পৃথিবীতে নেমেছে সন্ধ্যা, আমার হৃদয়ে অন্ধকার
শেষ রেল চলে গেছে হইসেল দিয়ে
অনন্ত গোধুলীর দিকে।
এই খানে ঝিঝি আর ব্যাঙের প্রার্থনার ভেতর
শুয়ে শুয়ে মনে পড়িতেছে এক নারীর কথা।
আহা তার মনে আমার তরে নাই আর প্রেম-অবসর
তবু তার স্মর আমার হৃদয়ে জাগায় বিলোল আলোড়ন
কত যুবারা হ্যমিলনের ইদুরদের মত
তাহার পিছু গিয়েছিল চুপি।
তারা ফিরে এসেছিল প্রাচীন বৃদ্ধদের মত লোলচর্ম হয়ে
তাদের চেরা বুক আর গলিত চোখের দিকে
চেয়ে আমার হৃদয়ের সব নক্ষত্র মরে গেছে।
মেথিকান্দায় পরিত্যক্ত বাংলোয় শুয়ে শুয়ে তাহাকে মনে পড়িতেছে খুব।।
মন্তব্য
খুব বেশী জীবনানন্দ প্রভাবিত। :)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জি বস। ব
*********************************************
জীবনানন্দ পড়তে পড়তে লখো।
*********************************************
মুর্শেদ ভাইয়ের জীবনানন্দআচ্ছন্নতার অভিযোগ পুরোপুরি স্বীকার করে নিয়েও কবিতাটি পড়ে আরাম বোধ হলো বেশ।
মেথিকান্দায় পরিত্যক্ত বাংলোয় শুয়ে শুয়ে তাহাকে মনে পড়িতেছে খুব।।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
অন্ততঃ এই ভালো আমাদের কবি হ্যামিলনের ইঁদুর হয়নি । হৃদয় যদি আকাশ হয়,মৃত নক্ষত্র মুছে আগামী রাতে নতুন তারা জ্বলবে আবার :)
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দারুণ নষ্টালজিয়া।
কবিতায় জীবনানন্দবোধটা খারাপ লাগছে না আমার।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আগে পড়ছি ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
দিয়েছে বেটা... একেবারে ঠেসে দিয়েছে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই কবিতা আগে কোথায় যেন পড়েছি :-?
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
নতুন মন্তব্য করুন