একটি জাতির পরিচয় কিসে? আমরা কতটুকু ছাড় দিতে পারি সেটায়, নাকি আমরা কতটা ছাড় দেই না সেটায়? কেমন জাতি আমরা? আজ থেকে শত বছর পর কী দিয়ে চেনা যাবে আমাদের? জবাব হয়ত ইতিহাসেই সুলভ। প্রশ্ন হল, আমরা কি ইতিহাসসুলভ?
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের কথা জানি সবাই। ফুটবলপাগল এই জাতি তার সমস্ত সঞ্চয় উজার করে ১৯৫০ এর বিশ্বকাপের জন্য তৈরি করেছিল এই স্টেডিয়াম। কোন মান্যগণ্য ব্যক্তি নয়, নামকরণ হয়েছিল পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটির নামে। বহতা নদী, ইতিহাসের সাক্ষী নদী, সমালোচনার ঊর্ধ্বে নদী, প্রাণের নদী, প্রাণদায়ী নদী। পেছনে ছিল রাফায়েল গাল্ভাও আর পেদ্রো বেরনার্দেস বাস্তোসের স্বপ্নের স্থাপত্য আর সাড়ে নয় কোটি হতদরিদ্র মানুষের ভালবাসা।
দুই লক্ষ দর্শক দিনান্তে দুঃখ ভুলে মেতে উঠতো এখানে, প্রিয় স্বদেশ হেরে গেলে নিস্তব্ধ হয়ে যেত একসাথেই। কেউ পতাকা জড়িয়ে কাঁদতো, কেউ পতাকা পোড়াতো, কেউ স্রষ্টাকে দুষতো, কেউ মদের বোতল ছুঁড়ে ফেলতো, বাঙ্গালি ঘরানার দু-চারজন থেকে থাকলে হয়তো বোতলে মূত্রত্যাগ করে নিচে ছুঁড়ে ফেলতো। এভাবেই গড়ে উঠে অন্য রকম এক দেশাত্ববোধ, ব্রাজিলিয় দেশাত্ববোধ। এখানেই বেড়ে ওঠে রোনাল্ডো, রোমারিও, সক্রেটিস, কার্লোস আলবার্তো, কাফু, রবার্তো কার্লোস, ফ্যালকাও, পেলে, রিভালদো, জিকো। কেমন অদ্ভুত না?
আমরা কিসের জন্য এত দাম দিয়েছি? দেশটাকে পাবার জন্য দিয়েছি, হ্যাঁ, কিন্তু সে তো ৩৬ বছর আগের কথা। দেশকে গড়বার জন্য কী করেছি? পরিচয় তৈরি করবার মত কী করেছি? কী দেখে যেকেউ বুঝবে এখানে বাংলা এসেছিলো, বাঙ্গালি এসেছিলো?
(ছবিটি copacabana.info থেকে টুকলিফাইড)
মন্তব্য
১ম পাতায় দিলে না কেন হে?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
ইয়ে... প্রথম তো, বুঝে উঠতে সময় লাগছে। নীড়পাতা আর ব্লগ দুটায়ই তো দিলাম। কীভাবে দিলে দুই দিকেই আসতো?
ইশতিয়াক রউফ
অস্বস্তিকর সত্য হলো,জাতি হিসেবে আমাদের কোনো পজিটিভ ব্রান্ডিং গড়ে উঠেনি এখনো ।
তবু দেশের বাইরে কাজের জায়গাগুলোতে যখন মন্তব্য শুনি- 'তোমরা ভারতীয়দের চেয়ে সরল,পাকিস্তানীদের চেয়ে সৎ' । ভালো লাগে । হতে পারতো এটাই আমাদের জাতীয় ব্রান্ডিং। আমরা মানুষেরা আসলেই এমন । কিন্তু তেমন করে প্রচার পেলাম কই?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একই কথা শুনেছি আমিও প্রচুর। তবে মুসলিম হওয়া একটা বিশাল দুর্নাম। বোঝাতে কষ্ট হয় যে আমরা ভিন্ন।
-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------
কিছু কিছু জায়গায় ব্র্যান্ডিংটা মনে হয় মাত্র শুরু হচ্ছে। সিঙ্গাপুরে আগে ছাত্র বা পড়াশোনা জানা লোক বেশি ছিল না, যা ছিল হাতেগোনা। আর সবাই হয় শিপইয়ার্ড বা নির্মাণ শ্রমিক। আগে আমাদেরকে নির্দ্বিধায় ভারতীয় ব্র্যান্ডে ফেলে দিত সবাই। এখন সময় বদলেছে। বাংলাদেশি বা বাঙালি হিসেবে ধীরে ধীরে বিদেশের মাটিতে একটি গৌষ্ঠি পরিচিতি পাচ্ছে। বোঝা যায় এখানকার মানুষদের কথা শুনলে। আমার এক্সপেরিয়েন্স হাসান মোরশেদের মতনই অনেকটা। পাকিদের কেউ কোথাও দেখতে পারে না, আর ভারতীয়রা ওভার স্মার্ট। এর ফাকে বাঙালি ইজি, হেল্পফুল এন্ড মডারেট হিসেবে আলাদা ইমেজ গড়ে নিচ্ছে।
-----------------------
এই বেশ ভাল আছি
গতকাল রাতেই একজন ভালোমানুষ আমেরিকান আমাকে বললো তোমরা বাঙালীরা পাকিস্তানী কিংবা ভারতীয়দের তুলনায় অনেক ভালো।
----
__________
কি মাঝি? ডরাইলা?
কি দ্রোহী ডরাইলা?
লেখালেখি কই?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হবে হবে...রয়েসয়ে
দুই একদিন যাক আরও!!
__________
কি মাঝি? ডরাইলা?
ফাহার মন্তব্যে একটা নতুন আলোকপাত হয়েছে ।
দেশের বাইরে চাকরী কিংবা পড়াশুনো বাবদ যারা আছে, বাংলাদেশের পজিটিভ ব্রান্ডিং টা হতে পারে তাদের দ্বারাই ।
আমি এবং আমার এক বন্ধু বছর দুয়েক আগে পড়াশোনার পাশাপাশি কাজ করতাম ইংল্যান্ড-স্কটল্যান্ড সীমান্তের ছোট্ট একটা গ্রামে ।হ্যাঁ, ওই গ্রামের মানুষকে আমরাই বাংলাদেশ চিনিয়েছি এবং ভরসা রাখি সেই চেনানোটা পজিটিভ ছিলো ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বাগতম ইশতিয়াক।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন