হুদাই...

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: সোম, ২৮/০৭/২০০৮ - ৫:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অলস রবিবার কাটছিল। সপ্তাহের প্রতিটা দিনই অলসতায় কাটে, তবু রবিবার বিকেলটা কেন জানি সবচেয়ে মন খারাপ করা সময়। অন্তর্জালে এদিক-ওদিক ঘুরতে ঘুরতে বিডিব্রডকাস্টে এসে হাজির হলাম। উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম তিশমার অনুষ্ঠানে ফুয়াদের সাক্ষাৎকার। ইদানিংকার ভাষায় যাকে তাব্দা খাওয়া বলে, সেই হাল হল প্রথমবার শুনে। আবার ছাড়লাম, ভাবলাম এবার গুণে দেখি সাড়ে সাত মিনিটের সাক্ষাৎকারটিতে সাকুল্যে বাংলা শব্দ কয়টি।

আড়াই মিনিট পর্যন্ত পেলাম তিশমার মুখে ৭১টি বাংলা শব্দ, আর ফুয়াদের মুখে ৫০টি। হুম, কি, আচ্ছা, ভাইয়াস-আপুস জাতীয় শব্দগুলো সহ, অবশ্যই।

এই সময়কালে মাত্র টি বাক্য পেলাম যেগুলোয় কোন ইংরেজি শব্দ নেই। এই সাতটির মধ্যে টি বাক্য "ভাল।" এবং হ্যাঁ?"।

কারো হাতে যদি আমার চেয়েও বেশি ফালতু সময় থেকে থাকে, তাহলে গুণে দেখতে পারেন পুরোটুকু।

তিশমা ও ফুয়াদের সাক্ষাৎকার

সাক্ষাৎকারে ফুয়াদের মুখে বাণিজ্যিক গান করবার ব্যাপারে ৫ লাখ শ্রোতা থাকার কুযুক্তি শুনে বেকুব বনে গেলাম স্রেফ। বড় অবস্থান ও জনপ্রিয়তা মানুষকে কিছু দায়িত্ব দেয়, যা এ-কালে কেউ স্বীকার করতে চায় না। টাকাই সব, হায়!

ফুয়াদের গান নিয়ে সমালোচনাগুলো নাকি অপপ্রচার। যাঁদের মতামত মান্য, তাঁরা সবাই নাকি তার উচ্ছ্বসিত প্রশংসা করে। অনেক কষ্টেও মনের মধ্যে ফুয়াদের জন্য কোন দিওয়ানা ভাব আনতে না পেরে নতুন দিনের মিছিলে নাম লিখিয়ে তিশমাদর্শনেই নামলাম।

মনের বদ অংশ বলে, মেয়েটার গলার জিনিসটা কি দুষ্টু ছবিতে দেখা কোন কিছুর মত?

আধুনিকতার ভীড়ে পাত্তা না পেয়ে ভেসে যাওয়া আরেকটা অংশ বলে, চোখ-মুখের কালি মুছে চুলটা খোঁপা করে দিলে মেয়েটাকে অন্য রকম লাগতো। সাথে কিছুটা ঢিলেঢালা কাপড় সহ, অবশ্যই!

হুদাই টাইম লস...


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

হাহাহা...

আমি এই জীবনে তিশমার গান শুনতে পারলাম না... ফুয়াদের দু'একটা গান শোনা হইসে...

ভিডিওটা না দেখারই সিদ্ধান্ত নিলাম আপনার হুদাই প্যাচাল শুইন্যা...

ইশতিয়াক রউফ এর ছবি

হায় হায়, বলেন কী? দাঁড়াও ব্রাদার, তোমাকেও আধুনিক জমানার চাবি দেই। এই মহীয়সীকে চাইলে বাংলার আভ্রিল লাভিন ডাকতে পারো, কিংবা বাংলার শাকিরা। না পোষালে আমার সাথে প্যাভিলিয়নে চলে আসতে পারো।

কও তো দেখি নিচের ২ টার মধ্যে কোনটা ইংরেজি গান, আর কোনটা বাংলা? চোখ টিপি


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

আলমগীর এর ছবি

দ্বিতীয় গানটাতে ফ্লোরের রঙটা দেখেছেন? পতাকার থিম দিয়ে করা মনে হচ্ছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম...
বাট, ডোন্ট ডিস্ক্রিমিনেট! চোখ টিপি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

বাট, ডোন্ট ডিস্ক্রিমিনেট!

