জানি নিরর্থক সব, তুমি বলো
তাহলে কেন প্রতি সকালে অধীর প্রতিক্ষায় বসে থাকো
ডাইনিং টেবিলে।
কেন ক্লান্তদেহটা বিকেল তিনটের দিকে ফেলে রাখো
নরম বেডে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে।
কেন মাঝরাতে রীতাকে ফোন করে বলো
এত মধুর তোমার কন্ঠস্বর ইচ্ছা করে তোমাকে সুদ্ধু খেয়ে ফেলি।
কেন সন্তানের মুখ দেখে মনে হয় নিজের রক্তের দিনলিপি।
কেন কিনে আনো বাজার থেকে সব চাইতে রঙচঙে খাবারগুলো
তোমার ওজন ৮০ কেজি।।
মাসে দুইবার সিঙ্গাপুর- সেই তুমি বলো জীবন অর্থহীন।
মন্তব্য
অনেক থেকেও আবার থাকে না কিছুই!
..পড়ছি মাশার কবিতা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অর্থহীন, সম্পর্কহীন, মিছা এই মানব (কবি না) জীবন ।
- ৮০ কেজি কোনো মাহিলার ওজন হইলে সেইটা কেমন হইবে?
ভাই, আপনে গেছেন!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন