রনিজত দাশ
সারজীবন ধরে একজন মানুষ
এমন একটিও কাজ করে উঠতে পারে না
য তার যৌনতা এবং তার স্বার্থপরতার সঙ্গে জড়িত নয়
শেষ বয়সে এসে যখন সে এই সত্য
উপলব্দি করে, তখন সে টের পায়
তার শরীরে লোমে
হাত বুলিয়ে চলেছে কেউ-একটা অদৃশ্য বিশাল হাত-
একটা ভয়ার্ত গিনিপিগের মতো
তার চক্ষু স্থির হয়ে যায়।।
*এই কবিতাটি ওপার বাংলার ৭০দশকের শক্তিমান কবি রনিজত দাশ প্রণীত।
মন্তব্য
মন্তব্য আসেনা কেন
*********************************************
অরুপ লিখতে দেখা যায় চতুর্ভুজ। পোষ্ট মারলে আসে বেপার কি ভ্রাতা।
*********************************************
মাশা ভাই,
এইটা ইকটু পড়বেন কি?
http://www.sachalayatan.com/next/to_write_bangla
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
আপনি ব্রাউজারে গিয়ে সবগুলা অপশানে ফন্ট বদলে দিন। তাহলে ঠিক হয়ে যাবে।
-----
কবিতায় মন্তব্য করতে ঢুকেছিলাম আসলে। চমৎকার লাগলো।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুধু একজন কবিই আমার কথা এইভাবে বলে দিতে পারেন, এমনকি ওই চক্ষুস্থির হওয়া পর্যন্ত!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অসাধারণ একটা কবিতা! আগে কখনো পড়িনি!!
কি মাঝি? ডরাইলা?
জোবায়ের, দো্রাহী।
আমার মতে রনজিত দাশ জীবনানন্দের পরে বাংলাভাষার সবচাইতে জীবন্ত কবি।
*********************************************
কনফু কি খবর ভাই।
*********************************************
মাশা রণজিৎ দাশ সম্পর্কে যে মন্তব্য করলেন তা আমারো ভাল্লাগলো। তিনি আমারো পছন্দের কবি। তবে জীবনানন্দের পর ইনি বাংলাভাষার সবচাইতে জীবন্ত কবি না হলেও জীবন্তদের একজনতো বটেই। জীবনানন্দের পরে বিনয় মজুমদার, আল মাহমুদ, শহীদ কাদরী কিংবা উৎপল কুমার বসুকে ভুলে গেলেও বোধহয় ন্যায় হবে না।
অবশ্য ওটা মাশার নিজস্ব মত ছিল। এটা যেমন আমার নিজস্ব মত।
তোমার কল্যানে পড়া রনজিতকে। আনুষ্ঠানিক ধন্যবাদ জানালাম।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন