কাল সারারাত কবিতা লেখেছে আমারে।।

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: মঙ্গল, ০৪/০৩/২০০৮ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কিছু লেখি নাই
কাল সারারাত কবিতা লেখেছে আমারে
তাহার জিহ্বা দিয়া
বলেছে আমার মৃত্যুর কথা
বলেছে একদিন মুক্তি দিবে সে আমাকে
রক্তচোষা শেষ হলে।
বলেছে একদিন সে আমাকে
মহাকাল দেখাবার নাম করে
নিয়ে যাবে দানিয়ুব নদী তীরে
তারপর পেছন থেক দিবে ধা
তারপর গড়িয়ে গড়িয়ে নাকি আমি
চলে যাব সোজা দান্তের নরকে
এসব বলেছে কাল রাতে সে আমার কানে কানে
সারারাত সে লেখেছে আমায়
আমি কোনো কবিতা লেখি নাই।।


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

কবিতার নির্যাতনে সুখ পাইলেন না দুৎখ?

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

ইশ্ একটা উপন্যাস যদি আমারে লেখতো!

কবিতাটা মনে ধরেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

জবর কথা বললেন ভাইয়া। খুব পছন্দ হয়েছে কবিতাটা
---উলুম্বুশ

এহেছান লেনিন এর ছবি

কবিতা বুঝি না, তবুও ভালো লাগলো, যদি আমি এর মর্মার্থ উদ্ধার করতে পারি। অর্থ্যাৎ যা ভেবেছি তা যদি সঠিক হয়।

রক্তে নেবো প্রতিশোধ...

রক্তে নেবো প্রতিশোধ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।