বারোয়ারি গল্প : ভূটান-৫

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: সোম, ০৮/১১/২০১০ - ৮:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব - মূলত পাঠক
দ্বিতীয় পর্ব - আনন্দী কল্যাণ
তৃতীয় পর্ব - বুনোহাঁস
চতুর্থ পর্ব - নজরুল ইসলাম


এই যে, আমার বান্দিপোতার গামছা! দেঁতো হাসি

|| পঞ্চম পর্ব ||

মীরা! বুঝতে চেষ্টা করলাম এতদিনের অনুচ্চারিত এই নামখানা উচ্চারণে ঠিক কতোটুকু বিস্ময় আর কতোটুকু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করা হয়ে গেলো মনে মনে! মীরা, আবার উচ্চারণ করলাম! নাহ! ঠিক জমলোনা! বছর পনেরো আগেই যে নামের ব্যবহার একরকম জোর করেই বাদ দিয়েছি তার উচ্চারণটাও প্রেমকুমারের ইনস্ট্যান্ট কফির মতোই বিতিকিচ্ছিরিই স্বাদেরই হয়ে গেলো!

অবাক হয়ে ভাবলাম, ইএসপি বলে আসলেই কি কিছু আছে? না হলে সকালে উঠেই আমার মীরার নামটাই বা মনে হবে কেন আর এখন এখানে এতো অদ্ভুত ভাবে মীরাকেই বা সপরিবারে দেখবো কেন! এই অনভিপ্রেত কাকতাল ঠিক কার ইচ্ছায় হলো জানতে ইচ্ছা করছে! শালা! এবার বাজবে কাজের বারোটা!

বিশ্ববিদ্যালয়ে মীরা পড়তো ইংরেজি সাহিত্য আর আমি সোশিয়লজি। টি এস সিতে আবৃত্তি করতে এসে দলের মাঝেই প্রথম পরিচয়, কী অদ্ভুত সাবলীলতা ছিলো মীরার মাঝে! আবৃত্তি করতে করতে চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরের দিকে তুলতো আর কপাল থেকে চুল সরাতো খানিক পর পর। মুদ্রাদোষটুকুর মাঝেও কী মায়া ছিলো! ফুলার রোডের সরকারী বাড়ির বৈঠকখানায় কবিতা নিয়ে বিষম তর্কের মাঝে লাইব্রেরি ঘেঁটে বই বের করায় ক্লান্তি ছিলো না কোনও! বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীরার বাবা আরামকেদারায় বসে আমাদের কর্মকাণ্ডে মিটি মিটি হাসতেন। ছিন্নপত্রাবলী থেকে কোমর ব্যথা নিয়ে রবিঠাকুরের কবিতা বলতাম আর মীরা অনুচ্চ স্বরে আমার সাথে ঘোর তর্ক করতো যে আমি নাকি সেগুলো বানিয়েছি। পরের দিন বাসা থেকে বই এনে দেখানোর পরে ফর্সা মুখে কী সেই লালের ছোপ আর মীরার বাবার দিলখোলা হাসির জবাবে, "এসব কী হচ্ছে বাপি!" বলে গজগজ করতে করতে মীরার রাগ মাখা মুখ!

ধুত্তোরি ছাই! তিরিশের উপর বয়েস হলো আর এখনও সেই নব্য কুড়ি-র স্মৃতিতে বিভোর আমাকে কষে একটা চড় মারতে ইচ্ছা হলো! এগিয়ে গেলাম সামনে, হাসিমুখে। মীরার মুখোমুখি তো হতেই হতো কোনও না কোনও দিন।

মীরা বলে ছোট্ট একটা ডাক দিলাম। কিছুটা অবাক হয়েই মেয়ের হাতে ধরা রংবেরঙের ফুল গুলোর থেকে চোখ তুললো মীরা, তুলেই অকপট বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠলো, " আরে অয়ন, তুমি এখানে!" অতঃপর যা হয়, পরিচয় পর্ব শেষে মীরা ও তার পরিবার সামনে এগিয়ে গেলো ঘুরে ফিরে দেখতে আর রুমের চাবি নিয়ে আমিও সোজা দোতলার সেই ছিমছাম রুমে! এবার কিছুটা কাজ হোক!

