পরিচিত লেখকদের বই যদি আর পড়তে ইচ্ছা না হয়। তখন সন্দেহ নাই লাইব্রেরী উতালপাতাল করেন। খুজতে থাকেন অপরিচিত কোনো লেখকের বই। খুজতে খুজতে এই বইখানা আমার হাতে এসে লাগে। হেলা করেই বইটা নিয়া যাই। অন্তত আমি এর আগে শ্রী নন্দীর আর কোনো লেখটেকা পড়িনাই। শিবনাথ চরিত্রটি শেষ পর্যন্তই ছিল যদিও তথাপি এটা তার একার জন্য লেখা নয়। শহরে চাকরী হারিয়ে শহর থেকে দূরে বস্তীতে গিয়ে আশ্রয় নেয় শিবনাথ। বস্তীর বারটি ঘরের মধ্যে তারাও একটা ঘর হয়ে যায়। তারপর প্রত্যহ ঘঠে যাওয়া ঘঠনা গুলো উঠে আসতে থাকে এ উপন্যাসে। ইংরেজিতে এম এ পাশ ব্রাউনিং আউড়ানো একদার বড় চাকুরে কে গুপ্ত, নার্স কমলা, দোকানদার রমেশ, বউ পাগল মুর্খ বলাই, এবং ফিল্মের কাহিনীর সন্ধানে ভাবী ফিল্মমেকার চারু। ইত্যাদি। এই বারো ঘরের ঘঠনার সাথে জড়িয়ে আছে জমিদার ও তারপুত্র ও পুত্র বধুর বিলাসী জীবন। কে গুপ্তর মেয়ে বেবি। শেখর আর বিধু মাষ্টার ইত্যাদি। মানুষের জীবনের সহ্য ক্ষমতার শেষ পরীক্ষাও বলা যায় এ উপন্যাস কে।
মন্তব্য
যদি বইটা পড়তে পারতাম!
আপনার উপস্থাপনাটা সেইরকম আগ্রহ জাগায় মনে।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
জোতিরিন্দ্র নন্দীর কথা অনেকের কাছেই শুনেছি। সেই কবে থেকেই ভাবছি পড়বো। কিন্তু পড়া হয়ে উঠেনি আজো। আপনি ইচ্ছেটা আবার উসকে দিলেন দেখছি।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
কাইল বইটা পাঠায়া দেওতো মিয়া। পড়ার তিব্র ইচ্ছা জাগছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার লেখাটা পড়তে পড়তে ভাবছিলাম, সচলায়তনে গুরুত্বপূর্ণ সব লেখা/ আলোচনার ঢেউ লাগলো কি না !
কনফুসিয়াস লিখলেন ' ইলিয়াসের ঘোড়া ' , এর আগে আপনিই লিখলেন 'পদ্মার পলিদ্বীপ' নিয়ে !
এবার বারো ঘর এক এক উঠোন ! গল্পকার সা'দ কামালী র কৃপায় কয়েক বছর আগে পড়া হয়েছিলো । অসাধারন উপন্যাস ।
ধন্যবাদ আপনাকে ।
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
শুধু এই উপন্যাসটিই নয়, জ্যোতিরিন্দ্রের বেশ কিছু ছোট গল্প আছে অদ্ভুত সুন্দর। তবে আমার ধারনা তার লেখা পড়তে একটা 'অভ্যস্ত হয়ে ওঠার' ব্যাপার আছে, প্রথমেই ভালো নাও লাগতে পারে।
ঠিক এই কথা বলতে চেয়েছিলাম আমি । জোত্যিরিন্দ্র নন্দী বোধকরি সেই দলের লেখক,পাঠক যাদের নাম জানে না । কিন্তু সাহিত্যের ইতিহাস ও এঁদের ছাড়া লেখা হয় না !
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সামহোয়্যারে আপনার লেখা রিভিউ পড়ে পড়ে অনেক বই পড়া হয়েছিল। এটা ও পড়তে হবে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শিরোনামে প্রিয় লেখকের নামটি অশুদ্ধ দেখে ভালো লাগলো না। স্নিগ্ধার মন্তব্যে সঠিক লেখা হয়েছে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
নন্দীমশাই ঘুমিয়ে থাকুন,আমি জাহিদ সারওয়ারের কবিতা পড়ার জন্য তৃষ্ণার্ত আছি ।
এই কবি কই ঘুমিয়ে থাকে মাঝেমাঝে?
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান
বস কই আপনি দেশে না বিদেশে?
আমি দীর্ঘদিন ছিলাম না অন লাইনে আপনার ম্যাজেস পেয়েছি।
*********************************************
নজমুল
তোমারে পাঠাবোনে
*********************************************
নতুন মন্তব্য করুন