ট্যাগ: নাম্বার সেভেন...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: রবি, ১৪/১১/২০১০ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার তিনবছরের মেয়েটা সফেদা খেতে খুব পছন্দ করে। এক্কেবারে মায়ের বেটি। ল্যাবএইড থেকে বেরোবার ঠিক আগে আগে আম্মা জোর করে তাই হাতে গুঁজে দিলেন সফেদার একটা থলে, তার নানুভাইয়ের জন্যে। অরণীটার মাথায় তার মায়ের মতোই ক্যারাব্যারা আছে, দুষ্টের শিরোমণি। এই বয়েসেই এমন সব কথা বলে বসে মাঝে মাঝে, মাহফুজ আর আমি হা করে তাকিয়ে ছাড়া কিছু করতে পারি না!

ইসলামপুরের ছোট্ট বাসাটার মতোই আমাদের সংসারটাও নতুন। মাত্র চার বছর হলো মাহফুজের সাথে বিয়ের, এখনও প্রেমের মৃত্যু হয় নাই। মাঝে মাঝেই সন্ধ্যায় পরিটাকে সাজিয়েগুজিয়ে দুজনে রিক্সা নিয়ে ঘুরে বেড়াই জাবি ক্যাম্পাসে, খোকন মামার চটপটি চেটেপুটে খাই! অরণীটার সব বিরক্তির প্রকাশ এক শব্দে, "উফফ"! চটপটির ডাল মুখে দিলে গরম হোক বা ঠাণ্ডা চোখ মুখ কুঁচকে একবার উফফ বলবেই দুষ্টটা!

অফিসের বেলী আপার ছেলে অরিত্রর সাথে মিল দিয়ে দুজনে বুদ্ধি করে মেয়েটার নাম রেখেছি অরণী। এরা দুইটা বড় হয়ে প্রেম করবে আমার আর মাহফুজের মতো। এই ভবিষ্যৎ ভাবনায় বেলী আপার সে কী হাসি! মাহফুজ আমাকে আস্তে করে বকে দেয়, বলে পাগল। আমি হাসি, দেখাদেখি পুচ্চি মেয়েটাও হাসে। ছোট্ট গোলগাল নরম চুলে ভরা মাথাটাকে বুকে টেনে নিয়ে মেয়েকে শুধাই, "কিরে বেটি, প্রেম করবি না অরিত্রর সাথে?" অরণী সংক্ষেপে বলে, "কব্বো!"

বেশ কিছুদিন ধরেই মা অসুস্থ! ল্যাবএইডে নিয়ে গেলাম আজকে থরো চেকআপ এর জন্য। অফিস ছুটি নিতে হলো। অবশ্য বেলী আপা আর কণিকাদি আছে, সামলে নিতে পারবে। শ্যামলীতে মাকে নামিয়ে দিয়ে বাসে উঠলাম। সবসময়ের মতো বাস আজও টইটুম্বুর! ঢাকায় আসতে ইচ্ছা করে না এই কারণে। ভাগ্যটা অবশ্য দেখা গেলো আজ বেশি খারাপ না! টেকনিক্যাল পৌঁছাতেই একটা সিট পেয়ে গেলাম। হেডফোনের ভলিউম ঠিক করে চোখ বন্ধ করে আকাশ-পাতালের চিন্তার খেরোখাতা খুলে বসলাম। একনাম্বারে ভাবতে হবে অফিস যাবো নাকি সোজা বাসা! অফিস পৌঁছাতে পৌঁছাতে অবশ্য লাঞ্চ আওয়ার হয়ে যাবে। ঠিক করলাম বাসাতেই যাবো। দুই নাম্বারে আছে, বাসায় গিয়ে দুপুর পার হলে মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে মনোয়ারা আপার সাথে দেখা করতে হবে। কলতান-এ দিবো ভাবছি অরণীকে এই ডিসেম্বর থেকে। বাচ্চারা কতো জলদি বড় হয়! এইতো ক'দিন আগেই জন্মালো, আর এখনই স্কুলে পড়ার বয়েস হয়ে গেছে! এরপরে হর্টাসে যেতে হবে পাতাবাহারের একটা গাছ আনতে, স্যান্ডেল সারাতে দিবো, অরণীর একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে আর আমারটার কয়েকটা প্রিন্ট দরকার। মুরগি কেনা লাগবে, আর কিছু সবজি। ওহহো! ফ্রিজে কী একটা যেন গোলমাল হচ্ছে, পানি পড়েই যাচ্ছে কদিন ধরে, মেকানিক ডাকতে হবে। ঈদ সামনে তার জন্যেও কিছু প্রস্তুতি দরকার। মোট সাতখানা কাজ, আমার লাকি নাম্বার! বেশ ক'বার লিস্টিটা আউড়ে নিয়ে চোখ বুজলাম। অফিস ছুটিটাকে পুরোপুরি কাজে লাগাই আজ!

বোধহয় ঘুমিয়েই পড়েছিলাম, তীব্র ঝাঁকুনিতে ঘুম ভাংলো! কান থেকে হেডফোন, হাত থেকে ব্যাগ ছিটকে কই গেলো কে জানে। বাসের সিট থেকে সেই সাথে আমিও। প্রচণ্ড শব্দ, জানালার কাচ ভাঙা, মানুষের চিৎকার, একগাদা পাগলপ্রায় শরীরের সাথে বাড়ি খেতে খেতেও বুঝতে পারছিলাম না কী হচ্ছে! খুব শখ ছিলো নাসায় গিয়ে জিরো গ্র্যাভিটি অনুভব করার, সেরকম কেমন নিরালম্ব ভাব হলো যেন। হাত পা ভারহীন, শরীরটা পালকের মতো। ভয়াবহ শব্দের সাথে বাসটা গড়িয়ে যেতে লাগলো নিচে। বাসটা উলটে যাচ্ছিলো, ভিতরের যাত্রীরা তালগোল পাকাচ্ছিলো জীবন্ত ময়দার দলার মতো, দুমদাম বাক্স-প্যাটরার বাড়ি খেতে খেতেও একটা বাচ্চা হঠাৎ কোথা থেকে যেন ছিটকে এসে আমার বুকে ধাক্কা খেলো। অরণীর বয়েসি! ঐ সাংঘাতিক অবস্থাতেও বাচ্চাটার জন্যে হাত বাড়িয়েছিলাম! পানিতে পরার আগে এক মহিলার তীব্র চিৎকার শুনেছিলাম মনে হয়, মনে হচ্ছিলো চিৎকারটা বেজে চলছে একনাগাড়ে, আমার মস্তিষ্কের ভিতরে। নিউরনে অনুরণন চলছে টানা!

মৃত্যুর ঠিক আগে আগে নাকি মানুষের পুরো জন্মের স্মৃতিচারণ হয়ে যায়? আমি তো অরণীকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না! অজানা সেই ছোট্ট মা-টাকে বুকে চেপে ধরে ভাবছি আমার মেয়েটার কথা। মা আমার, তোকে কি আর বুকে নিতে পারবো?

এনাম মেডিক্যালের বারান্দায় সার বাধা লাশের মাঝে মাঝ কুড়ির একটা মেয়ের লাশ। শাড়ি পরা, ডান পায়ের বুড়ো আঙুলে সুতা দিয়ে বাঁধা ছোট্ট একটা ট্যাগ, তাতে লেখা, নাম্বার সেভেন, লাকি নাম্বার!

-------------------------------------------------------------------------
কিছুদিন আগে জাতীয় দৈনিকগুলোতে একটা খবর এসেছিলো বড় করে। সেদিন গুলিটা বলা যায় আমার কানের একেবারে পাশ ঘেঁষে গিয়েছে। ক্লাস ছিলো সেইদিন, অন্যদিনের মতো সেদিনও বৈশাখীতেই সাভার পর্যন্ত গিয়ে লোকালে চেপে জাবি যেতাম। মাত্র মিনিট খানেকের জন্যে বাসটা মিস করি। সামনে দিয়ে যখন চলে যাচ্ছিলো তখন মেজাজ ছিলো তুঙ্গে, ক্লাসে লেট হবো ভেবে। আমিন বাজার পার হবার সময় পরে বুঝি যে যে আমি ডি-লিঙ্ক-এ চড়ে এখন যাচ্ছি তার এটা বোনাস লাইফ!


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

এইটা তো গল্প, ব্লগরব্লগর অইল কেমনে?

তয় ভালা হইসে। হাসি

দুষ্ট বালিকা এর ছবি

লিখতে বসার সময়ে ব্লগর ব্লগরই মাথায় ছিলো, শেষে দাঁড়ালো গিয়ে এইটা!

ধন্যবাদ! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

খবরটা দেখেছি...ভয়াবহ দুঃসংবাদ। তুমি ওই বাসে উঠতে পারতে এটা ভাবতেই গা শিউরে উঠে...এরকম গা শিউরানো অভিজ্ঞতা আমারও হয়েছে।

আমার সাড়ে তিনবছরের মেয়েটা সফেদা খেতে খুব পছন্দ করে...মাত্র চার বছর হলো মাহফুজের সাথে বিয়ের...

মেয়েটার বয়স তিন করে দাও...

