মাইক্রোসফট তার সার্চ-ইঞ্জিনকে নতুন আলোকে সাজিয়েছে, কিনে নিয়েছে ইয়াহুর সার্চ-ইঞ্চিন; তবুও গুগুলের প্রতাপে ভাগ বসানোর লক্ষণ নেই। দৈনন্দিন কাজে গুগুল ব্যবহার করলেও দিনে একবার করে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনে ঢুঁ মারি। লিংকটা খুব সহজ ও মজার।
এই নিত্য ভ্রমণের কারণ হলো ছবির নেশা। প্রতিদিন একটা করে ছবি দেওয়া থাকে। সেই ছবিতে কতগুলো গুপ্ত "হট স্পট" থাকে। সেগুলোর উপর দিয়ে মাউস নিয়ে গেলেই মজার কিছু তথ্য দেখা যায়। আরও জানবার জন্য লিংকও দেওয়া থাকে সেখানেই।
আজ সকালে ফেসবুকে এক বড় ভাইয়ের প্রোফাইলে ইফতারির ছবি দেখে আফসোস করছিলাম খুব। কিছুক্ষণ পর জানতে পারলাম, ছবিটা চকবাজারের। তারও কিছুক্ষণ পর জানলাম সবচেয়ে নাড়া দেওয়া তথ্যটি। এই ছবিটা আজকে Bing-[dot]-com -এর নীড়পাতায় স্থান পেয়েছে!
কানাডা থেকে সুজন দা' দেখতে পেলেন না, তাই ধারণা করছি অন্যান্য দেশ থেকেও অদেখা থেকে যেতে পারে। মূল ছবিটির আলোকচিত্রী আবীর আবদুল্লাহ। তাঁর অনুমতি ছাড়াই ছবিটি এমবেড করে দিলাম। আপত্তি থাকলে সরিয়ে দেবো।
আমার কম্পিউটারের স্ক্রিনশট তো আর এমবেড করতে সমস্যা নেই। দেখে নিন সবাই পাশ্চাত্য গণমাধ্যমে এক টুকরো বাংলাদেশ।
কম্পিউটারের স্ক্রিনে যেমনটা দেখা যায়ঃ
ছবিটির চারটি হট স্পটে গেলে যা লেখা ওঠে তা হলোঃ
১) Today is the second day of Ramadan, during which, Muslims do not eat from dawn until dusk for a lunar month.
২) Open air food markets are only one of the many things to see when you visit Bangladesh.
৩) Though its independence is relatively young, the culture of this nation is ancient.
৪) During Ramadan, Bangladeshi flock to this food market as soon as the sun goes down.
মন্তব্য
বিং এসেছে দেখেছি। কিন্তু কখনও ব্যবহার করার প্রয়োজন মনে করিনি। তবে শুনলাম শেয়ার নাকি বাড়ছে আস্তে আস্তে। গুগলের প্রতিদ্বন্দ্বী দরকার একটা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দেখেছিলাম আগেই, সেই থেকেই মনটা চ্রম খ্রাপ
দেশ নিয়ে এরকম লেখা (বিং-এ) পড়লে/শুনলে অসম্ভব ভালোলাগায় মনটা খারাপ হয়ে যায়।
ইফতারি ......... মনটা খারাপ করে দিলেন, যারা পোস্ট দিয়ে পাঠকদের মন খারাপ করে দেয়,তারা কী ভালু লোক!!
আমি তো এমনিতেই ভালু লুক না...
তবে, এখানে "কী"র বদলে "কি" হবে। জবাব যখন হ্যাঁ/না, তখন 'কি' ব্যবহার করা হয়। অন্য জবাবে 'কী'।
তুমি কি খাবে? উহুঁ, রোজা।
তুমি কী খাবে? গোটা দশেক পেঁয়াজু আর এক বাটি ছোলা।
বুস্তার্সো এবার?
কী আশ্চর্য !! এইটা আগে এতো সহজ করে কেউ বোঝাতে পারলো না কেনো??
বিং এর নাম শুনসি, আজকে তাহলে একটু ঢুঁ মেরে দেখি ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ফটোটা ভালো লাগলো দেখে। তুল্লো কে?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আবীর আবদুল্লাহ
বেগুনি খাবার তীব্র একটা ইচ্ছা হঠাৎ জাগলো মনে। আজকে দোকানে গিয়ে দেখি বেগুন শেষ। তুর্কিরা সেইরাম বেগুনখোর।
গতকাল ১৫ জন ছাত্র এক সাথে ইফতারি করেছি। ভেবেছিলাম দুই বাংলায় সব দোকানে বিক্রির জন্য যথেষ্ট বেগুনী-পেঁয়াজু বানিয়ে ফেলেছি। পরে দেখি শ'খানেকেরও বেশি কোন দিক দিয়ে হাওয়া হয়ে গেলো!
