ইংরেজিতে "misery loves company" বলে একটা কথা আছে। বিভিন্ন রকম ঢুঁসঢাঁস খেয়ে আমার অবস্থা কিছুটা সেরকম। সারাদিন ভ্যাজর ভ্যাজর করে বেড়াই নিজের ঝামেলাগুলো নিয়ে। এই নিরন্তর ঘ্যানঘ্যান মুখ থুবড়ে পড়ে কিছু মানুষের সামনে। এরা মোটামুটি কানে ধরে হিড়হিড় করে বের করে নিয়ে আসে আমাকে আমার অন্ধকার গুহা থেকে। এরকমই দু'জন বন্ধুর জন্মদিন আজকে -- জি এম তানিম এবং আজমীর।
দু'জনের প্রতিই আমার একটা আলাদা অধিকারবোধ আছে। প্রাণশক্তিতে ভরপুর, অসামান্য প্রতিভাবান এই দুই ফাঁকিবাজ সচল আমার নিজের হাতে রিক্রুট করা -- এটা ভাবতেই অন্য রকম সুখ! ভাবতে ভাল লাগে, আমার পলায়নপর সচল-চারণ অন্তত কিছু ভাল মানুষ তো নিয়ে আসতে পেরেছে এখানে।
তানিমের সাথে পরিচয় স্কুল থেকে। চুপচাপ, চাপা স্বভাবের, সদাসহাস্য মানুষ। দুর্দান্ত ছাত্র, কিন্তু বিনয়ের অবতার হওয়ায় বাইরে থেকে তা বোঝার উপায় নেই। ছড়া লেখে, ছবি আঁকে, ছোটদের কার্টুন আঁকে। সুকুমারীয় সব সুকুমারবৃত্তির সমাহার নিয়েও একটা কোণে বসে থাকে নিভৃতে। তানিমের ছড়ার গুণেই অন্ধকার দেখলে ফিক করে হেসে দেই। মাথায় ঘুরে "কাঁচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই..."
অনেক ধমকে-ধামকে দুয়েকটা ননসেন্স লেখানো গেলেও এখনও ছবি-কার্টুন থেকে বঞ্চিতই রাখলো সচলে আমাদের। বলতে গেলে অনেক, অনেক কিছু বলা যাবে তানিমকে নিয়ে। ছোট করে একটা কথাই বলি শুধু। মাঝে মাঝে মনে হয়, আমি যদি আমার এই বন্ধুটার মত হতে পারতাম! বাবা-মা আদর্শ ছেলের কথা বললেই যে এই চেহারাটা ভেসে ওঠে!
আজমীর সচলে প্রচন্ড রকম ফাঁকিবাজ। বহুদিন পর কিছু একটা লেখে, তাও কেমন যেন ধুম করে শেষ করে দেয়। "গল্পদাদু" কথাটা শুনলেই যেমন মানুষ চোখে ভেসে ওঠে, ঠিক তেমনটাই আজমীর। বছর খানেকের মধ্যেই দু'বার ক্রস-আমেরিকা আর ক্রস-কানাডা ডাইভ করেছে। মেইনল্যান্ড আমেরিকার ৪৮টা অঙ্গরাজ্যই ঘুরে ফেলেছে। অস্ট্রেলিয়ার পূর্বাংশও শেষ। পুরোটা সময় এই বান্দার পায়ে ছিল এক জোড়া লেডিস চপ্পল। দোকান থেকে নিজের হাতে বেছে কেনা সেই স্যান্ডেল। মেয়েদের স্যান্ডেল পড়তে আরাম, তাই।
পুলিশের গাড়িকে হর্ন দেওয়া, ক্যাঙ্গারুর সাথে সংঘর্ষ, পাহাড় বেয়ে গড়িয়ে পড়া পাথড় দেখা, স্পিডিং-এর জন্য হেলিকপ্টার থেকে টিকেট খাওয়া, হাইওয়ের পাশে মূত্রত্যাগ, গাড়িতে রাইসকুকার নিয়ে ঘুরে বেড়ানো, এমন অজস্র কাহিনী আজমীরের সেই ভ্রমণগুলোতে। শুধু এবং শুধুই আলস্যের জন্য অসামান্য এই কাহিনীগুলো থেকে বঞ্চিত আমরা সবাই।
