বিকেলের একটা সময় আছে না? যখন অদ্ভুত মায়াভরা নরম একটা আলোয় ঢাকা পড়ে চারপাশ? কেমন যেন স্বপ্ন স্বপ্ন আলো? পুরনো দিনগুলোর কথা ভাবতে গেলে সব স্মৃতির ব্যাকগ্রাউন্ড লাইটিং যেন সে রকমের হয়, মায়াময়, সবরকম কর্কশতা ছাড়া! পরা বাস্তব অনুভূতি, বা সুগারকোটেড বাস্তবতা!
এখনকার আমি বেশ ভীতু। কোথায় কখন, কী নিয়ে ভয় পেতে হবে তার শিক্ষায় টাল আমার আজকাল মনে হয় সেই অশিক্ষিত সাহসী আমিই ভালো ছিলাম! নাহয় দুটো হাঁটুর একটার নুন ছাল নাইবা থাকলো, কপালে থাকলো দুয়েকটা টুব্লু! কী এসে যায়! হৃদয়টা তো আদিগন্ত বিস্তৃত ছিলো। অকারণ অহেতুক ভয় আর ভাল্লাগেনা!
সে যাকগে, নাহয় সেই আলোমাখা সময়টাতেই ফেরত যাই। স্মৃতির জানালা ধরে ছোট্ট একখানা উঁকি মারি! এক্কেবারে স্ট্রেইট ফরোয়ার্ড স্মৃতিচারণ! ফরোয়ার্ড মার্চ! থুড়ি ব্যাক ওয়ার্ড!
ঘুম ঘুম ভোর সাতটা, আম্মুর ঝাড়ি, উদাস মনে আধবোজা চোখ নিয়ে প্রকৃতির ওয়েক আপ কল ধরা! এরপরে রোজকার মারামারি-কাটাকাটি, উহু, রাজ্য নয়, রাজপুত্র নয় সামান্য একখানা ডিমপোচ নিয়ে! যুদ্ধে জয়ী মাতা এরপরে পরাজিত কন্যার চুলে বাঁধে দুই ঝুঁটি, টান টান চিরুনির আঁচড়ে ঝেঁটিয়ে বিদায় করে আরামদায়ক ঘুমের শেষ রেশটুকুও। এরপরে ফ্যাকফ্যাকা সাদা শার্ট আর ভুশ ভুশে নীল স্কার্ট পরে বিরস বদনে হেঁটে যাই ঐ দেখা যায় আমার স্কুলে!
মিনিট পাঁচেকের হাটায় দৃশ্যপট বদলে যায়। রাস্তার এপিঠ আর ওপিঠের আড়ালে আমার বাসা আর ইশকুল! দুটোই সমান প্রিয়! গেট দিয়ে ঢুকেই তড়িঘড়ি ব্যাগ ক্লাসে রেখে অ্যাসেম্বলির লাইনে দাঁড়ানো, ছোট থেকে বড়, উচ্চতা অনুসারে ক্লাস আর সেকশন ভেদে! কম্প্যাক্ট সাইজের আমি থাকি লাইনের শুরুর মাঝেই, সামনে পিছনে হরহামেশা আদিবা, প্রমা, পিঙ্কি। বৃহস্পতিবারে অ্যাডেড যন্ত্রণা হিসেবে থাকে পিটি। সেদিন একমিনিট দেরী হলেই সব্বোনাশ! সুফিয়া টিচারের চিকন গলার তুমুল ধমকের সাথে তাল মিলিয়ে নিজের একগাদা বদগুণ মিলিয়ে নেয়া! সে এক বিচ্ছিরি কাণ্ড! হাতের নখ ঠিকমতো কেটেছি কী না, জামাকাপড় ধুয়ে, মাড় দিয়ে কড়কড়ে করে ইস্তিরি দিয়ে ঘষেছি কীনা, জুতোজোড়া চক দিয়ে আগাপাছতলা মেজে ধবধবে করেছি কী না, দুই-ঝুঁটির মাঝখান ধরে ঝুঁটির পুরুত্ব স্লাইড ক্যালিপার্স দিয়ে ঠিকঠাক মেপে তবেই মুক্তি! চেপে রাখা দম ঠিকঠাক ছেড়ে আমরা রওনা হই ক্লাসের উদ্দেশ্যে!
এই যাহ! তার আগের কথাতো বললামই না! জাতীয় সঙ্গীত গাওয়া আর শপথ করা নিয়ে কী আর কম কাণ্ড হতো? যেদিন মাইকের সামনে দাঁড়িয়ে নিজে গাইবার পালা থাকতো সেদিন তুলির বদমায়েশি মাখা মুখের দিকে তাকিয়ে ফ্যাকফ্যাক করে হাসি চাপতে গান গাইতাম চোখ বুজে। আর ডান হাত সামনে ধরে, "আমরা প্রতিজ্ঞা করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, স্বধর্মের প্রতিবিধান মানিয়া চলিবো... " ইত্যাদি বলতে বলতে কখন যে হাতটা উঠে সামনের জনের ঝুঁটির কাছে গিয়ে টানাটানি শুরু করতো তা কি আর আমি জানি? আর একেকজন পেটে বেমক্কা গুঁতোর কথা আর নাই বললাম!
ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের সাথে ছেলেরা পড়তো। বেচারাগুলো! মেয়েদের স্কুলে ছেলে হয়ে পড়ার মানসিক যন্ত্রণার কথা বাদই দিলাম, এই এতো এতো মেয়েদের মাঝে একটা মেয়েও যে তাদের এলিজিবল বয় ফেরেন্ড ভাবতো না এই দুঃখেই একেকজনের চোখ ছলোছলো করতো বলাই বাহুল্য! আসলে তখন এই পেম-পিরিতি-বালুভাসার যুগ ছিলোনা! আমরা কত্তো নক্ষী ছিলাম!
ছেলেদের সাথে মারামারিও যে হতো না তা নয়। পাড়ার মাস্তান হিসেবে আমারওতো কিছু দায়িত্ব ছিলো! সেটা অগ্রাহ্য করি কী ভাবে? মেয়েরা ছেলেদের চাইতে হ্যান-ত্যান কোনও এক কাজে কম পারদর্শী এই কথাটা মাটিতে পড়তে যেটুকু দেরী, তারপরেই ইয়া ভিশুমাইক! সত্যি সত্যি মাইর, নো ফাজলামি! আমি সিরিয়াস!
এইযে, ঝামেলা শুরু হয়েছে। স্লুইস গেট উপচে স্মৃতির বান এই ডাকলো বলে! বারো বছর একই স্কুলে পড়ে আর যাই হোক, মাথার মেমরি কার্ডের স্লটে মেমরির কমতি নেই! এখন যখন সেগুলো হাতড়াতে বসলাম তখন ঝাঁকে ঝাঁকে হুমড়ি খেয়ে পড়তে লাগলো! এ বলে আমাকে দেখ তো আরেকজনে জামা ধরে টানে! যত্তোসব!
আচ্ছা একে একে আসি, দেখি কী কী মনে পড়ে... প্লে গ্রুপ, উহু, ফাইল ওপেন হচ্ছেনা! কেজি ওয়ান, টিফিন পিরিয়ডে টিনের দোচালা থেকে লাফ, কন্সট্রাকশন গ্রাউন্ডে ল্যান্ড ৪ ইঞ্চি লোহার শলাকে জুতা-মোজা সহ পায়ে গেঁথে, স্কুলের পিওনের আমাকে কোলে নিয়ে বাসায় দৌড়, অ্যানেস্থেশিয়া ছাড়া ডাক্তারি পড়তে থাকা বড়মামার সাঁড়াশি দিয়ে সেই লোহা টেনে বের করা। পুরোটা সময়ে আমার সেই চিৎকারে এখনও কানে যে তালা লেগে যাচ্ছে! ক্লাস ওয়ান, বনানী ক্যান্টনমেন্টের বাসায় ভাইয়া আর দোলায় সাথে চড়ুইভাতিতে কেরোসিন দিয়ে পোলাউ রেঁধে পরের দিন স্কুলে নিয়ে যাওয়া! ক্লাস টু, তারেক আর দ্বীপ কে তুমুল প্রহার, ফলাফল-মেয়েদের গায়ে হাত তুলবেনা এই ভদ্রতা দেখানো দ্বীপের শার্টের ছেঁড়া পকেট আর তারেকের একগোছা চুলের সাথে মাটিতে পড়ে থাকা দুধদাঁত! ক্লাস থ্রি, ক্লাস জোকার হিসেবে পরিচিতি পাওয়া, জান্নাত মহল টিচারের পিছনেই তাকে নকল করে দেখানোর আস্পর্দা দেখানো! ক্লাস ফোর, ... ইয়ে মানে, ইয়ে মানে... আরে ধুর, এম্নে পুরান কথা মনে আসে নাকি? তার চেয়ে বরং আরেকটু সুলু যাই।
ভাঙ্গা ভাঙ্গা স্মৃতিগুলোকে অবশ্য আর সাল আর ক্লাসের হিসেবে আনতে পারছিনা, শর্ট টাইম মেমোরি হলে যা হয় আর কী! কতোগুলো টুকরো ঘটনা মনে পড়ছে... তুলির পেন্সিল বক্স নিয়ে ঘর ঘর খেলা, জুলির সাঈদ আনোয়ার নিয়ে আর বাবলীর শহিদ আফ্রিদি নিয়ে ম্যানিয়া, ক্লাস ভর্তি মানুষজনের ব্র্যান্ডন জুলিয়ান দেখতে বেশী ভালো নাকি ড্যানিয়েল ভেটোরি এই নিয়ে ভোটাভুটি, বাংলাদেশের আইসিসি কাপ জেতার পরের দিন সকালে স্কুলের সবার উদ্দাম মিছিল, রঙ ছিটাছিটি! অ্যানিকে ম্যাবসের বোরহান স্যারকে নিয়ে সকাল সন্ধ্যা খেপানো, আহসান মঞ্জিল ভ্রমণ, মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রথমবারের মতো যাওয়া-এই একটা স্মৃতি কখনও ভুলতে পারা যাবে না! চারমাসের সেই বাচ্চাটার জামা, আর এক বীরাঙ্গনার লাশের ছবি দেখে চোখের পানি আটকানো যায় নি। এরপরের আগের কতো স্মৃতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই মিছিল থামানো আজ মনে হয় অসম্ভব!
ক্লাস এইটে থাকতে প্রিয়াংকার বাবা মারা গেলেন, তার কিছুদিন পরে ফারীনের বাবা, তার অল্প কিছুদিন পরেই আবার লিসার বাবাও! আগে কখনও মৃত্যু নিয়ে ভাবতে হয়নাই এভাবে! সেইই প্রথম! রূপার সাথে ঝগড়া, নাসরীনের প্রথম প্রেম, মাহিনের বয় ফ্রেন্ড বিষয়ক জটিলতা- প্রতিদিন নতুন দিন, নতুন নতুন সমস্যা! তখন মন আমার বাচ্চাদের মতো, মাথায় তিন গোয়েন্দা-কাকাবাবু-ফেলুদা-ব্যোমকেশ-কিকিরা-কিরীটী রায়, এদের দেয়া সমস্যার চাইতেও জটিলতর সমস্যা? বিগ ট্রাবল! ভেরি বিগ ট্রাবল ফর অ্যা লিটল গার্ল লাইক মি!
কুইজ, বিজ্ঞান মেলা এইসব নিয়ে সেইন্ট জোসেফের সাথে রেষারেষি, জিতলে উল্লাস, হারলে দুয়ো, সামান্য কারণে অনুভূতির চরম প্রকাশ ছিলো নিয়মিত! মাকে মনে হতো মরিয়াট্রির মতো ধুরন্ধর, ভাই ছিলো শুঁটকি টেরীর চাইতেও বিরক্তিকর, আর চাচা ছিলো মাইক্রফট হোমস-আমার সবচেয়ে প্রিয় মানুষ! এনার কাছেই আমার আঁকাআঁকিতে হাতেখড়ি! এর মাঝে আমার দুটো নাম প্রচলিত ছিলো সবার মাঝে! "পাগলা দিশা"- অদ্ভুত সব প্রশ্ন আর উদ্ভট সব জবাবের জন্যে, আর "দিশাদিশ্চন্দ্র"- আজিব সব জিনিস্পাতি মিশায়ে ল্যাবে ভ্রুম-ভ্রাম-ধ্রুম-ধ্রাম শব্দের উৎপত্তিকারক বলে!
প্রচণ্ড প্রশ্ন করতাম বলে ক্লাসে টিচাররা রেগে যেত মাঝে মাঝে, তবে এই কারণেই হয়তোবা আমি তাদের আদরও পেয়েছি অনেক বেশীই! দুষ্টামির কারণে সেই ছোট্টবেলার বিহারী স্কুলের আয়াও এখনও চেনে আমাকে, যার কানে ক'টা দুল এটা ছিলো একসময়ের হট টপিক! ইসলাম শিক্ষার ক্লাসে একবার বলেছিলাম এটা কেন আমাদের ফোর্থ সাবজেক্ট হয়না, পদার্থ বিজ্ঞানের ক্লাসে বাবার পুরনো বই ঘেঁটে আসতাম কামাল স্যারকে আটকে দেবার জন্যে, আর ক্লাসের শেষে ইংরেজির রাজ্জাক স্যারের সাথে চলতো আলোচনা-লর্ড অফ দ্যা রিংস নাকি হ্যারি পটার!
মনে আছে দিনা অ্যাসেম্বলির সময়ে ক্লাসে লুকিয়ে থেকে সবার উপাদেয় টিফিন খেয়ে ফেলতো রসিয়ে রসিয়ে! একবার আদিবার টিফিনের মুঠি কাবার খেয়ে শেষ করে তাতে ভরে রেখেছিলো সিফাতের আনা পেঁপের হালুয়া! আরেকবার আমার সাথে বাজী ধরে ৩৯ জনের ক্লাসের ২৫ জনের টিফিন একা খেয়েছিলো মেয়েটা, অথচ চেহারা দেখলে ওকে মনে হতো কোনও দুর্ভিক্ষের দেশ হতে আগত কেউ! আমি বলতাম ওর পেটের সাথে ইন্টার গ্যালাক্টিক কানেকশন আছে, যা খায় পাচার হয়ে যায়!
টিফিন পিরিয়ডে হঠাৎই একবার গানের কলি খেলবার ধুম পড়লো। ৩০০ পৃষ্ঠার একটা খাতা ভর্তি করে গানের প্রথম লাইন লিখেছিলাম, আজও মনে আছে! সেই থেকে এই খেলায় আমি এবং আমরা অপ্রতিরোধ্য! দীনেশ স্যারের কথাও মনে পড়ে প্রায়েই, উনার বাসায় কোচিং শেষে প্রত্যেকদিনই আমরা ১২ জন হাত পাততাম, "স্যার, খিদা লাগসে, টাকা দ্যান!" একদিন টাকা নিয়ে মোহাম্মদপুর বাজারের হোটেলে সার দিয়ে বসে খেয়েছিলাম আমরা একডজন নচ্ছার দুষ্ট মেয়ে! এরপরে স্কুলেও শুরু হলো এই অত্যাচার! শেষদিকে স্যার আমাদের দেখলেই বাথরুমে লুকাতেন কোনওরকমে! এরকম কতো শত স্মৃতি! আজকাল হঠাৎ খোমাখাতায় পুরনো বন্ধুকে খুঁজে পেয়ে সেইসব স্মৃতির ঝালাই চলে! উড়ে বেড়ানোর দিনগুলি সবসময়েই যেন তাল মিছরির মতো, টু মাচ মিষ্টি, তাও খেতে ভালো!
ইশকুল জায়গাটাই আসলে আজব! যখন ছিলাম তখন সহ্য হতোনা আর এখন সেই ক্যাম্পাসের জন্যে কিরকম বিচ্ছিরি রকমের "প্যাটপুড়া!" হঠাৎ হঠাৎ মনে হয় সেইই সকাল সাড়ে সাতটার অ্যাসেম্বলিতে গিয়ে হাজির হই, ডান হাত উঁচিয়ে সবার সাথে বলি, "আমি প্রতিজ্ঞা করিতেছি যে... ... ... "
মন্তব্য
বালিকা বড়ই দুষ্ট, নেহাত বালিকা বলে মাফ করে দেওয়া গেল...