গল্পটা সুন্দর হয়েছে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

মেয়েটার বয়স তিন করে দাও...

তাসনীম ভাইয়ের কড়া নজর, তা না হলে আর ভূটানে খুনখারাপির তদন্ত হবে কি করে? দেঁতো হাসি

দ্রোহী এর ছবি

তাসনীম ভাই,

যুগ বদলে গেছে। এখন আর তিন বছরের বিবাহিত জীবনে চার বছর বয়সী বাচ্চা থাকা অসম্ভব কিছু না।

দেঁতো হাসি


কাকস্য পরিবেদনা

দুষ্ট বালিকা এর ছবি

ভালু হয়ে যাও ভাইজান। এখনও সুময় আচে!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ভূটান নিয়ে কথা কইয়েন না ভাই, লিস্টিতে আপ্নেও ঢুকে যাবেন! এটারে মেগা সিরিয়াল না বানায় থামা যাবে না! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম! আসলেই! আমার অবশ্য সয়ে গেছে সবই। কোনদিন না জানে গ্যাস স্টেশনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফাটে আর ছবি হয়ে যাই! আমরা বলতে পারো মাথার উপরে খাঁড়া নিয়ে বেঁচে আছি ভাইয়া। বাসে উঠবা- বাস ব্রিজ ফেলে নদীতে লাফাবে, রিক্সায় উঠবা- পিছন থেকে ট্রাক পিষে ফেলবে, সিএঞ্জিতেতো আরও ভালো-মলম পার্টির হাতে পরলেই হলো, হেটে যাবা তাতেও সমস্যা-তুমি নিয়ম মানলেই রাস্তার গাড়িঘোড়া মানবে সেটা ভাবাটাও ভুল। কোথাও গেলা না, বাসায় থাকলা-তাতেও বাঁচবানা-প্রিকশন না নিয়ে বানানো বাড়িতে থাকি, ভূমিকম্প হলেই তাসের ঘরের তলায় চাপা পড়বো! এইসব নিয়েই থাকি! সয়ে গেছে সবই! মন খারাপ

তাও মাঝে মাঝে এভাবে ভাবলে খারাপ লাগে। জাবির যে মেয়েটা মারা গেলো তারওতো ভাইবোন আছে, বয়ফ্রেন্ড আছে, তাদের সামনের দিনগুলার কথা ভাবতে গেলে কষ্ট হয়! মন খারাপ

খেয়াল ছিলোনা আসলে, ধন্যবাদ ভাইয়া, ঠিক করে দিয়েছি। দুইটা জিনিস মাথায় রাখছিলাম, পিচ্চিটা কথা বলতে পারবে নিজে ভেবেচিন্তে আবার বিয়ের বয়েসটাও কম হবে যেন প্রেম্ভাব বুঝানো যায়! হাসি

আবারও ধন্যবাদ! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

দুর্দান্ত লেখা হইছে... অইদিন সকালে উঠে বিডিনিউজে খবরটা দেখেই বুক ধ্বক করে উঠল... তোর কথা মনে করে.. ফোন করবো তখন তোর ফেসবুক স্ট্যাটাস দেখে শান্তি পাইলাম...

-ইকথিয়ান্ডার

দুষ্ট বালিকা এর ছবি

ভালো হইসে যে বাসার কেউ টেরই পায় নাই। নাহলে আম্মু টেনশনে মাথা গরম করে ফেলতো, আর জানোই তো সমাজবিজ্ঞানে ওয়ারিদের নেটওয়ার্কের কী করুণ দশা! মন খারাপ

থ্যাঙ্কস ভাইয়া! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

প্রথমে ভেবেছিলাম আত্মকথন, পরে ভাবলাম গল্প, শেষে এসে দেখলাম সত্যি হতেও পারতো এরকম একটি ঘটনার গল্প। ভয়ংকর সুন্দর লিখেছেন।

অ.ট. বোনাস লাইফটা এনজয় করুন। চোখ টিপি

পাগল মন

দুষ্ট বালিকা এর ছবি

আপ্নে আসলেই পাগল! আমি না থোতো? আমার তিনবছরের বাচ্চা ক্যাম্নে থাকবে? :|

ধন্যবাদ!

