অপরাজিতা...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: বিষ্যুদ, ১৫/০৩/২০১২ - ৪:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপরাজিতা
শ্যামলা সরল মেয়েটির মনে হালকা গোলাপির সাথে কোথায় যেন একটু নীল মেশানো
গাঢ় ঘন নীল
মনের রঙে কোথায় যেন বেগুনীর আবছা ভাব,
সন্ধ্যা হবার ঠিক আগে আগে
সূর্যের শেষ রশ্মিগুলো মিলে যেরকম বেগুনীর ছায়া নিয়ে খেলা করে,
সেরকম।

আমি তাকে চিনি বেশিক্ষণ না।
বান্ধবীর বাড়িতে পৌঁছে দিতে হবে বলে হুট করেই বোন আমাকে এখানে নিয়ে এলো।
মেয়ে দেখতে।
অপরাজিতা কে দেখতে।
ফুটে উঠা ফুলের মতো কাউকে দেখবো ভাবিনি।
তাকে দেখলাম,
মনের সমস্ত রংগুলোকে চোখে সাজিয়ে বসে আছে সে
প্রদর্শনীর অপরাজিতা।

সেখানেই আমি দেখি বেগুনীর কোলাহল,
শূন্য চোখ নিয়ে বসে থাকা একটি মেয়ে
তার বাবা মায়ের ইচ্ছাকে মূল্য দেয়া একটি মেয়ে
দোকান সাজিয়ে বসে আমার সামনে
আমার বোন সেই দোকানের এটা সেটা দেখায়,
আমি থমকে যাই,
জগতের বিষণ্ণতা নিয়ে অপরাজিতা,
বসে আছে
সমাজের কাছে পরাজিত হয়ে।

ছবি: 
06/06/2009 - 4:07অপরাহ্ন

মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হুম।
ট্র্যাডিশন! মন খারাপ
দুটোই মনছোঁয়া।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

হুম। ট্র্যাডিশন একটা ফাউল জিনিস! চরম ফাউল!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুমিমা ইয়াসমিন এর ছবি

ট্র্যাডিশন একটা ফাউল জিনিস!

এই ফাউল ট্র্যাডিশন কখনো কখনো জীবনটাকে অতিষ্ঠ করে তোলে!

দুষ্ট বালিকা এর ছবি

আমার জীবন অতীষ্ঠ করার তালে আছে! আমিও খ্রাপ! এতো সহজে হার মানবো না! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

চরম উদাস এর ছবি

মাত্তক হইছে হাততালি , মনডা উদাস হইয়া গেলো

দুষ্ট বালিকা এর ছবি

কোনধরনের উদাস?
ক) চরম,
খ) গরম,
গ) নরম,
ঘ) পরম,
ঙ) মনোরম
চ) আবে জমজম
এইগুলার মাঝে কোনটা? ম্যাঁও

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

চরম উদাস এর ছবি

পদ্য পড়লে শরম লাগে, তাই শরম উদাস লইজ্জা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

হেহে!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সত্যপীর এর ছবি

ছবি আপনার আঁকা? সব্বোনাশ।

..................................................................
#Banshibir.

দুষ্ট বালিকা এর ছবি

হুম! আর কে আঁকবে?!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
বন্দনা এর ছবি

মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ এমনটা খুব বেশী হয়! মন খারাপ তাই না?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

ছবির মেয়েটা চেনা চেনা লাগে।

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

অনেক অনেক অনেক আগে প্রথম আলোতে স্বাস্থ্য পাতায় ডিপ্রেশন নিয়ে একটা লেখা আসছিলো, সেখানে এই ছবিটা ছিলো! আমি দেখে দেখে এঁকে রেখেছিলাম! হাসি

লেখা নিয়ে কিছুই কইলানা! মন খারাপ কী খ্রাপ বড়ভাই!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাপস শর্মা এর ছবি

ছুঁয়ে যায়। খুব ভালো লাগলো।

এবং গল্পের মতো আবীরের ছায়ামাখা রঙ নিয়ে তুলি হাতে বিষণ্ণ করে গেলো কবিতা।

দুষ্ট বালিকা এর ছবি

কবিতা লিখতে পারিনা! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রৌঢ় ভাবনা এর ছবি