আবৃত্তি-গান-ভিডিওগ্রাফি-আড্ডা-ড্রাইভিং-এ মেতে থাকা এই ফাঁকিবাজ সচল ভার্জিনিয়া টেকের বাঙালিদের কাছে ৯-১-১। যেকোন প্রকার প্রয়োজনে প্রথম ফোনটাই আজমীরকে করি আমরা। আজ পর্যন্ত কেউ ওর কাছ থেকে 'না' শুনেছে বলে শুনিনি। উদাহরণ দেই একটা। গ্র্যাজুয়েশনের সময় ঘনিয়ে এল। অনেকের আত্মীয়-পরিজন আসছেন। পার্টির খাবার-দাবারও আনা হবে ডিসি থেকে। এসব কিছুর দায়িত্ব শুধু এবং শুধুই আজমীরের ঘাড়ে। আগামী পরশু থেকে শুরু করে প্রায় ১০ দিন ধরে ওকে এয়ারপোর্ট যেতে হবে। মাঝে দু'বার ডিসি যাওয়া আছে (৫৫০ মাইল প্রতি রাউন্ডট্রিপ), একদিন যেতে হবে মর্গানটাউন (আরও ৫০০ মাইল)। মানুষের দোষ দেই কেন, আমি নিজেই তো ওকে ২২০০ মাইলের ট্রিপে সাথে করে নিয়ে গেছিলাম নিজের মা'কে দেখতে যাবার সময়!
জন্ম নাকি রাস্তায়ই হয়েছিল, তাই পথের সাথে এমন সম্পর্ক -- এটাই আজমীরের কথা। আমাদের চাপা স্বস্তি, "ভাগ্যিস!"
নিজে বেকুব কিসিমের মানুষ দেখে গুণী মানুষদের অনেক শ্রদ্ধা করি আমি। দিন গুজার করি এই গুণী দুই বন্ধুর আলস্য ঝেড়ে সুকুমার রায় ও ইবনে বতুতা হয়ে ওঠার। জন্মদিনে অনেক, অনেক শুভেচ্ছা।
মন্তব্য
শুভ জন্মদিন, কেক কোথায় কেক ?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শুভ জন্মদিন তানিম ও আজমীর।
তানিমের ছড়ার ভক্ত আমি। কিন্তু আজমীরের লেখা পড়েছি বলে মনে করতে পারছি না। কিন্তু ইশতির এই অসামান্য ইন্ট্রো আমাকে খুবই কৌতুহলি করে তুলেছে।
জন্মদিন উপলক্ষ্যে, আজমীর, তোমার কাছে কেকের দাবী ছেড়ে দেব--যদি তোমার ভ্রমন-কাহিনী একটা আজ কে পোষ্ট করো। ভেবে দেখ।
আর তানিম---তুমিও কিন্তু ফাঁকিবাজ কম না। চট-জলদি ভুতের ছড়া আরেকটা নামিয়ে ফেল দেখি---
ইশতি কে পঞ্চাশ হাজার তারা---এমন লেখার জন্যে--
অনেক শুভেচ্ছা
আজমীরকে আমি কালকের দিনের জন্য বুকিং দিয়েছি। ওকে নিয়ে একটু বের হব। সারা দিনের সফর। দেখি, এরপর লেখাতে পারি কিনা ওকে দিয়ে। ততক্ষণ কিছু ননসেন্স হলে মন্দ হত না...
শুভ জন্মদিন টু তানিম
শুভ জন্মদিন টু আজমীর
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হ্যাপি বাড্ডে দুজনকেই, আর থাংকু ইশতি-কে, এমন চমৎকার লেখার জন্য।
আরো লেখেন না কেন হে ফাঁকিবাজ ছোকরা?
শুভ জন্মদিন তানিম ও আজমীর। কাহিনীর ছিঁটেফোটা যা পেলাম তাতেই লোভ গিয়ে তালগাছে চড়ে বসে আছে!
কিছু তো ইশতি নিজেও ছাড়তে পারেন
ফাঁকিবাজির মাত্রা দেখে মাঝে মাঝে আসলেই মনে হয় আমিই লিখে দিলে পারি। আশার ভেলায় ভেসে এখনও অপেক্ষায় আছি এই আলসেগুলো একটু নড়েচড়ে ওঠার...