সেই চেষ্টাতেই আছি! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

চমৎকার লিখেছো হে বালিকা। আর দুর্ঘটনা নিয়ে ভেবে লাভ নেই, দু দিনের জীবন, সবটাই বোনাস।

দুষ্ট বালিকা এর ছবি

আসলেই ভাইয়া! কী আছে জেবনে, শুধু কাঁথা আর বালিশ! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

টিউলিপ এর ছবি

ভালৈছে।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

দুষ্ট বালিকা এর ছবি

থ্যাঙ্কু আপু! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ব্রুনো [অতিথি] এর ছবি

বোনাস জীবন উপভোগ করুন। আর সত্যি সত্যি অরণীর মতো কিউট একটা বাচ্চা পান, এই কামনা করি। (মাহফুজের কথা আর বললাম না, আপনারে আমি ডরাই মন খারাপ )

দুষ্ট বালিকা এর ছবি

ভয়ডর থাকা ভালু! হাসি কিপ ডরাইং! দেঁতো হাসি

আমার এক দঙ্গল বাচ্চা থাকবে! হাসি নিজের কয়েকটা আর দত্তক নিবো কয়েকটা। আসলে নিজের দরকার নাই! বিয়ে ব্যাপার্টা বেশী ভালু না! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

হৃদয় ছুঁয়ে যাওয়া একটা লেখা!

---থাবা বাবা!

দুষ্ট বালিকা এর ছবি

কিন্তু একবারের বেশী পড়া যায় না! মন খারাপ আমিও পড়িনাই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অদ্রোহ এর ছবি

ভয়াবহ ঘটনা। তয় গপ্পো ভালৈসে।

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

দুষ্ট বালিকা এর ছবি

হু! কোনদিন আমিও ছবি হয়ে যামু! কে জানে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিন্দ্য রহমান এর ছবি

নিরাপদ সড়ক চাই

গল্প ভালো


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দুষ্ট বালিকা এর ছবি

ধনে পাতা ভাইয়া!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

খুবই চমৎকার লিখেছেন দুষ্টু আপু। আজকাল পথে বেরোতেই ভয় লাগে কিন্তু তারপরও না বেরোলে চলেনা। গুটিকতক লোকের কান্ডজ্ঞ্যানহীনতার স্বীকার অগণিত মানুষ। সাবধানে থাকবেন আপু।

রাতঃস্মরণীয়

দুষ্ট বালিকা এর ছবি

আমি সাবধানে থেকেও লাভ নাইরে ভাই! মন খারাপ কোত্থেকে কী হয় কিছুই বলা যায়! তাই এখন আর মাথা ঘামাইনা! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

অদ্ভুত ভাল হইছে লেখাটা, ভয়ংকর সুন্দর !

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ! তবু লেখাটা লেখাই থাক! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নৈষাদ এর ছবি

গল্পটা ভাল লেগেছে।

নিরাপদ সড়ক শুধু প্রত্যাশা হয়েই রইল...।

দুষ্ট বালিকা এর ছবি

ধনুবাদ নৈষাদদা! আপনি আমার ব্লগ পড়েন দেখে অবাক হলাম একটু! হাসি

মানুষ বা সড়ক কেউই আসলে নিরাপদ না! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নৈষাদ এর ছবি

আমিও 'বেশ' অবাক হলাম আপনার ধারণা দেখে।

(আমি খুব কম মন্তব্য করি অবশ্য)

দুষ্ট বালিকা এর ছবি

আরে নৈষাদদা অফেন্ডেড হবেন না প্লিজ! হাসি আমিতো সিরিয়াস লেখা লিখিনা তাই মনে হয়নাই আপনি পড়েন! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

হুমম!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

ভয়াবহ সুন্দর হইসে লেখাটা।

---আশফাক আহমেদ

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ! এইগুলা গল্প থাকলেই ভালো! সত্যি হবার দরকার নাই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী এর ছবি

গল্প ভালো লাগলো। যদিও বাস্তবতায় এধরনের ঘটনাগুলোতে ভালো লাগার কিছু নেই।


কাকস্য পরিবেদনা

দুষ্ট বালিকা এর ছবি

কথা সত্য আব্বাভাই! কিন্তু এইগুলা এখন প্রতিদিনের ঘটনা! আমরা পিছনের ঘটনাগুলা জানিনা দেখে হয়তোবা কানেক্টেড হতে পারিনা মৃত মানুষগুলার সাথে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অথবা আমরা এগুলোতেই এখন এত অভ্যস্থ হয়ে গেছি যে অনুভূতিটাই ভোঁতা হয়ে গেছে অনেকখানি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

সেটাই মনে হয়! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

গল্প ভালো লেগেছে, গল্পের পেছনের গল্পটা লাগে নি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

সেটা ভালো লাগবার মতোও না! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তারানা_শব্দ এর ছবি

আমার সাড়ে তিনবছরের মেয়েটা সফেদা খেতে খুব পছন্দ করে...মাত্র চার বছর হলো মাহফুজের সাথে বিয়ের...

মেয়েটার বয়স তিন করে দাও...

হো হো হো

মজা পেলাম তাসনীম ভাই!

এই খবর পড়ে আমি যে কী ভয় পাইসি...দুলদুল এ উঠা ছেড়ে দিসি। দুলদুলে উঠলেই আমার মনে হয় এখনি দুম করে বাস্ট করবে বাসটা...

লেখা সাবলীল... হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

দুষ্ট বালিকা এর ছবি

ছেড়ে দিয়ে কী করবি রে? আজকে দুলদুল ফাটসে কালকে ফাটবে তরঙ্গ! ম্যাটার অফ টাইম! মন খারাপ

ধইন্যা!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি

আমি তো বোনাসের উপরেই আছি বলতে গেলে।
কলেজে থাকাকালীন হুটহাট বাড়ি চলে যেতাম। প্রতি সপ্তাহান্তেই। ফিরতাম শনিবার বিকেলে ধুঁকতে ধুঁকতে। আর আমার যেমন স্বভাব, সবসময়েই শেষ মুহূর্তে গিয়ে সব জায়গায় পৌঁছাই। তো এমনি একদিন ঢাকায় ফেরার বাস ধরতে বাসস্ট্যান্ডে রিক্সা থেকে ভাড়া মিটিয়ে নামতে নামতেই দেখি একটা গেইটলক বাস ছেড়ে দিচ্ছে। দৌঁড়ে গিয়েও ধরতে পারলাম না। গেলোগা।

ভৈরব কিশোরগঞ্জ থেকে আসা গেইটলক গুলোতে চড়ে আরাম পাই। টানে ভালো। তো পরিচিত রিক্সা ড্রাইভার, গিয়ে দুইটা কথা শুনায়ে দিলাম। ব্যাটা, তোর জন্য বাসটা মিস করলাম! সে বলে, "... ভাই, যা হয় ভালোর জন্যই হয়।" শুনে আমার মেজাজ আরও খারাপ হয়। ব্যাটা দার্শনিক। কতোক্ষণ গালাগালি করে, তারপর তারে নিয়ে বললাম, চল চা খাই। খেলাম। খেয়ে দেয়ে, আস্তে ধীরে এর পরের গেইটলকে উঠে বসলাম। ভুলতা এসে দেখি আমি যে বাসটা মিস করেছি সেটা উল্টে পড়ে আছে আর টেনে টেনে রক্তাক্ত মানুষজনকে বের করা হচ্ছে সেটা থেকে।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দুষ্ট বালিকা এর ছবি

এই ঘটনাগুলা বেশ কবার ঘটসে আমার সাথে। প্রতিবারই এক দেড় মিনিটের জন্যে বেঁচে যাই। তখন আবার কেমন যেন গিলটি লাগে নিজের কাছে! এই বোনাস লাইফ আমি ডিজার্ভ করি কী না মনে হয়! কতো কিছু করে দুনিয়া উলটানো যেত কিন্তু করিনা, করতে পারিনা, সেগুলার কথা মনে হয়! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

আরে ধুগো! আপ্নিতো আসলেই মহান! কিছুদিন আগেই এক দুপুরে লোকাল বাসের মহিলা সিটে বসে জাবি থেকে ফিরছি! ইঞ্জিনের পাশের চিপা তিনটা সিট থাকে যে সেগুলাতে! বিপিএটিসি পার করে দেখি পিছন থেকে স্পিড বাড়িয়ে একটা লরি এসে ওভারটেইক করলো। সেটা ভর্তি বড় বড় লগ এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড অনুযায়ী পিছনের হ্যাম্পারটা আনলকড। ফাইনাল ডেস্টিনেশন দেখসি বলে সেদিন খুব আফসোস হইসিলো! ইয়ে, মানে... মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মাস ছয়েক আগেও আমি প্রতি অল্টারনেট উইকেন্ডে প্রায় ২৫০কি.মি. ট্রাভেল করতাম একবেলা মায়ের হাতের রান্না খেয়ে শান্তির ঘুমের আশায়। নিজের ফাইনাল ডেস্টিনেশনের খপ্পরে না পড়বার জন্যে সেই মা-ই চিল্লামিল্লি করত অনেক কেন রাস্তা-ঘাটের অসীম অনিরাপদ এই দেশে এত ভ্রমণের শখ আমার তা নিয়ে। ট্রেন এদিক দিয়ে কিছুটা সেফ (কিছুটা বলেছি, খিয়াল কইরা!)। আমারো পছন্দের বাহন। মাঝে মাঝে মনে হয় আজতক জীবনের অর্ধেক কেটেছে স্টেশনে আর ট্রেনে! যাই হোক, এই ট্রেনেই একদিন এক পরিচিত চাচার সাথে গল্প করবার সময় কী কথায় যেন বলেছিলেন, কখনো কোন কিছুতেই যদি খানিক দেরি হয়ে যায়, তাড়াহুড়ো না করে একটু বোস, এক গ্লাস পানি খাও, বেশি না মিনিট খানেক থেমে আবার বেরিও। ফার্মাসির শিক্ষক এই চাচার বেশ আধ্যাত্মিক পরিচিতি আছে, তাই ট্রেনালাপে এসব কথা উঠবে জানতাম। কিন্তু সত্যি দেখেছি যেদিন আমার মহা দেরী হয়ে যায়, খুব তাড়াহুড়োয় থাকি, সেদিন শুধু একটা না, অনেকগুলো বিপর্যয় পরপর ঘটতে থাকে। চেইন রিঅ্যাকশন মনে হয়, চাবি ভুলেছি, লিফটে আটকেছি, প্রায় অ্যাক্সিডেন্টের হাত থেকে রেহাই পেয়েছি (এটা হামেশাই ঘটছে), কাজে গিয়ে একটা ঝামেলায় জড়িয়েছি... উলটা যেদিন আমি ধুর ছাই বলে, থেমে গিয়ে আবার একটা গান শুনে, এক কাপ চা খেয়ে, জানালা দিয়ে বাইরে আকাশটা এক ঝলক দেখে নিয়ে বেরুই কী করে যেন সদা লেট লতিফ আমার ঐ দিনের দেরীটা মেক আপ হয়ে যায়, বরং বেশ ভালো কিছু ঘটে। আজকে চা খেয়ে ৫ মিনিট লেটে বেরিয়ে এক্সট্রা আয় হয়েছে কিন্তু, একদম সারপ্রাইজড ওয়েতে! দেঁতো হাসি

দুবা-র লেখার হাত ভালোই তো, কিন্তু শেষ কয়টা পোস্ট যেন বেশিই ভালো হয়েছে। মনটন শুনছি কোথায় কোথায় হারায় থাকছে, এইরকমই তো তাহলে ভালো মনে হচ্ছে...! হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

হ! তোমার এক্সট্রা আয়টুকু দিয়ে চলো বাড্ডের খাওয়াটা আমরা কোরিয়ানাতে সারি! খাইছে

েই আপু, তোমার মাথায় আজকাল দেখি খালি বদচিন্তা ঘুরে! আমার সাথে থাকার ফল মনে হয়! মন খারাপ লেবু চিপার যন্ত্র দেখি এইবার আমাকেও একটা কিন্তেই হয়! ইয়ে, মানে...

আর দেরীর সময়কার কথাটা সত্যি আসলে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

জন্মদিন?! কার কোথায়?! কবে?? <স্মৃতি হারানোর ইমো>
আর আমার মাথায় বদ চিন্তা ঘোরে নাকি! কই আমার ত এমন লেখা বেরুয় না। কাজ শেষে বাড়ি ফিরে থেকে খালি ঘুমাতে ইচ্ছা করে। মন খারাপ
আর আহেম! লেবু চিপার যন্ত্র নিয়ে একটা কথা মনে আসছিল, থাক এখানে পাবলিকলি বলা ঠিক হবে না, অফ্লাইনার চেক কইরো! চোখ টিপি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

আসো আপু, মাথায় একটা বাড়ি দিয়ে দেই! আমি কে, আমি কোতাহ্য এইসব ফালতু চিন্তা ভুলে যাবাই যাবা তখন! হাসি

আহেম! তথাস্তু! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানবীরা এর ছবি

গা শিরশির করছে তোর গল্প পড়ে। বোনাস লাইফ অক্ষয় হোক

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ থ্যাঙ্কস আপু!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

খেকশিয়াল এর ছবি

গল্প ভালো লাগলো, কাহিনী না

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুষ্ট বালিকা এর ছবি

কাহিনি ভালো লাগার মতো না গো ভাইয়া। এরকম কিছু সত্যি না হলেই ভালো! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ওডিন এর ছবি

এইরকম কয়েকবার হয়েছে। তারমধ্যে একবার তো গেছিলাম আরকি। খালি ওপরওয়ালা নীচেরওয়ালা কেউ আমাকে মনে হয় এখনো চায় না দেখে ঘুরেফিরে বেড়াচ্ছি। হাসি

গল্প দুর্দান্ত, পেছনের ঘটনা না।

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

দুষ্ট বালিকা এর ছবি

হ! শেষেও মনে হয় ইন বিটুইনই থাকবো!

