"ম্যা এল্প ডা নেস্কিন লা?"
(আমাকে বলল?)
"সা! ইউ অডা অ ন?"
জ্বী, দুঃখিত। একটা বার্গার দেবেন মেহেরবানি করে।
"বাগা হু?"
জ্বী, একটা বিগ ম্যাক বার্গার দেবেন?
"আ নাম্বা ওয়া?"
না না! আমি শুধু বার্গারটা চাই। দুই টাকা চল্লিশ পয়সার বার্গারটুকু হলেই চলবে আমার।
"বাগা? হু ইউ ওয়ান বাগা বাগা?"
(প্রাণপণে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা)
"ও, শুধু স্যান্ডউইচটা চাই?"
জ্বী, ম্যাডাম। আমার কোক-ফ্রাই লাগবে না।
"এ! গেট ডিস ডগ আ স্যান্ডউইচ।"
(আমাকে বলল?)
"এ ইয়ু গো। ইউ ওয়ান এনিহু এলস?"
আ ট্রে অ্যান্ড সাম সস প্লিজ।
"ইউ ওয়ানা হু?"
(রক্ষা কর মাবুদ! কিসের মধ্যে পরলাম এটা? চাই বার্গার, সাধে মানুষ!)
"এ নিগা! ডিস ডগ টক সো ফানি শি!"
(অগত্যা আবারো ইঙ্গিত।)
"ও, হিয়ার ইজ দেম ট্রে।"
(ভুল শুনলাম নাকি? কী বলে এগুলা?)
"হোয়াই ইউ ইজ স্ট্যান্ডিং ডেয়া স্টিল?"
কিছু সস চেয়েছিলাম, দেবেন?
"সস? বারবিকিউ, হানি, অ রেঞ্চ?"
ওহ, থুক্কু। কেচাপ, কেচাপ।
"ম্যা ইউ ফুল অফ ট্রাবল অ্যান্ড শি। ওয়াচ্চু থিংক ইউ ইজ? লেম্মি গেড্ডেম আডা কাস্টোমা।"
ফিশ আউট অফ ওয়াটার, ম্যাম। ফিশ আউট অফ ওয়াটার।
"হু?"
মন্তব্য
যাক স্মাইলিটা ঠিকঠাক গেল শেষপর্যন্ত!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হাসেন, ভাই? প্রথম ম্যাকডোনাল্ডসে যাওয়া যে কী বিব্রতকর ব্যাপার! তায় আবার কাল্লুপাড়ায়। মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছিল। এই নিয়ে নতুনদের ট্রেনিং দেওয়া উচিত দেশ ছাড়ার আগে।
-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------
সিঙ্গাপুরে একই রকম সমস্যায় পড়েছিলাম ... সিংলিশ বুঝতে সব সময় খুব খেয়াল করতে হত ... আর আমার বউতো বলে... ওরা কোন ভাষায় কথা বলছে?
আর ট্রানজিটের সময়ও কি সিঙ্গাপুর কি ব্যাংকক... বডি ল্যাঙ্গুয়েজই মূল ভরসা ....
=====
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হা হা হা!
আমারো সিংলিশের কথা মনে পড়ে গেল। প্রথম যখন গেলাম কিছুই বুঝতাম না। কি ম্যাক, কি ইউনির ক্যান্টিন, কি অন্যখানে। পরেরদিকে অভ্যাস হয়ে গেল। নিজেরাও দেখি সিংলিশ বলা শুরু করেছি। আমার ইন্ডিয়ান বন্ধু টিনা প্রায়ই আক্ষেপ করত, সিংলিশের ঠেলায় নাকি আমাদের ইংলিশ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আমি কিছুদিন ইংল্যান্ডের কাম্ব্রিয়া কাউন্টিতে ছিলাম । কিসব অদ্ভুত একসেন্ট । লন্ডনের ইংলিশ থেকে একেবারে ভিন্ন। এমনকি অনেক শব্দ আছে যেগুলো মুল ইংরেজীতে নেই । বন্ধুকে 'ফ্রেন্ড' না বলে বলবে ' মায়ারা' । দেখা হলেই 'হাই মায়ারা'!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেইরকম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
।
তাই বইলা এইরকম ইংলিশ!
নতুন মন্তব্য করুন