দরজায় মৃদু ধাক্কা দিয়ে প্রেমকুমারের কাঁচুমাচু মুখ, "শাব, রাতমে ক্যায়া খায়েগা?" ভাবলাম কী খাবো। সবজী কম পাওয়া যায়, তাহলে আতপ চালের সুগন্ধি ভাতের সাথে মুরগীই সই! বললাম, "মুর্গা বানানা, লেকিন মিরচি থোড়া কাম দেনা প্লিজ।" এরা যে ঝাল খায়, দুদিনেই আমার নাড়িভুঁড়ি ফুটো হতে বাধ্য।

থাক, আর মীরার ভজনে না যাই। বরং দুপুর পার করে যে ফিরলাম তা নিয়ে একটু ভাবা যাক। এখনে নাকি অপরাধ প্রবণতা খুব কম, একেবারে জিরো ক্রাইম বলা যায়। এদের রাজাও নাকি রক্ষী ছাড়াই গাড়ীতে ঘুরে বেড়ায়। অবশ্য সাহেবসুবো নিয়ে ব্যবসা শুরু করলে মনে হয়না এই ভার্জিনিটি টুকু রক্ষা পাবে! বাড়িগুলো বড় সুন্দর, রং-বেরং এর অর্কিডের মাঝে রাস্তা ভরা বাচ্চা দেখতেও ভালো লাগে। মীরার মেয়েটাও কী সুন্দর ফুটফুটে হয়েছে। ফুলের মতো, নামকরণ সার্থক!

ধুর! আবারও মীরার লুপে পড়ে যাচ্ছি মনে হয়! মাথাটা খালি করা লাগবে। বারান্দায় গিয়ে সিগারেট ধরালাম!

--------------------------------------------------------------------------

দোহাই মূলোদা, আমার এই গামছা বোনার সামান্য প্রয়াসটা দেখে রেগে গিয়ে আমাকে মারবেন না! আমি ছোট মানুষ, লেখালেখিতে আমার দৌড় সামান্যই। আপনি সূতা দিলেন, আর আমি আমার সাধ্যমতো বাঁদিপোতার গামছা বোনার চেষ্টা করলাম! এই আর কি! হাসি


মন্তব্য

বইখাতা এর ছবি

এই পর্বটাও বেশ ভাল হয়েছে তো বালিকা। চলুক এবার না থেমে গল্প লেখা চালিয়ে যান। হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হাসি ধন্যবাদ আপু! হাসি

হাহাহা, আমার আবার লেখালেখি! দেঁতো হাসি আমি হইলাম আব্জাব বালিকা! বাঁদিপোতার গামছাই আমার শেষ সম্বল ডিগ্রী গাইড! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

বাহ! সুন্দর হয়েছে।

আমি একটু ত্যানা পেঁচাই?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

থাঙ্কু!

এটাতো বারোয়ারি ত্যানা, পেচাও! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

১) অয়ন, মীরাদের বয়স:

প্রথম পর্বে "ছেলে বড়ো হচ্ছে, তার কলেজের জন্য টাকা জমানো আছে"
তৃতীয় পরে বলা হলো মীরার ছানাটি ইশকুলে যায়।

ওদের বয়স তাই চল্লিশের কাছেপিঠে হবে হয়ত। চল্লিশের কমও হতে পারে। কিন্তু তিরিশের উপর বললে বেশি তরুণ ঠেকছে যেন।

"মেয়েটিকে দেখা গেলো ভিজে চুপচুপে জামা গায়ে উঠে আসতে। সাথের ভদ্রলোকটি, যাকে জুঁইয়ের বাবা বলে আন্দাজ করেছিলাম, দেখা যাচ্ছে বয়সে বেশ তরুণ। ত্রিশের কাছেপিঠে হবে বয়স।" দিয়ে সে ইঙ্গিতই করেছিলাম। তরুণটি সম্ভবত জুঁইয়ের বাবা নন।

২) অয়ন, মীরা দেখা হলো এদ্দিন পর।

মীরা বলে ছোট্ট একটা ডাক দিলাম। কিছুটা অবাক হয়েই মেয়ের হাতে ধরা রংবেরঙের ফুল গুলোর থেকে চোখ তুললো মীরা, তুলেই অকপট বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠলো, " আরে অয়ন, তুমি এখানে!" অতঃপর যা হয়, পরিচয় পর্ব শেষে মীরা ও তার পরিবার সামনে এগিয়ে গেলো ঘুরে ফিরে দেখতে আর রুমের চাবি নিয়ে আমিও সোজা দোতলার সেই ছিমছাম রুমে!

ব্যস! আর কিছুই না! মীরার প্রতিক্রিয়া কী ছিলো? জুঁইকে সে কীভাবে পরিচয় করিয়ে দিলো? সাথের ভদ্রলোকটিই বা কে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

১। বুনোপা, তোমার উল্লেখিত,

পনেরো বছর আগে মীরা, আমি কেউ-ই কফি খেতাম না।
হিসেব করেই যদি প্রেমটা হয় বিশ্ববিদ্যালয়ের বয়সে তাহলে এখন তাদের বয়েস মধ্য তিরিশের ঘরে হবে ধরে লিখেছি। আর তিরিশের উপরে বললে সেটাতো আশিও হতে পারে তাই না? এইটা শুধু একটা ম্যানার অফ সেয়িং বলতে পারো। আর আজকাল বাচ্চার জন্মের পর থেকেই তাদের জন্যে সেভিংস অ্যাকাউন্ট করা হয়, যেটাতে স্কুল-কলেজ-ইউনিভার্সিটি ভাগে টাকা জমানো সম্ভব। যেমন ধরো ব্র্যাক ব্যাঙ্কের নতুন একটা অ্যাকাউন্টের নাম হলো "ফিউচার স্টার" সেটায় জমানো টাকা তোলা যায় ১৮ বছর বয়েস হলে, কিন্তু জমানো শুরুতো হয় বাচ্চার ছোটবেলা থেকেই, তাই না?

আর তরুণটি কে এই নিয়ে আমি আলোকপাত করিনাই, সে মীরার দেবর হতে পারে বা নতুন বয় ফ্রেন্ড, যে যেরকম ভাববে আর কী!

২। মীরার সাথে পরিচয় পর্বে প্রেমটা যে দুই পক্ষের ক্ষেত্রে তীব্র ছিলো এই দিকে কিন্তু তেমন আলো ফেলা হয়নি। আনন্দীদির পর্বে মীরার প্রতি অয়নের ভালোবাসার, ভাবাবেগের তীব্রতা দেখানো হয়েছে, মীরার অনুভূতির কিন্তু না। অনেক সময়ই কিছু মানুষ থাকে যারা ভেবেই আসে যে দুনিয়া তাদের দাস, সমস্ত ভালোবাসা তাদের প্রাপ্য! এরকমটা হলে মীরার জন্যে এই উদাসীনতাটা স্বভাবগত অনুভূতি। যেমন হুমায়ুন আহমেদের "একটি নীল বোতাম" গল্পের এশা, আন্তরিকতাটুকুতেও খাদ নেই আবার যথেষ্ট রকম ভাবে কেয়ারফুলি কেয়ারলেসও বটে! আবার খুব কন্ট্রোলড স্বভাবের হলেও কিন্তু মীরার কাছ থেকে প্রতিক্রিয়া খুব বেশী আশা করা যায় না। যেমন "তিতলি" সিনেমায় অপর্ণা সেনের অংশটুকু।

মীরার সাথের ভদ্রলোকটির ব্যাপারে পরের লেখক আমাদের ভালো বলতে পারবে আশা করি। ব্যাপারটা অনুচ্চ রাখতে চাচ্ছিলাম, হয়তো এটা মীরা-অয়নের সম্পর্ক আর এই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।

যদিও লেখার আগে নোটপ্যাডে এই গল্পের প্রতিটা ডিটেইল নোট করে নিয়েছিলাম, তবুও শেষমেশ এটা একটা গল্পই, হোয়াই সো সিরিয়াস? খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারির হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

আচ্ছা, যাও সিরিয়াস হলাম না। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহা, ওকে! কিন্তু লজিকে গড়মিল থাকলে জানিয়ো! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আনন্দী কল্যাণ এর ছবি

হুম, সেটাই। পুরো ব্যাপারটাই অয়নের দিক থেকে একতরফা হতে পারে। মীরা হয়ত কখনোই সেভাবে ভাবেনি।

কালকে কিল বিল দেখছিলাম আবার, আমার অত্যন্ত প্রিয় সিনেমা খাইছে, সেই থেকে মাথায় খুনোখুনি ঘুরছে। আজকে বালিকার ভূটান দেখেই ভাবলাম নিশ্চই এবার একটা মারদাঙ্গা গল্প পড়ব, বালিকার কাছে অনেক আশা দেঁতো হাসি

বালিকা, এরপর থেকে কি সলো গল্প আশা করতে পারি? সাথে অলংকরণ? এই গল্পটায় ও
ভূটানের বৃষ্টি, মীরা, বাঁকা রাস্তা এসবের একটা তোমার আঁকা ছবি থাকতে পারত হাসি

দুষ্ট বালিকা এর ছবি

আরে! কিল বিল আমার মারাত্মক প্রিয়! মনমেজাজ খ্রাপ হইলেই আমি এইটা দেখি! দেঁতো হাসি

আমিতো ভূতের গপ্পো লিখসিলাম! পরে মাইরের ভয়ে বাদ্দিয়েদিসি! মন খারাপ

আর এই গল্পটার জন্যে আসলেই একটা ছবি মাথায় ছিলো! বৃষ্টির মাঝে পাহাড়ী রাস্তায় একটা বাচ্চা মেয়ের দুহাত ছড়িয়ে ঘোরা! অনেক কিছুর মতোই এটাও প্রোক্যাস্টিনেশনের চিপায় পড়ে গেলো! মন খারাপ

আমার থেকে গল্প আশা করাটা কিন্তু আসলেও ভুল হবে আপু। আমিও লেখক আর তেলাপোকাও পাখি! দেঁতো হাসি আমার কাছে তোমার অনেক আশা শুনে কলার উচিঁইয়ে নিলাম! দেঁতো হাসি এই কথাটা কেউ কখনও বলেনাই আমাকে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

খাইছে আমারে, গামছা নিয়া ত্যানা পেচানি?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

আরে ভাই, দুনিয়াতে ত্যানার জন্মই হইসে প্যাচ খাওয়ার লাইগা! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ইয়ে এ পর্বেও দেখি কোনো 'সিন-সিনারি' নাই। মন খারাপ

লেখা ভালো হইসে। গল্প লেখা শুরু করে দাও। পুরোদমে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

ব্যাদ্দপ পোলা! আমি না থোতো? আমি ক্যাম্নে এইসব লিখবো? তুমি দেখায় দাও, শিখি! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

একে তো ঐ যে সব রোমহর্ষক আইডিয়া দিলাম তার একটাও কাজে লাগান নি। কমেন্ট লিখে ভাবছিলাম ক্যাবারে-ভজন-কুম্ভকিমেলা লিখলেও কার-চেস লিখতে ভুলেছিলাম, এখন দেখি কোনো মতেই এইটা ০০৭ বানানোর ইচ্ছা নাই আপনার! যাতা এক্কেরে!

যাক, পড়তে তো ভালোই লাগলো তাই এ যাত্রা বেঁচে গেলেন। কিন্তু সে যাই হোক, লিটেরালি দেড় হাতি গামছা বুনবেন? এই মাপের এপিসোড হলে তো শেষ হতে পাঁচ বচ্ছর লাগবে! আট্টু লিখুন লম্বা লম্বা! হাসি

দুষ্ট বালিকা এর ছবি

আরে আরে দূর দূর! এইসব করে আমার সাধের ভূটানের শান্তির মারে মাইরা ফেলাই ক্যাম্নে মূলোদা? এটা ভূটান না হয়ে চীন বা জাপান হইলেও নিদেন পক্ষে ক্রাইটনের রাইজিং সান ধরনের একটা রগরগে খুন-জখম পূর্ণ গপ্পো না লিখে ছাড়তামনা! কসম খোদার! খাইছে সেটাতে কার রেসিংতো রেসিং মায় ড্রিফটিংও ঢুকাইতাম, সত্যি! খাইছে