দেশের ইফতারির কথা মনে পরায় মন খারাপ হয়েছে - দেখি আজকে একটু বানানোর চেষ্টা করবো.
ইশতি ভাই - কাল বলেছিলাম রান্না করবো - সময় পাইনি - তাই আজ বসলাম.
ছবি সহ আমার বানানো পিয়াজুর রেসিপি দিলাম -
১ কাপ মসুরের ডাল পানিতে ধুয়ে একটা ছোট বাটিতে সমান সমান পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রেখে হালকা (মিহি না) ব্লেন্ড করে - অর্ধেকটা বড় লাল পেয়াজের কুঁচি, ধনে পাতা, ১ চামচ করে আদা, রসুন, হলুদ, মরিচের গুরা মিশিয়ে হাত দিয়ে ভালো মতন মাখলাম আর তেলে ভাজলাম. ফ্লেভার বাড়ানোর জন্য শসা, সরিষা, কাঁচা মরিচ, মধু দিয়ে ব্লেন্ড করে সস বানালাম. তারপর হাপুস হুপুস লগে গলা ভিজানির জন্য কোক (রুহ আফজা নাই)
আপনি মিয়া লুক খ্রাপ...
পেঁয়াজু আমার অসীম পরিমান পছন্দ। আমিও প্রতিদিন রাঁধি।
- কাকতালীয়ভাবে আমি আজকেই বেগুনি খাইছি, দুইটা। ইয়া বড় বড়!
মজার ব্যাপার হলো, এই ছবিটা দেখলাম আমার ফেসবুক লিস্টেও বেশ ছড়িয়ে পড়েছে। গাট আছে বটে ছবিটার আর ছবি তুলনেওয়ালার।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাহ। ইন্টারেস্টিং তো।
দারুণ তো ! আমি তো ছবি দেখতে পেলাম।
আহ্ ইফতারি ! বিকেলে কত মজা করে ইফতারি খাবো সে কথা ভাবলেই রোজা রাখার কষ্ট দূর হয়ে যায়
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হুমম! আজকের ইফতারিতে এগুলো থাকবে আশাকরি!
...............................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
আপনার পোস্ট দেখে আজ প্রথম বিং-এ ঢু মারলাম।
গুপ্ত লিংক থেকে বাংলাদেশের তথ্য সমৃদ্ধ পৃষ্ঠাটা দেখে অবাক হলাম। ওতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজ হারানোর কথাও যুক্ত হয়েছে! এছাড়া ম্যাপটা দেখছি অনেকটা গুগল ম্যাপের মতই তবে অত বিস্তারিত হয়নি এখনও।
রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায় বলে একটা কথা প্রচলিত ছিল। এখন হবে - গুগল বিং যুদ্ধ করে আম জনতার উপকার হয়।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হুমম, ইফতারে এগুলো তো থাকবেই!
বাহ! bing এ আমাদের চকবাজারের ছবি! ভাল্লাগলো।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
Not "each" it should be "eat"
ধন্যবাদ, আব্বু।
ব্লগে এই মন্তব্যটা পেয়ে খুব মজা আর লজ্জা পেলাম। এক ঝটকায় ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলো। এত লোক দেখলো, ভুলটা ধরে দিলা তুমিই। ছোট ছোট ডিটেইল নিয়ে এই মনোযোগটা যদি উত্তরাধিকার সূত্রে পেতাম!
আমি এখানে প্রায়ই বানান ভুল ধরে দেই। কেউ যদি জানতো আমার বাবা বানান নিয়ে কত খুঁতখুঁতে!