বালিকা আর বালকের পার্থক্যকরণে আর অন্য কোনও কারণ হলে এতক্ষণে খুনাখুনী হয়ে যেত কিন্তু!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনারও কি শার্টের ছেঁড়া পকেট, একগোছা চুল আর দাঁত মাটিতে পড়ে থাকার অভিজ্ঞতার প্রয়োজন নাকি? প্রয়োজন না হলে মনে হয় 'বালিকা বলেই' মাফ করার চেষ্টা না করাই ভালো
জনাব/বেগম অপছন্দনীয়, আমার অপছন্দের কাজটা একেএ বিস্তারিত বিবরণটুকু দিয়ে দেবার জন্যে ধন্যবাদ! দেখতেইতো পাচ্ছেন, আমি বেশী কথা বলা পছন্দ করিনা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দারুণ...ইশকুল জায়গাটা আসলেই মজার, তাই না?
এই অংশটা দুইবার এসেছে...পরপর দুটো প্যারাতে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ইশকুল নিয়ে আরও কতো যে কথা পেটে আছেগো ভাইজান! তোমার লেখা পড়েই লিখতে ইচ্ছা করলো বলে লেখা!
বদলে দিয়েছি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুষ্ট আপু, চমৎকার বর্ণনা করেছেন। আসলেই সেই দিনগুলোতে ফিরে যেতে পারলে কি মজাই না হতো। আমি সবসময়েই কো-এডে পড়েছি। একবার নাটক করতে গেলাম, নাটকে রোজিনা হবে রুহুল আমিনের মা। রুহুল তো কোন অবস্থাতেই রোজিনার পায়ে হাত দিয়ে সালাম করবেনা। করলো না তো করলোই না। আর বিশালদেহী সেলিমকে আন্ডারওয়্যার পরিয়ে সারা গায়ে নীল গোলা মেখে দিয়ে দৈত্য বানানো হলো। কোথায় পাই সেইসব দিন।
রাতঃস্মরণীয়
আরে আমারো কিনা ক্লাস ওয়ানের একটা নাটিকা স্মৃতি আছে!
কিন্তু... থাক্! সেটা বললে পচানি জোটার সম্ভাবনা বেশি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আর আমি যদি আমার প্রথম স্টেইজ অ্যাপিয়ারেন্সের কথা বলি তাহলে ...আহেম! সে এক লইজ্যাজনক ইতিহাস!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তাইলে বেনামে মেরে দেন, আমরা পড়ে আনন্দ পাই।
রাতঃস্মরণীয়
সেটাই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরে! আমার জীবনের প্রথম ইশকুল নাটকে আমি টিচারের রোল প্লে করেছিলাম কিনা, শুশ্শ্!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হাহাহাহাহা! এখনওতো সেই রোল প্লেয়িং শেষ হয়নাই!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এইযে! বললাম না?! এর পরেরটা কিন্তু আরো বাজে ছিলো। স্বর্গের দরজায় কে থাকে দাঁড়িয়ে, সেন্ট পল? আমি তার সাথের দলের এক নগন্য বাদ্য বাজিয়ে ছিলাম। স্বর্গের মূল ফটকের সিঁড়ির প্রথম ধাপে (উপরের ধাপও নয়, কাজেই খিয়াল কইরা!) বসে টুং টুং করে ওগুলোকে কী যেন বলে, মন্দিরা? ওগুলো বাজানোই আমার একমাত্র কম্ম ছিল। সেই যে প্রথমবারের সেই মূল চরিত্র থেকে ছিটকে সরাসরি সিঁড়ির নিচের ধাপে চলে গেলাম দ্বিতীয়বারেই, তারপর নাটকের সাধও গেল মিটে, সেই দুঃখে আর কোনরকম অভিনয়ের মধ্যে নেই আমি, হুঁ হুঁ! (কোলন মাথা ঝাঁকানো)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হাহাহাহাহহাহাহা!
মন্দিরার তালে তালে কোলন মাথা ঝাকানোটা বেশ জমবে মনে হচ্ছে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পুরোন দিনগুলো আসলেই অদ্ভুত। খারাপ সময়গুলো মনে পড়েনা! স্মৃতির চেহারাগুলোয় কেমন যেন সবসময় হাসি হাসি হয়, খেয়াল করেছেন?
আপনার স্কুলের কথা আরও বলুন, ভালো লাগছে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পাঁচ তারা...দারুণ লেখা...একটানে পড়লাম...
পুরো স্কুল লাইফটার যেন একটা স্লাইড শো দেখলাম
আচ্ছা, জান্নাত মহল টিচারকে ক্লাস থ্রি তে ক্যম্নে পাইলা? আমি তো জানতাম তিনি ক্লাস এইটে স্কুলে জয়েন করসিলেন!
আমি ছিলাম অন্যতম ইনেক্টিভ গার্ল! সারা স্কুল লাইফ একটা কথাই শুনতে হইসে সুফিয়া টিচারের " আআএএএএ... বড় বোন সব জায়গায় ফার্স্ট হয় আর তুমি? কিচ্ছু করো না...গ্রগ্রগ্রগ্ররররর" :-SS
কামাল স্যার খুবই সুইট...বেচারা বিয়ে করে কী লজ্জা! হিহিহিহি!
চিত্ত রঞ্জন স্যার এর কথা কিছু বললা না যে?
রাবেয়া টিচার অনেক জ্বালাইসে! কোন কুক্ষণে যে উনার ধারণা হইসিলো আমি ভালো হিস্টুডেন্ট! রোজ আমাকে পড়া ধরতো! আর রোজ আমার নাম ভুল বলতো। ক্লাসে এসেই "তামান্না, পড়া বলো" আর আমার রোজকার একই উত্তর, "টিচার, আমার নাম তারানা, তামান্না না!"
নিভা টিচার একদিন অজ্ঞান হয়ে গেসিলো...হিহিহিহি...ম্যাথ মিলে নাই দেখে!
আর বাংলা পড়াতো যে তাঁর নাম যেন কী ছিল? আমরা ডাকতাম 'মোম্বেইন' কী যে ভালো লাগতো উনার ক্লাস আমার ৪০ মিনিটের মধ্যে ৩৫ মিনিটই উনি বকাবকি করতেন আর কম্পলেইন করতেন! হিহিহিহি!
আরো কত্ত স্মৃতি!! দারুণ!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
হাহাহ, থ্যানকুস!
দেখলি? এইতো ভুল হয়ে গেলো, ক্লাস থ্রিতে জান্নাত মহল না হবে স্মৃতি টিচার, অঙ্ক করাতো, মনে পরে?
তুই ছিলি ইন্যাক্টিভ, আর আমি ছিলাম অ্যাক্টিভ মোস্ট দের গ্রুপে। মিথিকে জিজ্ঞেস করিস। ক্লাস যদিও ফাঁকি দেইনাই একদিনও তবুও কর্মকান্ডের শেষ ছিলোনা!
আমার বোনটাওতো এইরকমই বেয়াদ্দপ ছিলোরে! আর ভাগ্যটা দ্যাখ! আমরা ছিলাম একই ক্লাসে, একসাথে! একজন হইতো সেকেন্ড-থার্ড বা ফোর্থ আরেকজন কোনওরকমে দশের মাঝে!
কামাল স্যার লুকটা আসলেই বড় ভালু ছিলো! টিচার্স ট্রেনিং থেকে প্রথম যখন আসে তখন তো আমাদের ক্লাসের বাঘা ছাত্রীরা স্যারকে রীতিমতো ধমকাধমকি করতো! এক পরীক্ষায় নওরিন আর দোলার দেখাদেখির সময় স্যার সামনে চলে আসায় নওরিন স্যারকে রাম ধমক দিয়ে বলে, 'এইখানে কী করেন? যান, অন্যদিকে যান!"
রাবেয়া হাবিব টিচারের জীবনের কালো অধ্যায় ছিলাম আমি! ধর্ম নিয়ে প্রশ্ন করতে করতে ওনার জান কালি করে ফেলতে আমার জুড়ি ছিলো না! পোলাপাইন পড়া না করে আসলে আমাকে আইস্ক্রিম বা কাবাব রোলের লোভ দেখায় ভাড়া করতো প্রশ্ন করার জন্যে! ৪৫ মিনিট ক্লাস আমি আর টিচার তর্ক করে কাটায় দিসি বহুদিন!
নিভা টিচার নিভে যাইতেন আমারে দেখলেই! কথায় কথায় উনার অপমানিত হবার কথা মনে আছে?
চিত্ত স্যারের আশীবার্দের কথা মনে নাই? কাছে এসে থু থু করে এক্কেবারে মনে হতো থুতু দিয়ে মাখায় দিবেন! আর শেষ করতেন ডাস্টার থেকে চকের গুড়া মাথায় ফেলে! প্রমার খায় একবার লিখসিলেন বড় করে "গাধা"...হাহাহাহাহা!
আর বাংলা টিচারের নামটা মনে করি দাঁড়া! একই নামের দুইজন ছিলো! একজন বাঁশপাতার মতো শুকনা! আরেকজন জলহস্তীর মতো! র দিয়ে নাম! জলহস্তী বাংলা পড়াতেন! আর সারাক্ষণ "আনরুলি" গার্লসদের বকে বকে গলা ফাটাতেন! আনফরচুনেটলি আমি উনার খুব প্রিয় ছাত্রী ছিলাম! আমার প্রিয় লেখক রচনায় জাফর স্যার কে নিয়ে লিখে ২০ এ সাড়ে সতেরো পাইসিলাম! আর "আনন্দ" কবিতার সারমর্মটা আমাকে ক্লাসে সবার সামনে রিড আউট করতে হইসিলো উনার চ্রম পছন্দ হইসিলো বলে!
সেই যে তখন কবিতার সংজ্ঞা মুখস্ত করসিলাম তা এখনও ভুলিনাই!
"মানব মনের ভাবনা কল্পনা যখন অনুভূতিরঞ্জিত হয়ে যথাবিহিত শব্দ-সম্ভারে বাস্তব, ছন্দোবদ্ধ এবং চিত্রাত্মক রূপ লাভ করে তখন তাকে বলা হয় কবিতা। আর কবিতা যার প্রতিভাস্পর্শে রূপায়ীত হয় তিনি হলেন কবি। কবিরা জগৎ ও জীবনের সান্নিধ্যে এসে... ... ..."
তুই মিফতা মিথী আর স্কুলের বন্ধুদের এখানে ডেকে আন! সবার কথা শুনি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
স্মৃতি টিচারকে অবশ্যই মনে পড়ে... উনার একটা C.T. তে আমি ৫ পাইসিলাম! ১৫ তে ৩ টা প্রব্লেম দিসিলো...২ টাই ভুল করসি খিকয! তবে সেইবার আমি ম্যাথ এ ফাইনালে হাইস্ট পাইসিলাম !