থ্যাঙ্কু দাদাই! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যুধিষ্ঠির এর ছবি

লেখাটা বেশ গতিময় হয়েছে। যে মেসেজটা দিতে চাইলেন সেটার জন্য এরকম লেখা বেশ ইফেক্টিভ। ভালো লেগেছে।

দেশে অনিশ্চয়তা-অনিয়ম অনেক বেশি সন্দেহ নেই, কিন্তু ট্যাগ নাম্বার লেগে যাবার সম্ভাবনা সব জায়গাতেই হয়তো একই। বছর পাঁচেক আগে, সিগন্যালে চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের গাড়িতে পেছন দিক থেকে আসা একটা পাজেরো সাইজের গাড়ি ধাক্কা দেয়। আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি থেমে ছিলো, দুটোর মধ্যে চ্যাপ্টা হয়ে যায় আমাদের ছোট গাড়িটা। কপালগুনে আমাদের বড় কোন ক্ষতি হয়নি, ভাগ্যিস পেছনের সীটে কেউ ছিলো না। পুরো জন্মের স্মৃতিচারণ সেই কয়েক সেকেণ্ডে সেদিন হলে আজকে তো আর এই মন্তব্য দিতে পারতাম না, কিন্তু পেছন থেকে কাচের টুকরোগুলো কিভাবে ছুটে এসে আমাদের গায়ে লাগছিলো সেটা এখনও স্লো-মোশনে দেখতে পাই। সেরকম ভয়াবহ অভিজ্ঞতা কারও কখনো না হোক।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ যুধোদা। আব্জাব ছাড়া অন্য ধরণের লেখার চেষ্টা করতেই বেশ সাহস দরকার হয়েছিলো। আর গল্প ক্যাম্নে লিখে তা নিয়েও আসলে প্রশ্ন ছিলো বেশ কিছু... শেষমেশ অবশ্য কোনওকিছু নিয়ে না ভেবে লিখেই ফেললাম। হাসি

এরকম অভিজ্ঞতা আসলে প্রায় সবারই আছে দুয়েকটা করে স্টকে। খোমাখাতায় অ্যাক্সিডেন্ট নিয়ে ভয়াবহ একটা অ্যাড দেখেছিলাম মাসকয়েক আগে! কয়েকরাতের ঘুম আর মানসিক শান্তি পুরা নষ্ট করে দিয়েছিলো সেটা। ওটা দেখার কথা মনে পড়লো আপনার ঘটনাটা পড়ে।

আসলেই, সেরকম ভয়াবহ অভিজ্ঞতা কারও কখনো না হোক।

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

যুধিষ্ঠির দা, এ বছরের কথা ভুলে গেলেন কেমনে?

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

এ বছর কী হইসিলো? ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

আমার গাড়ির উপর ট্রাক উঠছিলো আর যুধিষ্ঠির দা খাড়াইয়া খাড়াইয়া দেখছে।

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

কী সব্বোনাশ!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যুধিষ্ঠির এর ছবি

ভুলি নাই তো! ভাবসিলাম আপনি নিজেই লিখবেন। আপনার সাথে সামনাসামনি আলাপ হওয়ার আগেই আপনাকে আমি ট্রাকের ধাক্কা খাইতে দেখসি, এইটা চরম ভয়াবহ অভিজ্ঞতা একটা!

দুষ্ট বালিকা এর ছবি

এইবার সিরিয়াসলি আরও বেশী ভয় পেলাম! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার ব্লগ পড়ে নিজেই একটা লিখে ফেললাম... হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি দুবা-কে বলছিলাম যে মনে হয় তারটা পড়ে আপনার পুরনো কথা মনে পড়েছে। এত চমৎকার যারা লেখে, তাদের লেখা এত কম কম আসে কেন? আর যখন আসে তখন ভূটান-৪-এর মতো দায়সারা হয় কেন? <কৃত্রিম রাগের ইমো>
আর সিলেট নিয়ে লেখবেনই না নাকি?! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

পুরো মন্তব্যে কয়েকবার করে হ -ইকো হতে পারে! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

পড়লাম মিয়াভাই! আপ্নে পারেনও! গুরু গুরু

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তারাপ কোয়াস এর ছবি

এইসব বালামুসিবত থাইকা ভবিষ্যৎ এ রক্ষা পাওনের জইন্য আপনের একটা শক্তিশালী মাদুলি ধারণ কর্তে হইবো! শক্তিশালী মাদুলিডা ফ্রী *

* ১০০$(us) হাদিয়া আর ৬০$(us) FedEx চার্জ প্রযোজ্য চোখ টিপি

লেখা ভালো হইছে তবে ঘটনাটা খুবই দুঃখজনক।


love the life you live. live the life you love.

দুষ্ট বালিকা এর ছবি

থ্যাঙ্কু...কথা সইত্য!

