দুঃস্বপ্নেরা...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: বিষ্যুদ, ৩০/০৬/২০১১ - ৯:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল ঘুমাতে পারিনা একেবারেই। ঠিক সময়ে ঘুম না আসার এই রোগটা অবশ্য পরিবারের সবারই কম বেশী আছে। প্রচণ্ড ক্লান্ত থাকা স্বত্বেও ঘুমাতে পারি না এতটুকুও। মনের কোন এক সঙ্কীর্ণ এলাকা থেকে দাঁত আর নখ নিয়ে আলতো পায়ে হানা দেয় একটা আজব ভয় তখন। ঘুম হীন রাত গুলো চোখের নিচে কাকের পা বসিয়ে গেলেও করার কিছুই থাকে না। এভাবে রাতের পর রাত না ঘুমানোর ভোতা একটা যন্ত্রণা নিয়ে কাটাতে হয় দিনের সবটুকুই। রাত আসলেই শুরু হয় আবার সেই ছটফটানি।

*
মাথার মাঝে কেমন যেন সব অস্পষ্ট ভয়েরা খেলা করে। নানারকম রঙ, অদ্ভুত সব আকার আকৃতি তাদের। খুব সতর্ক পায়ে, কোনোরকম শব্দ না করে নিয়ে তাড়িয়ে বেড়ায় আমাকে। ঘুমাতে পারি না একটুও। চোখ বন্ধ করতে পারি না এক বারের জন্যেও। হারেরেরে করে তেড়ে আসা অস্পষ্ট রঙের কোলাহল আমার সুনসান রাত গুলোকে ভীতিকর করে তোলে। ঘুম পালায় চোখের আঙ্গিনা ছেড়ে!

**
না, আমার দুঃস্বপ্ন গুলো চাঁদ হীন রাতে বজ্রপাতের জোরালো আওয়াজ ছাপিয়ে আসা পলাতক বিড়ালে চাপা কান্নার প্রতিনিধিত্ব করে না, এগুলো আসা যাওয়া করে পরিচিত, স্বল্প পরিচিত বা প্রিয় বন্ধুগুলোকে নিয়ে। কোটর ছেড়ে বেড়িয়ে আসা চোখ নিয়ে আমি তাদের কষ্ট পেতে দেখি, হিংস্র মানুষের ধারালো থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে দেখি, প্রবল বিক্রমে ছুটে আসতে থাকা গাড়ির তলায় চাপা পড়তে দেখি। আমার স্বপ্নে সেই মানুষগুলো কষ্টে ছটফট করতে থাকে। নিরাপদ দূরত্বে থাকা অসহায় আমি মরে যেতে থাকি তাদের বীভৎস পরিণতি দেখে, কিছুই করতে পারি না। একটা আঙ্গুল নাড়িয়েও সাহায্য করতে পারি না কাউকেও!

***
এখন সবচেয়ে বেশী দেখি একটা সোনালী হলুদ মাঠ, শর্ষে ফুলের ঝাঁঝালো গন্ধে ভরা। মাঠের দূরের এক পাশে বহুদিনের রোদ জলে জীর্ণ কালো শার্টে আবৃত, একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে তার বাঁশের পায়ে ভর দিয়ে। কালো মাটির সানকি দিয়ে বানানো মাথাটা প্রবল বাতাসে ঝুলে পড়েছে এক দিকে। খুব খেয়াল করে দেখলে কাঁচা হাতে বৃষ্টিতে ধুয়ে যাওয়া খড়ির রঙ্গে আঁকা তার বড় বড় চোখের নিচে বাঁকা হাসি দেখা যায়।

পেঁজা তুলোর মতো হাল্কা মেঘে ভরা আকাশ থাকে মাথার উপরে। তার নিচে দাড়িয়ে ক্ষেতের সৌন্দর্য দেখি। খুব সন্তর্পণে একটাও গাছ না মারিয়ে ক্ষেতের মাঝে যাই। তারপরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অসুন্দর। ঝাঁঝালো গন্ধটা নাকে অভ্যস্ত হয়ে আসার আগেই ফুটফুটে শিশুর মুখের মতো পবিত্র আকাশ কালো হয়ে যায়। উড়ে আসে শত শত কাক। মিগ বিমানের বেগে আমাকে আক্রমণ করার আগ মুহূর্তে কাকতাড়ুয়াটার দিকে তাকাই।

আবছা খড়ির দাগে আঁকা ঠোটে চওড়া হাসি নিয়ে তখন সে তাকায় আমার দিকে। এগিয়ে আসে না আমার বাড়িয়ে দেয়া হাতটা ধরতে।

স্বপ্নের আমি কখনই পেড়ে উঠিনা অগণ্য সেই সব আততায়ীর সাথে। কাকগুলো খুবলে খুবলে খেতে থাকে আমার চিবুক, কণ্ঠনালী, বুকের নরম মাংস, আমার হৃদয়। তখন দেখতে পাই সে হাসছে। শব্দহীন সে হাসি আমার কানে তালা লাগিয়ে দেয়।

চোখ দুটোকে ঠুকরে খাবার আগ মুহূর্তে দেখি পরম অবহেলায় তার মুখটা ঘুরে গেছে আকাশের দিকে। আর তার কাঁধে বসে আছে কাক দলনেতা, বিজয়ের বিপ্লব নিয়ে!

****
মাঝে মাঝে দেখি শত শত মুখোশ। মুখটাকে মুখোশে আবৃত করতে চাই না বলে আমার সে কী অসহায়তা! কিন্তু ঠেকানো যায় না! নানারকমের মুখোশ চেপে বসে আঁটোসাঁটো হয়ে। লাল মুখোশ, কালো মুখোশ, ভালোর মুখোশ, খারাপেরও। হাজারো মুখোশের ভারে মুখ কেটে যায়, হারিয়ে ফেলি ব্যক্তিসত্তা!

*****
বর্ষার রাতে বৃষ্টি নামবে এটাই স্বাভাবিক। কিন্তু সামান্য বৃষ্টিও এখন আমার রাত গুলোকে করে তোলে আরও বিভীষিকাময়, আরও জান্তব। বাইরের সোডিয়াম বাতির আলোয় আমার জানলার কাঁচে ঝরে পরা বৃষ্টির ফোঁটা দেখি। বোকেহর সৌন্দর্য ছাপিয়ে দেখতে পাই অচেনা সব মুখ, তারা ব্যাঙ্গ করে আমাকে, দাঁতহীন মাড়ি বের করে অশ্লীল হাসি দেয়। বৃষ্টিময় রাতগুলোর প্রতিটা মিনিট কাটে আমার জানালার দিকে চেয়ে, একটা ফোটাও বাদ পড়া চলবেনা। না দেখলেই সেগুলো খুনির পরে ঝাঁপিয়ে পড়ার ফিকির খুঁজবে! আমি ঠিক জানি!

******
রাতে বাতি নেভানোর কথা আর ভাবতেও পারি না আজকাল। দোতলা বাড়িটার নিচতলার খাবার রুমে গিয়ে তৃষ্ণা মেটানোর সাহসও হয়ে থাকে না এখন। ঘরে সব জানালা দরজা বন্ধ করে বসে থাকি। ঘুলঘুলি দিয়ে ঠাণ্ডা বাতাস ঢুকলে ভয় পাই। দরজা খুলে রাখলে ভয় পাই, যদি কেউ ঢুকে পড়ে? দরজা বন্ধ রাখতেও ভয়, পাছে নিজে আটকে যাই ঘরে! বাইরের বাগানে ফলের ভারে নুয়ে পড়া করমচা গাছ থেকে ফল পড়ার সামান্য শব্দে দোতলায় ঘরে বসে আৎকে উঠি আমি।

ভয়ের ভারে ছোট হতে থাকে হৃদপিণ্ডটা। তারপর খুব আস্তে আস্তে একদিন টুক করে মরে যাই। কেউ বুঝতেই পারে না যে অন্ধকারে আমার ভয় ছিলো না, আমার ভয় ছিলো মানুষে!