কাবাব পরোটা... :X
চিত্ত স্যারের 'অংকের মহারাণী' আর ক্লাসের নাক উঁচা মেয়েগুলারে পঁচানো আমার খুবই প্রিয় ছিল
ঐ বাংলা টিচারের নাম 'রওশন আরা' ! ধুর ধুর! স্কুল কলেজে আমি বাংলা কিছু শিখি নাই! ইনফ্যাক্ট এখনো কিছুই জানি না
কিন্তু আমি যার কথা বলতেসি উনি হচ্ছেন... ধুর! মনে পড়তেসে না টেনে টেনে কথা বলতেন ওহ, মনে পড়সে... মমতাজ টিচার :D
মিফটা মোবাইল থেকে নেট ইউজ করে...জিসানকে পড়তে দিসি...আর মিথীর সাথে আসলে আম্র অতো যোগাযোগ নাই...
তাই কাউকেই বলতে পারছি না দুঃখিত! তবে আমি সবাইকে সচলের অনেক গপ-শপ করি
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ক্লাস এইটে ফার্স্ট টার্মে পাইসিলাম ৭৫ এ ৪৮! বাসায় তুলার মতো ধুনলো! তাপ্পরে গেলাম অঞ্জন স্যারের কাছে। অঙ্ক কতো চ্রম জিনিস উনি দেখাইলেন। এরপর থেকে টেন পর্যন্ত একবারও ৯৫ এর নিচে পাইনাই অঙ্কে! হাহ!
স্কুলের কাবাব পরোটাতো সেরাম ছিলোরে, মনে নাই?
আমি কাউরে পচাইতাম না, কেউ আমারে পচাইতোনা! ইট ওয়াজ মিউচুয়াল!
এহহে মমতাজ টিচার! :| উনি আর মর্জিনা টিচার ছিলেন আমার দুই চউক্ষের বিষ! :|
তুই আসলেই ইন্যাক্টিভ, আর আকাইম্মা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
১. গুড গার্ল
২. লেখা যেরকম হবার দকার সেরকম হয়েছে
২.১. আমি দিশা'র পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকে দিশা আগামী একমাস রোজ একটা করে ব্লগ লিখবে
৩. কে বলছে তুমি গানের কলি খেলায় অপ্রতিরোধ্য, রসুলপুর থেকে ফেরার পথে আমার আর পান্থ'দার কাছে কতশ'বার হারলা, মনে নাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আই নো, আই রুল! [কপিরাইট ওডিনদাদাই! :P]
কিরকম! কিরকম?
হ! তারপর এরাও আমারে খেদাইবো! :|
রতন্দাডার্লিং, তুমিতো একটা গানও সময়মতো মনে করতে পারোনাই, সেটা ভুল্লে চলে?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি জানতুম হে, জানতুম আমি! ক্যাম্নে ক্যাম্নে যে সব পুরান পাপীরা একসাথে হয়ে যায় (কপিরাইট ওডিনদা)।
লেখাটায় শুধু (গুড়) দিলে চলছে না আসলে। সব গুড়ের পিঠা দিয়ে দিতে পারলে বেশি ভালো হতো। অনেক গল্প মনে পড়িয়ে দিলে। একটা ইশকুল স্মৃতির ই-বই হলে মন্দ হতো না।
আপাতত নাও।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দাদাই বস!
আপু, তোমার গল্প গুলোও বলোনা। পিলিজ পিলিজ পিলিজ!
তোমাকেও!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
পাঁচটা স্কুলের গপ্প শুরু করলে তো কয়েকটা বই হয়ে যাবে!
আমার একটা বড় ইচ্ছা ছিল একবার টিসি খাব, তাহলে আর একটা স্কুলে যেতে পারলেই আমিও তখন মুহাম্মদ জাফর ইকবালের মতো - আধ ডজন স্কুল লেখে ফেলতে পারতাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বই লিখলে ক্ষতি কী? স্কুলের গল্পগুলো কতো অন্যরকম হয়, কতো মজার! সেই মজাটা পেলেই হলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হে হে হে...আপনার পাঁচটা?
-আমারও।
পাঁচখান স্কুল? কাহিনি কন না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাহ।
এত এক্কেবারে ঝকঝকে তকতকে স্মৃতি। অনেক ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
হবে না আবার? সব মেজে ঘষে চকচকে করে রেখেছি যে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চমৎকার। আপনাকে ভালু না পেলেও আপনার বান্ধবীদের, থুড়ি, আপনার স্কুল্পড়ুয়াদের আমি বড় ভালু পাই...
_________________________________________
সেরিওজা
কী জানি একটা পড়লাম?
ব্যস... আর পড়ার দরকার নাই! বদ পুলা...
[ ]
---------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মন ভালো করে দেয়া লেখা।
মন এখন বেশ ফুরফুর, তাই আপনার জন্য (গুড়)
অটঃ
আগ্রহ নিয়ে বসলাম। এ লেখার কমেন্টসংখ্যা 'সাতরঙ্গা আলো' (নাম ভুল হয়নি তো?!) -কে ছাড়িয়ে যাক!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ধন্যবাদ মর্ম!
হাহাহাহাহা! আপনাকে
আবারও ধন্যবাদ! সে লেখার মন্তব্যগুলো আসলেই মজার ছিলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপ্নি খুব দুষ্টুবালিকা ছিলেন। সার্টিফায়েড।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গউদা, জ্বে আইচ্ছা, ধন্যবাদ, আবার আসবেন!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার নামের ভাব সম্প্রসারন বলা যায় পুরা লেখাটাকে!
ব্যাপক মজা পাইলাম, মন্তব্যগুলান লেখার মজা আরো বাড়াইয়া দিছে!
আমার সকল দুষ্টামি হোমওয়ার্ক, তাই ইস্কুলে কিছু করিনাই।
ইস্কুলে শান্তশিষ্ট, বাসায় লেজবিশিষ্ট!!
আপ্নের 'ছোটবেলা এক্সপ্রেস' আর এই 'অ্যাসেম্বলি, সকাল ৭.৩০' অনেকদিন মনে থাকব।
ভাল থাকেন, অনেক ভাল। সবসময়।।
আমি দুইজায়গাতেই নামকরনের সার্থকতা বজায় রেখেছি!
আরে! আবারও অনেক ধন্যবাদ!
আপ্নিও অনেক ভালো থাকুন সাম্নের দিনগুলোয়!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একই রকমই থেকে গেলি!
বদলানোর দরকার কী রে?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সার্থক নামকরন আপনার "দুষ্ট বালিকা" ।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
জ্বে জনাবা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সাধারণত নিকের আড়ালের মানুষ গুলা নিকের বিপরিত চরিত্রের হয়। কিন্তু দুষ্ট বালিকা দেখি আসলেই দুষ্ট।
একদম স্কুলের সময়ে চলে গেছি। আমি ছিলাম ডিফেন্সের স্কুলে। তাই আইন-কানুন কারে কয় একদম হাড়ে হাড়ে শিখছি। এই হাড়ে হাড়ে কিন্তু অরিজিনাল হাড়। সবচেয়ে মজার ব্যাপার হল দশটা বছর ধরে অ্যাসেম্বলিতে শপথ করতাম কিন্তু এখন একটা শব্দও মনে নাই। এটা কি আমার ছোট মেমরির র্যাম এর কারণে নাকি সেই শপথেরই এক্সপায়ারি ডেইট শেষ।
যাউগকা, লেখা ভাল পাইলাম।
অনন্ত
হাহাহাহাহা! আমি এই শপথ আর ভুলতাম না! যা পেইন দিসে এইটা!
হাড়ে হাড়ে শেখার গল্পটা শুনাবেন নাকি?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখিকা লেখা খুব ভাল হয়েছে। আপনার লেখা পড়ে নস্টালজিয়ার খেয়ায় চড়তে যাবো সবে তখন-ই মনে হ'ল ইস্কুলের আর সব-ই তো ভাল কিন্তু ফেরৎ গেলেই ত্রিকোণমিতি করতে হবে সে খেয়াল আছে!! ঝটপট নৌকো থেকে নেমে দেখি আমার ৩ বছরের পুত্র তার ঘুমন্ত বোনের গায়ে বিস্কুটের গুঁড়ো ছড়াচ্ছে মন দিয়ে! নাহ আজ আর স্মৃতি সমুদ্দূরে ডুব দেওয়া বরাতে নেই
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
হাহাহাহাহা! ধন্যবাদ আপনাকে!
আপনার ছেলে দেখি এক্কেবারে আমার বড় ভাইএর মতো! দুষ্টের শিরোমনি!
ছেলেমেয়েদের স্কুলে দিয়েছেন? ওদের স্কুলের দিনের সাথে নিজের মিল পান? লিখবেন? এটা নিয়ে?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার কন্যা খুব-ই ছোট, পুত্রটি যায় প্লে-স্কুলে এবং সেটি প্রকৃত অর্থেই খেলার যায়গা আনন্দমেলা(আমার-ও অবশ্য তাই মনে হত নিজের স্কুল সম্মন্ধে , টিচার এবং বাড়ির লোকজনের ভিন্ন মত থাকতেই পারে), আমার তো বেশ হিংসেই হয় এই বাচ্চাদের
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
মাঝে মধ্যে আমারও বড় হিংসে হয়! এরা কী অবলীলায় ঘুমিয়ে পড়তে পারে! শান্তির ঘুম বোধহয় শুধু শিশুদেরই হয়!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঘুম থেকে উঠেই এই লেখাটা পড়লাম। চমৎকার হইছে আপু, আমারও একই অবস্থা। যা দুষ্টামি করছি স্কুলে, এর মধ্যে আবার কিছু সিরিয়াস টাইপের ছিল।
আমিও অনার্যদার মত ঘোষণাগুলান শুনছিলাম।
অলস সময়
আমি সিরিয়াস টাইপ ঝালেমা করিনাই! বাসার সামনে স্কুল, আর সব টিচার থাকতেন আশেপাশেই! তেমন কিছু করলে আমার খবর আছিলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
চ্রম! লেখায় (গুড়)
love the life you live. live the life you love.
ওরে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওরে হাত্তি পুস্ট, উপরে হাত্তি মার্কা দেওনের লাইগা ১ তারা দিলাম পুস্ট ভালু হইছে, আবার ইশকুলে যাইতে মঞ্চায়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হাহাহাহাহা! থেঙ্কুস ভাইয়া!
মজার ব্যাপার হইলো ছোট হইয়া আর স্কুলে যাইতে মঞ্চায়! এখন যাইতে ইচ্ছা করে! টিচাররা এখনও আমারে চেনে, আর কতো আদর করে, না দেখলে বিশ্বাস হয়না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বেয়াদপ মাইয়াদের লিস্টে নাম আছে এখনও।
...........................
Every Picture Tells a Story
বকা দাও?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার কী মাথা খারাপ??
...........................