আজমীর, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনার বেশ কিছু লেখা পড়েছি, মন্তব্য হয়তো সেভাবে করা হয়নি। আশা করব নিয়মিত লিখবেন। আনন্দে কাটুক দিনটা।
জি.এম.টি, আপনাকে আর কী বলব! বুঝে নেন। জনসম্মুখে তো আর সব কথা বলা যায় না। যাই হোক, শুভ জন্মদিন (কার কার পক্ষ থেকে, তাও বুঝে নেন)। অনেক অনেক শুভেচ্ছা থাকল। শুভকামনাও।
অভি, লেখাটা অসম্ভব ভালো লাগল।
হ্যাপী বাড্ডে! চিয়ার্স!!!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভ জন্মদিন তাআ
আতা নদিন্মজ ভশু
শুভ জন্মদিন প্রাণোচ্ছাসে ভরপুর প্রতিভাবান দুই সচলকে।
এরকম দুর্দান্ত বন্ধুরা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেনা কেনু কেনু কেনু কেনু? জন্মদিনের শুভেচ্ছা জানাই, তবে লেখা দিতে হবে। আমারতো এখনই এই দুজনকে দেখতে ইচ্ছে করছে।
হ্যাপি বার্থডে টু ইউ এন্ড ইউ
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
তানিমকে সচলের আগেই চিনতাম। অন্য এক আড্ডায় আমি লাজুকের মতো বসেছিলাম তাদের এক বিরাট গ্রুপের মধ্যে বেকুবের মতো। তানিমের এতো প্রতিভার কথা জানতাম না। তবে ছড়া পড়ে মুগ্ধ।
আজমীর যদি এতই গাড়ি চালাইতে পারে তাইলে চালায় আসুক দেখি বাংলাদেশে..
দুজনকেই জন্মদিনের বিরাট শুভেচ্ছা।
আর ইশতি, লেখাটা দূর্দান্ত হয়েছে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার আর আজমীরের শতভাগ ইচ্ছা আছে গাড়ি চালিয়ে দেশে যাওয়ার। শীতে আলাস্কা থেকে রাশিয়া যাওয়ার একটা রাস্তা হয়। বরফ জমাট বেঁধে তৈরি সেই রাস্তাই আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়ার একমাত্র ১০০ ভাগ স্থলযাত্রার পথ। স্পন্সর পেলে হত। যোগাড় করে দেন তো নেমে পড়ি। শুধু তেল আর খাওয়ার পয়সা দেবেন। গাড়িতেই ঘুমাবো। খাওয়াও খুব কম। গাড়িতেই ভাত-ডিম রেঁধে খাবো। বলেন তো পথে পথে সব ভিডিও করতে করতে আসি।
অফার কিন্তু সিরিয়াস!
শুভ জন্মদিন তানিম ও আজমীর
গ্রীনিচ মিন টাইম আর আজমীর শরিফকে শুভ জন্মদিন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
এইটা কি আমগো মুর্শেদ ভাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুজনকেই শুভ জন্মদিন!!!
শুভ জন্মদিন!
&
শুভ জন্মদিন!
তানিম ভাই আর আজমীরকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
--------------------------------
--------------------------------------------------------
শুভ জন্মদিন, তানিম।
শুভ জন্মদিন, আজমীর।
ভালো থাকুন। সুখে থাকুন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শুভ জন্মদিন তানিম ভাই ও আজমীর ভাই।
শুভ জন্মদিন প্রিয় ছড়াকার। প্রায়দিনই সকালে ঘুম থেকে উঠে বেসিনের আয়নার সামনে দাঁড়ালেই মনে পড়ে "কাঁচের জগে, বালতি-মগে......"। তারপর সারাদিন ধরে মাথার ভেতর কেবল ভুতের কোরাস চলতে থাকে।
শুভ জন্মদিন পুলিশকে ঘোল খাওয়ানো আজমীর। ৪৮ রাজ্যে ঘোল খাওয়ানোর ৪৮টি গল্প শুনতে চাই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুব জন্মদিন দুজনকেই
ইশতি ভাই, লেখাটা দারুণ হয়েছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জন্মদিনে ব্যাপক শুভ কামনা তানিম, আজমীর দু'জনের জন্যেই।
তো, বস-রা ভাল থাইকেন। আর নিয়মিত পোষ্ট দিয়া আমাগো মত নাদান পাঠকদেরও ভাল রাইখেন!
