যাত্রার কোনো শেষ নাই
কলসী কাখে খেয়াঘাটে কেন আসো
চোখ থেকে চোখে পাঠাও সংকেত
গ্রীবা বাকিয়ে কেন এত হাসো
ভীক্ষুকে দেখাও লালসার পথ
রক্তে কেন জাগাও এত স্পৃহা
শরীর কে করেছে এমন খোদাই
আদমপুরের শ্রীমতী সিনহা
কি জানি আজো মন কেন
বাধে ঘর মনে মনে
বুদ্ধের নামে ছাড়া দেহ তরী
কেন ছুটে চলে তোমার পানে।।
মন্তব্য
কবি কি রাসলীলায় গিয়েছিলেন নাকি আদমপুরে?
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুম। গ্রীবা বাকিয়ে কেন এত হাসো"
গ্রীবা বাকিয়ে কেন এত হাসে?
মেরেছে
আদমপুরে দেখি চুপেচাপে আরোও অনেকেই যায়
আমিতো অতদিন ভাবতাম....
(রাস মেলায় গেলে সমস্যা নেই। ওটা সর্বসাধারণের জন্য। কিন্তু একা একা গেলে কোথায় যান তা একটু জানা দরকার)
হু হু
*********************************************
নতুন মন্তব্য করুন