মন্তব্য

guest_writer এর ছবি

ভেবেছিলাম দুষ্ট বালিকার লেখা থাকবে দুষ্টামিতে ভরা, পুরা লেখা দেখি খুব সিরিয়াস মন খারাপ , খাইছে আমারে আমি নাই

দুষ্ট বালিকা এর ছবি

আচ্ছা, তাহলে মন্তব্যে বিয়াপক দুষ্টামি হবে। স্টার্টিং ফ্রম নাও! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

বালিকা, এটা কি গল্প? পড়তে ভাল লাগলো। আমারও ঘুমের সমস্যা আছে। ইনসমনিয়া খুব কষ্টকর। যে রাতে হয়তো আর ঘুম আসবে না এমন টের পাই, কী যে ভয় লাগে! মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

বইখাতাপু, এটা গল্পই না। মন খারাপ ইনসম্নিয়া আছে আমারও। ঘুম জিনিসটা খারাপ। ডাকলেও আসে না! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

হায় হায়! তাহলে তো আপনার অবস্থা বেশ ভয়াবহ! অবশ্যই শুভকামনা রইল, এ অবস্থার অবসান ঘটুক।

দুষ্ট বালিকা এর ছবি

পরশু থেকে ক্লাস শুরু! ঘুম আসবেনা মানে! তখন বাপ বাপ করে আসবে! হো হো হো

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

উম্মাদ_নাঈম এর ছবি

দুঃস্বপ্নেরা উড়ে যাক, জীবনে নেমে আসুক অনাবিল রঙীন স্বপ্নের ফানুস............

দুষ্ট বালিকা এর ছবি

দেঁতো হাসি ধইন্যাপাতা নাঈম মিয়া! অনেক দিন ক্যাফে ম্যাঙ্গোতে খাইনা! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

(উন্মাদ_নাঈম) এর ছবি

হায়রে ম্যাঙ্গো, হায়রে ১৫১ তুমি কুতাই ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

দুষ্ট বালিকা এর ছবি

হ! সেই দিনগুলা কতো ভালো ছিলো! মন খারাপ তোমার সাথে শেষ দেখা হয়েছে কবে বলোতো? মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

(উন্মাদ_নাঈম) এর ছবি

কইতাম্ফারিনা মন খারাপ আর দেখা হওয়ার সম্ভাবিলিটিও নাই মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

কেনু কেনু কেনু? মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আয়নামতি1 এর ছবি

আপনার সিগনেচারে বলা হয়েছে, 'আজ সারারাত হাসবো.........' ওভাবে হাহোহি করলে ঘুম তো পালিয়ে যেতে বাধ্য দুষ্টবালিকা খাইছে মন্তব্যে মজা করবেন বলেছেন, তাই আমিও একটু মজা করলাম দেঁতো হাসি সময়মত ঘুম না আসা সত্যিই খুব যন্ত্রণার। লেখাটা বেশ ভালো লাগলো।

দুষ্ট বালিকা এর ছবি

হ! অনেক খন হাসলে চোয়াল ব্যথা করে! আর তারপরেই ঘুমের বারোটা! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সালমান শাহ এর ছবি

কেউ বুঝতেই পারে না যে অন্ধকারে আমার ভয় ছিলো না ভয় ছিলো আমার মানুষে

আমি কি কেউ না? আমি যে এসব বুঝি? মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

বুঝেন?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কনগ্রাচ্যুলেশন!

দুষ্ট বালিকা এর ছবি

হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অপছন্দনীয় এর ছবি

ইয়ে, মানে...

দুষ্ট বালিকা এর ছবি

কী হলো? ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অপছন্দনীয় এর ছবি

আরররে এটা তো খেয়ালই করিনি... সচলাভিনন্দন দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! ধন্যবাদ! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কৌস্তুভ এর ছবি

ডরাইছি!