আমি আরও বড়-ই লিখেছিলাম। পাঁচ প্যারা বাদ দিয়েছি! দেঁতো হাসি অন্যদেরগুলোর কাছে নাহলে আমারটা অনেক বেশী বড় দেখাতো। তাই জুঁই এর হলেও হতে পারে বাবার গা ছমছমে ইতিহাসের হলো শিফট+ডিলিট! তার শ্রাদ্ধ নাহয় পরের লেখকই করুক! দেঁতো হাসি

পড়লেন বলে ভালো লাগলো! আজকালতো বড় ব্লগারদের পদধূলি পাই না বলে গেলে, আমার বাড়ীতে। আপ্নারা এলে ক্যামন গর্ব গর্ব হয়! খাইছে

আবারও বলি, মূলোদা একসময় আমাকে তুমি বলতেন। সাহস পেয়ে আমিও বলতাম। বেড়াতে না আসতে আসতে এখন সেই বড়ভাই-ছোটবইন সম্পর্ক মনে হয় চুকেবুকে গেছে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

আরে না না, এতো অল্পে বিস্মৃতির ধুলো পড়ে না। দেখলে না কাল সুহান সাহেব 'বালক' শুনে কেমন খেপে গেলেন? হাসি তাই ভয়ে ভয়ে "তুমি" না বলে "আপনি" বলছিলাম। আবার না হয় "তুমি" হবে।

সত্যি কথাটা হলো এই যে তো সমবয়স্ক বা বয়েসে ছোটোদের সাধারণত আমি "তুই"ই বলি, তবে পাবলিক ফোরামে সেইটা নেহাতই বাড়াবাড়ি হয়ে যাবে।

দুষ্ট বালিকা এর ছবি

আমিতো গনহারেই সবাইরে তুমি বলি! এইজন্যে মনে হয় গম্ভীর মানুষেরা আমাকে দেখতে পারেনা! তাতে অবশ্য আমার বয়েই গেলো! খাইছে

তুই বললে সমিস্যা নাই গো! এখানেও অনেকেই বলে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

সুন্দর লিখেছো বালিকা হাসি তবে আরো বড় হলে ভালো হতো।

হু'জ নেক্সট?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মূলত পাঠক এর ছবি

কেউ হাত না তুললে আপনিই শুরু করে দেন না!

তাসনীম এর ছবি

সব্বোনাশ...ভুটানকে তেজগাঁ বানিয়ে ফেলব যে হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মূলত পাঠক এর ছবি

ভূটান কি আর ভূটান আছে এমনিতেও? প্রেমের যা জোয়ার লেগেছে ও জায়গা তো এখন বৃন্দাবন হয়ে গেছে। হাসি তেজগাঁ হলে একটু তেজটেজ আসবে, তাতে যদি ০০৭ হয়।

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি ওরে! মন্তব্য পড়ে হাসতে হাসতে শ্যাষ!

মূলোদা, আমি কিন্তু একটা গা ছমছমে ভূতুড়ে গল্প ফাঁদতে যাচ্ছিলাম! যেমন ধরো, জুঁই আর যে ভদ্রলোক ছিলো প্রথমে তাকে অয়ন আর জুঁই দেখতে পেলেও মীরা দেখতে পায় না। এরকম কিছু করতে গিয়েও করিনাই! পেমতো আমিও ভালু পাইনাগো দাদা! কী আর করা বলো! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

এই রে! এমন হলে কিন্তু দারুণ হয়! এখনো সময় আছে। হতে পারে অয়ন স্কিটজোফ্রেনিক। সবই তার অবাস্তব ভাবনা।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

হু! পুরো মীরা এপিসোড বা নয়না এপিসোড দুটোর একটা কল্পনা বানিয়ে দেয়া যায়। অথবা অয়ন আসলে কোনও সিরিয়াল কিলার! এক্কেবারে ইয়া ভিশুমাইক গল্প হবে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে জোস!! আমার মাথায় একটা আইডিয়া আসতেছে! দেঁতো হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

এক্ষণী কিবোর্ড কান্ধে নিয়া থুক্কু কোলে নিয়া লেইখা ফেলাও! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

হা হা হা... :গড়াগড়ি দিয়া হাসি ...আমার এই গল্পটাকে খুনাখুনির দিকে নেওয়া ইচ্ছে আছে...কিন্তু এই পর্যায়ে কি আর সেটা সম্ভব?

কেউ না থাকলে আমি হাত তুলতে পারি, প্রেম আর খুন ভালো লাগবে কী না জানি না। গতরাতেই ক্যাসিনো রয়্যাল দেখেছি...তেজ থাকতে থাকতে লিখতে হবে হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

আরে কী বলো ভাইয়া! কেন সম্ভব না? ডরাইলেই ডর... খাইছে জানোনা?

লেখ লেখ, তেজ থাকতে থাকতে লেখা নামায় ফেলো! হয়তো এরপরে আমি আরও একবার আসবো কিল বিল না হোক সেটারে পাল্প ফিকশন বানাইতে! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে মূলোপাঠুদা, আমি কিনা ভাবতেছিলাম, এইটা সত্যি সত্যি একটা জমজমাট খুনজখমরক্তপিপাসুমার্ডারমিস্ট্রি হপে! সেই ভাবনা থেকেই আমিও হাত তুলসিলাম মনে হয়! নজরুল ভাইয়ের পর্বে বকাঝকা করে আসলাম তাই কেবলই। এখন আমাকে দিয়ে কি এইসব পেমটেম আলা প্যাতপ্যাতে জিনিস হয়??! মন খারাপ আসলেই যদি তাসনীম ভাই এইটারে তেজগাঁর ০০৭ বানাইতে না রাজি হইলেও থিম্পুর ০০৮ বানান, আমি তাইলে তাও এইটার মোড় ঘুরাবো কিনা ভাবতে রাজি হইতারি! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তাসনীম এর ছবি

ইচ্ছে থাকলে শুরু করে দাও...জায়গা তোমাকে দিলাম। আমি প্রেম আর খুন দু'টার কোনোটাই ঠিকমত করতে পারি না হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

ভাইয়া, প্রথমটার কথা বাদ্দিলাম! দ্বিতীয়টা করার ইচ্ছা ছিলো না কী? খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ইয়ে মানে, তুমি তো রিয়াল লাইফের কথা বলছো না? আমার মানে দু'টোই করার ইচ্ছে আছে, প্রথমটা আসলে হচ্ছে না, আর দ্বিতীয়টা এইত এই মাস শেষ হবার আগেই করে ফেলতে পারি, ইয়া আলিইইইই বলে! কিছুরই গ্যারান্টি নাই আসলে, দুই দিনের দুনিয়া! মন খারাপ জানের শান্তি দিয়ে কথা! খাইছে

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

এক নাম্বারটা নিয়ে কোনও তেল নাই আর! কয়েকবার করা হয়ে গ্যাছে! খাইছে আর দুই নাম্বারটা করা শুরু করলে মনে হয় সিরিয়াল কিলার হয়ে যাবো। আমারও ডেক্সটার টাইপ ব্যাপার আছে মাথার ভিত্রে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ব্রুনো [অতিথি] এর ছবি

ভয় পাইছি মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

আহাহা ভাই ব্রুনো, ভয় পাবেন না! আপনার সাথে পেম করার বিন্দুমাত্রও ইচ্ছা নাই আমার, তবে খুনের ব্যাপারে শিওরিটি দিতে পারতেসিনা! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ব্রুনো [অতিথি] এর ছবি

প্রথমটার ব্যাপারে আমারও কোন আশা নেই। ভয় আসলে দ্বিতীয় কারনেই পাইছি।

দুষ্ট বালিকা এর ছবি

আপনার ভয় সঙ্গত কারণেই করা! হাসি খুন করার জন্যে কাউকে না পেলে আপনার কথা বিবেচনায় আনবো! আপনার ঠিকানাটা আমার মেইল করে দিয়েন! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ব্রুনো [অতিথি] এর ছবি

আমি প্রান ভরে দোয়া করতেছি যাতে আপনি কাউরে না কাউরে পেয়ে যান। যদি নাই পান... সেক্ষেত্রে... আমাকে... ঠিক আছে, মরতে তো হইবোই, নাকি?মন খারাপ গল্প ভালু পাইছি। হাসি

এই থ্রেডটারে আর সরূ না করি, এবারের মতো থামি, নাকি?হাসি

দুষ্ট বালিকা এর ছবি

মরতে রাজী হইলেন? এতো সহজে? ধুর্মিয়া! কই আরেকটু ত্যানা পেচাইবেন আর আমি আপ্নেরে ছাইড়া দিমু, দিলেন তো মেজাজ বিলা কইরা!

ভাইবা দেখি কতো যন্তন্না দিয়া আপ্নারে মারণ যায়! দেঁতো হাসি

এখন আর গফ ভালো পাইসেন কইয়া কী হইবো? মরতে আপ্নারে হবেই! মুহুহুহু! দেঁতো হাসি

আইচ্ছা!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অকে, ডান! আমি প্রেমকে খুন করে দেব! ইয়া ভিশুমাইক! ডিচিয়া!! ডিচিয়া!!! ডিচিয়া!!!! <রজনীকান্তের গুলির শব্দ, রোবট হতে!>
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারপরের পর্ব আপনার জন্যে! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

আইন্না রাস্কেলা! মাইন্ড ইট! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হরফ এর ছবি

@তাসনীম- হোক হোক খুন জখম হোক। সব লাল হো জায়েগা, বেশ ভালোই জমবে হাসি

@ দু: বালিকা- ভাল লিখেছেন, তবে গামছা আর এট্টু লম্বা হলে আরো ভাল হত এই আর কি হাসি

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

দুষ্ট বালিকা এর ছবি

গুনে গুনে পাঁচ প্যারা বাদ্দিলামগো আপু! ছোটতো লাগবেই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

আরে লিখে ফেলেন তাড়াতাড়ি, ঐ ০০৭এর উত্তেজনা টাটকা থাকতে থাকতেই। অন্ততঃ তিন খানা খুন চাই, আরো যা যা বলেছিলাম সেই সব রাজাহানি-রাহাজানি কার-চেস পাহাড়-থেকে-ঝোলা ইত্যাদি ইত্যাদি। এমন লিখুন যাতে গুলিয়ে যায় ভূটান না ভেগাস!

তাসনীম এর ছবি

...এবং এর সাথে সাথে হিরোর নাম বদলে প্রখর রুদ্র করে দেব...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

উরিত্তারা! তারপরে আবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া নিয়ে বসোনা যেন! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অপছন্দনীয় [অতিথি] এর ছবি

না না প্রখর রুদ্র না...ওই ভদ্রলোক নর্থ পোলে 'জলহস্তী'র সাথে ফাইট করে অভ্যস্ত, ওনার জন্য ভুটান বা ভেগাস ঠিক উপযুক্ত হবে না। আপনি বরং 'তক্তপোষের পোক্ত ছারপোকা'র হীরক সেনকে নিয়ে চেষ্টা করে দেখতে পারেন - উনি হাইলি টেকনিক্যাল মানুষ। ভদ্রলোকের পরিচয় ঠিক মনে করতে না পারলে প্যালারামকে জিজ্ঞেস করলেই পাবেন।

ভালো কথা, ভুটান শব্দটা মনে হয় হ্রস্ব-উ কার দিয়ে লেখা হয়, যদিও আমি ঠিক নিশ্চিত নই - পরবর্তী লেখক একটু দেখবেন কি?

নাশতারান এর ছবি

বাংলা একাডেমী তাবৎ বিদেশি শব্দে ই-কার, উ-কার দিতে বলে। সে হিসেবে Bhutan হবে ভুটান। কিন্তু নামের উৎপত্তি হয়েছে সংস্কৃত ভূ-উত্থান থেকে অর্থাৎ উঁচু ভুমি। সে অর্থে তো ভূটান হওয়া উচিত, তাই না?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অপছন্দনীয় [অতিথি] এর ছবি

উৎপত্তির ব্যাপারটা জানা ছিলো না। ধন্যবাদ।

দুষ্ট বালিকা এর ছবি

আরে আরে বেচারা প্যালারামকে আবার টানা হ্যাঁচরা ক্যান? পিলের দুখেই বেচারা নাই একেবারে আর আপনি কিনা তারে আমার অহাদ্য এই গল্পে টেনে আনলেন। তবে বলেছেন ভালোই। হীরক সেন আসলে ব্যাপারটা বেশ হাই এন্ড ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস টাইপ হয়ে যাবে! আমরা তখন সমস্বরে বলো, "ইয়াক ইয়াক!" খাইছে দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

হাসতে হাসতে কুপোকাত! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

থ্যাঙ্কু ভাইয়া! আরও বড় ছিলো। শেষটুকু বাদ দিয়েছি! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো হইছে, অন্তত আমার মতো ফাঁকী যে দেন্নাই তা দেইখা শান্তি পাইলাম... পরের জন কে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

থ্যাঙ্কু! তয় আপ্নারটা থেকে আসলেই অনেক এক্সপেক্টেশন ছিলো! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! আমি কেবলই আপনার পর্বে আপনাকে আরাম করে বকে দিয়ে এলাম, আনন্দীকেও! দেঁতো হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! ভালো করসো! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

বস নেই অফিসে, লেখা শুরু করলাম...মীরার খবর আছে এই বার...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! খাস নেপালী উচ্চারণে বলি, "মীরারে, তু তো গ্যায়া!" খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী এর ছবি

আগে পরে কিছু পড়িনি। তাই মাথার উপ্রে দিয়া গেল। মন খারাপ

এবার প্রথম পর্ব পড়ি গিয়ে। হাসি


কাকস্য পরিবেদনা

দুষ্ট বালিকা এর ছবি

কষ্ট করে করে এই এত্তোগুলা লিঙ্ক দিলাম, তাও এই অবিচার? মন খারাপ যাও, তোমার সাথে খেল্বোনা! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অসুবিধা নাই কিছু, এখন ঢুকে পড়ে, পাহাড় থেকে বাস ভর্তি সব ক্যারেক্টারকে ফেলে দেন খাদে, নেক্সট জেনারেশন থেকে গল্প রিস্টার্ট হউক, আসেন আসেন, দলে নাম লেখান, এমনিতেও আমার পরে আর কারো মাথা খারাপ দেখা যাচ্ছে না! কেউ লিখতে রাজি হয় নাই এখনো! খাইছে

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

বল্লামতো আমি আছি! দরকার হলে কিল বিল, পাল্প ফিকশন, দান্তে'স ইনফারনো, হেল্বয় সব দেইখা লিখুম! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্নিগ্ধা এর ছবি

বাহ! আচ্ছা তাইলে আমিও নাম লিখালাম এই দলে। আমি ১০২ নাম্বার পর্বটা লিখবো, ঠিকাসে? দেঁতো হাসি

মূলত পাঠক এর ছবি

না মোটেও ঠিক নাই। ফাইZলামি পাইছেন? এই অপরাধে আপনার জন্য পরের এপিসোড ধার্য করা হইল। খাতাকলম নিয়ে তৈরি থাকেন।

স্নিগ্ধা এর ছবি

ছিহ্‌, পাঠক ভাইয়া, রাগারাগি কর্ত্তে হয় না! অবশ্যই আমি খাতাকলম নিয়ে রেডি রইলাম - ১০১ নাম্বারটা যেদিন পোস্ট হবে, তার দুই মাসের মধ্যেই আমি ১০২ নাম্বারটা পোস্টাবো। পোস্টাবোই পোস্টাবো, কেউ আমাকে রুখতে পার্ব্বে না!!!

দুষ্ট বালিকা এর ছবি

স্নিগ্ধাপু! এই মেগাসিরিয়ালের কথা চিন্তা করে আমারতো ডরে হাত পা...ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মেহবুবা জুবায়ের এর ছবি

তোমার প্রেতিভায় মুগ্ধ হইলাম গো বালিকা------

--------------------------------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

ইইয়ে মানে!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।