জগতের বিজ্ঞান লেখকদের মধ্যে জেকভ ব্রনস্কির আলাদা একটা সারল্য আছে। তার লেখা পড়লে মনে হয় আসলে বিজ্ঞান পড়ছি না পড়ছি দর্শন। আমার এক বন্ধ সম্প্রতি রাস্তায় হাটতে ভয় পাচ্ছিল। হাটতে হাটতে সে ফুটপাত থেকে নীচে নেমে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করি এমন করছ কেন? সে বলে আমি বিঞ্জনকে বিশ্বাস করিনা। বিজ্ঞান এ পর্যন্ত যা করেছে সব মানবজাতি বা প্রানী জাতির বিরুদ্ধে। এ কথাটরিই চমতকার উত্তর দিয়েছেন ব্রনস্কি এই বইটিতে। বিভিন্ন নামে ৮/১০টি প্রবন্ধ আছে এই বইতে। ব্রনস্কি সবকিছু মিলিয়ে বলতে চেয়েছেন আসলে বিজ্ঞান খারাপ কিছু না। মন্দ জিনিসটা মানুষের মজ্জায় মিশ্রিত। মানুষ খুন করতে চায় বলে সে বন্দুক ব্যবহার করে। এ ক্ষেত্রে যদি প্রশ্ন তুলি বন্দুক আবিস্কার বিজ্ঞানের ভুল। তাহলে ব্রনস্কি বলবেন। ইন্টারনেটরে আবিস্কার। সুখপাঠ্য। বইটি চমতকার।
মন্তব্য
না লেখাটা যুতসই হলনা।
*********************************************
সবাই এতো যুত খোঁজে কেন?
"The Ascent of Man" এর কথা মনে পড়ে? বিটিভিতে দেখাতো..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
আরেকটু ডিটেইল দেন, ।
হুম!
তোমার সুরে সুরে সুর মেলাতে
খিদার আগুনটা জ্বালাইলেন, মিটাইলেন না! আরেট্টু ডিটেইল দেন প্লীজ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ । আরেকটু ঝেড়ে কাশুন ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অরূপ ভাই ধন্যবাদ। মেঘ না চাইতে বৃষ্টির জন্য। ভব্যষ্যতেও অদমরে হেলপ কইরেন। রিভিও দিলে ছবিটা খিচাই দিয়েন।
*********************************************
নতুন মন্তব্য করুন