মাত্রই গত রাতে ঘুমানোর আগে দেখছিলাম মাইকেল জ্যাকসন ব্রিটেনে গাইবেন। জ্যাকসন-ফাইভের রিইউনিয়ন হবে, এরপর ৫০টি শো করবেন তিনি। খুব আফসোস হচ্ছিল ব্রিটেনে নেই দেখে। একই সাথে আনন্দিত হচ্ছিলাম অনেক, অনেক দিন পর এই মহাশিল্পীর গান-নাচ দেখার আশায়।
মনে মনে ভাবছিলাম, এই ভঙ্গুর শরীরে মুনওয়াক সইবে তো? দেখা যাবে ঝাঁকি দিতে গিয়ে হাড়-গোড় খুলে রয়ে গেছে। এক টানা ৫০টি শো করা তো নবীন শিল্পীদের জন্যও অনেক ধকলের!
বিবিসি-র ছবিতে তাকিয়ে ভাবছিলাম, এই জ্যাকসনের পেছনে সেই জ্যাকসনের ভিডিও ছাড়লে কেমন হবে। মনে মনে গালি দিচ্ছিলাম কালো থেকে সাদা হওয়ার জন্য। মানুষের সবকিছু বদলে গেলেও নাকি তার চোখগুলো একই রকম থেকে যায়। ছবি দেখে ভাবছিলাম, সেই দুরন্ত চোখগুলোও আর আগের মত নেই।
সব ভাবনা আর কল্পনার সমাপ্তি হয়ে গেল। বিশ্বজুড়ে সব মিডিয়ায় প্রকাশ, মাইকেল জ্যাকসন আর নেই। আজ দুপুরের পর তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। খুব দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর ডিপ-কোমা থেকে ফিরিয়ে আনা যায়নি।
বহু গায়ক আসবেন, অনেক "এন্টারটেইনার" জন্ম নেবেন, কিন্তু দ্বিতীয় জ্যাকসন আসবে না। শত বিতর্ক আর হাস্যকর কার্যকলাপ সত্বেও মাইকেল জ্যাকসন চিরকাল "থ্রিলার" হয়েই রইবেন।
গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন অনেকেই, কিন্তু মাইকেল জ্যাকসনের মত কেউই ছিলেন না। 'থ্রিলার' অ্যালবামের ৭টি গান টপচার্টের শীর্ষে ওঠার কথা সবাইই জানেন। মুনওয়াকের কথাও সবাই জানেন। একই কণ্ঠে নরম-কঠিন সব রকম গানের কথাও জানেন।
এই সাফল্যটুকুও অনেকেই হয়তো পাবেন। যা পাবেন না, তা হল জ্যাকসনের বাধভাঙা জনপ্রিয়তা। জ্যাকসন সেই কৃষ্ণাঙ্গ শিল্পী যাঁর গান শ্বেতাঙ্গ দুনিয়াকেও কাঁপিয়েছিল। সেই শিল্পী যাঁর গান শোনার পাশাপাশি দেখে এবং অনুকরণ করে কেটেছে লক্ষ লক্ষ কিশোর-তরুণ-যুবকের দিন-রাত। সেই শিল্পী যাঁর গান শুনে আমার বাবা তার বিদেশি কনসালটেন্টের কাছ থেকে ক্যাসেট চেয়ে এনে ছেলেদের শুনিয়েছিলো। সেই শিল্পী, যাঁর নামে বের হওয়া গেম সেগা'য় খেলতে বেহায়ার মত পড়শির বাড়ি গিয়ে বসে থাকতাম।
একটু পাগলাটে আর খামখেয়ালি না হলে বোধহয় প্রতিভাবানদের মানায় না। একটু তাড়াতাড়ি ফুরিয়ে না গেলেও তাই। তাই বলে এতটাই দ্রুত? মাত্র ৫০ বছর বয়সে?
ছবিঃ টপনিউজ-ডট-আইএন
মন্তব্য
আমিও মাত্রই লিখে পোস্ট করে দেখি তুমি লেখা দিয়ে দিয়েছ।
শৈশব কৈশোরের এই পপ আইকনকে শ্রদ্ধা।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমি কিছুক্ষণ অপেক্ষায় ছিলাম কেউ কিছু লেখার। এরপর নিজে লিখতে বসেও কেমন যেন কথা খুঁজে পাচ্ছিলাম না। দেখি, একটু একটু করে পোস্টে জুড়ে দেবো নে।
উনি বহুকাল আগে থেকেই নেই।
মাইকেল বিতর্কিত অনেক ব্যাপারে জড়িয়েছেন সত্যি, এতে তার জনপ্রিয়তায় অনেক ধস নেমেছে তাও সত্যি, কিন্তু কিভাবে ভুলি শৈশব কৈশোরের সেইসব দিনগুলো...যে দিনগুলো পার করেছি তার গানে বুদ হয়ে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দিনের পর দিন কাটায় দিতাম এক সময় ওর গান শুনে, দেশে আর পরবাসে।
লন্ডনে ওর ৫০টা কনসার্ট নিয়ে ট্যুর হওয়ার কথা ছিল এই সামারে - যাওয়ার ইচ্ছা ছিল, তাও আর হবে না। বিদায় মাইক। ওই পারে তোমার শান্তি মিলুক অবশেষে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বহুদিন দেখিনি, কোন লেখাও নেই, ব্যস্ত নাকি খুব? আছেন কেমন সুবিনয় ভাই?
আমাদের সময়ের আরো একজন গেলো, কি ভীষন বৈচিত্রময় একটা জীবন।
বিদায় মাইকেল। ঘুমোও শান্তিতে এবার...
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গানপ্রিয় না হলেও মাইকেলের কিছু গান আমাকেও ছুঁয়েছিল। তার বিদায়ে কিছুটা খারাপ লাগছে। আপনার লেখাটা বেশ আবেগী হয়েছে। বুঝতেই পারছি আপনি কতটা ফ্যান ছিলেন।
এবং
Michael Jackson earth song -this video will change the way you c
পিপিদা, আমি Heal the World-ই শুনছি এখন বসে বসে। এর আগে একে একে থ্রিলার, বিট ইট, ব্যাড, বিলি জিন পেরিয়া এলাম। কী অসামান্য প্রতিভা! আর ১০ জনের তুলনায় আমিও অনেক কম শুনেছি বোধহয়, কিন্তু প্রতিটা গানের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে!
স্মৃতির জন্য বেশী কাতর হচ্ছি। মনে পড়ছে ১৯৯২তে যখন নটরডেমে ভর্তি হলাম, তখন ক্যান্টিনটা ছিল রাস্তার সাথে লাগানো, মেইন গেট দিয়ে ঢুকেই হাতের ডানে। সেখানে দুপুরে সিঙারা বানাতো আর তার সাথে বাজতো মাইকেলের গান। আহা, কত স্মৃতি। খুবই খারাপ লাগছে।
- মাইকেলের প্রয়াণে গভীর শোক জানাই।
আমার পরিচিত এক পাগল আছে, দামিও জ্যাকসন। হল্যাণ্ডে জন্ম, থাকে আমি যে শহরে থাকি, সে শহরেই। মাইকেলের অনুকরণ করে। তাকে নিয়ে বাংলাদেশে একটা শো করার প্রস্তাবও দিয়েছিলো। আমি হলাম আদার ব্যাপারী, টাইটানিকের খবরাখবর আমার কাছে নিয়ে কী লাভ!
মিয়া ভাইয়ের ওয়েব সাইটের ঠিকানাটা দেই, কেউ উৎসাহ পাইলে জানাইয়েন। http://www.daimyo-jackson.de/
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফেসবুক খুলেই জানতে পারি! মন'টা খুব খুবই খারাপ হলো।
Britain's Got Talent -এও একজন এসেছিলো -- সুলেমান মির্জা। দিয়ে গেলাম সেটাও। আহা রে, বছরের পর বছর... কত্ত রকম অনুষ্ঠানে লোকজন মুনওয়াক করে গেলো।
মন খারাপ...
কে বেশি পাগল
কবি না কবিতা
পদ্যের দায় নেই হিসেব দেবার
ঘুমোও বাউণ্ডুলে ঘুমোও এবার...
আমি মাইকেলের গানের বড় ভক্ত - তবে শেষ ক'বছর আর বিশেষ কিছু পাওয়া যায় নি। তাও ভাল মারা যাবার আগে দেশের একবার পদধূলি দিয়ে গেছেন উনি।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
মনটা খারাপ হয়ে গেলো।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মাইকেলের ভক্ত ছিলাম একসময়। এখনও মাঝে মাঝে ঝিমিয়ে আসলে তাঁর গান শুনে নিজেকে রিচার্জ করে নেই।
http://www.youtube.com/watch?v=-tqYUTjQIc0
খ্যাতির শীর্ষে থেকে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দুজনকে যেতে দেখলাম .... এক ম্যারাডোনা হয়ে গেলেন খ্যাপাটে, আরেক মাইকেল হয়ে গিয়েছিলেন অবুঝ ধরনের শিশু ...
এটাই হয়তো বিদ্রোহীদের পরিণতি ... তবে একটা কঠিন দাগ রেখে গেলেন মাইকেল .... "হ্যাঁ হ্যাঁ বলা সঙ"দের দলে না থাকলে কিভাবে সব পেয়েও এই পৃথিবীতে টেকা যায়না, শিশু হয়ে যেতে হয় -- সেটাই যেন জানিয়ে গেলেন
মাইকেলের বিট ইট, হিল দ্য ওয়ার্ল্ড আশৈশব মুগ্ধ করে রেখেছিলো, সেই মুগ্ধতার কারণেই হয়তো তার বিরুদ্ধে আনা অভিযোগ আমি মানতে চাইনা, হয়তো সেজন্যই তাঁকে বিশ্বাস করে মনে করি চামড়ার রং পরিবর্তনটাও ভিজিলোর কারণে হয়েছে
But I could have told you Micheal
This worldwas never meant for one as beautiful as you
খুব কষ্ট পেয়েছি ... মনে হচ্ছে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে যাবো ...
সুবিনয়দার কথাটাই রিপিট করি, "ওই পারে তোমার শান্তি মিলুক অবশেষে"
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
বস, ভিটিলিগো (vitiligo)বা শ্বেতী রোগে ভুগে তিনি সাদা হয়ে গিয়েছিলেন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
...
--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আহ মাঝে মাঝে এমন সব দুঃসংবাদ এসে জগতটাকেই নাড়া দিয়ে যায়!
বড়ই দু:খজনক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সকালে ঘুম থেকে উঠেই একটা ধাক্কা খেতে হলো এ খবরে...
বিদায় জ্যাকসন...
______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই
______________________________________
লীন
সাত সকালে এইডা কী শুনাইলেন!!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি জিমে দৌড়াতে গিয়ে দেখি টিভিতে দেখাচ্ছে। ফিরে পোস্ট দিবো ভাবছিলাম। মহা গুনি এই শিল্পীর প্রয়ানে গভীর শ্রদ্ধা জানাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিদায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সাদা-কালো বুঝি না... এই রকম কণ্ঠের আর গান শুনতে পাবো না?!
ফিলিপাইনের কারাগারে "থ্রিলার"...
[অধিকাংশ অরিজিনাল মিউজিক ভিডিওগুলোই মাইকেল-জ্যাকসন-প্রোডাকশন থেকে কপিরাইট করা, ইউটিউবে দেখা গেলেও এমবেড করা যায় না। ]
মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খবরটা জানতে পেরেছিলাম। শুনে মনটা খারাপ হয়ে গেছে। ভয়ও পেয়েছি। কেন জানিনা ইদানিং মৃত্যু ব্যাপারটাকে একদমই গ্রহণ করতে পারি না। মৃত্যুভয় খুব বেশি পীড়া দেয়।
আমার উলটা। MJ-র মত "larger than life" মানুষও মারা যায়, আমি তো কোন ছাড়! অতএব, মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।
নেভারল্যান্ডেও তাহলে বয়স বাড়ে, রোগ হয়, মরে যায় কেউ। মনটা খারাপ হয়ে আছে।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
কথাটা আমারো মনে এসেছিল মৃত্যুর খবরটা শোনার পর।
একেক্টি মৃত্যু আসে, আর একেবারে নাড়া দিয়ে যায়।
ক'দিন আগেই জ্যাকসনের "Michael Jackson Number Ones" ডিভিডিটা দেখলাম। আজ দুপুরে মলে বাবার জন্য গিফট কিনতে গিয়ে দেখি মল জুড়ে টিভি স্ক্রিনগুলোকে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। এরপরে মনটা খুব খারাপ হয়ে গেলো। মাইকেল জ্যাকসনের মতো প্রতিভা খুব বেশি জন্মায় না। মাইকেলের গান ভালোবেসেছি। ভক্ত হয়েছি, ভক্ত আছি। আর ওঁকে নিয়ে ছড়ানো কথাগুলো আমার কেনো যেনো কিছুতেই বিশ্বাস হয় না। পপ সঙ্গীতের সম্রাট বেঁচে থাকবে আমাদের মনে।
বিদায় মাইকেল!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
মাইকেল জ্যাকসন এক দুখী রাজকুমার।মিডিয়া তাঁর শান্তি কেড়ে নিয়েছিলো।মিডিয়া তাঁর ঘুম হারাম করে ছেড়েছিলো।
এবার তুমি ঘুমাও হে বিশ্বজয়ী নিঃশ্ব রাজকুমার!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
"You Have To Show Them That You're Really Not Scared, You're Playin' With Your Life, This Ain't No Truth Or Dare, They'll Kick You, Then They Beat You, Then They'll Tell You It's Fair, So Beat It, But You Wanna Be Bad..."
"Beat It", Michael Jackson (Thriller, 1982)
মৃত্যু আসে আর মনে করিয়ে দিয়ে যায় এটাই নিয়ম
...........................
Every Picture Tells a Story
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
GONE TOO SOON!!!
Born To Amuse, To Inspire, To Delight
Here One Day
Gone One Night
Like A Sunset
Dying With The Rising Of The Moon
Gone Too Soon
ডায়না মারা যাবার পর এই গানটা মাইকেল জ্যাকসন উৎসর্গ করেছিল। তার জীবনেও শেষ পর্যন্ত এটা সত্যি হয়ে গেল! তবে আরো ডায়না আসবে, আরেকটা মাইকেল আর কখনো আসবে না। 'থ্রিলার' দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সবচেয়ে প্রিয় এলবাম 'ডেঞ্জারাস'। ওটা শোনার পরেই আসলে ভক্ত হয়েছি। 'ম্যান ইন দ্যা মিরর'-এর পুরনো ভিডিওটাও আমার অনেক প্রিয়।
সকালে খবরটি শুনে খুব মন খারাপ হয়ে গেলে! এতো সাফল্যের পরও খুব সুখের ছিলনা তার জীবনটি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সত্যি বলতে নানা কারণে লোকটাকে অপছন্দই করতাম বহুদিন থেকে। সকালে টিভি ছাড়তে ব্রেকিং নিউজ দেখে অনেক্ষণ কোন প্রতিক্রিয়া হয় নাই। ইউনিভার্সিটির ক্যাফেতে ঢুকে ব্যানার দেখলাম। তারপর আই জাস্ট ক্যান্ট স্টপ লাভিং য়ূ কানে আসতে আমার জীবনের বিগত ......কম করে হলেও পঁচিশটা বছর মোচর দিয়ে উঠলো।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আগেও খেয়াল করেছি - মারা গেলে সাত খুন মাফ! স্ব-ঘোসিত King of Pop-এর বেলাতেও ব্যাতিক্রম হয়নি। মানছি যে তার নামের বেশিরভাগ controversy হয়তো খ্যাতির বিড়ম্বনার ফলাফল, সেজন্য তাকে benefit of the doubt দিতে আপত্তি নেই, কিন্তু tabloide-এর জকি হওয়া ছাড়া তার শেষ কবেকার পার্ফমেন্স আমাদের মুগ্ধ করেছে মনে করতে পারেন? He has had his share of contribution to music, but lets face it - he was a guy already living in the past as a "has been". নাচ-গানের যা কারিশমা দেখানোর, তা বহুত আগেই দেখানো হয়ে গেছে। তার মারা যাওয়া বেচে থাকা সংগীত জগতে সত্যি কি কোনো প্রভাব ফেলবে? আমার যথেষ্সট ন্দেহ আছে।
কত মানুষই তো স্বঘোষিত মহান। দেশনেত্রী, জননেত্রী, মজলুম জননেতা, ইত্যাদি ইত্যাদি তো ছড়িয়ে আছে সবদিকেই। জ্যাকসনের বেলায় ব্যাপারটা অবিসংবাদিত ছিলো। কিছুটা ঔদ্ধত্ব সব বড় এন্টারটেইনারেরই থাকে, কিন্তু জ্যাকসন নিজেরটুকুর সাথে সুবিচার করতে পেরেছিলেন।
শেষ দিকে কিছু হয়তো দিতে পারেননি, কিন্তু দেওয়া কি আদৌ খুব জরুরী ছিল? যে-মানুষ "থ্রিলার", "ব্যাড", "ডেঞ্জারাস"-এর মত অ্যালবাম দিয়েছেন, তাঁর কাছে কীই চাওয়ার থাকতে পারে আর? নতুন ধরনের নাচ, গান উদ্ভাবন করেছেন, গান দিয়ে জাত-কূল-বর্ণের ব্যবধান ঘুচিয়ে দিয়েছেন। আর কী চাই?
