দম থাকপে?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাহ ! দারুণ তো !
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একটা বুদ্ধি দেই। চিমনিচিত্র নাম দিয়ে চিমনিগুলান বেচাবিক্রি শুরু করেন। কর্কের কিউব দিয়ে প্যাক করে একটা সফিস্টিকেটেড ঠোঙ্গায় ভরে বেচবেন। ঠোঙ্গায় যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইট ইত্যাদি দেয়া থাকবে। এই লোডশেডিঙের যুগে ঘরে ঘরে এই চিমনি বেচতে পারবেন। গরীবের জন্য সুলভ আর ধনীর জন্য শোভন সংস্করণ বের করবেন।
এই আইডিয়ার জন্য রেভিনিউয়ের ৫% আমারে কমিশন দিবেন।
হাহাহাহাহা!
বিক্রিতো করিই, তবে আইডিয়াটা ভালো দিসেন হিম্ভাই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরেব্বাপরে, বালিকা তো দেখি মহা প্রতিভাবান!!
এতো গুণ রাখেন কই লুকায়া, ঐ চিমনির ভিতর?
হাহাহাহাহ! মূলোদা
তুমি আমাকে তুমি বলতা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তোমার সাদা টিউলিপ হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। সাতরঙ্গা আলো আগেই দেখেছিলাম, আবার দেখলাম। ভালো লাগলো অনেক।.
--------------------------------------------------------
দেখা হবে সত্য, সুন্দর আর মুক্তচিন্তার আলোকে;
যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়ে।
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
আপনাকে নীল রোদ্দুর। সাদা টিউলিপের বাঁধাই খুলে এখন পিছনের কাগজ বাদ দিয়েছি। এখন দেখতে আরও ভালো লাগে!
ইচ্ছা আছে আরেকখানা চেরী আঁকার, আজ রাতে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চমৎকার!
একটু উপকার করুন। নিউমার্কেটে যে গ্লাস পেইন্ট রং-এর সেট পাওয়া যায় সেগুলো খুব ছোট ছোট। বড় বোতলে রং কোথায় পাবো জানাবেন?
আমি গ্লাস-পেইন্টিং এর নাম জানি এক কলিগের কাছে। প্রথাগত মাধ্যম নয় বলে টেক্সটে বা অন্য কোন বইয়ে উল্লেখ পাইনি কখনো। আমি অবশ্য এখনো শিশুতোষ জলরঙেই আটকে আছি। এই ক্ষমাহীন মাধ্যমের মোহ ত্যাগ করতে পারিনি।
প্রতিটি কাজই অসাধারণ সুন্দর হয়েছে।
নতুন মন্তব্য করুন