দুষ্ট বালিকারাওতো দেখছি এমন মন ছুয়ে যাওয়া লেখা লিখতে পারে!
ভাল থাকুন। বেশী বেশী করে লিখতে থাকুন।

দুষ্ট বালিকা এর ছবি

আমি তো এমনি এম্নিই লিখি! সব অখাদ্য আব্জাব! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পরিবর্তনশীল এর ছবি

চলুক

দুষ্ট বালিকা এর ছবি

ভাইরে, এইটা কে কমেন্টাইলো!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

shafi.m এর ছবি

মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

ম্যাঁও

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

মন খারাপ

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ দিদি ক্যান?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

cresida  এর ছবি

আপনার কবিতাটি ভালো লাগলো । যদিও লেখাটিকে আরো একটু মেদহীন করা যেত বোধ হয়। পাঠক হিসেবে অভিমত দিলাম, আশা করি ভুল বুঝবেন না।

একটা প্রশ্নঃ এখানে আমরা যারা অনাকাঙ্খিত গেষ্ট, তাদের লেখা ছাপানোর কি কোন নিয়ম-কানুন আছে? সচলায়তনের নিয়ম-কানুন পড়ে ফেলেছি; যেটা জানার ইচ্ছে, গেষ্টদের কি সপ্তাহে একটার বেশি লেখা পোষ্ট করা যাবে না, বা এরকম কোন নিয়ম আছে? সচলায়তনের মডারেটররা তো আর উত্তর দেবেন না। তারা একটা সহিত্য কে তাদের মন মত বিচার করে এপ্রুভ করবেন।আমি জানি না কোন মানদন্ডে। সেটার উত্তর ও তারা দিতে বাধ্য নয় জানি। তাই অনেকটা নিরুপায় হয়ে এখানে জানতে চাওয়া। এ পোষ্টটিও পুরোটা এপ্রুভ হবে কিনা সন্দেহ।

ভালো থাকবেন।

দুষ্ট বালিকা এর ছবি

বেশী কথা বলা বদভ্যাস, আর মানুষটাও বেশ মেদবহুল বলেই হয়তো এটাও এরকম!

নিজেকে অতিথি বলছেন আবার অনাকাংখিতও, এমনটা আবার হয় নাকি? সচলায়তন একটা পরিবারের মতো, আর সব পরিবারের মতোই আমরা অতিথিদের সাদর আপ্যায়ন করি। আপনি যখন কারও বাসায় থাকতে যাবেন তখন নিশ্চই রোমে রোমানদের মতোই আচরণ করবেন, তাই না? এই ব্লগ বাসারও কিছু গ্রাউন্ড রুল আছে, যেগুলো আপনি নিয়মাবলী থেকে জানবেন, আর ফর স্টার্টারস, সপ্তাহে একটার বেশী লখার কথা না, প্রথম পাতায় একটা লেখা থাকার সময় আশা করা হবে আপনি আরও একটা লেখা দিবেন না, এই যাহ নিয়ম। সাহিত্য বিচার অবশ্যই পারস্পেক্টিভের ব্যাপার, তা মানি, কিন্তু সচলায়তনের মডারেটর একজন নন, আর এখানে কেউই স্বেচ্ছাচারী নয়, তাই মানদন্ড বিচার পিএইচডির থিসিস গ্রেডিং এর মতো হবে না, বি শিওর অ্যাবাউট দ্যাট!

এখানে জানতে চাইলেন ক্যান এইটাও বুঝলাম না। পোস্টটা ইভেন প্রথম পাতাতেও নাই! আমার পক্ষে যতটা বলা সহজ ততটাই বললাম।

আপনিও ভালো থাকুন, আর লিখুন। আর লেখার শুরুতে বা শেষে নিজের নিক দিতে ভুল্বেন না! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

cresida  এর ছবি

জানতে চেয়েছি নিজের কারনে; কিছু লেখা পোষ্ট করেছি, কিন্তু সব নিয়ম-কানুন মেনেও এপ্রুভ না হওয়ায় জাষ্ট জানতে চাওয়া গেষ্টদের সপ্তাহে কতটা পোষ্ট এলাউড।

আপনাকে অনেক ধন্যবাদ সময় করে রিপ্লাই দেবার জন্য।

cresida

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।