আর হ্যাঁ, সচলাভিনন্দন! খাইদাই কবে দিচ্ছেন?

দুষ্ট বালিকা এর ছবি

ডরাইতে থাকেন। আমাকে ডরানো আপনার জীবনের জন্য দরকার! খাইছে

আর খাই দাই? হাহ! স্বপ্ন দ্যাখেন? দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বন্দনা কবীর এর ছবি

সত্যি... ঘুমের বড়ই সমস্যা আজকাল। আর ভয়... ভয়টা অন্ধকারকে নয় মোটেই। ভয় মানুষকেই...

দুষ্ট বালিকা এর ছবি

আসলেই ভাই! একেক্টা মানুষের ভিতরে যে কী ওৎ পেতে আছে! বুঝতে পারাই যায় না! খুব প্রিয় মানুষ মাঝে মধ্যে কী বীভৎস আচরণ করে! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বন্দনা কবীর এর ছবি

অভিনন্দন ...

ঘুমের সমস্যা এখন বোধ করি সবারই। আর ভয়? অন্ধকারকে নয় মোটেই...

দুষ্ট বালিকা এর ছবি

হাসি হুমমম!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

পেট গরম হইসে নি? অ্যাত্ত দুঃস্বপ্ন কৈথিক্যা আইল?

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কৌস্তুভ এর ছবি

চলুক

দুষ্ট বালিকা এর ছবি

হ দিদি! বহুদিন ভালা মন্দ খাইনা বলে আইঢাই হচ্ছে বড্ড! দাওয়াত করে খাওয়াও না এই লোভী ছোট বোনটারে! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সচলাভিনন্দন! তুমি তো এমনিতেই হাইবারনেশনে থাকো, এখন তো তোমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজতে হবে।

যাকগে, গল্প simply superb!!! ক্রমবর্ধমান তারার বদলে ১ ২ ৩ ৪ ... দিতে পারো অথবা কিছু না দিতে পারো। কিছু কিছু অংশের অসম্ভব জীবন্ত বর্ণনার জন্য এই গল্পটা অনেক অনেক দিন মনে থাকবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুষ্ট বালিকা এর ছবি

না পাণ্ডুদা! বহুদিন বেশ অনেকটা দূরে ছিলাম বলে লেখা যে হয় নাই তা কিন্তু না! আধাখ্যাচড়া ভাবে অনেক চিন্তা পড়ে আছে, দেখি, শেষ করা যায় কী না! হাসি আমার লুকাতে ছুতো লাগে? হো হো হো আমি তো দুষ্টই! হাসি

এবারে সত্যিই আচমকা তব্দা খেয়ে গেলাম! এরকম অকপট প্রশংসা পাওয়া হয়না বহুদিন! হাসি ভালো লাগলো অনেকই! তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ! হাসি

আসলে চিন্তাগুলো খাপছাড়াতো, তাই যদি কেউ সিরিয়ালি প্যারা বাই প্যারা পড়তে যায় থলে হোচট খাবে ভেবে আলাদা করে দিয়েছিলাম! এক দুই দেয়া যায়... সামনে দিবো কোনও এরকম ধরনের লেখায়! হাসি হাহা! আবারও ধন্যবাদ! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কবি-মৃত্যুময় এর ছবি

খুব ভালো লাগল আপু................ চলুক

আর সচলাভিনন্দন..................এই স্বাদ পাইতে মুঞ্চায় দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ কবি!

হো হো হো লাড্ডু খেয়েছেন না? স্বাদ অনেকটা তার মতোই! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কবি-মৃত্যুময় এর ছবি

দেঁতো হাসি এহ্ না, লাড্ডু পাওয়া তো বড় সোজা, কত খাই, কিন্তু সচল্লাড্ডুর মত দুষ্প্রাপ্য লাড্ডু কমই আছে!!! হো হো হো

নিয়মিত লিখবেন, অনেক শুভ কামনা রইল! হাসি

অ.ট.: আপু মৃত্যুময় বইলেন, কবি না! (নাম থিকা কবি বাদ দিয়া দিতে হইবো।) দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

সবই লাড্ডুরে ভাই! কোনটা বেশী মিষ্টি, কোনওটা কম! হাসি

লিখালিখি খারাপ জিনিস! খাইছে

মৃত্যুময় লিখা কষ্ট! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কবি-মৃত্যুময় এর ছবি

দেঁতো হাসি হাসি

অতিথি লেখক(শান্তিপ্রিয়) এর ছবি

লেখার ধরণ চমৎকার; কিন্তু পড়তে গিয়ে খুব কষ্ট লেগেছে। বালিশে মাথা দিলেই ঘুমিয়ে পড়ি এমন প্রকৃতির মানুষ আমি; কিন্তু মাঝে একটা সময় ছিল রাতে যখন ঘুম আসত না। লেখা পড়তে গিয়ে সেই সব রাতের কথা মনে হয়ে গিয়েছে।
আশা করি এত দুঃশ্চিন্তা হারিয়ে যাবে আপনার নির্ঘুম রাত থেকে।

দুষ্ট বালিকা এর ছবি

আহারে ভাই! এটাকে গল্প বলে মেনে ন্যান না! আমিও ইনসমনিয়াক, আসলেই, কিন্তু তার মানে তো এই না যে আমার মাথা ভর্তি গিজ গিজে বাজে স্বপ্ন! খাইছে

ভালো থাকবেন! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আশালতা এর ছবি

তোফা চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

দুষ্ট বালিকা এর ছবি

হাসি ধন্যবাদ অ্যাশলোটা! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আশালতা এর ছবি

ইশ্‌শিরে, দিলেন তো বিছুটি পাতা লাগিয়ে!
ধুসর গোধূলি কে আগে পেয়ে নিই, চিজ বার্গার ছাড়াই আমার আকিকা দিচ্ছে, এ কেমন কথা হল ?!

----------------
স্বপ্ন হোক শক্তি

দুষ্ট বালিকা এর ছবি

আরে ধুর ধুর! বিছুটি লাগুক ধুগোর গায়ে! আপনার গায়ে ও পাতা লাগবে কেন? চিজ বার্গার? দেখেন ধুগোর হাত থেকে এক ছড়া কল্মি শাক বাইর করতে পারেন কিনা! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আশালতা এর ছবি

ঠিকাছে, না যদি পাই, তাইলে আমিও বিগ ম্যাক চিজ বার্গার আকিকা দিয়া ধুগোর নাম কিপটা ধুগো রাখবো, হুঁউ !

----------------
স্বপ্ন হোক শক্তি

দুষ্ট বালিকা এর ছবি

তাতে তার কিছু হবেনা! বরং এ কাজ করা যায়! এর তার ওয়ালে চিকা মারতে থাকেন যেন কেউ ধুগোকে তাদের শালীর সাথে পরিচয় করায় না দেয়! তাইলেই ধুগো আউলায় যাবে! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আশালতা এর ছবি

হা হা হা... এই বুদ্ধিটা তো মাথায় আসেনি ! সুপার্ব আইডিয়া দেঁতো হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

দুষ্ট বালিকা এর ছবি

দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শায়ের আমান এর ছবি

আমি একজন এক্স-ইনসমনিয়াক! প্রায় টানা ১০ বছর রাতে ঘুম হতো না! কিন্তু যেই সকাল সন্ধ্যা কাজ-কর্ম শুরু করলাম...কোথায় ইনসমনিয়া, কোথায় কী!! দিনে কাজ-কর্ম করলে রাতে এমনিতেই ক্লান্তি এসে নিদ্রা-দেবীকে(আপনার জন্য নিদ্রা-দেব!!) কাছে দিয়ে যাবে!! ও আচ্ছা, আমি এখনো লেখাটি পড়িনি, ক্যাটেগরিতে ইনসমনিয়া দেখেই বকর বকর শুরু করে দিছি!! অফিসে কাজ না থাকলে যা হয় আর কী!!

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা! এক্স ইন্সম্নিয়াকের জন্যে অনেক শুভকামনা! খাইছে পড়েন মিয়া পড়েন! খাইছে তারপরে বইলেন কেমন লাগে! গত ৪৮ ঘন্টায় আমি ঘুমিয়েছি ২ ঘন্টা! আর এখন ভোর চারটা বাজে কিন্তু আমি wide awake! মন খারাপ বাসার সবাই ঘুমায় আর আমি নেটবাজী করি! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শায়ের আমান এর ছবি

পড়লাম! ভালো হয়েছে।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শায়ের আমান এর ছবি

স্বাগতম

তানিম এহসান এর ছবি

দুষ্টু মানুষেরা কতটা সিরিয়াস হতে পারে তার আদর্শ নমুনার এই লেখাটি পড়ে পাঠক মাত্রই মুগ্ধ হবে। আমিও হয়েছি, আপনার দুষ্টামীভরা মন্তব্য পড়েছি আগেই,এবার তার সাথে কিছু ‘সিরিয়াস’ মুগ্ধতা যোগ হলো। দুষ্টামী করতে থাকুন ইচ্ছেমতন, শিশুতোষ সারল্যের বহিঃপ্রকাশ ঘটুক নিত্যদিন। দুষ্টামীর জয় হোক চোখ টিপি. শুভেচ্ছা,

দুষ্ট বালিকা এর ছবি

আপনি জানতেন না যে আমি সিরিয়াস দুষ্ট? খাইছে

হাহাহাহাহা! সিরিয়াস মুগ্ধতা ব্যাপারটা সারকাজম কিনা বুঝলাম না! ইনসম্নিয়া আজ আমার অ্যান্টেনার কার্যক্ষমতা কমিয়ে দিয়েছে! কভারেজ পাচ্ছিনা! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানিম এহসান এর ছবি

সারকাজম না। সিরিয়াসলি বলছি, মুগ্ধতাটা খুবই সিরিয়াস ছিলো, মুগ্ধতার মধ্যে কোন দুষ্টুমী ছিলোনা। ধন্যবাদ জানবেন। তানিম

দুষ্ট বালিকা এর ছবি

আচ্ছা! যান! বুঝলাম! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানিম এহসান এর ছবি

ভেংচি কেন বুঝলামনা, বুঝছেন ভালো কথা কিন্তুক সেই বোঝা ভেংচিতক পৌছাইলো ক্যামনে কইনচেন দেহি!!

দুষ্ট বালিকা এর ছবি

কমুনা! কী করবেন! :|

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানিম এহসান এর ছবি

হাহাহাহা! কবে কইবেন সেইটার জন্য অপেক্ষা করমু! আপনি কইবেন বইলা মনে হয়না, কইলেই সব শেষ!

দুষ্ট বালিকা এর ছবি

করেন! ধামা ভরা পপকর্ন রাইখেন সাথে! ইন কেইস! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীলকান্ত এর ছবি

সচলত্ব লাভে অভিনন্দন আপু। অনেকদিন দেখি না।

ঘুমের প্রবলেম আমারে মেরে ফেলতেছে।


অলস সময়

দুষ্ট বালিকা এর ছবি

থেঙ্কুস্রে ভাইয়া! আসলেই অনেক দিন দেখা হয় না! হাসি

আমার ঘুমের একেবারেই ঠিকঠিকানা নাই! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলাভিনন্দন... খানাপিনা কোই?

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

ফ্রিজে! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আব্দুর রহমান এর ছবি

খানা গরম দেন, আর সচলাভিনন্দন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

দুষ্ট বালিকা এর ছবি

খাইটা খান! খাইছে ধন্যবাদ! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ফ্রুলিক্স.. এর ছবি

ঘুমের সময়ই তো পাই না মন খারাপ

দেশ আসতেছি শুধু কয়েকদিন ঘুমানোর জন্য

লেখা ভাল্লাগছে

দুষ্ট বালিকা এর ছবি

ভালো ঘুম হোক!

ধন্যবাদ! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।