Every Picture Tells a Story
তাইলে ঠিকাছে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এ যাবত কালের মাঝে তোর লেখা সেরা লেখা এইটা!!
বহুদিন ধরে আকাশের তারা বিলানো ভুলে বসেছিলাম! আজ তোর লেখা পড়ে আকাশের ঝাঁপি উপুড় করে দিলাম তোর লেখায়
এক আকাশের তারা---শুধু তোর জন্যে---!!
হক কথা!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আপু...
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হাহাহাহাহা! ওরে সব্বোনাশ ভাইয়া!
ভালো থাকো, সবসময়!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ফেলে আসা স্কুল বাড়ি'র কথা মনে পড়লো!
পান্থদা, তাহলে হয়ে যাক?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অসাধারণ পোস্ট। খুবই মিস করি স্কুলের দিনগুলো। ইসসসসস যদি আবার স্কুলে ভর্তি হতে পারতাম!!!!
আমার কিন্তু আবার স্কুলে ভর্তি হবার ইচ্ছা নাই! এখন যেখানে আছি ভালোই আছি। কিন্তু স্মৃতি রোমন্থন একটা দারুণ জিনিস, তাই না?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আহা স্কুলের সেই দিনগুলো! মনে করিয়ে দিলেন আরেকবার। অবশ্য সেই স্মৃতিগুলো সবসময়ই চিরসবুজ।
কথা সত্যি! ইশকুল এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে কিছুই করা যায় না! যখন তাতে থাকি, তখন সেটা বিষবৎ! আর যখন ছেড়ে আসি তখন শুরু হয় পেটপুড়া!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরে বাহ! শতরান হবার আগেই মাঠে এসে মন্তব্য করতে পারলাম!
শোনো, তুমি যে আদতে লক্ষি আর ভদ্র, এই সত্য ফাঁস করে দেই সেটা না চাইলে জলদি জলদি আমার চা পাতার পোটলা এদিক পাঠিয়ে দাও। নালে কিন্তু লেখার মান মর্যাদা আর রইবে না। হুহ।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
এহ! আইসে! তুই বললেই কী আর না বললেই কী? আমার নামকরণের সার্থকতা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে!
আর বরং তুমিই লক্ষি আর ভদ্র থাকো সুনা! নইলে তোমার নিকোবিনা প্রাপ্তি আর হপে না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বিদ্যালয়ের মতো একটা পবিত্র জায়গা, যেখানে বালক বালিকাগণ শিক্ষালাভ করিতে যায়, সেই স্থানে এহেন দুষ্টমি? আপনাকে শাস্তি প্রদান করা হোক...
আহ্... সেইসব দিন... দিলেন মনডারে উতলা বানায়ে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কই? কিসের দুষ্টামী? আমিতো শুধু আমার নামকরনের সার্থকতা প্রমান করতে এইসব করসি! এটাই সত্য! বিশ্বাস করেন নজুভাই! বাকি সব কথা মিথ্যা! বানোয়াট! কসম খোদার!
আপ্নারে কেরদানিগুলার কথা কন দেখি এইবারে...
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অনেক!! ভালো লেগেছে। স্কুলে আমরা যে কয়জন বন্ধু সব থেকে দুষ্টামি করেছি আমাদের একসাথে কোন ছবি নাই, তাই এই কষ্ট মুছতে এইবার সব গুলা দেশে ফিরলে, স্কুলের ড্রেস বানায় আবার গিয়ে ছবি তোলার প্লান করলাম। জানুয়ারিতে সফলতা আশা করছি।
আপনাকে ধন্যবাদ লেখাটি দেয়ার জন্য।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
superb একটা নস্টালজিক writing ।আমিতো দুষ্টু বালিকার প্রেমে পড়ে গেছি। এমন একটা দস্যি মেয়েই আমার চাই। হাহাহা......।
ভাই আপ্নে ক্যাঠা? এম্নে ডর দেখায়? হার্টখান আরেট্টু হইলেই অ্যাটাকাইসিলো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
স্কুল একটা ফালতু যায়গা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
তোমার মাথা!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপা, লেখাটা অত্যন্ত ভালো লেগেছে। স্মৃতির পাতা থেকে অনেক কথার আলোড়ন টের পাচ্ছি।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
ধন্যবাদ আপনাকে! যেসব কথা মাথায় এসেছে সেগুলো লিখে ফেলুন না!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এখনকার "ভীতু" তোমার যদি এই অবস্থা হয়, তাহলে আগে যে কী দস্যি ছিলা, তা তো বলার অপেক্ষা রাখে না!
স্কুলকাহিনী পড়তে ভালো লাগলো।
বাহ! কী সুন্দর মন্তব্য!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
স্কুলের কথা মনে পড়ে গেলো। ক্লাস থ্রি থেকে টেন একই স্কুলে ছিলাম... কতো গল্প, কতো স্মৃতি জমে আছে। আশ্চর্য, স্কুলের কারো সাথেই তেমন কোনো যোগাযোগ নেই। কে কোথায় আছে, কেমন আছে কে জানে। লেখাটা খুব ভালো লেগেছে। সাথে আপনার সচলনাম যে সার্থক তাও জানা গেছে।
স্বাগতম আমার ব্লগ বাড়ীতে অমিত ভাই! আমাদের স্কুলের বান্ধবীদের সাথে অবশ্য এখনও আমার যোগাযোগ আছে ভালোমতোই! নিয়ম করে বছরে দুবার দেখাও হয় অনেকের সাথেই!
হাহাহাহাহা! ধন্যবাদ!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন