একুশে বইমেলায় সচলায়তনের বই পরিবেশনা

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: মঙ্গল, ২৪/০২/২০০৯ - ৫:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শ্রদ্ধেয় রিটন ভাইয়ের উপস্থাপনায় একুশে বইমেলায় জুবায়ের ভাইয়ের "সিকি আধুলি গদ্যগুলি" এবং "সচলায়তন সংকলন ২য় খণ্ড" পরিবেশন করেন সৈয়দ দেলগীর ওরফে নজরুল ভাই।

একটু দেরিতে রেকর্ড চাপায় প্রথম কয়েক সেকেন্ড হাপিস হয়ে গেছে। খুব কম রেজোলিউশনে যেটুকু পেলাম, তা-ই ইউটিউবে তুলে দিলাম।

ধন্যবাদ রিটন ভাই ও নজরুল ভাইকে।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

স্ট্রিমিং ভিডিও ক্যাপচার করার জন্য বহুত হাবিজাবি সফটওয়্যার দিয়ে চেষ্টা করছিলাম। পরে ভিডিও ছেড়ে কী মনে করে রিয়াল প্লেয়ারের "ডাউনলোড ভিডিও" ক্লিক করতেই কাজ হয়ে গেল!

সুজন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইউটিউবের ভিডিওতে মন্তব্য করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে--

প্রথম মন্তব্যে লিখতে চেয়েছিলাম marhaba ('মারহাবা')
ভুলে লিখে ফেলি mrhaba
মিস্টার হাবা ভেবে বসবেন সেটা চিন্তা করে মন্তব্য মুছে দেই।

আবার লেখি, marbaha
আবারো ভুল।
এই কমেন্টও মুছে ফেলি।

তার পর এখন যেটা দেখছেন সেটা। যাক এবার ঠিক আছে! এপ্রিসিয়েশনই আপনার প্রাপ্য।

ইশতিয়াক রউফ এর ছবি

"মর হাবা!" যে লেখেননি, সেকারণেই খুশি। চোখ টিপি

পান্থ রহমান রেজা এর ছবি

টুটুল ভাই বলেছিলো চ্যানেল আই-এ চোখ রাখতে। কাজের তাড়ায় তা সম্ভব হয়নি। এই পোস্টের কল্যানে দেখে নিলাম তা। ধন্যবাদ ইশতি ভাই।

হিমু এর ছবি

ভালো লাগলো খুব হাসি । রিটন ভাই একটু রোগা হয়ে গেছেন দেঁতো হাসি ... ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুবিনয় মুস্তফী এর ছবি

ভাল্লাগ্লো দেখে - এইবার মেলা মিস করা বড় ভূল হয়ে গেছে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ইশতিয়াক রউফ এর ছবি

আমরা সবাই কিন্তু নজরুল ভাইয়ের মত তরুণ। দেঁতো হাসি

সুমন চৌধুরী এর ছবি
দৃশা এর ছবি

শয়তানী হাসি
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... শুরুতে রিটন ভাই নিজেই জুবায়ের ভাই সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। সেটা মিসিং।
আর একটু পরেই আহমেদ মাজহার বলেছেন আরো তিনজন সচলের বই নিয়ে কথা...
হাসান ভাইয়ের শমন শেকল ডানা, আনোয়ার সাদাত শিমূলের অথবা গল্পহীন সময় আর অমিত আহমেদের রৌদ্রদিন বৃষ্টিদিন- এই তিনটি দেখিয়েছেন আহমেদ মাজহার...

আর এটার রেজুলেশন দেখি করুন অবস্থা...

আমি কালকে এই পুরো অনুষ্ঠানটার VDO পাবো। তবে ইন্টারনেটে সেটা কিভাবে তুলে দিতে হয় জানি না। দেশীয় টেকিদের হাতে সিডিটা তুলে দিয়েই আমি খালাস...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাইয়ের কাছ থেকে সিডি নিয়ে দেখে ফেলবনে হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেখছি। হাসি
এইবার চ্যানেল আইয়ের বইমেলাতে অনেক অনেকবারই উঠে এসেছে সচলায়তনের কথা। এইসব কতো কাছের মনে হয়....

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ইশতিয়াক রউফ এর ছবি

হায় হায়, আমি তো বুঝি নাই যে বই নিয়ে আলোচনাও হবে। কালই প্রথম এই অনুষ্ঠান দেখলাম। এটুকু দেখার জন্যেও কত যে হাঙ্গামা করতে হল!

একটা সাইটে চ্যানেল আই দেখতে দেয়, তবে সে-জন্য তাদের ভয়েস চ্যাট রুমে গিয়ে আড্ডা মেরে "ক্রেডিট" সঞ্চয় করতে হয়। কী যে এক তুলকালাম অবস্থা সেখানে... মাইক নিয়ে পুরা মারা-মারি। কে কার আগে মাইক নিবে এই করতে করতেই টাইম যায়!

ঠিক সাড়ে পাঁচটায় (আমার টাইম) বসলাম, দেখি খবর নিয়ে কী এক অনুষ্ঠান হয়। মেজাজ খারাপ করে বন্ধ করে দিলাম। হঠাৎ ৬ টার কিছু পরে ছেড়ে দেখি অনুষ্ঠান চলছে। শুরুতেই দেখিয়ে ফেলেছে ভেবেছিলাম। আচমকা নজরুল ভাইকে দেখে উপায়ান্ত না থেকে স্ক্রিনপ্রিন্ট নিলাম। এরপর অনেকটা দৈবদুর্বিপাকেই রেকর্ড চাপলাম আর হয়ে গেল।

ইশ, বাকিটা দেখা/রেকর্ড করা হল না! মন খারাপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চ্যানেলাই আপনাদের এতো কষ্ট কইরা দেখতে হয়? কেন্জে বিদেশে থাকেন...

আমি কালকে সিডিটা বেশি স্পিডওয়ালা সচলদের কাছে দিয়ে দিবো... তারা আপলোড করে দিবোনে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

ভাল লাগল । নজরুল ভাইয়ের সিডি ভার্সনের আশায় থাকলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।