নেই কাজ তো খৈ ভাজ

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বিষ্যুদ, ১২/০২/২০০৯ - ৬:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাতে অনেক, অনেক কাজ জমে আছে। তিল পরিমাণ সময় নেই কিছু করার। সময়ের তুলনায় কাজ এত বেশি জমে গেছে যে কোনটা ফেলে কোনটা দিয়ে শুরু করবো বুঝে পাচ্ছি না। এরকম অবস্থায় করণীয় একটাই -- ইউটিউব খুলে বসা।

আমার স্বভাব হল, কোন ভিডিও ভাল লাগলেই তা ডাউনলোড করে ফেলি, নয়তো ফেভারিটসে রেখে দেই। থিসিস লেখা উচিত আমার পূর্ণোদ্দমে, তাই ইউটিউবে নিজের "ফেভারিট"গুলো দেখছিলাম। সেই আদিকাল থেকে জমে থাকা কিছু ভিডিও।

এর মধ্যে সবচেয়ে প্রিয় নিঃসন্দেহে দক্ষিণ ভারতীয় সিনেমার গানের ইংরেজি তর্জমা। যাঁরা দেখেননি, তাঁদের জন্য কিছু তুলে দিলাম। আগে দেখে থাকলেও দেখতে পারেন। এগুলো কালোত্তীর্ণ জিনিস!

আমার দেখা প্রথমটি ছিল... বেনি লাভা

খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এর চেয়েও ভাল জিনিস... ভারতীয় "থ্রিলার"

জাতি-বৈষম্য ভাল নয়, তাই একই লোকের (বাফাল্যাক্স) করা জাপানি ভিডিও দেখা যাক... সামুরাই

ভাল লেগে থাকলে আরও একটা হয়ে যাক... হাজি হালেফ ওমর

কিংবদন্তী এই বাফাল্যাক্সকে অনুকরণ করে আরেকজন বানিয়েছেন টুকটাক, তবে সবই অকারণ অশ্লীলতায় ভরা। এর চেয়ে বরং ভাল কিছু দেখা যাক।

সাঙ্ঘা জুং নামে এক বিচ্ছুর ভিডিও সংগ্রহে ছিল। গিটার হাতে অসামান্য যেন। দুর্দান্ত এই গিটারিস্টের একটি খুব প্রিয় ভিডিও দেখছিলাম... লিভিং অন আ প্রেয়ার

একটু বেশি সিরিয়াস হয়ে থাকলে চোখ ধুয়ে নিন এই প্যারোডিতে... টুইংকেল টুইংকেল লিটল স্টার

হাতে অসীম সময় (?) নিয়ে এত কিছু ঘাটালাম, কিন্তু বাচ্চা-কাচ্চা নিয়ে কিছু দেখলাম না, তা হয়? সেই চিন্তা করতেই মনে পড়লো... চার্লি বিট মি

বছর খানেক আগের কথা। ইন্টারন্যাশনাল উইকে খাবার বেঁচছিলাম। আমি প্রেসিডেন্টসুলভ দায়িত্বের পরিচয় দিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে স্টেজে সালসা নাচ দেখছি। কিছুক্ষণ পরই লোকজন উঠে গেল আরও। পুরুষের নৃত্যের একটা এক-কথায়-প্রকাশ শিখেছিলাম। সম্ভবত... তাণ্ডব

এগুলো দেখতে দেখতে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। এক দাওয়াতে বাইরে দাঁড়িয়ে গাইছিল এক বান্দা। আমি হিন্দি-উর্দু বুঝিই না বলতে গেলে। আর যায় কই, আমার পাশে এসেই গুরু-গম্ভীর গলায় শুরু হল গাওয়া... গাঁদ মে ডান্ডা রে

ছোট বুশের শাসন শেষ হল অবশেষে। বুশিজম নামে নতুন একটি শব্দই তৈরি করে দিয়ে গেছেন তিনি তাঁর কথা-বার্তায়। একটু স্বাদ বদলের জন্য বড় বুশের একটি কথা শুনেই শেষ করা যাক... স্লিপ অফ টাং

প্যাচাল অনেক হল। এবার কাজে বসি। বাকিটা পরে কখনও। চোখ টিপি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইদানিং মজিলাতে মাঝে মাঝে ইউটিউবের ভিডিওর শব্দ আসেনা। বুশেরটা শুনতে পেলামনা। গুগলের ক্রোমে নিতেই শব্দ শোনা গেল--তারপর দম ফাটানো হাসি।

জেবতিক রাজিব হক [অতিথি] এর ছবি

ব্যা...পক মজাকস।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টাইম নাই... দৌড়ের উপরে আছি... এগুলা ডাউনলোড হইতে এক সপ্তাহ লাগবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

কোন টেকিচল'রে কন সিডি'তে নামায় দিতে। চোখ টিপি

আপনার ল্যাপি যে কেন বোবা-কালা... না শুনতে পারলে তো ৭০% মজাই শেষ!

ধুসর গোধূলি এর ছবি

- প্রথমটা দেখে হাসতে হাসতে আমি শ্যাষ। বিশেষ করে, কোরাসে যখন বলে, I'd love to see you pee on us tonight অথবা I put papaya there...
কী কমুরে ভাই। ব্যাপক হাসা হাসলাম। হো হো হো
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দৃশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
---------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

হাসিব এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
না, হিন্দি ছবি দেখা শুরু করতে হবে! না হইলে কতো মাস্টারপিস অদেখা রয়ে যাবে জীবনে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পিচ্চির গিটার বাজানো দেখে তব্দা খেয়ে বসে রইলাম খানিকক্ষণ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দৃশা এর ছবি

ভাই আপনাদের কোমর দুলানো নাচ ছন্দময় হয় নাই। এরজন্য চাই প্রশিক্ষন। শাকিরা রে তো পাইবেন না... মিরকি রুগী আফা তিশমারে ধরেন কোমর দুলানি শিখাইতে। দেঁতো হাসি
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি গুড পোস্ট চলুক
প্রায় সবগুলিই আগের দেখা, বিশেষ করে বেনি লাভা টা অনেক স্মৃতি মনেপরে গেল। আগের অফিসে আমার এক অসি কলিগকে এই গান দেয়ার পর সে মুখস্থ করে প্রায় গাইত আর ওরকম করে নাচত, ঐটা একটা মাস্টার পিস দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তানবীরা এর ছবি

ইশতি ভাই, ইভিল ডেড সিনেমাটা দেখলাম সেদিন। আজাইরা থাকলে দেইখ্যা ফেইলেন। ভুতে ভয় পাওয়ার নিয়তে বসছিলাম। হাসতে হাসতে মরে গেলাম পরে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।