জাত শিল্পীকে শুধু শীতনিদ্রা বা বয়সের কারণে অবহেলা বা অবনমন করা বোকামি। বহু শিল্পী তা দেখিয়ে দিয়ে গেছেন। জীবনের অহেতুক ঝামেলাগুলো গুছিয়ে উঠতে পারলে জ্যাকসনের অনেক কিছুই দেওয়ার ছিলো আরও।
মাইকেল জ্যাকসন কি আসলেও মুসলমান হয়েছিলেন?
সকালে ঘুম থেকে জেগেই শুনলাম মাইকেল জ্যাকসন আর নেই। মনটা খারাপ হয়ে গেল। পঞ্চাশ বছর চলে যাবার জন্য খুব বেশী বয়স কি?
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
খবরটা শুনে স্তম্ভিত হয়ে ছিলাম অনেক্ষন। আরো ৫০টা পারফর্মেন্স দেখা হলোনা আর।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
না মরার জন্য বেচারা কতো চেষ্টাই করেছিল । কিন্তু হায় .........
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সেই ছাত্রজীবনে ব্র্যাক-ড্যান্স শব্দটা চোখে-কানে শিখলাম মাইকেল থেকেই। কী ক্র্যাজ তখন ! হলে হোস্টেলে এই ব্র্যাক-ড্যান্স নকল করতে গিয়ে কখনো লাফিয়ে উঠি চেয়ারে টেবিলে, কখনো বিছনায় আর মশারি-স্ট্যান্ড ভেঙে মশারি পেঁচিয়ে নিয়ে মাটিতে গড়াগড়ি !
তারপর অনেকগুলো বছর কেটে গেলো, এখন বুঝতে পারছি ! মাইকেলের ক্রেজ মাথা থেকে সরে গেছে কবে ! আজ সকালেই খবরটা শুনে থ হয়ে গেলাম ! 'টাইম, য়্যু আর অ্যান ওল্ড জীপসি ম্যান...!'
পশ্চিমা দুনিয়ায় পঞ্চাশ তো আসলে কোন বয়সই নয় ! অর্থ বিত্ত নাম যশ সুবিধা সুযোগ- মৃত্যুর কাছে কত অকিঞ্চিৎকর !
অনেক বিতর্কের জন্মদাতা প্রতিভা মাইকেল। শেষ পর্যন্ত মানুষ পৃথিবীতে খুব একাই ! এতো দ্রুত শেষ হবার কথা না হলেও তাঁর সাথে একটা যুগেরও সত্যিই অবসান হয়ে গেলো। যেভাবেই হোক, পৃথিবীকে নাড়া দিতে ক্ষণজন্মাদের অন্যতম মাইকেল জ্যাকসনের জন্য শেষ শ্রদ্ধা.......
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমার বাচ্চাকালের ব্যাকগ্রাউন্ড নয়েজই ছিলো MJ. মনটা এখনো খারাপ.
মহান এই গায়ককে শ্রদ্ধা।
দুঃখলাগানো, ভারী সব পোস্ট আর মন্তব্য।
নতুন মন্তব্য করুন