এই জীবনে শোনা সবচেয়ে পিত্তি জ্বালানো ডায়লগ গুলার একটা। ঠিক করেছি এখন থেকে কোন কুকর্ম করলেই বলবো, "ডোন্ট ডিস্ক্রিমিনেট!" চোখ টিপি


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

পান্থ রহমান রেজা এর ছবি

মনের বদ অংশ বলে, মেয়েটার গলার জিনিসটা কি দুষ্টু ছবিতে দেখা কোন কিছুর মত?

হা হা হা, ইশতি ভাই, তুমি না... এ্যাত্তো খারাপ!

ইশতিয়াক রউফ এর ছবি

ওরা গলায় বুলডগের বেল্টের মত ওগুলা পরে, সেটা কি আমার দোষ? আমি তো নিরীহ দর্শক মাত্র! খাইছে


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

শেখ জলিল এর ছবি

অনেক কষ্টেও মনের মধ্যে ফুয়াদের জন্য কোন দিওয়ানা ভাব আনতে না পেরে নতুন দিনের মিছিলে নাম লিখিয়ে তিশমাদর্শনেই নামলাম।
...হাহাহা! আমি তো তিশমার গান দেখি!!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

কীর্তিনাশা এর ছবি

আসলেই রউফ ভাই, হুদাই টাইম লস। তিশমাও একটা গায়িকা আর ভ্যারেন্ডাও একটা বৃক্ষ। আর ফুয়াদের কথা আর নাই বা বললাম.......
-------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিকেত এর ছবি

ইশতি,

তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। তিশমা আর ফুয়াদ--- একই সাথে এই দুই মহারথীর সাক্ষাৎকার তুমি দেখেছ, শুধু তাই নয় ---- ঐ পুন্যমুখনিঃসৃত কথামৃত নিয়ে গবেষনা করেছ। জীবিত অবস্থায় তোমাকে শহীদের মর্যাদা দেয়া হইল।

যাই হোক, আমারো সাহস কম না--- আমি লিঙ্কে ক্লিক করে গিয়েছিলাম দেখতে। মনে হল কে বা কাহারা সেটা সরিয়ে ফেলেছেন।

লজ্জায় না ভয়ে?

=======================

দুঃখিত, একটু তাড়াহুড়ো করে মন্তব্য করে ফেলার জন্য। আমার firefox browser এ NoScript add-on টা থাকায় মাঝে মাঝেই Flash video দেখা যায় না। এখন সেইটা Disable করতেই দেখলাম তিশমা আর ফুয়াদ able হয়েছেন।

আমি ভুলেই গিয়েছিলাম যে এরা লজ্জায় পালাবার লোক নন। ভয় তো দূরের কথা।

লজ্জা আর ভয়--- সে শুধু আমাদের থাকতে হয়!

ইশতিয়াক রউফ এর ছবি

সেটাই। আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম -- "লে হালুয়া, ইনি-তিনি'দের পর কি এখন তিশমা-ফুয়াদও সচলায়তন পড়া (এবং সেন্টু খাওয়া) শুরু করলো নাকি?"

আমিও কিন্তু "মরলে শহীদ, বাঁচলে গাজী" পণ নিয়েই দেখতে বসেছিলাম। দেঁতো হাসি

তবে শিক্ষা হয়ে গেছে। আড়াই মিনিটেই কুপোকাত। এই জীবনে আর এডের খাছে যাব্বো না!


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

তানবীরা এর ছবি

আমি একশ টাকার টিকিট কিনে কনসার্ট দেখলাম ঢাকায় যেখানে মাহমুদুজ্জামান বাবু'র পর তিশমা গান গেয়েছিলো। কম্বিনেশন দেখেন। আমি অবশ্য সামনে বসেও বুঝি নাই বাংলা না ইংরেজী, আমার ইউনি পড়া ছোটবোনকে বার কয়েক জিজ্ঞাসা করলাম কি গায়? কিন্তু আশে পাশের ধূলা উড়ার বহর দেখে আবার আবার ধূলায় এ্যালার্জী, নাকে ওড়না চাপা দিয়া ভাবলাম, ভালোয় নিশ্চয় গান নইলে এতো পোলাপান কেমনে নাচায়

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নব্য এর ছবি

আরো একটা ব্যাপার এদের কথা বলার সময়- 'র' এর উচ্চারণ 'ড়' এর মত, 'স' হল 'শ'। বাংলা গান গাওয়ার আগে এদের শুদ্ধ উচ্চারণ শেখানো উচি‍‌ত্‌।

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্রেকিং নিউজ: তিশমা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে একটা। 'ভালবাসি ভালবাসি'। কোলকাতা থেকে রেকর্ডিং করেছে।

খুব ভয়ে ভয়ে আছি কবে না মার্কেটে এসে পড়ে!

তবে তিশমা-ফুয়াদের ফাউ প্যাঁচাল নিয়ে গবেষণা করার সাহসের জন্য সাধুবাদ! যে ব্যক্তি এমন কাজ করতে পারে, সে দুনিয়ার যে কোন কিছুই করতে পারবে! চিয়ার্স! চোখ টিপি

রাফি এর ছবি

তিশমা ফুয়াদ শুধু নয়; বর্তমানে তথাকথিত আধুনিক ইস্মার্ট গোষ্ঠীর উচ্চারণ শুনলে মনে হয় বুড়িগঙ্গায় ঝাপিয়ে পড়ে আত্নহত্যা করি। এদের উচ্চারণের কিছু ব্যাকরণ.....

ছ শব্দের প্রথমে থাকলে উচ্চারণ হবে শ.
ছ শব্দের শেষে থাকলে হবে চ ও ছ এর মাঝামাঝি কোন উচ্চারণ যা জোরের সাথে বলতে হবে
অ বলে কোন শব্দ নেই; বলতে হবে বোলতে
র হবে ড়।
বাক্যের মাঝে অন্তত ৬০ ভাগ শব্দ ইংরেজি বলতে হবে.

---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

ধুসর গোধূলি এর ছবি
রায়হান আবীর এর ছবি

ঠিকাসেস...আপনাড়া ওদেড় একটু পিস এ থাকতে দিন হাসি

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হুডাই আমাড় টাইম ওয়েইস্ট কড়ানোড় কাড়ণে ওনলি ইশটিয়াক ড়াউফ ইজ টু ব্লেইম চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ঝরাপাতা এর ছবি

কি যে দিনকাল আসছে। এক কাজিনরে সেদিন ফান দিলাম। ফোন রিসিভ করে না। পরে এগারোটার দিকে কল ব্যাক করে। কারণ হইলো কি- রেডিও ফূর্তি না টূর্তিতে লাভগুরু নামে এক প্রোগ্রাম হয়, ওইটা শুনতাছে লেখাপড়া শিকায় তুইলা। কয়দিন পরে এগুলা সবগুলা তাহসানের মতো কথা কইবো।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

রণদীপম বসু এর ছবি

মনে হচ্ছে পোস্টে ঢুকলাম 'হুদাই' ! জী্বনটাও বুঝি হুদাই ! মরনটাও মনে হয় হইব হুদাই। আর এতো হুদাই'র ভীড়ে আমিও শালা এক ভুদাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

আলমগীরঃ খেয়াল করিনি আগে। নতুন বাংলাদেশ তো এদেরই, এরা পতাকাশোভিত ফ্লোরে লাফাতেই পারে।

শেখ জলিলঃ তাহলে আপনি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছেন, আমার মত পিছিয়ে নেই!

কীর্তিনাশাঃ ভ্যারেন্ডাও একটা বৃক্ষ... সেইরম পছন্দ হল কথাটা!

তানবীরাঃ মাহমুদুজ্জামান বাবু'র পর তিশমা? কিছু বলার নেই। আয়োজকদের কারো ফোন নং থাকলে দিয়েন। ডলার গুণে গুণে গালি দিবো!

বিডিআরঃ ভাই রে, বিডিআর যদি এই গানরে বর্ডার ক্রস করতে দিসে তো খাইসি কইলাম!

রাফিঃ মাত্র ৬০ ভাগ ইংরেজি? আমি তো মনে হয় ২০ ভাগ বাংলা পেলাম। পুরো বাক্য বাংলায় পেলামই না বলতে গেলে।

সন্ন্যাসীঃ স্যানইয়াসি ভাই, সেই দিন দূরে নয় যেদিন এদের কেউ আপনার বানানের ভুল ধরিয়ে দিয়ে বলবে যে সন্ন্যাসী বানানে একটা ন হবে। চোখ টিপি যারা র-ড়-ঢ় এর তফাৎ জানে না, তারা বাংলা ভাষার এই বিশেষ বানানটার ব্যাপারে না জানাই স্বাভাবিক। ভয়ের ব্যাপার হল, এরা এখন নিজেদের ভুলগুলোই সমাজের উপর চাপিয়ে দিচ্ছে গায়ের জোরে। আগে তবু কিছু অনুশোচনা কাজ করতো, এখন সবই ফ্যাশন।

ঝরাপাতাঃ এফ-এম রেডিও, লাভগুরু... সাইনবোর্ডগুলোর দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিন ঠিক দেশেই আছেন কিনা। খাইছে


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

মুশফিকা মুমু এর ছবি

তিশমার নাম শুনলেই আমার মাথায় রক্ত উঠে যায়, আর ওকে দেখাতো দুরের কথা খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।