বাংলামুলুকের গণতন্ত্র আর আমারিকা ভারতের গণতন্ত্র একই মাল নয়। আমরা যে তাগো মত গণতন্ত্র গণতন্ত্র কইয়া ফাল মারতাছি আমরাকি ভাবি আসলে বাংলার পরিপ্রেক্ষিতে গণতন্ত্র বলতে কি বুঝায়?
আপাত অর্থে বেশির ভাগ লোক যাকে মত,ভোট দেয় সে হয় জনপ্রতিনিধি। এভাবেই মুর্খ জনগণের স্বার্থ রক্ষা হয়। একমাত্র মথামোটারাই এমত ধারণা করতে পারে। আমাদের এলাকার এক বড়ভাই তার রাজধানী শহরে দুইটা গার্মেন্টস আছে। চাটগায় আছে তিনটে। আরো কত রকম ব্যবসা যে সে করে মাবুদ জানে। এলাকার সব পোলামাইয়াপান তার কামে ভর্তি। এলাকার সব গরীব পরিবারগুলাই বলতে গেলে এসব শ্রমিকদের আয়ের ওপর নির্ভরশীল। চুন্নু ভাই দিলদরিয়া মানুষ। এরশাদের সময় জাতীয়পার্টি, খালেদার সময় বিএনপি, হাসিনাকালে আওয়ামীলীগ।তার চরিত্র সুবৃহত। চুন্নু ভাই যা কয় এলাকায় তাই হয়। তো অইসব জনগণের কোনো রাষ্ট্র নাই গণতন্ত্র নাই আছে চুন্নু ভাই। এরা জনপ্রতিনিধির নামে স্লোগানও দেয় না সব চুন্নু ভাইয়ের নামে চলে। আমেরিকা থেকে বাংলা মুলুক তক এই চুন্নু ভাইরাই গণতন্ত্রের স্তম্ভ। গনতন্ত্র জনগণের সাথে এক ধরণের প্রতারণা। গনতন্ত্র মানে খালেদার একলাখ টাকা দামের শাড়ী। বেভিচার। হাসিনার চাদাবাজি। মাফিয়া ডন তারেক। মামুনের মত ডাইনোসর। জনগনকে যেভাবে ইচ্ছা বেচো, কেনো। তাই টয়েনবির মত কই গনতন্ত্র হচ্ছে ধনীদের বর্বর বলতন্ত্র।
মন্তব্য
আর গণতন্ত্র মানে যে জলপাই মামাদেরও একটা 'দেহি না ট্রাই মাইরা' টাইপ খোয়াবনামা রচনার সাধ, এইটা বাদ গেছে।
-----------------------
এই বেশ ভাল আছি
কোন তন্ত্রে সমুহ মুক্তি এলো সমগ্র মানুষের?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান বস
হাচা কইছেন। আমরা শুধু অনুমান করে যাই এইতন্ত্রে বোধয় মানুষ মুক্তি পাবে। আদতে এটা চিদাত্মার অসুখ। মানুষের অন্তর্গগত রক্তের ভেতর রয়েছে সমুহ অসুখের বীজ।
*********************************************
নতুন মন্তব্য করুন