শুভ জন্মদিন তানিম ও আজমীর।
ইশতি, লেখা জব্বরালি হইছে। সেমেস্টার তো শ্যাষ! ত্যালের দাম পুরা বেড়ে যাওয়ার আগেই আজমীররে নিয়ে একটা ঢু দিবা নাকি? খিচুড়ি-আচার সব প্রস্তুত থাকবে।
কালকে জরুরী কাজে ঝটিকা সফরে হযুস্তান যাচ্ছি। পরশু থেকেই গ্র্যাজুয়েশনের ট্রিপ দেওয়া শুরু। নয়তো দ্রোহীস্তানও ঘুরে আসতাম। বলা বাহুল্য, যাচ্ছি আমি আর আজমীর...
- হযুস্থানের হযুধিরাজরে একটা পেন্নাম ঠুকে দিয়েন আমার হয়ে। আর ফার্স্ট লেডীরে আমার হয়ে একটা চোখটিবি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার কাজ আমি করে গেলাম... দেখি এই দুই সুপ্ত সচলের ঘুমঘোর কখন ভাঙে।
শুভ জন্মদিন দুইজনরে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- জন্মদিনের শুভেচ্ছা এই দুই মহাফাঁকিবাজ সচলরে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ ডবল জন্মদিন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
তিন ফাঁকিবাজকে একসাথে শুভেচ্ছা।
তানিম এবং আজমীর- দু'জনকে জন্মদিনের, আর ইশতিয়াক রৌফকে হিংসে করার মতো লেখাটার জন্য ! এবং দুই ফাঁকিবাজের যোগ্য ফাঁকিবাজ দোস্ত হয়ে ওঠার জন্য মাইনাস।
চিন্তা করা যায় এই তিনজন সচল দুর্দান্ত সব যোগ্যতা ধারণ করেও কিভাবে বাকি সব সচল'কে ফাঁকি দেবার প্রতিযোগিতায় রত !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দুজনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷
খুব ভালো থাকুন দুজনেই৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ইশতিয়াক, আপনাকে মেসেজ পাঠাতে গেলাম কিন্তু বলছে The recipient ইশতিয়াক রউফ does not exist!
আপনি পারলে আমাকে একটা মেসেজ করেন, তারপর ওটা কাজ করবে। ড্রপ-ডাউনে তাদের সবার নাম দেখতে পাচ্ছি যাঁরা আমাকে কখনো না কখনো মেল করেছেন।
বস, চ্রম লেখা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ। এই সুযোগে আপনাকে সাধুবাদ জানাই একটা ব্যাপারে। আপনি শুধু যে নিয়মিত সচল পাঠক তা না, আপনি একেবারে লেখক ধরে ধরে পুরনো লেখাগুলো পড়েন। একেবারে প্রতিটা লেখা। অনেক বারই এমন হয়েছে যে আপনার মন্তব্যের সূত্রে আমারও পুরনো লেখা পড়া হয়েছে।
এমন অনুরাগী পাঠক/সচল আমি আর দেখি নাই। বিশেষ, বিশেষ একটা ধন্যবাদ, ভাইয়া। ভালো লাগে এমন সহব্লগার দেখলে।
ভাইজান, এই লেখাটার লিঙ্ক জিএমটিই আমাকে দিয়েছিল তার জন্মদিনে, তখন সচলের দুষ্টু বালিকা হইনি বলে মন্তব্য করতে পারিনাই... এবার করলাম। আপনি জিএমটির দুটা গুন/দোষ বলেন নাই...
১। ব্যাটা চূড়ান্ত অলস! সেই মে শেষ হয়ে জুন, জুন শেষ হয়ে জুলাইয়ে গড়াচ্ছে কিন্তু তানিম মিয়া তার জন্মদিনের উপহার এখনও আমার থেকে নিতে পারেনি...:|
২। মহা কিপ্পুসও বটে! যতদূর মনে হয় উপহার নিলে খাওয়া দাবী করতে পারি বলেই তার এই অলসতা...[তেব্র পেত্তিবাদ ফেসিবাদী ঠানিম!]
--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
গুনী মানুষ একটু অলস হয়ই। নইলে তাঁদের মানায় না।
গুনী মানুষ আর কি কি করে ভাইয়া?
গুনী মানুষ অলস, কিপ্টুস... আর? [শুনলাম জিনিস{জিনিয়াস} রা নাকি পরকীয়াও করেন...:-S]
--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন