মুছে যায় সব, তোমার জন্য নির্ঘুম রাত
ভেজা বাতাসের সামুদ্রিক প্রতীক্ষা
মহিলা কলেজের অমানবিক দরজা সব মুছে যায় ধীরে।
আহা সে সব স্বপ্ন হারিয়ে
আজ আমি পরিচিত শহরের গলিতে গলিতে
কি যেন খুজে চলি।
স্বপ্ন বদল হলে সবি বদলে যায়
বহুদিন পর কিশোর বেলার শহরে এসে
কতকিছু বদলালো কত কিছু নতুন হলো
সে সব হিসাব করে কি হবে আর।
অই যে ফুলের দোকান কতদিন ভোরে
কিনেছিলাম একটি গোলাপ।
জানি এশহরে একদিন কেউ আর আমাকে
চিনতে পারবেনা।
প্রতীক্ষা করি সেই দিনটির।
মন্তব্য
অনেকদিন পরে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
যাই হোক অবশেষে লিখতে পারছি। সবাইকে ধন্যবাদ।
*********************************************
আমিযে লিখতে সাহাজ্য করলাম এইটাতো লিখলানা মিয়া! ঘটনা কি :?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হু হু নজু তুমি না....
*********************************************
অবশেষে ...
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
স্বাগতম।
মিয়া, ভি আই পি হয়ে গেছেন, তাইনা? লোকজন খুঁজে বেড়ায় আর আপনে লাপাত্তা ।
এই অপরাধে আপনাকে একটা ধারাবাহিক লেখার শাস্তি দেয়া গেলো ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বাগতম!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
স্বাগতম!ডাক ভাঙ্গার অভিনন্দন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আসসালামু আলাইকুম মশা ভাই।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হা হা ইশ্বরকে ধন্যবাদ। আমি আবার প্রিয় লোকজনদের এখানে খুজে পেয়েছি।
হাসিব
কেমন আছেন।
আনোয়ার শাদাত শিমুল
আপনাকেও অনুরূপ
সুমন চৌধুরী
ডাংকেন।
*********************************************
আছি ভালোই । আরেকটু নিয়মিত হোন ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
ওয়ালাইকুম সালাম তিথি
আমি কি আপনাকে চিনি?
ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু।
*********************************************
হাসান ভাই
আপনার অভিমান বুঝতে পারি। সবাই না কইয়া সামহোয়ার ছাইরা গেলেন।
একলা একলা ঘুরি। বহুত দিন পর জানাইলেন। আলাদা ঠিকানার কথা। তাও দেখি বহুদিন ঢুকতে পারিনাই। এই খানে মৌলিক লেখা লিখবার সাধ হইছিল। আসল নাম দিলাম। অরুপ না চিন্না ফিরাই দিল। অভিমান পাইছিল। ভাবছিলাম আর কভু এমুখো হবোনা। শেষে আপনাগো টানে আর পারলাম কই।
*********************************************
"চিনি নাকি"র উত্তর তো জটিল, কে যে কাকে আসলে চিনে? যাক গা, তিথিকে না চিনলেও প্রজাপতিকে তো চিনো?
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হো হো হো তোমার তাইলে ডানা কাইটা গেছে? দর্শন মারাও!
*********************************************
নতুন মন্তব্য করুন