বিঙ ভালো পাই না । মাইক্রোছপট ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব ভাইয়া, মাইক্রোসফটের মনোপলি যদি অপছন্দ করেন, তাইলে তো ধুমায়ে বিং ব্যবহার করার কথা। মনোপলি ঠেকাইতে আমি চিন্তা করছিলাম, বিং ব্যবহার করবো, মাগার সুখ পাই না।
হাসাইলেনরে ভাই ।
গুগলের মনোপলি আর মাইক্রোসফটের মনোপলির মধ্যে পার্থক্য আছেরে ভাইজান ।
গুগল আমজনতার আমার কাছ থিকা পয়সা নিতেছে না । বিষয়টা খিয়াল কৈরা । আর মাইক্রোসফটের আকাম কুকাম লিখতে চাইলে সেইটা সচলায়তন সার্ভারে কুলাবে না । মাইক্রোসফট হৈলো "কনভিক্টেড মনোপলি" । গুগলের মনোপলি ভাঙতে বিঙ ব্যবহারের প্রস্তাব তাই পুরাই হাস্যকর ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব সাথে এ ব্যাপারে সহমত. গুগুলের হাই কোয়ালিটি প্রডাক্টের সাথে মাইক্রোসফটের নাম আসে কি করে? এতো লিস্টের সবচেয়ে উপরে আর সবচেয়ে নিচের কম্পারিজন হলো. আম-জনতার কাছে গুগুলের প্রায় সব প্রডাক্ট ফ্রি - সার্চ, ব্রাউসার, ছবির সফটওয়ার, ম্যাপ, ইউটিউব, ভয়েস, এসএমএস, ডকস, নোটবুক, ওয়েব-হোস্টিং স্পেস, ব্লগার, স্কলার, গুগ-৪১১, লাটিচুড, আরো কত কি. হটমেইলে জায়গা ছিলো ১ মেগা - ইয়াহুতে ৫ মেগা - সেইখানে গুগুলই একমাত্র ওদের টেঙ্গী ভাংছে - এখন আনলিমিটেড দেয় কেমনে? ফাজিলের দল. চিন্তা নাই - গুগুলের ও,এস আসতেসে - মাইক্রোসফটের মেইন পয়েন্টে হাত দিসে. আগেতো মাইক্রোসফট একা ডুবত, এখন ইয়াহু শুধ্ধা ডুববো. গুগুল জিন্দাবাদ.
"হটমেইলে জায়গা ছিলো ১ মেগা - ইয়াহুতে ৫ মেগা - সেইখানে গুগুলই একমাত্র ওদের টেঙ্গী ভাংছে - এখন আনলিমিটেড দেয় কেমনে? "
এটাতো সামান্য বিজনেস স্ট্র্যাটেজি। অন্য দুটোকে বিট করতে হবে তো। গুগলে যদি এমএস বা ইয়াহুর আগে মেইল সার্ভিস চালু করতে, তাহলে তো মনে হয় না তারা ১ গিগা জায়গা শুরুতেই দিত।
"ফাজিলের দল. চিন্তা নাই - গুগুলের ও,এস আসতেসে - মাইক্রোসফটের মেইন পয়েন্টে হাত দিসে. আগেতো মাইক্রোসফট একা ডুবত, এখন ইয়াহু শুধ্ধা ডুববো. গুগুল জিন্দাবাদ."
দিল্লী অ-নে-ক দূর এখনও এবং আরও অ-নে-ক দূর থাকবে অ-নে-ক দিন।শেষ জুলাই পর্যন্ত তথ্যানুসারে সব উইন্ডোজ প্রডাক্টের মার্কেট শেয়ার ৯৩% এর উপরে। ম্যাক এখন পর্যন্ত ৫% এর উপর যেতে পারেনি মনে হয়।গুগলের টার্গেট উইন্ডোজ হওয়ার কথা না ওএস এর ক্ষেত্রে, ম্যাক হইতারে।
গুগলোপলির ব্যাপারে আগ্রহী লোকজনের জন্য
ইশতিয়াক ভাই, এবার কিছু চকবাজারের ইফতারিও আপ্লোড করুন।
রেফারেন্সে একটা ভুল চোখে পড়েছে। সেটা হল রমজানের দ্বিতীয় দিন বলা হয়েছে, আসলে হবে প্রথম দিন (অন্য কিছু দেশে দ্বিতীয় দিন হলেও)।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হুঁ, দেখেছি। কিন্তু এমনটাই লেখা ছিলো। খটকা লাগছিলো দেখে। তবে, আমাদের এখানে আজকে দ্বিতীয় দিন চলে। তবুও প্রথমই হওয়ার কথা ছিলো। বেশি আগে দেখিয়ে ফেলার ফল হয়তো!
সেটাই বলতে চেয়েছিলাম, যে বিং এর তথ্যে ভুল!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ছবিটা জোস! দেখেই তো খেতে ইচ্ছা করতেছে!
অবশ্য আর মাত্র দেড় ঘণ্টা...
আংকেলের কমেন্টটা দেখে মজা লাগল। বানানের প্রতি তোমার এত যত্নের আরেকটা কারণ জানলাম
আপনিও ভুল করেন!
আর ভাইয়া এই ছবির লিঙ্কটা দিবেন?
সাজিয়া
করি রে ভাই, করি। অজস্র ভুল করি...
এখানে ছবিটা আর্কাইভড থাকার কথা।
ছবিটা ভালো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ব্বাহ্! মজা পাইলাম তো!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমিও বন্ধুদের থেকে খবর পেয়ে দেখতে গেসিলাম কিন্তু অস্ট্রেলিয়া থেকেও দেখা যায়নি। তবে এখানে দেখে খুশি হলাম।
--------------------------------------------------------
--------------------------------------------------------
ভাইরে জিনিসটা না দেখলেই অনেক ভালো লাগতো! আহা!
নতুন মন্তব্য করুন