আর মাদুলীর আমি খ্যাতাপুড়ি! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

লুৎফর রহমান রিটন এর ছবি

গল্পে দৃশ্যবর্ণনা চমৎকার। বিশেষ করে বাসটি পানিতে ডুবে যাবার আগের দৃশ্য নির্মাণের ক্ষেত্রে তোমার ভাষাভঙ্গিটি আমাকে মুগ্ধ করেছে। এর আগে তোমার কোনো গল্প আমার পড়া হয় নি। নিয়মিত গল্প লেখা উচিৎ তোমার।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

দুষ্ট বালিকা এর ছবি

রিটন ভাই, তুমি সময় করে পড়েছো সেটা দেখেই খুশি হয়ে গেলাম! হাসি অনেক ধন্যবাদ। আগে আসলে কখনও গল্প লেখার তেমন চেষ্টা করিনি। এবারে সাহস করে লিখেই ফেল্লাম... হাসি

নিয়মিত পারবো বলে মনে হয় না। তবে চেষ্টা করবো! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীলকান্ত এর ছবি

প্রতিদিনই মনে হয় আজকে আমার মরার কথা, আমার জায়গায় অন্য কেউ মরে যাচ্ছে।
আসলেই কোনকিছুই আর নিরাপদ নয় আপু।

আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

দুষ্ট বালিকা এর ছবি

এই কথাটা বড্ড সত্যি বলেছিস! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুর্দান্ত এর ছবি

গতিময় গা শিরিশির বর্ণনা। রকাতমচ।

দুষ্ট বালিকা এর ছবি

দবান্যধ! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

এটা ব্লগরব্লগর না, গল্প। লেখা খুব সুন্দর হয়েছে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

দেঁতো হাসি ধনিয়া পাতা নাওগো আপু!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

খুব দৌড়াদৌড়ির মাঝে আছি রে---তাই লেখাটা পড়া হয় নি আগে। আজ একটু সময় নিয়ে পড়তে বসে প্রথমেই তোর লেখাটা পড়লাম।

লেখাটা ভাল, খুব ভাল নিঃসন্দেহে--- কিন্তু এমন গল্প যেন আমাদের কারোরই লিখতে না হয় এই কামনাই করব।

ভাল থাকিস, সব সময়--

দুষ্ট বালিকা এর ছবি

আসলেই, এমনটা দেখতে চাই না কখনই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্নিগ্ধা এর ছবি

সায়কা, বিশেষ একটা কারণে এই লেখাটায় মন্তব্য করতে ইচ্ছা হচ্ছিলো না, বা ঠিক কী বলবো বুঝতে পারতেসিলাম না। কিন্তু, মন্তব্য না করলে যেহেতু লেখাটা আমার অনেক ভাল লাগসে সেটা জানানোরও কোন উপায় নাই, তাই শেষমেষ মন্তব্য একটা লিখেই ফেললাম হাসি

[আর বোনাস লাইফ যখন পেয়েই গেসো - এবার একটু মুরুব্বিদের সেবাযত্নের দিকে মন দাও?!]

দুষ্ট বালিকা এর ছবি

হাসি ধন্যবাদ স্নিগ্ধাপু... দেঁতো হাসি

[কামরাঙ্গার শরবত খাবা না কি আপু? দেঁতো হাসি ]

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আঁকাইন এর ছবি

হুম, জীবন অনেক সরল লাগে, কওয়া নাই বার্তা নাই এমনি এমনি সব ঘটে যায়। পড়ে ভালো লেগেছে লেখার গুণে আর মন খ্রাপ হয়েছে অঘটনের সুন্দর বর্ণনায়।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

দুষ্ট বালিকা এর ছবি

যত সুন্দর বিবরণই হোক না কেন এই গল্পটা আসলে একবারের বেশী পড়া যায় না! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

কোয়ান্টাম প্যারালালিজম বা মাল্টিভার্সের তত্ত্ব মতে এমন একটা জগতও আছে যে জগতে তুমি বাসটা মিস করো নি এবং আক্সিডেন্ট করেছো! ইয়ে, মানে... অবশ্য এমন জগতও আছে যেখানে তুমি বাসটা মিস করো নি এবং বাসটাও আক্সিডেণ্ট করেনি। মানে সম্ভাব্য সব ঘটনাই সমান ভাবে বিরাজমান। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

এতদিন ধরে ভেবে ভেবে তুমি এইটা বের করলা! তোমাকে দিক্কার! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অন্যরকম একজন [অতিথি] এর ছবি

এটা আসলেই তোমার বোনাস লাইফ। অসংখ্য ধন্যবাদ আল্লাহর দরবারে।

দুষ্ট বালিকা এর ছবি

হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।