ইদানীং পাশ্চাত্য গণমাধ্যমে ও বিনোদনমূলক অনুষ্ঠানে প্রায়ই বাংলাদেশের নাম শুনতে পাওয়া যায়। দেশের নাম শুনে কান খাড়া হয়ে ওঠে প্রায়ই। প্রতিটি উক্তি যে প্রশংসাসূচক, তা নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দারিদ্র্য আর দৈন্যের দেশ হিসেবে বাংলাদেশের নাম উচ্চারিত হয়।
হোক জমকালো, হোক দীন-হীন, তবু তো আমার দেশ। আপাত দৃষ্টিতে দৈব হলেও বাংলাদেশ ও বাংলাদেশি বিষয়ক অনুষ্ঠানগুলোর একটি তালিকা থাকা উচিত।
পাশ্চাত্য গণমাধ্যমে উক্ত ঘটনা, বর্ণনা, ছবি, প্রামাণ্যচিত্র, নাটক, চলচ্চিত্র, ইত্যাদি সংকলনের জন্য এই ব-e এর সূচনা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন