আশেপাশের দেশগুলোর তুলনায় আমাদের গণতন্ত্র অনেক বেশি প্রতিনিধিত্বশীল। দেশব্যাপী অরাজক আধুনিকতার প্রতিনিধিস্বরূপ দু'জন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছিলাম আমরা।
ইয়ো আর আর-জে সমাজের সাথে তাল মিলিয়ে একজন বাংরেজিতে বলে গেছেন, "উই আর লুকিং ফর শত্রু।"
আরেকজন কথা নয়, কাজে বিশ্বাসী। তিনি সমাজের সাথে মৌখিক ভাবে তাল না মিলিয়ে সোজা বিদেশ চলে গেছেন আমাদের পলায়নপরতার প্রতিভূ হয়ে।
পোস্টারায়তনে রেখে গেলাম এই যুগোত্তীর্ণ ব্যাক্তিদ্বয়ের 'ফেসঅফ'।
মন্তব্য
মনে দুঃখ পাইলেও গোলাগুলি করলাম। কারণ পোস্টার ভালো হইছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুঃখ কেনো? রাজনীতি সংশ্লিষ্ট ব্যাপারে পরের দুখে দুখী হওয়া বাদ দিতে হবে আমাদের, বুঝলেন? ওদের ভাগের দুঃখ আমরা পেয়ে যাই বলে ওরা কিছু পায় না।
হা হা, ভালো হইসে...
ইশতি ভাইয়ের অন্যান্য লেখার চেয়ে আলাদা হয়েছে।
... ভাইয়ের লেখার আশায় আছি। ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
হিমু ভাইয়ের পোস্টারায়তন দেখে হঠাৎ করেই করা। ছবি আঁকতে পারি না, তাই হাজার চেষ্টায়ও মনের ভেতরের দৃশ্যটা প্রকাশ হয় না। এর চেয়ে লেখালেখি অনেক সহজ! চেনা পরিসরেই ফিরতে হবে...
হ, বেশ ভালৈছে। এই কানেকশন-গুলা আসোলেই উপাদেয়। পোস্টারায়তনে এনে যথাযোগ্য মর্যাদা দেয়া হৈলো সেইটার।
সুন্দর।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
যে যা বলে বলুক না কেনো, বাবরের চেয়ে তাজ অনেক ভালো। বাবরের ছবি জুম করে একটা একটা স্পাইকের আশ-পাশ মুছতে ঘাম বের হয়ে গেছে। তাজ সেদিক থেকে খুব পরোপকারী। চুল একদম সোজা-সাপ্টা ব্যাক-ব্রাশ করা।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
()
হাহাপগে...
পরীক্ষা দিমু না- আপ্নেগো কমেন্ট পড়ি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
বিধ্বংসী!!!
=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ধন্যবাদ এত সামান্য জিনিসেও উদার ভাবে প্রশংসার জন্য।
হিমুর পোস্টারও দেখলাম... আপনারটাও দেখলাম... পোস্টার সুন্দর... কিন্তু একটা দুক্ষ রয়ে গেলো... পোস্টার ইংরেজীতে কেন? এই কথাগুলো বাংলায় বললে সমস্যাগুলো কোথায়? বাংলা কি অতোটা শক্তিশালী না? নাকি? এই পোস্টারটাই, এই কথাগুলাই বাংলায় একবার করে দেখবেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই রে, এই দুঃখ নিয়েই তো আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। শোবার আগে পোস্ট করে শুয়েছিলাম। কুটকুট করছিলো ভেতরে, বাংলায় কিছু করলাম না, তাই।
হিমু ভাই-এর "ট্রিগার" ছিলো 'পাবলিক এনিমি' নিয়ে তানভীর ভাইয়ের পোস্ট (+ সুজন্দা), আর আমার ট্রিগার ছিলো হিমু ভাইয়ের সেই পোস্টার (+ তাজকে নিয়ে আলোচনা)। সেই ধারায়ই ইংরেজিতে চিন্তাটা মাথায় এসেছে প্রথম। এটা করতে করতে বাংলায় চিন্তা মাথায় এসেছে কিছু। আফসোস, আঁকতে পারি না!!
ভাবতে গিয়ে মনে হলো, ইংরেজিতে একটা নির্দিষ্ট আকার এবং ফন্ট ব্যবহার হয়। বাংলায় তো সব সাইকেডেলিক রঙের ছড়াছড়ি। আপনারা কেউ বানিয়ে ফেলেন একটা। মজার হওয়া উচিত।
নজু ভাইসহ বাকি সবাইকে বলছি, কিছু বাংলা সিনেমার পোস্টার ছবি তুলে দ্যান।
দেখেন তো এইটাতে কিছুটা কাজ হয় নাকি।
ইয়া মাবুদ!! প্রহরী এই সব কী পকেটে নিয়ে ঘুরে?! সিরাম জিনিস রে ভাই...
ঠিক করসি, এরপর রাস্তায় পোস্টার দেখলে, নিজের ক্যামেরায় তুলে কালেকশন বানাব একটা
ঝামেলা তো অন্য জায়গায়। বাংলা সিনেমার পোস্টার তো দেখি স্বাস্থ্যবান প্রায়-উলঙ্গ মানুষের কোলাজ ছাড়া কিছু না। প্রাসঙ্গিক মানুষদের (হাসিনা, খালেদা, আশরাফুল, গেলমান, ...) এমন ছবি কোথায় পাই কোলাজে বসানোর জন্য?
@প্রহরী
ভালা জিনিস মাথায় ঢুকাইয়া দিলেন তো প্রহরী ! আমার ২মেঃপিঃ আছে না ! এইটারে কামে লাগাইলাম না ক্যান !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দারুণ সংগ্রহ! দেখি কিছু বাংলা পোস্টার বানাবোনি।
জোশ তো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইয়াল্লাহ... কি দেখাইলেন প্রহরী ভাই
প্রহরী তো দেখি ডেঞ্জারাস লোক!! এই সব জিনিস জোগাড় করে রেখেছেন!
সব চেয়ে মজা পেলাম হত্যাকারী'র পোস্টারে ভূতলশয়ান মেয়েটির উপর সেন্সরের কারুকাজ দেখে। এ ধরনের কারুকাজ কলকাতার পথেও দেখেছি পোস্টারে, মনে পড়ে গেলো।
মৃত্যুদাতায় তারান্তিনো-টাচটা ক্লাসিক!
ইয়াল্লা !
প্রহরীরে তো একটু আধটু ভালু ছেলেই ভাবতাম...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শততম পোস্টের জন্য অভিনন্দন, হে বন্ধু। আরো অসংখ্য সুলিখিত পোস্ট আসুক তোমার কাছ থেকে
পোস্টারটা দুর্দান্ত। তবে বাংলার ব্যাপার, নজু ভাই যেটা বললেন, ভেবে দেখতে পারো।
বন্ধু আমার, অধমের ব্লগের সংখ্যার দিকে নজর রাখায় অনেক ধন্যবাদ। খুবই খুশি হলাম। অসংখ্য পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো জমে থাকা লেখাগুলো খালাস করে দেওয়ার।
বাংলায় কিছু একটা করবোই। নিজেরই অস্বস্তি লাগছে ইংরেজিতে করে। ইংরেজিতে পোস্টার শিল্প অনেক এগিয়ে গেছে, এবং ইংরেজি ছবির নামগুলোয় বৈচিত্র্য আছে প্রচুর। এ-কারণেই ইংরেজিতে করার চিন্তা সহজাতভাবে প্রথমে আছে। এই ঘরানাটা তো প্রতিষ্ঠিত কিছুকে বদলে/বিকৃত করে করা। বাংলা থেকে নিলে "তাজ কেন বাবর"এর বাইরে দুষ্কর হয়ে যেতো।
বাংলা সিনেমার নামের একটা আর্কাইভ থাকলে মন্দ হতো না।
বাংলা সিনেমার নামের আর্কাইভের আইডিয়াটা জোস লাগল! করা যায় কিন্তু!
এই পোস্টেই তো করা যায় কাজটা। সবাই মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন নামগুলো।
দারুণ প্রস্তাব। আর্কাইভে বাংলা নামের সাথে সাথে ইংরেজী নামটাও দিতে যেন ভুল না হয়, খিয়াল কৈরা!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দুই দুই খান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে এই ভাবে গোলাগুলি? তাহলেই বোঝেন এদের যোগ্যতার দৌঁড়!
পোষ্টার অফিস থেকে দেখতে পাই নি শুধু লেখা পড়ে ভোট রেখে গেলাম।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপু তো অধমকে আসলেই ভালো পান দেখি!! নাহ, আর কোন ত্যাঁড়াবাঁকা কথা বলবো না আপনাকে।
মুখের মইদ্যে বিদ্যাসাগরী ভেটকি ঝুলাইয়া তুমি আমারে ত্যড়াব্যকা কতা কইতা নাকি? বুজি নাইতো! তাইলে মাইনাচ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দুর্দান্ত!!!
ধন্যবাদ। ফাঁকি মারলাম একটু। আসল কাজ ফেলে রেখে ডুগডুগি বাজিয়ে বেড়ানো...
ফাটাফাটি হইসে !
--------------------------------------------------------
--------------------------------------------------------
ধন্যবাদ...
পোস্টারের কনটেন্ট নিয়ে সম্যক জ্ঞানের অভাব, সে বিষয়ে মন্তব্য করা গেলো না। তবে দেখতে খাসা হয়েছে।
ফেসঅফ ছিলো কৈশোরে দেখা ধুন্ধুমার অ্যাকশন মুভি। ভ্যাল কিলমার, নিক কেইজ... আহা, কী মজাটা পেয়েছিলাম সেই বয়সে! সেই ছবির উপর ভিত্তি করেই এই পোস্টার।
বাবর ছিলো গত সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মহা চোর। তিনিই সম্ভবত বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম জেল-স্পাইকড প্রতিমন্ত্রী। ভাবের আতিশয্যে প্রায়ই বেংলিশ বলতেন। তাঁর একটি বিখ্যাত উক্তি ছিলো, "শত্রু পালিয়ে গেছে, উই আর লুকিং ফর শত্রু।"
তত্ত্বাবধায়ক সরকার আসার পর বাবরের বাসায় একটি গোপন কক্ষে ওয়্যারলেস যন্ত্রপাতি পাওয়া যায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন সেই যন্ত্রপাতি দিয়ে ঘর থেকেই বাবর পুলিশ ফোর্স চালাতেন। নির্বাচন যেকোনো মূল্যে জেতার পাঁয়তারা ছিলো।
সোহেল তাজ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছোট ছেলে। এ-সরকারের আমলে তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বেশির ভাগ সময়ই আমেরিকা কাটান, এবং সম্প্রতি পদত্যাগ করেন। এ-নিয়েই ক'দিন আগে মাসকাওয়াথ ভাইয়ের পোস্টে আলোচনা হচ্ছিল।
কনটেক্সট দিয়ে গেলাম, রেফারেন্সের খাতিরে।
ফেস/অফে নিকোলাস কেইজের সাথে ছিলো জন ট্রাভোল্টা।
পোস্টার ঝাকানাকা হয়েছে।
ফেস/অফে নিকোলাস কেইজের সাথে ছিলো জন ট্রাভোল্টা।
পোস্টার ঝাকানাকা হয়েছে।
টানে টানে লিখে ফেলসিলাম। ব্লগ-পুলিস তো ভয়ংকর তৎপর! আমার একটু দেরিতে খেয়াল হয়েছিলো। নিজে ঢুকার আগেই দেখি ৩ জন ভুল ধরে দিয়েছে। দিন ভর চোখের সামনে ফেস/অফ-এর অরিজিনাল পোস্টার খোলা, তারপরও এই ভুল... এক গ্লাস পানি দেন, ডুবে মরি।
শিশুতোষ ভুল। কিলমারের নাম কেন লিখলাম নিজেও জানি না। ঠিক করার আগেই দেখি জবাব এসে গেছে।
ভ্যাল কিলমার? মাইর খাবা মিয়া, ফেইস অফের জন ট্রাভোল্টারে ভুলে যাওয়া রীতিমত অপরাধ ...
কয়েকটা ছবি দেখে একসময় অসম্ভব ভালো লাগছিল এবং সেজন্য আমি এখনো লজ্জিত না ... এক নাম্বারে আর্মাগেডন, দুইয়ে ফেইস অফ, তিনে এন্ট্রাপমেন্ট
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ভুলটা একদম স্টুপিডের মতো। ব্যাপার না। ফেস/অফ-এর কারণে একে একে ট্রাভোল্টার কত সিনেমা দেখে যে হতাশ হইসি... এটুকু তার তুলনায় কিছু না।
শেষের কথাটা সবচেয়ে ভাল্লাগসে। আমারও আর্মাগেডন, ফেস/অফ, ইত্যাদি দারুণ লাগসিলো একটা বয়সে। মাঝে কাচুমাচু করতাম, এখন খোলামেলা ভাবেই স্বীকার করি। "ভাল্লাগসে... তর কী?"
প্রথম দেখায় 'ফেস/অফ' বেশ ভাল্লাগসিল, পরে আর লাগে নাই
'আর্মাগেডন' তেমন একটা জুইতেবল লাগে নাই (), আর 'এনট্রাপমেন্ট' ভাল্লাগসে (মূলত জেটা জোনসের জন্য )
তোমার তো মিয়া লজ্জিত হওয়ার সিনেমার পরিমাণ কম, আমার তালিকা বহুত লম্বা। তাই কাউরেই কই না। পচানি তো আর কম খাইলাম না এই নিয়া আজ পর্যন্ত!
আম্রো...
এন্ট্রাপমেন্ট, মাস্ক অফ জোরো
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
রেফারেন্স খুবই কাজে আসলো। ফেস-অফ কী জানা ছিলো যদিও
হাহাহা... চমৎকার! আপনিতো ভাই সেই রকম মজার লোক! ভালো লাগল। শুভেচ্ছা।
এই মন্তব্যে কোনো বানান ভুল নেই। বাহ!
বাঘ-নাই বনে খাটাশ রাজা আর কি। আসল মজার মানুষ তো শীতনিদ্রায় সেই কত মাস ধরে...
ধন্যবাদ।
গুল্লি হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পছন্দ হইছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ফেইস-অফে পয়েন্ট অব ইউনিয়ন ছিলো চোখ, আর এই পোস্টারে কান, এইটা চ্রম লাগলো! পোস্টারায়তন চলুক। বাকিরাও চেষ্টা করেন।
প্রথমে এটায়ও চোখ মেলানোর চেষ্টা করেছিলাম। তেমন কোনো ছবি পেলাম না দেখে হয়ে উঠলো না। এরপরই আসে কানের চিন্তা। একবার ভাবছিলাম দুই কানে সম্মিলিত দুল পরিয়ে দেবো কিনা, কিন্তু মূলের সাথে সাযুজ্য রাখতে সেই চিন্তা বাদ দিলাম (সাথে আছে ফোটোএডিটিং-এ অধমের অজ্ঞানতা)।
রথী-মহারথীরা যে কোথায় হারালেন! পোস্টারায়তন তো তাঁদের জন্যই।
- কাইত হয়ে পড়ে যাওয়ার মতো মজা পাইছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইশতি ফাটাফাটি পোস্টার হয়েছে।
পোস্টার খুবই পছন্দ হইসে কিন্তু দেশের সম্মানিত নেতাদের অসম্মানিত করা এবং সেইটা নিয়া এহেন ন্যাক্কারজনক অপপ্রয়াসে ব্যথিত হইসি।
খুবই ব্যথিত হইসি।
খুবই।
আসলেই।
হাছা কথা কইতেসি।
ব্যথার চোটে হাসতে হাসতে কাহিল।
অফটপিক: শততম পোস্টে অভিনন্দন! আমার পোস্টসংখ্যা যে কবে ডাবল ডিজিটে যাবে...
মজা পেলাম আপনার মন্তব্যে।
আমি তো লজ্জার ভয়েই ট্রিপল ডিজিটে এলাম। আমার রিক্রুটেরা দেখি আমাকে ছাড়িয়ে যাচ্ছে। মান-সম্মানের প্রশ্ন।
তবে, আপনার একটা পোস্টের ওজনই তো অধমের গোটা দশেকের সমান। সেটা ভুলে গেলে চলবে?
এই গুল্লী এতোক্ষণ ক্যামনে জানি দেখাই হয় নাই!!
ঠাডা পড়ুক! ঠাডা পড়ুক!
পুরা গুল্লী হইছে।
বিয়াপক জটিল হইসে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
দারুণ পোস্টার! খুবই ভালো লেগেছে। আরো আসুক এই রকম জিনিস।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
সিরাম হইছে? দুঃখ একটাই, কপালের ফেরে আজ বাবরের মত চুরের সাথে তাজউদ্দিনের ছেলের ছবি যায়। তাজ এর ইমেইল আছে নাকি কারো কাছে? পাঠিয়ে দেওয়া যায়, যদি তার লজ্জা হয়।
ফেস/অফ-এ দু'জন থাকে একে অপরের শত্রু, তবে চেহারা অদল-বদল করে দুই জনের ভূমিকা বদলে যায়। এখানেও সেই অবস্থায় হয়ে গেলো আর কি। চুরা বাবর কিছুদিন পর জেল থেকে বেরিয়ে বড় বড় শ্লোগান দেবে দেশকে ভারতের তাঁবেদারি থেকে বাঁচাতে, আর সোহেল তাজ গালি খাবেন দেশ ছেড়ে পালানোয়। আয়রনি। সোহেল তাজের সম্ভাবনার অপচয়ের কথা মনে করলেই মেজাজ খারাপ হয়ে যায়।
হাঃ হাঃ হাঃ......
দুই কেশবালককে নিয়ে এই ছিঃনেমার বাংলা নাম হতে পারে "জেল-খানা" বা "কেশ/অফ"
শততম পোস্টে অভিনন্দন।
#ওসিরিস
আপনার দেওয়া নাম দু'টা অসামান্য!! বিশেষত "কেশ/অফ" মাথায় আসলে পুরোটা বাংলায় করা যেতো... ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। আরেফীন ভাই, স্মৃতিবিপর্যয়ের অপেক্ষায় আছি কিন্তু।
ইশতি, বাবর কিন্তু " থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" ঠিক রাইখা কইছিল,
উই আর লুকিং ফর শত্রুজ !!!!
এককালের চোরাকারবারী ছিল আমাগো সরাষ্ট্রমন্ত্রী ভাবতেই কেমন জানি লাগে।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
তাই তো! ভুলেই গেছিলাম!!
বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রাক্তন পেশার তালিকায় কী নেই বলুন?
- স্বাধীনতাবিরোধী/রাজাকার
- চিনি চোর
- যুদ্ধাপরাধী
- গণহত্যাকারী
- ধর্ষক
- চোরাকারবারী
- নকলবাজ
- আন্ডারম্যাট্রিক
- চিরকুমার
- বহুগামী কবি
- মাদকাসক্ত
- বাড়ি লুটেরা
- ...
সাধে আমরা এই অবস্থায় আছি আজকে?
সেইরকম জিনিস হইছে।
আমারও পোস্টার বানাইতে মন চায়।
দুর্দান্ত! দুর্দান্ত! দুর্দান্ত!
আর কিছু বলার নাই! ক্লাসিক হইছে এক্কেবারে!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
গ্রাফিক্স-এর কিছুই পারিনা। তবে একইরকম একটা আইডিয়া মাথায় এসেছে-- দুই সরকারের বাণিজ্যমন্ত্রীরাও অনেকটা একই ধাঁচের।
হাহাহা জোস হইসে
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সিরাম হইছে ইশতি!!!
আর প্রহরী মিয়া তো পুরা রসের খনি
ইশতি
পোষ্টার পুরা কোপানী হইসে----
কোপা, ইশতি কোপা-----
কান্দুইটা এক জায়গায় মিলায় বেশি ভাল্লাগতেছে
জটিল, ইশতি...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লিংকটা অনেকের ভালো লাগসে দেইখা খুব প্রীত হইলাম
কিন্তু বাংলা ছি!নেমার নামের আর্কাইভের কী হবে? অভি, তুমিই শুরু করে দাও।
ইশতিয়াক, এটাতে কীভাবে যেন মন্তব্য করা হয় নি - দারুণ!!
এইটায় পাঁচ তারা
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
নতুন মন্তব্য করুন