আমার খুব প্রিয় একজন মানুষ সৌগত দা'। ভার্জিনিয়া টেক-এ পিএইচডি করছেন। খুবই প্রাণোচ্ছ্বল, গানপাগল মানুষ। বয়সের বিচারে তাঁকে আমরা গ্র্যান্ডফাদার অর্থে দাদা ডাকি প্রায়ই (যদিও সচলের পাণ্ডবদের তুলনায় "পোলাপান" হবেন)। তিনিও গায়ে মাখেন না। দুষ্টামি-নষ্টামি কিছুই বাদ থাকে না আমাদের অসম আড্ডার আসরগুলোয়। সেই আড্ডায় মাছ ধরা, ফুটবল খেলা, তাস খেলা, এমন আর কিছুর মাঝে অবশ্য অবশ্যই জুড়ে থাকে গান।
টেক্সাস-এ-অ্যান্ড-এম থেকে সৌগত দা' ও বিদিশা দি' ভার্জিনিয়া আসার পরই সংস্কৃতিমনস্কতা অনেক বেড়ে যায় সবার। গান যে সাধনার বস্তু হতে পারে, তা এই দু'জনকে দেখে জেনেছি। শুদ্ধ সঙ্গীতের চর্চা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁদেরই কল্যাণে। তাঁদেরই উৎসাহ ও আয়োজনে ইদানীং ভার্জিনিয়া টেক-এ বিভিন্ন পার্বণ উপলক্ষে দারুণ কিছু অনুষ্ঠান হয়। ছেলে-বুড়ো নির্বিশেষে সবাই সেখানে অংশগ্রহণ করে শুধু এই আনন্দের মিছিলে সাথী হতে।
দাদা ও দিদি দু'জনেই রবীন্দ্রসঙ্গীতশিল্পী। বিদিশা দি'র গানের কথা আরেকদিন বলবো। আজ দাদার কথা বলি। সৌগত দা' আমাদের বাঘা বাইন। ঢোল, বাঁশি, গিটার, তবলা, ইত্যাদি হেন বাদ্যযন্ত্র নেই যার উপর তাঁর দখল নেই। খুব সম্প্রতি স্রেফ ব্যক্তিগত আগ্রহ থেকেই দাদা একটি যন্ত্রসঙ্গীত তৈরি করেছেন। বলা বাহুল্য, কম্পিউটারেই তৈরি।
অধমের প্রাণ জুড়িয়ে দেওয়া এই স্নিগ্ধতা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তুলে দিলাম সচলায়তনে। আপাতমস্তক ভদ্রলোক, দুর্দান্ত বিনয়ী, এবং উদার মনের এই শিল্পী আপনাদের যেকোন আলোচনা-সমালোচনা শ্রদ্ধার সাথেই নেবেন বলে জানি।
মন্তব্য
নীড়পাতায় অডিও দুই বার দেখায় কেন? কোনো মডুরাম পারলে শুধরে দিয়েন। ব্লগের শেষে অডিও হিসেবে সংযুক্ত করে পোস্ট করেছিলাম। একবারই প্রকাশ করেছি।
৪০ সেকেন্ডের মতো শুনতে পারলাম। বাকীটুকু উধাও।
তবে যতটুকু শুনেছি অনেক ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি তো শুনতে পারলাম। আরেকবার চেষ্টা করে দেখবেন?
- চমৎকার সুর।
দাদা-দিদিকে ফুসলিয়ে সচলায়তন ধরিয়ে দিন। কী করে পডকাস্ট করতে হয়, সেটাও। বাকি সময়টা নাহয় আমরা এমন মূর্ছণাতেই বুঁদ হয়ে থাকবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুন্দর। সুন্দর। শুনে ভালো লাগল! তাকে সচলে দেখতে চাই।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
বেজ দিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছে।
দাদাকে শুভেচ্ছা জানাবেন।
ধন্যবাদ আপনাকেও।
খুব সুন্দর তো!
চমৎকার লাগলো। সৌগতদাকে সচলে আসার আমন্ত্রণ রইল।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
গান শুনতে পারছি না, বাফার করছে শুধু। তবে যারা প্রয়োজনে-অপ্রয়োজনে মানুষের বয়স নিয়ে খোঁচাখুঁচি করে, তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে দুটি কথা জানিয়ে দিতে চাই। এক, কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। দুই, ঘুঁটে পোড়ে আর গোবর হাসে। আর তিন, পাণ্ডবদের বয়স ২৬-এর পরে আর বাড়ে না। এই রে, দুটো কথা বলতে গিয়ে তিনটা বলে ফেল্লাম। বয়সের দোষ আর কী!
ঠিক, ঠিক - এক্কেরে ঠিক্কথা! ব্যাদ্দপ কতগুলা লোকজন সারাক্ষণ আজাইরা বিষয় নিয়ে খোঁচাখুঁচি করবে!
আর, ইয়ে, পাণ্ডবদের বয়স যে ছাব্বিশের পর আর বাড়ে নাই, লেখা পড়েই সেটা ক্যামন ক্যামন সন্দো হতো আমার
ইয়ে মানে, আপনি কি বলতে চাইলেন আমরা বয়সের তুলনায় অপরিপক্ক লেখা লিখি!
পাণ্ডবদ্বয় আর স্নিগ্ধা আপুর কথা শুনে আমি একটু হাসলাম। মুচকি হাসি।
পাণ্ডবদার কমেন্টটা বহুবার কোট করেছি, ৯২ ব্যাচের ব্যাপারে - তাই আর কল্লাম না
আর স্নিগ্ধা আপু ? উনার কথা আর না বলি... উনার কথা উঠলেই স্মৃতিতে ভাসে, উনি হাঁটছেন... পিছে অনেক ডাইনোসর...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
৩:১৯ পর্যন্ত শুনতে পারলাম। দারুণ। শিল্পীর অনুমতি সাপেক্ষে ডাউনলোড লিঙ্ক দেয়া সম্ভব কি? উনার আরো কাজ শোনার অপেক্ষায় রইলাম।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
বড়ই সৌন্দর্য!
(যদিও পুরোটা শুনতে পারিনি)
ধন্যবাদ ইশতি ভাই|
--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বেশ ভাল লাগলো। ভাল লাগাটুকু যন্ত্রশিল্পীকে পৌছে দিও।
উফফ, দারুণ, দারুণ---!
ইশতি, সৌগত'দা কে তুমি অবশ্যই আমাদের এখানে নিয়ে আসবে।
দারুণ লাগল তাঁর এই কম্পোজিশান! এত গুছিয়ে প্ল্যান করে কম্পোজ করা যে শুনলেই টের পাওয়া যায় কেবল হুজুগের বশে করা কোন জিনিস নয়। আমার ঠিক এই টাইপের মিউজিক খুব ভাল লাগে। আজ বার বার শুধু এইটাই শুনছি।
দাদাকে আমার শ্রদ্ধাটুকু জানিয়ে দিও।
তাঁর আরো অনেক কম্পোজিশান আর বৌদির গান শোনার অপেক্ষায় আছি এখানে আমরা সবাই...!!!
শুভেচ্ছা
অবশ্যই পৌঁছে দেবো আপনাদের সবার বার্তা।
গান তো বুঝি কম... আমার কাছে "নিউ এজ" ঘরানার মনে হয়েছিল। দাদা এটার কোনো নামও দেননি। শেষতক আপনার থেকেই টুকলিফাই করে "নতুন দিনের গান" ব্যবহার করলাম "নিউ এজ"-এর বাংলা হিসেবে।
আপনাদের সবার শুভেচ্ছা দেখে হয়তো তাঁরা উৎসাহিত হবেন টুকটাক ব্লগাতে। আমি ভার্জিনিয়া থাকলে ঘাড়ে ধরে করাতে পারতাম, কিন্তু সেই সুযোগ তো এখন নেই আর।
আসলে আমার 'নতুন দিনের গান' কথাটা কিন্তু ঐ New Age ভেবেই করা!
দারুণ লাগল তোমার সাথে ভাবনার মিলটা দেখে।
ভাল থাকো, সকল সময়
গানটার জন্য লগালাম। সৌগতদারে গুরু মানলাম।
উনাদের ইউটিউব লিংক থাকলে দিও।
আজমীরের অ্যাকাউন্টে ভিডিও আছে বেশ কিছু। চ্যানেলের নাম "ashrafee".
এখানে একটা দ্বৈত গানের লিংক দিলাম।
শৃগালায়তনের জন্য রিক্রুট করতে চাইলে জানিয়েন।
অসাধারণ, এর বেশি আর কি বলবো?
এক সময় ফিউশন করতাম। এই বাজনাটা শুনে আবার ইচ্ছে করছে। দিদির গান আর দাদার শুদ্ধ সঙ্গীত একদিন শুনতে চাই। শুভেচ্ছা দু'জনকেই। এতো সুন্দর একটা বাজনা শোনালেন! আপনাকে ধন্যবাদ বস।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ভয়ংকর সুন্দর কম্পোজিশন............খুব যত্ন নিয়ে তৈরী।
খুব নিঁখুত, স্নিগ্ধ, কোমল আর প্রাণ জুড়ানো।
শিল্পীর অনুমতি থাকলে কম্পোজিশনটা আমাকে মেসেজ করে পাঠাবার অনুরোধ করে গেলাম ইশতি তোমাকে।
সচলে নিয়মিত চাই দুইজনকেই।
অসাধারণ যন্ত্র-সঙ্গীত। দাদা দিদিকে সেলাম দিবেন। বলবেন আমরা তাঁদেরকে Miss করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বিনা অনুমতিতেই নামিয়ে নিলাম। সকাল বেলার এলার্ম টোন হিসাবে এরকম যন্ত্র-সঙ্গীত খুঁজছিলাম।
- বুদ্ধু
ভাল কথা বলেছেন তো! এটাকে অ্যালার্মে ব্যবহার করবো।
আরো শুনার আশা রইল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ডাউনলোড করতে চাইলে এখানে দেখতে পারেন।
চিন্তা করছিলাম বহুদিন পর ফাকিবাজি পোস্ট দিলেন কেন বলে একটা ঝারি লমু, মাগার সুরটা বহুতই অসাধারণ লাগলো
সুন্দর।
চমৎকার !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অসাধারণ! পোস্ট করার পরপরই শুনেছিলাম। খুব সুন্দর লেগেছে।
খুবই ভালো লাগলো! আসলেই একজন গুণী সঙ্গীতশিল্পী। ওনার আরো কিছু সৃষ্টি থাকলে অবশ্যই শেয়ার করিস।
অসাধারন লাগলো !!!
আরো শুনতে চাই
পূর্ব-পশ্চিমের আদিল ভাই নাকি?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
নতুন মন্তব্য করুন