গিনিপিগ

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ২০/০৭/২০০৭ - ১১:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রনিজত দাশ

সারজীবন ধরে একজন মানুষ
এমন একটিও কাজ করে উঠতে পারে না
য তার যৌনতা এবং তার স্বার্থপরতার সঙ্গে জড়িত নয়

শেষ বয়সে এসে যখন সে এই সত্য
উপলব্দি করে, তখন সে টের পায়
তার শরীরে লোমে
হাত বুলিয়ে চলেছে কেউ-একটা অদৃশ্য বিশাল হাত-

একটা ভয়ার্ত গিনিপিগের মতো
তার চক্ষু স্থির হয়ে যায়।।

*এই কবিতাটি ওপার বাংলার ৭০দশকের শক্তিমান কবি রনিজত দাশ প্রণীত।


মন্তব্য

জাহেদ সরওয়ার এর ছবি

মন্তব্য আসেনা কেন

*********************************************

জাহেদ সরওয়ার এর ছবি

অরুপ লিখতে দেখা যায় চতুর্ভুজ। পোষ্ট মারলে আসে বেপার কি ভ্রাতা।

*********************************************

অরূপ এর ছবি

মাশা ভাই,

এইটা ইকটু পড়বেন কি?
http://www.sachalayatan.com/next/to_write_bangla
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কনফুসিয়াস এর ছবি

আপনি ব্রাউজারে গিয়ে সবগুলা অপশানে ফন্ট বদলে দিন। তাহলে ঠিক হয়ে যাবে।
-----
কবিতায় মন্তব্য করতে ঢুকেছিলাম আসলে। চমৎকার লাগলো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

শুধু একজন কবিই আমার কথা এইভাবে বলে দিতে পারেন, এমনকি ওই চক্ষুস্থির হওয়া পর্যন্ত!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

অসাধারণ একটা কবিতা! আগে কখনো পড়িনি!!


কি মাঝি? ডরাইলা?

জাহেদ সরওয়ার এর ছবি

জোবায়ের, দো্রাহী।
আমার মতে রনজিত দাশ জীবনানন্দের পরে বাংলাভাষার সবচাইতে জীবন্ত কবি।

*********************************************

জাহেদ সরওয়ার এর ছবি

কনফু কি খবর ভাই।

*********************************************

??? এর ছবি

মাশা রণজিৎ দাশ সম্পর্কে যে মন্তব্য করলেন তা আমারো ভাল্লাগলো। তিনি আমারো পছন্দের কবি। তবে জীবনানন্দের পর ইনি বাংলাভাষার সবচাইতে জীবন্ত কবি না হলেও জীবন্তদের একজনতো বটেই। জীবনানন্দের পরে বিনয় মজুমদার, আল মাহমুদ, শহীদ কাদরী কিংবা উৎপল কুমার বসুকে ভুলে গেলেও বোধহয় ন্যায় হবে না। হাসি

অবশ্য ওটা মাশার নিজস্ব মত ছিল। এটা যেমন আমার নিজস্ব মত।

নজমুল আলবাব এর ছবি

তোমার কল্যানে পড়া রনজিতকে। আনুষ্ঠানিক ধন্যবাদ জানালাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।